নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর । অধ্যায়-৩: ঊনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত

রাজ্যপশ্চিমবঙ্গ
বোর্ডWBBSE
শ্রেণীনবম শ্রেণী
বিষয়নবম শ্রেণীর ইতিহাস
তৃতীয় অধ্যায়ঊনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত

Table of Contents

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর (Class 9 History unobingsho shatker europe: rajtantrik o jatiyatabadi vabdharar sanghat Question and Answer)

ঊনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস সিলেবাস

১৮১৫ খ্রিস্টাব্দে নেপোলিয়নের পতনের সঙ্গে সঙ্গে ইউরোপের ইতিহাসে একটি পর্বের অবসান ঘটে। ইউরোপ এক যুগ-সন্ধিক্ষণে উপনীত হয়। এই সময় দুটি পরস্পর-বিরোধী মতাদর্শ ইউরোপের জনজীবনকে নানাভাবে প্রভাবিত করে। ফরাসি বিপ্লব ও নেপোলিয়নের উত্থান ইউরোপের পুরোনো সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোর অর্থাৎ স্বৈরাচারী রাজতন্ত্র, গির্জা ও সামন্ত্রতন্ত্রের ওপর আঘাত হানে। আবার অন্যদিকে বিপ্লব-প্রসূত ভাবধারাগুলি, যেমন – জাতীয়তাবাদ, উদারতন্ত্র ও গণতন্ত্র মানুষকে গভীরভাবে আকর্ষিত করলেও, মানুষ কিন্তু তা পুরোপুরি মেনে নিতে পারে নি। তাই এই পর্বে এই দুটি ভাবধারা বা শক্তির মধ্যে এক সংঘর্ষ পরিলক্ষিত হয়। একদিকে দীর্ঘদিনের পুরোনো ঐতিহ্য এবং অন্যদিকে নতুনের প্রতি প্রবল আকর্ষণ। নেপোলিয়ন-পরবর্তী ইউরোপের ইতিহাস হল এই দুই ভাবধারার মধ্যে সংঘর্ষের ইতিহাস – পুরাতনপন্থী বনাম পরিবর্তনের শক্তি।

জাতীয়তাবাদ কাকে বলে তা নিয়ে পণ্ডিতমহলে বিভিন্ন ধারণার অস্তিত্ব রয়েছে। হায়েসের মতে, জনসমাজ ও দেশপ্রেমের আধুনিক আবেগমণ্ডিত মিশ্রণ হল জাতীয়তাবাদ। বার্টান্ড রাসেল একে একটি সাদৃশ্য ও ঐক্যের অনুভূতি বলে চিহ্নিত করেছেন। আবার মার্কসীয় ব্যাখ্যা অনুযায়ী বুর্জোয়া জাতীয়তাবাদ ও প্রোলেতারিয়েত জাতীয়তাবাদ হল জাতীয়তাবাদের দুটি ভিন্ন রূপ। এখানে বিশ্বের বিভিন্ন দেশে জাতীয়তাবাদের উত্থান ও রাজতান্ত্রিক ধারণার সংঘাতের বিষয়টি পরিস্ফুট হয়েছে।

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর (সঠিক উত্তর নির্বাচন)

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে হতে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন (বিবৃতি ব্যাখ্যা)

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে SAQ প্রশ্ন উত্তর (অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর)

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে স্তম্ভ মেলাও প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে শূন্যস্থান পূরণ প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (পূর্ণমান-2)

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর (পূর্ণমান-4)

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় হতে বড় প্রশ্ন উত্তর (পূর্ণমান-8)

Leave a Comment