Class XI History Question Paper 2015

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI History Question Paper 2015, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৫ উত্তর সহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

Class XI History Question Paper 2015 (উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৫)

GROUP – A

1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

i) ভারতে পুরাণের সংখ্যা হল –

  • a) 15 টি
  • b) 16 টি
  • c) 18 টি
  • d) 22 টি

উত্তর:- c) 18 টি।

ii) ইংরেজীতে ‘প্রি-হিস্ট্রি’ কথাটি প্রথম ব্যবহার করেন –

  • a) পল তুর্নাল
  • b) ড্যানিয়েল উইলসন
  • (c) রাজে
  • (d) লর্ড অ্যাকটন

উত্তর:- b) ড্যানিয়েল উইলসন।

iii) ইতিহাসের জনক বলা হয় –

  • a) সক্রেটিস
  • b) হেরোডোটাস
  • c) প্লেটো
  • d) জাস্টিন

উত্তর:- b) হেরোডোটাস।

iv) পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল –

  • a) কাটারি বা ছোরা
  • b) ধারালো অস্ত্র
  • c) পাথরের টুকরো
  • (d) হাত কুঠার

উত্তর:- (d) হাত কুঠার।

(v) নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল –

  • a) আগুনের আবিষ্কার
  • b) লোহার ব্যবহার
  • c) তামার ব্যবহার
  • (d) কৃষি পদ্ধতির ব্যবহার

উত্তর:- (d) কৃষি পদ্ধতির ব্যবহার।

vi) নিচের কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন ?

  • a) সিন্ধু সভ্যতার মানুষ
  • b) মিশরীয় সভ্যতার মানুষ
  • c) সুমেরীয় সভ্যতার মানুষ
  • d) মেসোপটেমিয়ার মানুষ

উত্তর:- c) সুমেরীয় সভ্যতার মানুষ।

vii) গ্রীসের নগর রাষ্ট্রগুলির অন্যতম অংশ ছিল –

A) অক্টোপলিস

B) নেক্রোপলিস

C) পার্শিপলিস

(D) অ্যাগোরা

বিকল্প সমূহ :

  • a) A, D ঠিক এবং B, C ভুল
  • (b) A, B, D ঠিক এবং C ভুল
  • c) A, C, D ঠিক এবং B ভুল
  • (d) A, B ঠিক এবং C, D ভুল।

উত্তর:- a) A, D ঠিক এবং B, C ভুল।

viii) প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত –

  • a) 10,000
  • b) 20,000
  • c) 4,000
  • d) 5,000

উত্তর:- d) 5,000

ix) ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হল –

  • (a) বৃজি
  • b) কম্বোজ
  • (c) অস্মক
  • (d) শূরসেন

উত্তর:- (c) অস্মক।

x) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

স্তম্ভ ‘ক’স্তম্ভ ‘খ’
i) মুদ্রারাক্ষসA) জিয়াউদ্দিন বরণী
ii) দ্য প্রিন্সB) সিসেরো
iii) দ্য রিপাবলিকC) বিশাখদত্ত
iv) তারিখ-ই-ফিরোজশাহীD) মেকিয়াভেলী

বিকল্প সমূহ

  • a) i A, ii D, iii B, iv C
  • b) 1 D, ii A, iii C, iv B
  • c) i C, ii D, iii B, iv A
  • d) i C, ii D, iii A, iv B

উত্তর:- d) i C, ii D, iii A, iv B

xi) ইংরেজী Mandarin শব্দটি এসেছে –

  • a) পর্তুগীজ শব্দ থেকে
  • b) লাতিন শব্দ থেকে
  • (c) ফরাসী শব্দ থেকে
  • d) ডাচ শব্দ থেকে

উত্তর:- a) পর্তুগীজ শব্দ থেকে।

xii) টমাস ক্রমওয়েল ‘Act of Supremacy’ ঘোষণা করেন –

  • a) 1530 খ্রীষ্টাব্দে
  • (b) 1534 খ্রীষ্টাব্দে
  • c) 1536 খ্রীষ্টাব্দে
  • d) 1539 খ্রীষ্টাব্দে

উত্তর:- (b) 1534 খ্রীষ্টাব্দে।

xiii) রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কি বলা হত ?

