২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

Class XI History Question Paper 2016

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI History Question Paper 2016, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৬ উত্তর সহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

Class XI History Question Paper 2016 (উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৬)

GROUP – A

1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

i) অর্থশাস্ত্রের লেখক হলেন –

  • a) মেগাস্থিনিস
  • b) কৌটিল্য
  • c) কালিদাস
  • d) সন্ধ্যাকর নন্দী

উত্তর:- b) কৌটিল্য।

ii) ‘প্রায় ইতিহাস’ শব্দটির অর্থ হল –

  • (a) ইতিহাসের আগের যুগ
  • b) ইতিহাসের পরের যুগ
  • c) প্রাক-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল
  • d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না

উত্তর:- c) প্রাক-ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল।

iii) আমির খসরু রচিত গ্রন্থটির নাম হল –

  • a) তারিখ-ই-ফিরোজশাহি
  • b) কিরান-উস-সদাইন
  • c) আকবরনামা
  • d) বাদশাহনামা

উত্তর:- b) কিরান-উস-সদাইন।

iv) ‘অরিজিন অব স্পিসিজ’ রচনা করেন –

  • a) কার্ল মার্কস
  • (b) মর্গান
  • c) ডারউইন
  • d) তুর্নাল

উত্তর:- c) ডারউইন।

v) মিশরের সব থেকে বড় পিরামিড হল –

  • a) খুফুর
  • b) নেফরার
  • c) মেনকুরার
  • (d) রামসিস-এর

উত্তর:- a) খুফুর।

vi) সুমেরীয় সমাজ বিভক্ত ছিল –

  • a) একটি শ্রেণিতে
  • b) দুটি শ্রেণিতে
  • c) তিনটি শ্রেণিতে
  • d) চারটি শ্রেণিতে

উত্তর:- c) তিনটি শ্রেণিতে।

vii) মহাজনপদগুলির উত্থান হয় –

  • a) খ্রী: পূ: ষষ্ঠ শতকে
  • b) খ্রী: পূ: ষষ্ঠদশ শতকে
  • c) খ্রী: পূ: চতুর্থ শতকে
  • d) খ্রী: পূ: পঞ্চম শতকে

উত্তর:- a) খ্রী: পূ: ষষ্ঠ শতকে।

viii) ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক হলেন –

  • a) প্লেটো
  • b) সক্রেটিস
  • c) অ্যারিস্টটল
  • d) হোমার

উত্তর:- a) প্লেটো।

ix) শূন্যস্থান পূরণ কর

পাটলিপুত্র ছিল__________রাজধানী।

  • a) অবন্তীর
  • b) কোশলের
  • c) মগধের
  • d) বৃজির

উত্তর:- c) মগধের।

x) সিসেরো ছিলেন –

  • a) একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
  • b) অ্যারিস্টটলের একজন ছাত্র
  • c) একজন গ্রীক রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
  • d) একজন রোমান বিচারক

উত্তর:- a) একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ।

xi) ‘ইক্তা’ প্রথার প্রবর্তক হলেন –

  • a) ইলতুৎমিস
  • b) রাজিয়া
  • c) বলবন
  • (d) আলাউদ্দিন খলজি

উত্তর:- a) ইলতুৎমিস।

xii) রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন –

  • a) রুশো
  • b) মন্টেস্কু
  • c) ভলতেয়ার
  • d) ডিকেন্স

উত্তর:- b) মন্টেস্কু।

xiii) নিম্নলিখিত কোন প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে?

  • a) হরপ্পা
  • b) ব্যাবিলন
  • c) সুমের
  • (d) মিশর

উত্তর:- (d) মিশর।

xiv) কোন ল্যাতিন শব্দ থেকে ইংরাজি ‘ফিউডালিজম’ শব্দটির উৎপত্তি হয়েছে –

  • a) ফিউডাল
  • b) ফেডালিতে
  • c) ফিউডালিস
  • (d) ফিউডালাৎ

উত্তর:- c) ফিউডালিস।

xv) শূন্যস্থান পূরণ করো :

ম্যানরের দরিদ্র কৃষকেরা_________নামে পরিচিত ছিল?

