2024 WBHA Test Paper: School Test Question Papers 6 (History)

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে School Test Question Papers 6 (History) প্রশ্নটি সমাধান করা হল।

Test PaperWBHA
Year2024
SubjectHistory
ClassXII
Solved byইতিহাস শিক্ষা কেন্দ্র
School NameHindu School, Kolkata

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24-24

(i) জীবনের জলসাঘরে হল একটি – (a) পৌরাণিক কাহিনিমূলক রচনা (b) লোককথামূলক রচনা (c) কিংবদন্তিমূলক রচনা (d) স্মৃতিকথামূলক রচনা            d

(ii) ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় – (a) 1751 (b) 1753 (c) 1755 (d) 1757 খ্রিস্টাব্দে        b

(iii) ‘নতুন বিশ্ব’-এর নামকরণ করেন – (a) আমেরিগো ভেসপুচি (b) কলম্বাস (c) ভাস্কো-দা-গামা (d) জন ক্যাবট    a

(iv) Imperialism: A study গ্রন্থটি রচনা করেন – (a) লেনিন (b) অ্যাডাম স্মিথ (c) হবসন (d) ডেভিড টমসন    c

(v) বাংলায় স্বাধীন নবাবির সূচনা করেন – (a) আলিবর্দি খাঁ (b) সিরাজ-উদদৌলা (c) মিরকাশিম (d) মুরশিদকুলি খাঁ    d

(vi) ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হত – (a) আমলাতন্ত্রকে (b) মন্ত্রীসভাকে (c) পুলিশ বিভাগকে (d) সামরিক বিভাগকে       a

(vii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:

            স্তম্ভ-ক                                         স্তম্ভ-খ

(i) পলাশির যুদ্ধ                                      (A) 1765 খ্রি

(ii) বক্সারের যুদ্ধ                                     (B) 1757 খ্রি

(iii) বাংলায় কোম্পানির দেওয়ানি লাভ       (C) 1773 খ্রি

(iv) রেগুলেটিং অ্যাক্ট                               (D) 1764 খ্রি

বিকল্পসমূহ:

(a) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C

(b) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C

(c) (i)-B, (ii)-C, (iii)-A, (iv)-D

(d) (i)-B, (ii)-D, (iii)-C, (iv)-A         b

(viii) ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠিত হয় – (a) 1801 (b) 1813 (c) 1815 (d) 1817 খ্রিস্টাব্দে        c

(ix) ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন – (a) জ্যোতিবা ফুলে (b) নারায়ণ গুরু (c) বীরেশলিঙ্গম (d) কেশবচন্দ্র সেন       a

(x) বিধবাবিবাহ আইন পাস হয় – (a) 1829 (b) 1935 (c) 1856 (d) 1865 খ্রিস্টাব্দে         d

(xi) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধিজি – (a) কারাবরণ করেন (b) ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি ত্যাগ করেন (c) ‘নাইট’ উপাধি ত্যাগ করেন (d) আইনসভার সদস্যপদ ত্যাগ করেন        b

(xii) সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন – (a) হায়দরাবাদের নিজাম (b) মহীশূরের টিপু সুলতান (c) জয়পুরের মহারাজা (d) মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজীরাও  a

(xiii) নবান্ন নাটকের রচয়িতা হলেন – (a) মহাশ্বেতা দেবী (b) বিজন ভট্টাচার্য (c) শম্ভু মিত্র (d) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়      b

(xiv) লিনলিথগো প্রস্তাব ঘোষিত হয় – (a) 1940 (b) 1942 (c) 1945 (d) 1947 খ্রিস্টাব্দে        a

(xv) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন – (a) মাতঙ্গিনী হাজরা (b) অজয় মুখোপাধ্যায় (c) সতীশচন্দ্র সামন্ত (d) বীরেন্দ্রনাথ শাসমল         c

(xvi) গণপরিষদের প্রথম অধিবেশন বসে – (a) কলকাতায় (b) দিল্লিতে (c) মাদ্রাজে (d) বোম্বাইয়ে        b

(xvii) ফালটন বক্তৃতা প্রদান করেন – (a) চার্চিল (b) ট্রুম্যান (c) স্ট্যালিন (d) রুজভেল্ট          a

(xviii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:

          স্তম্ভ-ক                                        স্তম্ভ-খ

(i) মার্শাল পরিকল্পনা ঘোষণা               (A) 1967 খ্রিস্টাব্দ

(ii) পঞ্চশীল নীতি গৃহীত হয়                 (B) 1956 খ্রিস্টাব্দ

(iii) সুয়েজ খাল জাতীয়করণ করা হয়   (C) 1954 খ্রিস্টাব্দ

(iv) তৃতীয় আরব-ইজরায়েল যুদ্ধ          (D) 1947 খ্রিস্টাব্দ

বিকল্পসমূহ:

(a) (i)-B, (ii)-C, (iii)-A, (iv)-D

(b) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B

(c) (i)-D, (ii)-C, (iii)-B, (iv)-A

(d) (i)-D, (ii)-B, (iii)-C, (iv)-A        c

(xix) দিয়েন-বিয়েন-ফু’র ঘটনাটি ঘটেছিল – (a) মিশরে (b) কিউবায় (c) কোরিয়ায় (d) ভিয়েতনামে          d

(xx) লং মার্চ-এর ঘটনা ছিল – (a) চিনের (b) ইংল্যান্ডের (c) মার্কিন যুক্তরাষ্ট্রের (d) সোভিয়েত রাশিয়ার       a