  • a) ভার্নি
  • b) গ্ল্যাডিয়েটার
  • c) প্যাট্রিসিয়ান
  • d) ম্যানুমিসিও

উত্তর:- d) ম্যানুমিসিও।

xiv) ম্যানর ব্যবস্থার আর এক নাম ছিল –

  • a) সামন্ত ব্যবস্থা
  • b) গ্রামীণ ব্যবস্থা
  • c) সিনোরীয় ব্যবস্থা
  • d) ইনভেস্টিচার ব্যবস্থা

উত্তর:- c) সিনোরীয় ব্যবস্থা।

xv) প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল

  • a) খ্রিঃ পূঃ প্রথম শতকে
  • b) খ্রিঃ পূঃ তৃতীয় শতকে
  • c) খ্রিঃ পূঃ ষষ্ঠ শতকে
  • d) খ্রিষ্টীয় ষষ্ঠ শতকে

উত্তর:- c) খ্রিঃ পূঃ ষষ্ঠ শতকে।

xvi) গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন ?

  • a) 4 টি
  • (b) 5 টি
  • c) 6 টি
  • d) 7 টি

উত্তর:- d) 7 টি।

xvii) নূরজাহানের প্রকৃত নাম ছিল –

  • a) নূর-এ-আলম
  • b) লাডলি বেগম
  • c) মেহেরুন্নিসা
  • d) অর্জুমান্দ বানু বেগম

উত্তর:- c) মেহেরুন্নিসা।

xviii) স্পার্টার সমাজ ছিল –

A) হেলট

B) পেরিওকয়

C) প্যাট্রিসিয়ান

D) স্পার্টান

বিকল্পসমূহ

  • a) A ঠিক এবং B, C, D ভুল
  • b) B, C ঠিক এবং A, D ভুল
  • c) A, B, C ঠিক এবং D ভুল
  • d) A, B, D ঠিক এবং C ভুল

উত্তর:- d) A, B, D ঠিক এবং C ভুল।

xix) সম্রাট আকবর ইবাদতখানা গঠন করেন –

A) আগ্ৰাতে

B) রাজস্থান

C) বাংলা

D) ফতেপুর সিক্রি

বিকল্পসমূহ

  • a) A, B ঠিক এবং C, D ভুল
  • b) B, D ঠিক এবং A, C ভুল
  • c) A, C, D ঠিক এবং B ভুল
  • d) D ঠিক এবং A, B, C ভুল

উত্তর:- d) D ঠিক এবং A, B, C ভুল।

xx) প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল

  • a) 1095 খ্রিস্টাব্দে
  • (b) 1096 খ্রিস্টাব্দে
  • c) 1203 খ্রিস্টাব্দে
  • (d) 1292 খ্রিস্টাব্দে

উত্তর:- a) 1095 খ্রিস্টাব্দে।

xxi) প্রথম খলিফা হলেন –

  • a) ওমর
  • b) আবু বকর
  • c) ওসমান
  • d) আলি

উত্তর:- b) আবু বকর।

xxii) কোন দেশে প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় –

  • a) ইংল্যান্ড
  • b) জার্মানি
  • (c) ভারত
  • d) চিন

উত্তর:- b) জার্মানি।

xiii) নিচের কোনটিকে ‘নতুন বিশ্ব’ বলা হত ?

  • a) আফিকা
  • b) আমেরিকা
  • c) এশিয়া
  • d) ইউরোপ

উত্তর:- b) আমেরিকা।

xxiv) ‘Principia’ গ্রন্থটি রচনা করেছিলেন –

  • a) টাইকোহে
  • b) নিউটন
  • c) কোপারনিকাস
  • d) জিওরদানো ব্রুনো

উত্তর:- b) নিউটন।

GROUP – B

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

i) ‘প্রি হিস্ট্রি’ বলতে কি বোঝ

উত্তর:- লিখিত বিবরণের পূর্বে, কেবল প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিত্তিতে যে ইতিহাস রচিত হয়েছে, তা হল প্রাক-ইতিহাস বা ‘প্রি-হিস্ট্রি’। প্রাক-ইতিহাস কাল প্রায় বিশ লক্ষ বছর আগে শুরু হয়ে, বিগত প্রায় পাঁচ হাজার বছর আগে পর্যন্ত বিস্তৃত ছিল।

ii) ভারতে ‘সাব-অলটান স্টাডিজ’ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন

উত্তর:- ঐতিহাসিক রণজিৎ গুহ ভারতে সাব-অলটার্ন স্টাডিজ গ্ৰন্থ প্রকাশ করে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন।

অথবা, জেমস মিল ভারতের ইতিহাসকে কি কি ভাগে ভাগ করেছেন ?

