২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

ফরাসি সংবিধান সভার (১৭৮৯ খ্রি.) কার্যাবলি সম্পর্কে আলোচনা

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন ফরাসি সংবিধান সভার (১৭৮৯ খ্রি.) কার্যাবলি সম্পর্কে আলোচনা করো। নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়টি হল ফরাসি বিপ্লবের কয়েকটি দিক।

Class 9 History Chapter 1 Long Question Answer (MARKS-8) in Bengali.

Table of Contents

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে ব্যাখ্যামূলক প্রশ্ন ফরাসি সংবিধান সভার (১৭৮৯ খ্রি.) কার্যাবলি সম্পর্কে আলোচনা করো (ফরাসি বিপ্লবের কয়েকটি দিক)

নবম শ্রেণী (প্রথম অধ্যায়) ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন

শ্রেণী নবম
অধ্যায়প্রথম অধ্যায়
Question Typeব্যাখ্যামূলক প্রশ্ন
Marks8

প্রশ্ন:- ফরাসি সংবিধান সভার (১৭৮৯ খ্রি.) কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।

ভূমিকা :- ফরাসি জাতীয় সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ৯ জুলাই ‘সংবিধান সভা’-য় রূপান্তরিত হয়। এই সভার সংখ্যাগরিষ্ঠ সদস্য ছিলেন বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধি।

সংবিধান রচনার আপের কাজ

নতুন সংবিধান রচনা সম্পূর্ণ হওয়ার আগে ফরাসি সংবিধান সভা দুটি গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন –

(ক) সামন্ততন্ত্রের বিলোপ

ফরাসি জাতীয় সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ৪ আগস্ট থেকে ১১ আগস্টের মধ্যে ফ্রান্সে সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে। এই ঘোষণার দ্বারা সামন্তপ্রথা, ভূমিদাস প্রথা, বিভিন্ন সামন্তকর, করভি বা বেগার খাটা, টাইদ বা ধর্মকর আদায়, সামন্তশ্রেণির বিশেষ অধিকার প্রভৃতি বিলুপ্ত হয়।

(খ) ‘ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র’

সংবিধান সভার অপর উল্লেখযোগ্য পদক্ষেপ হল ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট ‘ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র’ ঘোষণা। এই ঘোষণায় বলা হয় স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। আইনের চোখে প্রতিটি মানুষ সমান। জনগণ হল প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী। বিনা বিচারে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ব্যক্তিস্বাধীনতা, সম্পত্তি ক্রয়বিক্রয় ও ভোগের অধিকার, বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা প্রভৃতি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। সকলের ওপর ন্যায্য ভাবে কর আরোপ করা উচিত।

সংবিধান দ্বারা বিভিন্ন কাজ

সংবিধান সভা ১৭৮৯ থেকে ১৭৯১ খ্রিস্টাব্দ পর্যন্ত দু-বছর পরিশ্রম করে ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচনা করে। সংবিধানের দ্বারা বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। যেমন –

(ক) শাসনতান্ত্রিক সংস্কার

সংবিধানের মাধ্যমে বিভিন্ন শাসনতান্ত্রিক সংস্কার করা হয়। শাসন, আইন ও বিচারবিভাগকে সম্পূর্ণ পৃথক করা হয়। রাজার ক্ষমতা খর্ব করে ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। রাজা আইন রচনা, রাজকর্মচারী ও বিচারকদের নিয়োগ, ইচ্ছামতো রাজকোশের অর্থব্যয় প্রভৃতি অধিকার হারান। রাজার দৈব অধিকার বাতিল করে তাঁকে ‘ফরাসি জাতির রাজা’ বলে ঘোষণা করা হয়। রাজা আইনসভা প্রণীত আইন বাতিল করা বা আইনসভা ভেঙে দেওয়ার অধিকার হারান। সম্পত্তির পরিমাণের ভিত্তিতে জনগণকে ‘সক্রিয়’ ও ‘নিষ্ক্রিয়’-দুইভাগে ভাগ করে ‘সক্রিয়’ নাগরিকদের ভোটাধিকার দেওয়া হয়। সমগ্র ফ্রান্সকে ৮৩টি ডিপার্টমেন্ট বা প্রদেশে এবং প্রতিটি প্রদেশকে বিভিন্ন জেলায় বিভক্ত করা হয়।

