উনিশ শতকে বাংলায় সমাজ ও ধর্মসংস্কারের ক্ষেত্রে ব্রাহ্মসমাজের উদ্যোগ

দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়- সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে উনিশ শতকে বাংলায় সমাজ ও ধর্মসংস্কারের ক্ষেত্রে ব্রাহ্মসমাজের উদ্যোগগুলি আলোচনা করা হল।

উনিশ শতকে বাংলায় সমাজ ও ধর্মসংস্কারের ক্ষেত্রে ব্রাহ্মসমাজের উদ্যোগ

প্রশ্ন:- উনিশ শতকে বাংলায় সমাজ ও ধর্মসংস্কারের ক্ষেত্রে ব্রাহ্মসমাজের উদ্যোগগুলি কী ছিল?

ভূমিকা :- পাশ্চাত্য ভাবধারার প্রভাবে উনিশ শতকে বাংলায় ব্যাপক সমাজ ও ধর্মসংস্কার শুরু হয়। বাংলায় এক্ষেত্রে অগ্রভাগে ছিলব্রাহ্মসমাজ এবং তার নেতৃবৃন্দ।

ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা

রাজা রামমোহন রায় কলকাতায় ১৮২৮ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। ১৮৩০ খ্রিস্টাব্দে এটি ব্রাহ্মসমাজ। রামমোহনের মৃত্যুর (১৮৩৩ খ্রি.) পরবর্তীকালে ব্রাহ্মসমাজের নেতৃত্ব দেন দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ।

রামমোহনের সময়

রামমোহন রায়ের সময় ব্রাহ্মসমাজ একেশ্বরবাদ প্রতিষ্ঠা, পৌত্তলিকতার অবসান ঘটানো, সর্বধর্ম সমন্বয়সাধন, মানবতাবাদ প্রতিষ্ঠা প্রভৃতির উদ্দেশ্যে ব্যাপক প্রচার চালায়। এইভাবেই তারা বাংলায় সামাজিক আন্দোলন ছড়িয়ে দেয়।

দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগ

রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্মসমাজ আন্দোলন আবার সক্রিয় হয়ে ওঠে। তাঁর উদ্যোগে ১৮৩৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভা সংস্কারমুক্ত ধর্ম আলোচনার কেন্দ্রে পরিণত হয়। এই সভা বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিভেদ প্রথা প্রভৃতির বিরুদ্ধে এবং অসবর্ণ বিবাহ, বিধবাবিবাহ, নারীশিক্ষা, নারীস্বাধীনতা, শ্রমিককল্যাণ প্রভৃতির পক্ষে আন্দোলন গড়ে তোলে।

কেশবচন্দ্র সেনের উদ্যোগ

কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ সমাজসংস্কারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। নারীশিক্ষা, অসবর্ণ বিবাহ, বিধবাবিবাহ, পতিতা মেয়েদের উদ্ধার প্রভৃতির পক্ষে ব্রাহ্মসমাজ প্রচার চালায়। কেশবচন্দ্র বাল্যবিবাহ, বহুবিবাহ, মদ্যপান, পর্দাপ্রথা প্রভৃতিরও বিরোধিতা করেন। শ্রমিকদের কল্যাণেও কেশবচন্দ্র নজর দেন। ড. রমেশচন্দ্র মজুমদার কেশবচন্দ্রের নেতৃত্বাধীন আন্দোলনকে প্রথম সর্বভারতীয় আন্দোলন বলে অভিহিত করেছেন।

উপসংহার:- ব্রাহ্মসমাজ শুধুমাত্র সমাজ সংস্কারের মধ্যেই আবদ্ধ ছিল না, শিক্ষার প্রসারের উদ্দেশ্যেও বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। শিক্ষা প্রসারের উদ্দেশ্যে ‘সমাজোন্নয়ন বিধায়নী সুহৃদ সমিতি’ (১৮৫৪ খ্রি.), ‘ব্রাহ্মবন্ধুসভা’ (১৮৬০ খ্রি.), সঙ্গতসভা (১৮৬০ খ্রি.), ‘ক্যালকাটা কলেজ’ (১৮৬২ খ্রি.) প্রভৃতি গড়ে তোলা হয়েছিল।

Leave a Comment