নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে স্তম্ভ মেলাও। নবম শ্রেণী (তৃতীয় অধ্যায়) ঊনবিংশ শতকের ইউরোপ- রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত থেকে স্তম্ভ মেলাও। Class 9 History Chapter 3 Pillar match
নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে স্তম্ভ মেলাও (ঊনবিংশ শতকের ইউরোপ)
নবম শ্রেণী (তৃতীয় অধ্যায়) ঊনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত থেকে স্তম্ভ মেলাও
| শ্রেণী | নবম |
| অধ্যায় | তৃতীয় অধ্যায় |
| Question Type | স্তম্ভ মেলাও |
| Marks | 1 |
নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে বাম দিক ও ডান দিক স্তম্ভ মেলাও
১।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) প্রথম ফ্রান্সিস | (a) পিডমন্টের রাজা |
| (ii) প্রথম আলেকজান্ডার | (b) প্রাশিয়ার রাজা |
| (iii) প্রথম উইলিয়াম | (c) রুশ জার |
| (iv) ভিক্টর ইমান্যুয়েল | (d) অস্ট্রিয়ার রাজা |
উত্তর:- i-d, ii-c, iii-b, iv-a
২।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) ১৮১৫ খ্রি. | (a) ট্রপোর ঘোষণাপত্র |
| (ii) ১৮১৯ খ্রি. | (b) ভিয়েনা সম্মেলন |
| (iii) ১৮২০ খ্রি. | (c) গ্রিসের স্বাধীনতা যুদ্ধ |
| (iv) ১৮২১-১৮৩২ খ্রি. | (d) কার্লসবাড ডিক্রি |
উত্তর:- i-b, ii-d, iii-a, iv-c
৩।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) বুরবোঁ | (a) হল্যান্ড |
| (ii)অরেঞ্জ | (b) পিডমন্ট |
| (iii) স্যাভয় | (c) ফ্রান্স |
| (iv) হ্যাপসবার্গ | (d) অস্ট্রিয়া |
উত্তর:- i-c, ii-a, iii-b, iv-d
৪।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) মেটারনিখ | (a) পিডমন্টের প্রধানমন্ত্রী |
| (ii) ক্যাভুর | (b) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী |
| (iii) বিসমার্ক | (c) প্রাশিয়ার প্রধানমন্ত্রী |
| (iv) ক্যাসালরি | (d) ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। |
উত্তর:- i-b, ii-a, iii-c, iv-d
৫।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) ১৮৩০ খ্রি. | (a) মধ্য ইতালির সংযুক্তি |
| (ii) ১৮৬১ খ্রি. | (b) রাশিয়ায় ভূমিদাসদের মুক্তি |
| (iii) ১৮৪৮ খ্রি. | (c) জুলাই বিপ্লব |
| (iv) ১৮৬০ খ্রি. | (d) ফেব্রুয়ারি বিপ্লব |
উত্তর:- i-c, ii-b, iii-d, iv-a
৬।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) ১৮৪৮ খ্রি. | (a) স্যাডোয়ার যুদ্ধ |
| (ii) ১৮৫৪ খ্রি. | (b) সেডানের যুদ্ধ |
| (iii) ১৮৬৬ খ্রি. | (c) ক্রিমিয়ার যুদ্ধ |
| (iv) ১৮৭০ খ্রি. | (d) বিপ্লবের বছর |
উত্তর:- i-d, ii-c, iii-a, iv-b
৭।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) ১৮৩০ খ্রি. | (a) ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা |
| (ii) ১৮৪৮ খ্রি. | (b) রোমের সংযুক্তি |
| (iii) ১৮৬৬ খ্রি. | (c) জুলাই রাজতন্ত্রের প্রতিষ্ঠা |
