নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর। নবম শ্রেণী (সপ্তম অধ্যায়) জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ থেকে MCQ প্রশ্ন উত্তর। Class 9 History Chapter 7 mcq question answers.
নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর (জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ)
নবম শ্রেণী (সপ্তম অধ্যায়) জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ থেকে MCQ প্রশ্ন উত্তর
শ্রেণী | নবম |
অধ্যায় | সপ্তম অধ্যায় |
Question Type | MCQ প্রশ্ন উত্তর |
Marks | 1 |
নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় থেকে সঠিক উত্তরটি নির্বাচন (MCQ প্রশ্ন উত্তর)
১। ‘চোদ্দো দফা শর্ত’ ঘোষণা করেন –
- (ক) চার্চিল
- (খ) উড্রো উইলসন
- (গ) রুজভেল্ট
- (ঘ) স্ট্যালিন
উত্তর:- (খ) উড্রো উইলসন।
২। জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন দপ্তর ছিল –
- (ক) লিগ পরিষদ
- (খ) আন্তর্জাতিক বিচারালয়
- (গ) সাধারণ সভা
- (ঘ) সচিবালয়
উত্তর:- (গ) সাধারণ সভা।
৩। লিগ কভেনান্ট-এ ধারা বা অনুচ্ছেদ আছে –
- (ক) ২৬ টি
- (খ) ৩৩ টি
- (গ) ২৮ টি
- (ঘ) ২৯ টি
উত্তর:- (ক) ২৬ টি।
৪। জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয়টি অবস্থিত ছিল –
- (ক) বার্লিনে
- (খ) লন্ডনে
- (গ) প্যারিসে
- (ঘ) হেগ শহরে
উত্তর:- (ঘ) হেগ শহরে।
৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে (১৯৩৯ খ্রি.) জাতিসংঘের সদস্যসংখ্যা ছিল –
- (ক) ৪২
- (খ) ৪৬
- (গ) ৫০
- (ঘ) ৫১
উত্তর:- (খ) ৪৬
৬। জাতিসংঘ প্রতিষ্ঠায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন –
- (ক) লেনিন
- (খ) চার্চিল
- (গ) রুজভেল্ট
- (ঘ) উড্রো উইলসন
উত্তর:- (ঘ) উড্রো উইলসন।
৭। জাতিসংঘের সাধারণ সভার সদস্যরা ভোট দিতে পারত –
- (ক) ১টি
- (খ) ২টি
- (গ) ৩টি
- (ঘ) ৪টি
উত্তর:- (ক) ১টি।
৮। জাতিসংঘের প্রথম সদস্যসংখ্যা ছিল –
- (ক) ৩০ টি
- (খ) ৩৩ টি
- (গ) ৩৫ টি
- (ঘ) ৪০ টি
উত্তর:- (ঘ) ৪০ টি।
৯। জাতিপুঞ্জের সনদ-সদস্যের সংখ্যা ছিল –
- (ক) ৪২
- (খ) ৪৫
- (গ) ৪৮
- (ঘ) ৫১
উত্তর:- (ঘ) ৫১
১০। জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হল –
- (ক) অছি পরিষদ
- (খ) সাধারণ সভা
- (গ) নিরাপত্তা পরিষদ
- (ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তর:- (গ) নিরাপত্তা পরিষদ।
১১। ১৯৪৫ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করে –
- (ক) ৪৮টি দেশ
- (খ) ৫০টি দেশ
- (গ) ৫১টি দেশ
- (ঘ) ৬২টি দেশ
উত্তর:- (গ) ৫১টি দেশ।
১২। জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা হল –
- (ক) ৯
- (খ) ১২
- (গ) ১৪
- (ঘ) ১৫
উত্তর:- (ঘ) ১৫
১৩। জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর –
- (ক) আগস্ট মাসে
- (খ) সেপ্টেম্বর মাসে
- (গ) ডিসেম্বর মাসে
- (ঘ) নভেম্বর মাসে
উত্তর:- (খ) সেপ্টেম্বর মাসে।
১৪। সাধারণ সভার আলোচ্য সূচি রচনা করতেন –
- (ক) লিগের সভাপতি
- (খ) লিগের মহাসচিব
- (গ) লিগের বিচারপতি
- (ঘ) আমেরিকার রাষ্ট্রপতি
উত্তর:- (খ) লিগের মহাসচিব।
১৫। বর্তমানে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যসংখ্যা হল –
- (ক) ৫৪
- (খ) ৬০
- (গ) ৬০
- (ঘ) ৬৮
উত্তর:- (ক) ৫৪
১৬। সম্মিলিত জাতিপুঞ্জে প্রতিষ্ঠার বিষয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন –
- (ক) রুজভেল্ট
- (খ) উড্রো উইলসন
- (গ) চার্চিল
- (ঘ) স্ট্যালিন
উত্তর:- (ক) রুজভেল্ট।