পেরিক্লিসের যুদ্ধনীতি আলোচনা

এথেন্সের সম্রাট পেরিক্লিসের যুদ্ধনীতি আলোচনা প্রসঙ্গে পেরিক্লিসের বিদেশ নীতি, পেরিক্লিসের সাম্রাজ্য বিস্তার নীতি, পেলোপশেনীয় যুদ্ধের সময় পেরিক্লিসের রণনীতি, পেরিক্লিস দুটি গুরুত্বপূর্ণ রণনীতি সম্পর্কে জানব।

প্রাচীন এথেন্সের সম্রাট পেরিক্লিসের যুদ্ধনীতি আলোচনা

বিষয় ইতিহাস
বিশ্ববিদ্যালয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
আর্টস বি.এ. জেনারেল
সেমিস্টার দ্বিতীয়
প্রশ্ন পেরিক্লিসের যুদ্ধনীতি আলোচনা কর।
প্রশ্নমান
পেরিক্লিসের যুদ্ধনীতি আলোচনা কর।

পেরিক্লিসের বিদেশ নীতি পর্যালোচনা করলে দেখা যায় তিনি সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে বেশ কিছু রাষ্ট্রকে জয় করেছিলেন। কিন্তু পারস্য ও স্পার্টার সঙ্গে তিনি শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন।‌ পেরিক্লিসের রণনীতির প্রসঙ্গে ঐতিহাসিক A. G. Platias এবং C. Koliopoulos লিখেছেন পেরিক্লিস Themisotocles এর নীতি অনুসরণ করে যুদ্ধনীতি গড়ে তুলেছিলেন যার মূল বিষয় ছিল এথেন্সের মূলত নৌশক্তিতে চূড়ান্ত আধিপত্য রয়েছে এবং পেলোপনেসীয় দেশগুলি স্থল বাহিনীর ক্ষেত্রে প্রচণ্ড শক্তিশালী।

থুকিডিডিসের বর্ণনা থেকে পেলোপশেনীয় যুদ্ধের সময় পেরিক্লিসের রণনীতির বিভিন্ন দিকের পরিচয় পাওয়া যায়। তিনি লিখেছেন যেহেতু স্পার্টা ছিল স্থল যুদ্ধে শক্তিশালী তাই বার বার স্পার্টা এথেন্স আক্রমণের পরিকল্পনা নিয়েছিল। আর এই অবস্থায় স্থলশক্তিতে অপেক্ষাকৃত দুর্বল এথেন্সকে রক্ষা করার জন্য পেরিক্লিস আত্মরক্ষামূলক নীতি অনুসরণ করেন। তিনি শত্রুদের আক্রমণ প্রতিরোধ করার উপর জোর দেন। এর ফলে এথেন্সের বাড়তি শক্তি ক্ষয় রোধ করা সম্ভব হয়।

অন্যদিকে পেরিক্লিস যুদ্ধের সময় নতুন করে কোনো রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ না করার পরামর্শ দেন। এই সময়কালে নিজেদের শক্তিকে সংহত রাখাকেই তিনি প্রাথমিক কর্তব্য বলে মনে করতেন। এই সময় পেরিক্লিস দুটি নীতির ওপর জোর দেন। (ক) নতুন করে কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়া কারণ, পেরিক্লিস মনে করেছিলেন এই সময় নাগরিকদের যুদ্ধে যাবার পরিবর্তে নিজেদের রক্ষা করাই হবে প্রাথমিক কর্তব্য। (খ) এথেন্সের মিত্রশক্তিগুলির গতিবিধির ওপর নজর রাখা যায় এবং তারা যাতে শত্রুপক্ষের সঙ্গে যোগ না দেয় তাও লক্ষ্য করা। পাশাপাশি পেরিক্লিস দেশের বিপর্যয়ের সামনে সর্বাধিক শক্তিবাহিণীকে সর্বদা প্রস্তুত রাখার নির্দেশ দেন।

(FAQ) পেরিক্লিসের যুদ্ধনীতি সম্পর্কে জিজ্ঞাস্য?

১. পেরিক্লিস কে ছিলেন?

প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র এথেন্সের সম্রাট ছিলেন পেরিক্লিস।

২. কোন যুদ্ধের সময় পেরিক্লিসের রণনীতির বিভিন্ন দিকের পরিচয় পাওয়া যায়?

পেলোপশেনীয় যুদ্ধের সময়।

৩. পেলোপশেনীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?

প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র এথেন্স ও স্পার্টার মধ্যে।

Leave a Comment