হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে যা জানো লেখো

বি. এ. জেনারেল (1st Semister) ইতিহাস তৃতীয় অধ্যায়: হরপ্পা সভ্যতা থেকে ৫ নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন – হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে আলোচনা করা হল।

হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে যা জানো লেখো

প্রশ্ন:- হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে যা জানো লেখো।

সিন্ধু সভ্যতার সমকালীন মিশরীয় ও সুমেরীয় সভ্যতা সম্বন্ধে অনেক তথ্য পাওয়া গেছে, কারণ এইসব সভ্যতার লিপিগুলির পাঠোদ্ধার সম্ভব হয়েছে। কিন্তু সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনো খোদাই করা লিপি রেখে যায়নি। তবে সিন্ধু উপত্যকা অঞ্চলে খননকার্য চালিয়ে কিছু অক্ষরবিশিষ্ট সিলমোহর ও পাত্র পাওয়া গেছে। প্রায় ২৭০ ধরনের অক্ষর বা হরফ হরপ্পায় প্রচলিত ছিল তার প্রমাণ পাওয়া গেছে।

হরপ্পায় প্রচলিত সচিত্র লিপি অনেকটা মিশরীয় লিপি ‘হায়ারোগ্লিফিক’ লিপির মতো মনে হয়। সিলের ওপর খোদাই করা লিপিগুলি ব্যক্তিবিশেষের নাম বা ব্যক্তিবিশেষের সম্পত্তি নির্দেশ করে। আবার সিলমোহরগুলির ওপর বিভিন্ন জন্তুর ছবি দেখা গেছে। প্রকৃতপক্ষে ভাষাতত্ত্বের দিক দিয়ে সিলমোহরের ওপর খোদাই করা লিপিগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ।

সিন্ধু উপত্যকায় আবিষ্কৃত হস্তলিপি সম্বন্ধে নানা মতবাদ ঐতিহাসিক মহলে প্রচলিত আছে। ঐতিহাসিক ওয়াডেল-এর মতে, সিন্ধু উপত্যকার হস্তলিপির মূল উৎস হল সুমেরীয় হস্তলিপি। আবার হান্টারের মতে, মিশরীয় হস্তলিপি। মিশর, ক্রীট ও সুমেরীয় হস্তলিপির সঙ্গে সিন্ধু উপত্যকার হস্তলিপির যথেষ্ট মিল দেখা গেছে। ড. লংডম-এর মতে, আঞ্চলিকভাবে সিন্ধু উপত্যকার লিপিগুলির উদ্ভব হয় এবং পরবর্তীকালে এগুলি থেকেই ব্রাহ্মীলিপির উৎপত্তি হয়। ড. প্রাণনাথের মতে, সিন্ধু উপতাকার লিপিগুলির উৎস হল সংস্কৃত। তবে এই সকল মতামত নিছক অনুমান। লিপিগুলির পাঠোদ্ধার সম্ভব না হলে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।

লিপিগুলি কোনো কোনো ক্ষেত্রে ডানদিক থেকে বামদিকে আবার কোনো কোনো ক্ষেত্রে বামদিক থেকে ডানদিকে লেখা হত। বহু পরিশ্রম করে ১০০ টি সিলমোহরের লিপি পাঠোদ্ধার করা সক্ষম হয়েছে। সম্প্রতিকালে ড. এস. আর. রাও-এর মতে, খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দের মধ্যে সিন্ধু উপত্যকার লিপিগুলি আঞ্চলিক পর্যায় থেকে বর্ণমালার পর্যায়ে এসেছে। সিন্ধুবাসীদের ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বলা যায়।

Leave a Comment