  • a) ডিমিন
  • b) ভিলেন
  • c) বেইলিফ
  • d) স্টুয়ার্ড

উত্তর:- b) ভিলেন।

xvi) ‘অর্থশাস্ত্রে’ কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে?

  • a) 4 প্রকার
  • b) 5 প্রকার
  • c) 8 প্রকার
  • d) 10 প্রকার

উত্তর:- c) 8 প্রকার।

xvii) প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ছিলেন –

  • a) ফ্যারাও খুফুর স্ত্রী
  • b) ফ্যারাও আখেনটনের স্ত্রী
  • c) ফ্যারাও তুতেন খামেনের স্ত্রী
  • d) ফ্যারাও রামসিসের স্ত্রী

উত্তর:- b) ফ্যারাও আখেনটনের স্ত্রী।

xviii) স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল –

  • a) হেলট
  • b) পেরিওসি
  • c) স্পার্টান
  • d) মেটিক

উত্তর:- c) স্পার্টান।

xix) ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তিত হয় –

  • a) 1582 খ্রি:
  • b) 1578 খ্রি:
  • c) 1580 খ্রি:
  • d) 1579 খ্রি:

উত্তর:- a) 1582 খ্রি:।

xx) দ্বিতীয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল ?

  • a) 1096-1099 খ্রি:
  • b) 1189-1192 খ্রি:
  • c) 1144-1187 খ্রি:
  • d) 1195-1198 খ্রি:

উত্তর:- c) 1144-1187 খ্রি:।

xxi) ইংল্যাণ্ডে ধর্মসংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন –

  • a) সপ্তম হেনরি
  • b) অষ্টম হেনরি
  • c) মেরি স্টুয়ার্ট
  • d) প্রথম এলিজাবেথ

উত্তর:- b) অষ্টম হেনরি।

xxii) বিশ্বের বিন্যাস সম্পর্কে সৌরকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা ছিলেন –

  • a) টলেমি
  • b) ট্রাইকো ব্রাহে
  • c) কোপারনিকাস
  • d) নিউটন

উত্তর:- c) কোপারনিকাস।

xiii) ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন?

  • a) স্পেন
  • b) ইংল্যান্ড
  • c) পর্তুগাল
  • (d) ফরাসি

উত্তর:- a) স্পেন।

xxiv) টেলিফোনের আবিষ্কারক হলেন –

  • a) গ্ৰাহাম বেল
  • b) কেপলার
  • (c) জেমস লং
  • (d) মার্কনি

উত্তর:- a) গ্ৰাহাম বেল।

GROUP – B

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

i) ইতিহাস পুরাণ কি?

উত্তর:- প্রাচীন ভারতীয়, গ্রিক সহ বিভিন্ন প্রাচীন সভ্যতার বিভিন্ন পুরাণ অর্থাৎ পৌরাণিক কাহিনীর প্রচলন রয়েছে। এই সব কাহিনীতে সমকালীন বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সন্ধান পাওয়া যায়। ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ এই সব পুরাণকেই ‘ইতিহাস-পুরাণ’ বলা হয়। অবশ্য ইতিহাসের উপাদান হিসেবে ইতিহাস-পুরাণের তথ্য সর্বদা সঠিক নয় বলে অনেকে মনে করেন।

ii) লেখমালা বলতে কি বোঝ ?

উত্তর:- প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত পাথর, বিভিন্ন ধাতু প্রভৃতির ফলকে খোদিত বিভিন্ন লিপি প্রাচীন কালের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। লিপি-সহ এইসব ফলকগুলিকে লেখমালা বলা হয়। সমুদ্রগুপ্তের ‘এলাহাবাদ প্রশস্তি’ এরকম একটি লেখ।

অথবা, আমীর খসরু কে ছিলেন ?