(xxi) ইন্দোচিনে উপনিবেশ গড়ে উঠেছিল – (a) ফ্রান্সের (b) ইংল্যান্ডের (c) পোর্তুগালের (d) ডেনমার্কের   a

(xxii) কোরিয়া যুদ্ধ সংঘটিত হয় – (a) 1945-48 (b) 1950-53 (c) 1955-58 (d) 1960-63 খ্রিস্টাব্দে           b

(xxiii) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় – (a) 21 ফেব্রুয়ারি (b) ৪ মার্চ (c) 14 এপ্রিল (d) 5 জুন   a

(xxiv) সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – (a) দিল্লিতে (b) ইসলামাবাদে (c) ঢাকায় (d) কাঠমান্ডুতে      c

2 . নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16

(i) কবে, কাদের মধ্যে নানকিং-এর সন্ধি স্বাক্ষরিত হয়?

১৮৪২ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চিনের মধ্যে

অথবা, ‘নয়া সাম্রাজ্যবাদ’ কী?

আধুনিক যুগে আর্থিক দিক থেকে শক্তিশালী দেশগুলি অপেক্ষাকৃত দুর্বল দেশের ভূখণ্ড দখল না করেও সুকৌশলে সেই সমস্ত দেশগুলির অর্থনীতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আধুনিক বিশ্বে উন্নত দেশগুলির এই নতুন কৌশল নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত।

(ii) ‘সাম্রাজ্যবাদ : পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ গ্রন্থটি কে রচনা করেন?

ভি আই লেনিন।

(iii) ‘শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা’ ধারণাটি কী?

শ্বেতাঙ্গ মানুষদের এশিয়া ও আফ্রিকার অ-শ্বেতাঙ্গ মানুষদের শিক্ষিত ও সভ্য করার যে দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে, তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলে।

অথবা, ‘যোগ্যতমের উদ্বর্তন’ তত্ত্বটি কী?

সমগ্ৰ প্রাণীকুলের মধ্যে প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে শুধু যোগ্যতম প্রাণীরাই বিবর্তনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। সমগ্ৰ প্রাণীজগৎ সম্পর্কে চার্লস ডারউইনের এই তত্ত্বই ‘যোগ্যতমের উদ্বর্তন’ নামে পরিচিত।

(iv) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

লর্ড ক্যানিং

(v) ‘কোড কর্নওয়ালিশ’ কী?

ভারতের বড়োলাট লর্ড কর্নওয়ালিস এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৭৯৩ খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতির প্রবর্তন করেন। এই কর্মপদ্ধতি ‘কোড কর্নওয়ালিশ’ নামে পরিচিত।

অথবা, ‘অবশিল্পায়ন’ কী?

ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত।

(vi) কে, কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?

লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে

(vii) ‘উডের ডেসপ্যাচ’ কী?

ভারতে ব্রিটিশ সরকারের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ১৮৫৪ খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই নির্দেশ নামা অনুসারে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে।

অথবা, কে, কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?

স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিস্টাব্দে

(viii) 4 মে-র আন্দোলন কোন্ বছর কোথায় হয়েছিল?

১৯১৯ খ্রিস্টাব্দে চিনে

(ix) রাওলাট আইন কী?

রাওলাট কমিশন বা সিডিশন কমিশনের ভিত্তিতে ১৯১৯ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ভারতের কেন্দ্রীয় আইনসভায় এক দমন মূলক বিল উত্থাপিত হয় এবং ভারতীয় সদস্যদের প্রতিবাদ সম্পূর্ণ উপেক্ষা করে ১৮ই মার্চ বিলটি আইনে পরিণত হয়। এটি রাওলাট আইন নামে পরিচিত।

(x) ভাইকম সত্যাগ্রহ কী?

দক্ষিণ ভারতে কেরালায় নিম্নবর্গের হিন্দুদের প্রতি অস্পৃশ্যতার মনোভাব দেখানো এবং তাদের মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয় তার নাম ভাইকাম সত্যাগ্রহ।

অথবা, কে, কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?

লর্ড ওয়েলেসলি ১৭৯৮ খ্রিস্টাব্দে

(xi) কে, কবে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন?

রাসবিহারী বসু ১৯৪২ খ্রিস্টাব্দে

(xii) ‘রশিদ আলি দিবস’ কী?

আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলী কে বিচারে সাত বছর সাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর প্রতিক্রিয়া হিসেবে ১১ই ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট পালিত হয়, যা রশিদ আলী দিবস নামে পরিচিত।

অথবা, কে, কবে পার্লহারবারে বোমা বর্ষণ করে?

জাপান ১৯৪১ সালের ৭ ডিসেম্বর

(xiii) ‘ওয়ারশ চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়?

১৪ মে ১৯৫৫ খ্রিস্টাব্দে

(xiv) মার্শাল টিটো কে ছিলেন?

যুগোস্লভিয়ার রাষ্ট্রপ্রধান মার্শাল টিটো জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করে বিশেষ খ্যাতি অর্জন করেন।

(xv) স্বাধীন বাংলাদেশের ‘জাতির পিতা’ কাকে বলা হয়?

শেখ মুজিবর রহমান

(xvi) ‘মিশ্র অর্থনীতি’ কী

যে অর্থনৈতিক কর্মসূচিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের অস্তিত্ব থাকে তাকে মিশ্র অর্থনীতি বলে।

Leave a Comment