| (iv) ১৮৭০ খ্রি. | (d) ভিনিশার সংযুক্তি |
উত্তর:- i-c, ii-a, iii-d, iv-b
৮।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) ১৮৪৮ খ্রি. | (a) লন্ডন প্রোটোকল |
| (ii) ১৮৫২ খ্রি. | (b) প্লোমবিয়ের্সের চুক্তি |
| (iii) ১৮৫৮ খ্রি. | (c) গ্যাস্টিনের চুক্তি |
| (iv) ১৮৬৫ খ্রি. | (d) জুলাই রাজতন্ত্রের অবসান |
উত্তর:- i-d, ii-a, iii-b, iv-c
৯।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) গ্যাস্টিনের চুক্তি | (a) প্রাশিয়া ও অস্ট্রিয়া |
| (ii) প্লোমবিয়ার্সের চুক্তি | (b) ইতালি ও প্রাশিয়া |
| (iii) ভিল্লাফ্রাঙ্কার চুক্তি | (c) অস্ট্রিয়া ও ফ্রান্স |
| (iv) প্রাগের চুক্তি | (d) ইতালি ও ফ্রান্স |
উত্তর:- i-a, ii-d, iii-c, iv-b
১০।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) ভিক্টর ইমান্যুয়েল | (a) ফ্রান্সের রাজা |
| (ii) চতুর্থ ফ্রেডরিখ উইলিয়াম | (b) প্রাশিয়ার রাজা |
| (iii) তৃতীয় নেপোলিয়ন | (c) ইতালির রাজা |
| (iv) নবম খ্রিস্টিয়ান | (d) ডেনমার্কের রাজা |
উত্তর:- i-c, ii-b, iii-a, iv-d
১১।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) দশম চার্লস | (a) ‘সোসাইটি অব ফ্যামিলিস’ |
| (ii) অগাস্ত ব্লাঙ্কি | (b) তৃতীয় নেপোলিয়ন |
| (iii) লুই ব্লাঁ | (c) অষ্টাদশ লুই-এর ভ্রাতা |
| (iv) লুই নেপোলিয়ন | (d) অর্গানাইজেশন অব লেবার |
উত্তর:- i-c, ii-d, iii-a, iv-b
১২।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) পলিগন্যাক | (a) দশম চার্লসের প্রধানমন্ত্রী |
| (ii) কাভুর | (b) লুই ফিলিপের প্রধানমন্ত্রী |
| (iii) গিজো | (c) পিডমন্ট-সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী |
| (iv) বিসমার্ক | (d) প্রাশিয়ার প্রধানমন্ত্রী |
উত্তর:- i-a, ii-c, iii-b, iv-d
১৩।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) ম্যাৎসিনি | (a) জোলভেরাইন |
| (ii) ক্যাভুর | (b) ইয়ং ইটালি |
| (iii) গ্যারিবল্ডি | (c) লাল কোর্তা |
| (iv) ম্যাজেন | (d) অ্যাসোসিয়জন অ্যাগ্ৰারিয়া |
উত্তর:- i-b, ii-d, iii-c, iv-a
১৪।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) কার্বোনারি | (a) গ্রিস |
| (ii) জোলভেরাইন | (b) ইতালি |
| (iii) ইউরোপের রুগ্ন মানুষ | (c) জার্মানি |
| (iv) হেটাইরিয়া ফিলিকে | (d) তুরস্ক |
উত্তর:- i-b, ii-c, iii-d, iv-a
১৫।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) রিসর্জিমেন্টো | (a) রাষ্ট্র সমবায় |
| (ii) কনফেডারেশেন অব দ্য রাইন | (b) শুল্কসংঘ |
| (iii) জোলভেরাইন | (c) পুনর্জাগরণ |
| (iv) কার্বোনারি | (d) গুপ্ত সমিতি |
উত্তর:- i-c, ii-a, iii-b, iv-d
১৬।
| বামদিক | ডানদিক |
|---|---|
| (i) বিসমার্ক | (a) মুক্তিদাতা |
| (ii) লুই কসুথ | (b) হেটাইরিয়া ফিলিকে |
| (iii) দ্বিতীয় আলেকজান্ডার | (c) রক্ত ও লৌহ নীতি |
| (iv) স্কুফাস | (d) হাঙ্গেরির নেতা |
উত্তর:- i-c, ii-d, iii-a, iv-b