নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন জার্মানিতে হিটলার বা নাৎসি দলের উত্থান সম্পর্কে আলোচনা করো। নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায়টি হল বিশ শতকে ইউরোপ।
নবম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় হতে ব্যাখ্যামূলক প্রশ্ন (বিশ শতকে ইউরোপ)
নবম শ্রেণী (পঞ্চম অধ্যায়) বিশ শতকে ইউরোপ থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন
শ্রেণী | নবম |
অধ্যায় | পঞ্চম অধ্যায় |
Question Type | ব্যাখ্যামূলক প্রশ্ন |
Marks | 8 |
প্রশ্ন:- জার্মানিতে হিটলার বা নাৎসি দলের উত্থান সম্পর্কে আলোচনা করো।
উত্তর:- ভূমিকা :- প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই সময় জার্মানিতে তীব্র রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দেখা দিলে ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে এবং নাৎসি নেতা অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতা দখল করেন।
ভার্সাই সন্ধির বিরোধিতা
প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রশক্তি ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির ওপর বিভিন্ন জবরদস্তিমূলক শর্ত চাপিয়ে দেয়। জার্মানির প্রতি এই অবিচার জার্মানবাসীর মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। হিটলার এই ক্ষোভের সদ্ব্যবহার করেন।
অর্থনৈতিক সংকট
ভাইমার প্রজাতন্ত্রের আমলে জার্মানি তীব্র অর্থনৈতিক সংকটের শিকার হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, খাদ্যাভাব প্রভৃতি জার্মান জনজীবন বিধ্বস্ত করে দেয়। এই অবস্থায় হিটলার দেশবাসীকে প্রতিশ্রুতি দেন যে, তিনি ক্ষমতায় এলে বেকারদের চাকরি দেবেন এবং অর্থনীতি মজবুত করবেন।
গণতান্ত্রিক চেতনার অভাব
জার্মান রাজনীতিতে প্রজাতান্ত্রিক ও গণতান্ত্রিক চেতনার অভাব ছিল বলে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কাজটি সহজ হয়।
উগ্র জাতীয়তাবাদ
নাৎসি দল জাতিবিদ্বেষের ওপর প্রতিষ্ঠিত ছিল। নাৎসিতত্ত্ববিদ কার্ল হসোফার প্রচার করেন জার্মান জাতি শ্রেষ্ঠ। জার্মানদের মধ্যে আবার নাৎসিরা শ্রেষ্ঠ। জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রচারের ফলে এই জাতির মধ্যে ঐক্যচেতনা বৃদ্ধি পায়।
প্রজাতন্ত্রের ব্যর্থতা
প্রজাতন্ত্রের ব্যর্থতার সুযোগে নাৎসি দল নির্বাচনে ১৯২৪ খ্রিস্টাব্দে ১৪টি, ১৯৩০ খ্রিস্টাব্দে ১০৭টি এবং ১৯৩৩ খ্রিস্টাব্দে ২৮৮টি আসন দখল করে।
নাৎসি সংগঠন
নাৎসি নেতা হিটলার তাঁর ‘মেইন ক্যাম্ফ” বা ‘আমার সংগ্রাম’নামক গ্রন্থে নাৎসি দলের আদর্শ তুলে ধরেন। হিটলার যুদ্ধ-ফেরত সেনা ও বেকার যুবকদের নিয়ে SA নামে আধা-সামরিক ঝটিকা বাহিনী গঠন করেন।
হিটলারের ব্যক্তিত্ব
নাৎসি দলের উত্থানের ক্ষেত্রে হিটলারের অসাধারণ ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তার চরিত্রে নেতা ও অভিনেতার আশ্চর্য সংমিশ্রণ ঘটেছিল। তিনি মানুষের মনস্তত্ব বুঝে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে জার্মান জাতিকে আকৃষ্ট করেন।
উপসংহার :- ঐতিহাসিক ই এইচ কার হিটলারের উত্থানকে ‘নাৎসি বিপ্লব’ এবং ঐতিহাসিক কে এস পিনসন হিটলারের এই উত্থানকে ‘গণ- আন্দোলন’ বলে অভিহিত করেছেন।