উত্তর:- ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ – এই তিন ভাগে ভাগ করেছেন।

iii) কোন সময়কাল আদি মধ্যযুগ হিসাবে চিহ্নিত?

উত্তর:- আধুনিক ঐতিহাসিকগণ ভারতের মধ্যযুগকে আদিমধ্য ও অন্তমধ্য এই দুই ভাগে ভাগ করে থাকে। আদিমধ্য যুগ হিসেবে রামশরণ শর্মা, ব্রজদুলাল চট্টোপাধ্যায় নীহারঞ্জন রায় প্রমুখ গবেষকগণ ৬০০ থেকে ১২০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে উল্লেখ করেছেন।

iv) কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় ?

উত্তর:- বৌদ্ধগ্রন্থ অঙ্গুত্তরনিকায়, জৈনগ্রন্থ ভগবতীসূত্র, হিন্দু পুরাণ প্রভৃতি থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়।

v) পলিস কি?

উত্তর:- খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকের মধ্যে গ্রিসে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্ব ছিল। এই সব রাষ্ট্রে নাগরিকরা প্রত্যক্ষভাবে রাষ্ট্রের কাজকর্মে অংশগ্রহণ করতে পারত। এই সব ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে বাংলায় ‘নগর-রাষ্ট্র’ এবং গ্রিক ভাষায় ‘পলিস’ বলা হয়। প্রাচীন গ্রিসের এরূপ দুটি নগর-রাষ্ট্র এথেন্স ও স্পার্টা।

অথবা, অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল?

উত্তর:- খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে অলিম্পিক খেলা গ্ৰিসে প্রথম শুরু হয়েছিল।

vi) ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায় ?

উত্তর:- ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হল থিওক্র্যাটিক, যা গ্রিক শব্দ থিওস (দেবতা) থেকে এসেছে। দেবতান্ত্রিক রাষ্ট্র হল ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র। এরূপ রাষ্ট্রে ধর্ম ও রাজনীতির মধ্যে গভীর সম্পর্ক থাকে এবং যাজক বা পুরোহিতদের দ্বারা রাষ্ট্রের রাষ্ট্রনীতি পরিচালিত হয়।

অথবা, সিসেরো কে ছিলেন ?

উত্তর:- মার্ক তুল্লি সিসেরো ছিলেন একজন শ্রেষ্ঠ রোমান বাগ্মী, রাষ্ট্রচিন্তাবিদ এবং আইনজ্ঞ। তিনি পূর্বপ্রচলিত রোমান রাষ্ট্রব্যবস্থার যাবতীয় রীতিনীতিকে সংশোধনের উদ্যোগ নেন এবং রোমান আইনতত্ত্বকে বিশ্বজনীনতার আদর্শে উত্তরণ ঘটান।

vii) অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি?

উত্তর:- কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনব্যবস্থা, রাজস্বব্যবস্থা, বিচারব্যবস্থা, ভারতীয় সমাজজীবন, নারীদের অবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়ের আলোচনা রয়েছে। কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে রাজার প্রতি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন।

viii) কে নিজেকে Supreme Head of the Church বলেছিলেন?

উত্তর:- ইংল্যান্ডের টিউডর বংশীয় রাজা সপ্তম হেনরি নিজেকে ‘Supreme Head of the Church’ বলেছিলেন।

অথবা, প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান বলতে কী বোঝ?

উত্তর:- প্রাচীন রোমের আদি বাসিন্দাদের বংশধর এবং ধনী ও সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিরা প্যাট্রিসিয়ান নামে পরিচিত ছিল। অন্যদিকে সমাজের সাধারণ মানুষ পরিচিত ছিল প্লেবিয়ান নামে।

ix) গিল্ড কি ছিল?

উত্তর:- মধ্যযুগের ইউরোপে ব্যবসায়ী ও কারিগর শ্রেণি নিজেদের স্বার্থে আলাদা আলাদা সংগঠন গড়ে তুলত। এই সংগঠনগুলির নাম ছিল গিল্ড। সাধারণত বিভিন্ন বণিক ও কারিগররা একই বাণিজ্য বা শিল্পে নিযুক্ত ব্যক্তিদের নিয়ে এক-একটি গিল্ড গড়ে তুলত।

অথবা, ফিফ কি?

