গ্রিসের নগররাষ্ট্র বা পলিসের উদ্ভবের কারণগুলি আলোচনা প্রসঙ্গে পলিস কী, পলিস সম্পর্কে ধারণা, পলিস বা নগররাষ্ট্র গড়ে ওঠার কারণ, গ্রিসের ভূপ্রকৃতি, পলিস গঠনে অর্থনীতি ও ভৌগোলিক অবস্থান গুরুত্ব সম্পর্কে আলোচনা।
প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র বা পলিসের উদ্ভবের কারণ আলোচনা
বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
আর্টস | বি. এ. জেনারেল |
সেমিস্টার | দ্বিতীয় সেমিস্টার |
বিষয় | ইতিহাস |
প্রশ্ন | গ্রিসের নগররাষ্ট্র বা পলিসের উদ্ভবের কারণ |
নগর রাষ্ট্রকে গ্রিকরা ‘পলিস’ নামে অভিহিত করত। পলিস শুধু নির্দিষ্ট ভূখণ্ড বা জনসংখ্যা সমষ্টি নয়, এটি ছিল এমন একটি রাষ্ট্র কাঠামো যেখানে ছিল প্রশাসন ব্যবস্থা, খেলাধুলা, শিল্প ও সাংস্কৃতিক চর্চা, অর্থনৈতিক কার্যক্রম এবং স্বাধীনতা। পলিসের মধ্যে থাকত বড়ো বড়ো বাড়ি, জিমনাসিয়াম, থিয়েটার হল, বাজার ও জলস্তম্ভ। প্রাচীন গ্রিসে ঠিক কী কারণে পলিস গড়ে উঠেছিল সে সম্পর্কে কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া সম্ভব হয় নি। তবে ঐতিহাসিকরা পলিস সৃষ্টির জন্য কয়েকটি কারণ উল্লেখ করেছেন।
গ্রিসের চতুর্দিকে ছিল পাহাড়। আর ছিল ছোটো ছোটো উপত্যকা। প্রাচীন গ্রিকরা অসংখ্য উপত্যকা, পাহাড় বেষ্টিত সমভূমি এবং দ্বীপকে কেন্দ্র করে গড়ে তোলে অসংখ্য ছোটো ছোটো পলিস। পলিসগুলিতে যাতায়াতের জন্য রাস্তা ছিল না। দুটি পলিস পাহাড়ের প্রাচীর দিয়ে বিভক্ত ছিল। ফলে এক একটি শহরকে কেন্দ্র করে পৃথক পলিস গড়ে ওঠে। জলপথে যাতায়াত ছিল সহজ ও সময়ও কম লাগত। কিন্তু স্থলপথ ছিল দূর্গম, তাই গ্রিসের বিভিন্ন রাষ্ট্রকে একজোট করা সম্ভব ছিল না। ফলে ভৌগোলিক পরিবেশের কারণে পলিস বা নগররাষ্ট্র গড়ে ওঠে।
গ্রিক জনজীবনকে তছনছ করে দিয়েছিল ডোরীয় আক্রমণ ও বিজয়। ডোরীয় আক্রমণ থেকে বাঁচার তাগিদে গ্রিকরা একটি স্থানীয় সুরক্ষিত সামরিক কেন্দ্র গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তাই তারা পাহাড়ের চূড়ায় একটি দূর্গ নির্মাণ করে যা অ্যাক্রোপলিস নামে পরিচিত। এই অ্যাক্রোপলিস বিরাট পাথরের প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। যাতে বাইরের শত্রু আক্রমণ করতে না পারে। এর মধ্যে থাকত রাজপ্রাসাদ সামরিক কেন্দ্র ও ধর্মীয় কেন্দ্র।
পলিসের নিজ জমিতে উৎপাদিত শস্য অভ্যন্তরীণ চাহিদা মেটাতো। পলিসের যেসব পণ্য উৎপাদিত হয় সেগুলো দিয়েই গ্রিক বাসিন্দা সন্তুষ্ট থাকত। কিন্তু পলিসের জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য সংকট দেখা দেয়। ফলে তারা জলপথে বাইরে থেকে খাদ্য আমদানি করত। এই ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে পলিসগুলিতে বাজার বসত। এইভাবে, নগর ও বাজারকে কেন্দ্র করে গ্রিসে পলিসের উদ্ভবের পথ প্রশস্ত হয়।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গ্রিসের পলিস গঠনে অর্থনীতি ও ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর পাশাপাশি সামরিক ও ধর্মীয় বিষয়টিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে একথা খুব জোরের সঙ্গে বলা যায় কোনো নির্দিষ্ট একটি কারণে পলিস গড়ে ওঠেনি। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন প্রাচ্যের সাম্রাজ্যের প্রবণতাও পলিস গঠনে অনুপ্রেরণা জুগিয়ে ছিল।
(FAQ) প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র বা পলিসের উদ্ভবের কারণ সম্পর্কে জিজ্ঞাস্য?
১. পলিস বা নগররাষ্ট্র কোথায় গড়ে উঠেছিল?
প্রাচীন গ্রিসে।
২. প্রাচীন গ্রিসের দুটি নগররাষ্ট্রের নাম লেখ।
এথেন্স ও স্পার্টা।
পলিস গঠনে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?
অর্থনীতি ও ভৌগোলিক অবস্থান।