উত্তর:- সুলতানি আমলে ভারতের একজন বিখ্যাত সংগীতজ্ঞ ও কবি ছিলেন আমির খসরু। তিনি মূলত ফারসি ভাষায় কবিতা লিখেছেন। তাঁকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হয়।

iii) ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন?

উত্তর:- ভারতের সাতবাহন রাজারা তামা ও সীসার মুদ্রা ব্যবহার করতেন।

iv) এক্রোপলিস কী?

উত্তর:- অধিকাংশ পলিসের কেন্দ্রস্থলে একটি উঁচু স্থানে বা পাহাড়ি অঞ্চলে পলিসের শাসনকেন্দ্রটি প্রতিষ্ঠিত হত। এগুলিকে ‘অ্যাক্রোপলিস বলা হত।

অথবা, দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখ।

উত্তর:- ষোড়শ মহাজনপদগুলির মধ্যে ১৪টি মহাজনপদই ছিল রাজতান্ত্রিক। বৃজি ও মল্ল নামে দুটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক অর্থাৎ প্রজাতান্ত্রিক।

v) অটোমান কারা?

উত্তর:- ১২৮৫ খ্রিস্টাব্দে ওসমান তুর্কি আঙ্কারা থেকে কনস্ট্যান্টিনোপল পর্যন্ত সাম্রাজ্য স্থাপন করেন। তাঁর নাম অনুসারেই তাঁর বংশের লোকেরা অটোমান তুর্কি নামে পরিচিত হন। প্রসঙ্গত, আরবি শব্দ উমান থেকে ওসমান শব্দটি এসেছে, যার ইংরেজি সংস্করণ হল অটোমান।

vi) জিয়াউদ্দিন বরনী রচিত দুটি গ্রন্থের নাম কর।

উত্তর:- জিয়াউদ্দিন বারনি রচিত দুটি গ্রন্থ হল ‘ফতোয়া-ই-জাহানদারি’ এবং ‘তারিখ-ই-ফিরোজশাহি।

অথবা, ‘হিন্দুস্থানের তোতাপাখি’ কাকে বলা হয় ও কেন ?

উত্তর:- তোতাপাখির যেমন মিষ্টি সুর তেমনি আমির খসরুর লেখনির ভাষাও মিষ্টি, তাই আমির খসরুকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হয়।

vii) টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন সপ্তম হেনরি।

(viii) টমাস ক্রমওয়েল কে ছিলেন ?

উত্তর:- টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডে টিউডর রাজবংশের আমলের উল্লেখযোগ্য একজন মন্ত্রী। ইংল্যান্ডের চার্চের ক্ষমতা ধ্বংস করে রাজার ক্ষমতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

অথবা, সপ্তাঙ্গ তত্ত্ব কি

উত্তর:- কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করে এর সাতটি অঙ্গের কথা বলেছেন। এগুলি হল – স্বামী, অমাত্য, পুর, জনপদ, কোশ, দণ্ড ও মিত্র। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সম্পর্কিত এই তত্ত্ব ‘সপ্তাঙ্গ তত্ত্ব’ নামে পরিচিত।

ix) মধ্যযুগের ইউরোপে ‘নাইট’ কাদের বলা হয়?

উত্তর:- ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় উচ্চবংশীয় যোদ্ধাদের নিয়ে সামন্তপ্রভুর জন্য প্রতিরক্ষা বাহিনী গঠিত হত। এই যোদ্ধারা ‘নাইট’ নামে পরিচিত ছিল। একুশ বছর বয়সে একজন যুবক ‘নাইট’ হিসেবে গণ্য হতে পারত।

অথবা, স্পার্টাকাস কে ছিলেন?

উত্তর:- স্পার্টাকাস ছিলেন রোমের একজন ক্রীতদাস ও গ্ল্যাডিয়েটর। তিনি রোমের বিরুদ্ধে সংঘটিত দাস বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন।

x) নিগম কাকে বলে ?