উত্তর:- ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় একটি বিশেষ অনুষ্ঠানে নিম্ন সামন্ত, ঊর্ধ্বতন সামন্তপ্রভুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করত এবং বিনিময়ে ঊর্ধ্বতন সামন্তপ্রভু তার অধীনস্থ নিম্ন সামন্তকে জমি দান করত। এই জমি দানকে ফিফ বলা হত।

x) ভ্যাসাল কাদের বলা হতো?

উত্তর:- সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী অগণিত দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলা হত।

xi) অগ্ৰহার প্রথা বলতে কি বোঝ?

উত্তর:- গুপ্তযুগে শাসকগণ পুণ্য অর্জনের জন্য ব্রাহ্মণ, পুরোহিত, মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করতেন। এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা নামে পরিচিত।

অথবা, কর্ভি কি ছিল ?

উত্তর:- দরিদ্র কৃষক সপ্তাহে কয়েক দিন ভূস্বামীর জমিতে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে বাধ্য হত। এই শ্রমকে কর্ভি বলা হত।

xii) স্ত্রীধন কি?

উত্তর:- প্রাচীন ভারতে পিতৃতান্ত্রিক সমাজে নারীকে সম্পত্তি রাখার যে অধিকার দেওয়া হয়েছিল, তার নাম স্ত্রীধন।

অথবা, অগ্নিকূল তত্ত্বটির প্রবক্তা কে?

উত্তর:- অগ্নিকূল তত্ত্বটির প্রবক্তা হলেন ব্রাহ্মণ কবি চাঁদ বরদাই।

xiii) পতিত ক্ষত্রিয় কাদের বলা হত

উত্তর:- মৌর্য-পরবর্তী যুগ থেকে ভারতে আগত বহিরাগত ব্যাকট্রীয়-গ্রিক, শক, কুষাণ প্রভৃতি অনার্য জাতিগুলি ভারতীয় সমাজে পতিত ক্ষত্রিয় নামে পরিচিত।

xiv) আধুনিক বিজ্ঞানের জনক কাকে কেন বলা হয়?

উত্তর:- গ্যালিলিয়োকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। গ্যালিলিয়ো প্রথম টেলিস্কোপ তৈরি করে বৃহস্পতির উপগ্রহ আবিষ্কার করেন, আলোর গতিবেগ নির্ণয় করেন, গতিবেগ, বল প্রভৃতি ধারণাকে অধিকতর স্পষ্ট করে ধারণাতে যথার্থতা আনেন। তাই তাঁকে ‘আধুনিক বিজ্ঞানের জনক’ বলা হয়।

অথবা, Two New Sciences’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- Two New Sciences গ্রন্থটির রচয়িতা হলেন ইটালির জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিয়ো গ্যালিলি।

xv) অ্যালকেমি বলতে কি বোঝ?

উত্তর:- প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে ইউরোপে যুক্তি ও আধুনিক বিজ্ঞান-নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা জনপ্রিয়তা অর্জন করেছিল তা ‘অপরসায়নবিদ্যা’ বা ‘অ্যালকেমি’ নামে পরিচিত।

xvi) কত খ্রিস্টাব্দে, কে ব্রাজিল আবিষ্কার করেন?

উত্তর:- ১৫০০ খ্রিস্টাব্দে পোর্তুগিজ নাবিক পেড্রো আলভারেজ কেব্রাল ব্রাজিল আবিষ্কার করেন।

GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

a) চারটি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখ। এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন?

অথবা, কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়?

(b) সংক্ষেপে লেখ : নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান।

অথবা, সাম্রাজ্য বলতে কি বোঝায়? মৌর্য ও ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা কর।

c) মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যাবলী উল্লেখ কর।

অথবা, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যে প্রভাব কি ছিল? ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের কারণগুলি কি কি?

d) প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় ও কার্যাবলি সম্পর্কে আলোচনা কর।

অথবা, রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ কর।

e) খ্রিঃ পূঃ ষষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনগুলির উত্থানের পটভূমি লেখ।

Leave a Comment