(খ) অর্থনৈতিক সংস্কার

দেশের তীব্র অর্থসংকট দূর করার উদ্দেশ্যে সব ধরনের পরোক্ষ কর তুলে দেওয়া হয়। জমি ও অস্থাবর সম্পত্তির ওপর কর আরোপ করা হয়। গির্জার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এই বাজেয়াপ্ত সম্পত্তি আমানত হিসেবে রেখে তার ভিত্তিতে ‘অ্যাসাইনেট’ নামে কাগজের নোট চালু করা হয়। শ্রমিকদের ধর্মঘট ও ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়।

(গ) বিচারবিভাগীয় সংস্কার

সামন্তপ্রভুদের বিচারালয়গুলি বিলুপ্ত হয়। জনগণের নির্বাচনের দ্বারা বিচারক নিয়োগের সিদ্ধান্ত হয়। ফৌজদারি মামলায় জুরিপ্রথা চালু হয়। বিনা বিচারে কাউকে বন্দি করা নিষিদ্ধ হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ দেওয়া হয়।

(ঘ) গির্জাব্যবস্থার সংস্কার

সংবিধান সভা গির্জাব্যবস্থার সংস্কারের উদ্যোগ নেয়। গির্জার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তির আমানতের ভিত্তিতে ‘অ্যাসাইনেট’ নামে কাগজের নোট চালু করা হয়। ‘সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি’ বা ‘ধর্মযাজকদের সংবিধান’ নামক দলিল দ্বারা গির্জার ওপর পোপের যাবতীয় আধিপত্যের অবসান ঘটে। গির্জা একটি রাষ্ট্রীয় দপ্তরে পরিণত হয়। যাজকদের জনগণের দ্বারা নির্বাচন ও সরকার থেকে বেতন প্রদানের নিয়ম চালু হয়।

উপসংহার :- ফরাসি সংবিধান সভা বিপ্লবকালে পুরাতনতন্ত্রের ব্যাপক ধ্বংসসাধন করে। ঐতিহাসিক কার্লটন হেইজ বলেছেন যে, “এত অল্প সময়ে এত ব্যাপক ধ্বংসসাধন আর কোনো আইনসভা করতে পারে নি। “অবশ্য ঐতিহাসিক মাদেলাঁ বলেছেন যে, “এই ব্যাপক সংস্কারকার্য ইতিহাসে অদ্বিতীয় হলেও আসলে তা ছিল জীর্ণ ও ভঙ্গুর।


নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর (Class 9 History Forashi Biplober Koyekti Dik Question and Answer)

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর (সঠিক বিকল্প নির্বাচন)

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় SAQ প্রশ্ন উত্তর (অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর)

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ভুল বা ঠিক নির্ধারণ প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় স্তম্ভ মেলাও প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর

  1. ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো।
  2. ফরাসি বিপ্লবের (১৭৮৯ খ্রি.) ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো।
  3. সন্ত্রাসের শাসনের ফলাফল সম্পর্কে আলোচনা করো। বিপ্লবের সময়ে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। অথবা, সন্ত্রাসের শাসনের গুরুত্ব কী ছিল? সন্ত্রাসের রাজত্বকে কি সমর্থন করা যায়?
  4. বিপ্লবের আগে ফ্রান্সের বিভিন্ন সামাজিক শ্রেণি ও সামাজিক বৈষম্য সম্পর্কে আলোচনা কর।
  5. ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
  6. ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো। অথবা, ফরাসি দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
  7. ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো।
  8. ফরাসি সংবিধান সভার (১৭৮৯ খ্রি.) কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।
  9. ফ্রান্সের নতুন আইনসভার (১৭৯১-১৭৯২ খ্রি.) পরিচয় দাও।
  10. ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কী ছিল? সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো।
  11. ফ্রান্সে সন্ত্রাসের শাসন পরিচালনা সম্পর্কে আলোচনা করো। সন্ত্রাসের শাসনের বিভিন্ন কৃতিত্ব বা সাফল্যগুলি উল্লেখ করো।

Leave a Comment