উত্তর:- কৃষির অগ্রগতির সঙ্গে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে ভারতে বিভিন্ন কারিগরি শিল্পের ও অন্যান্য পেশার বিকাশ ঘটতে থাকে। নিজেদের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যে একই পেশার শিল্পী ও কারিগররা তাদের নিজস্ব সংগঠন গড়ে তোলে। প্রাচীন ভারতের শিল্পী, কারিগর বা বণিকদের এই সংগঠন নিগম নামে পরিচিত।

xi) ম্যানর বলতে কি বোঝ?

উত্তর:- মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ইউরোপের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। এই গ্রামগুলিকেই ‘ম্যানর’ বলা হত।

অথবা, ভ্যাসাল বলতে কি বোঝ?

উত্তর:- সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী অগণিত দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলা হত।

xii) শক কারা ? ভারতে প্রথম শক রাজা কে?

উত্তর:- মধ্য এশিয়ার সিরদরিয়া ও আমুদরিয়া অঞ্চলের যাযাবর জাতি ছিল শকরা। হেরোডোটাস ও স্ট্রাবোর মতে এরা মধ্য এশিয়ায় স্কাইথীয় নামে পরিচিত ছিল। এই স্কাইথীয়দের একটি শাখা শক নামে পরিচিত।

ভারতে প্রথম শক রাজা ছিলেন মোয়েস বা মোগ।

অথবা, ভারতে হুন আক্রমণ কবে হয়? এদের নেতা কে ছিলেন?

উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের রাজত্বের শেষদিকে ভারতে হুন আক্রমণ হয়।

ভারতে হুন আক্রমণে নেতৃত্ব দেন জটিলতা।

xiii) হেলট কারা ছিল?

উত্তর:- প্রাচীন গ্রিসের স্পার্টায় ক্রীতদাসদের হেলট বলা হত। এরা ছিল স্পার্টার সর্বাপেক্ষা নির্যাতিত ও শোষিত শ্রেণি। কৃষিকাজ এবং সামরিক দায়িত্ব পালন ছাড়াও এদের রাষ্ট্রের বিভিন্ন কাজে লাগানো হত।

xiv) আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন ?

উত্তর:- জোহানেস গুটেনবার্গ আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কার করেন।

অথবা, বারুদ কোন দেশে আবিষ্কৃত হয়েছিল ?

উত্তর:- খ্রিস্টীয় নবম শতকে চিনে প্রথম বারুদের আবিষ্কার হয়।

xv) কোপার্নিকাস কে ছিলেন ?

উত্তর:- নিকোলাস কোপারনিকাস ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। তিনিই প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন। যেখানে তিনি পৃথিবী নয় বরং সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসাবে উল্লেখ করেন।

অথবা, পার্চমেন্ট কী ?

উত্তর:- পার্চমেন্ট হল পাতলা এক ধরনের পশুর চামড়া যা কাগজ আবিষ্কারের পূর্বে বই ছাপার কাজে ব্যবহার করা হত।

xvi) ম্যাগেলান কেন বিখ্যাত ?

উত্তর:- পোর্তুগালের একজন বিখ্যাত নাবিক ছিলেন ফার্দিনান্দ ম্যাগেলান। তিনিই সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেন। এ ছাড়া তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জের আবিষ্কর্তা হিসেবেও বিখ্যাত হয়ে আছেন।

অথবা, প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন ?

উত্তর:- পোর্তুগালের নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)-এর নামকরণ করেন।

GROUP – C

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

a) হরম্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এই সভ্যতার পতন কেন হয়।

অথবা, প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন কর।

b) পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা কর।

অথবা, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন এর বর্ণনা দাও।

c) প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক আলোচনা কর।

অথবা, সামন্ত্রতন্ত্র বলতে কী বোঝ ? ভারতের সামন্তপ্রথার বৈশিষ্ট্য উল্লেখ কর।

d) প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে একটি বিশদভাবে আলোচনা করুন।

অথবা, ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া ও নুরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা কর

e) ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা কর।

Leave a Comment