Class XI History Question Paper 2018

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI History Question Paper 2018, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৮ উত্তর সহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

Class XI History Question Paper 2018

গ্রুপ – A

1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)

i) ভারতে কটি পুরাণ আছে ?

a) 15 টি

b) 16 টি

c) 18 টি

d) 22 টি

উত্তর:- c) 18 টি।

ii) ‘প্রাক-ইতিহাস’ শব্দটির অর্থ কী ?

a) ‘প্রায় ইতিহাস’ ও ‘ইতিহাস’-এর মধ্যবর্তী সময়কাল

b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না

c) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না

d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত

উত্তর:- b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না।

iii) আর্নল্ড টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম হল –

a) দি অরিজিন অব স্পেসিস

(b) দাস ক্যাপিটাল

c) দি প্রিন্স

d) স্টাডি অব হিস্ট্রি

উত্তর:- d) স্টাডি অব হিস্ট্রি।

iv) পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল –

a) পাথরের টুকরো

b) হাত কুঠার

c) ধারালো অস্ত্র

d) কাটারি বা ছোরা

উত্তর:- b) হাত কুঠার।

v) মিশরের সব থেকে বড় পিরামিড হল –

a) খুফুর

b) নেফরার

c) মেনকুরার

d) রামসেস-এর

উত্তর:- a) খুফুর।

vi) মেসোপটামিয়ার মন্দিরগুলিকে বলা হত –

a) জিগুরাট

b) পিরামিড

c) স্টোনহেজ

d) মঠ

উত্তর:- a) জিগুরাট।

vii) মহাজনপদগুলির উত্থান হয় –

a) খ্রী: পূ: ষষ্ঠ শতকে

 b) খ্রী: পূ: ষষ্ঠদশ শতকে

c) খ্রী: পূ: চতুর্থ শতকে

d) খ্রী: পূ: পঞ্চম শতকে

উত্তর:- a) খ্রী: পূ: ষষ্ঠ শতকে।

viii) প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হয়া উচিত –

a) 10000

b) 20000

c) 4000

d) 5000

উত্তর:- d) 5000

ix) ‘দি ম্যাগনিফিসেন্ট’ নামে কোন অটোমান সুলতান পরিচিত ?

a) সুলতান ওসমান

(b) সুলতান সালাদিন

c) সুলতান সুলেমান

d) সুলতান দ্বিতীয় মহম্মদ

উত্তর:- c) সুলতান সুলেমান।

x) ফাতাওয়া ই-জাহান্দারির লেখক ছিলেন –

a) বদায়ুনী

b) জিয়াউদ্দীন বরনী

c) আবুল ফজল

d) ইবন বতুতা

উত্তর:- b) জিয়াউদ্দীন বরনী।

xi) ইংরাজী mandarin শব্দটি এসেছে –

a) পর্তুগীজ শব্দ থেকে

b) লাতিন শব্দ থেকে

c) ফরাসী শব্দ থেকে

d) ডাচ শব্দ থেকে

উত্তর:- a) পর্তুগীজ শব্দ থেকে।

xii) রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন –

a) রুশো

b) মন্টেস্কু

c) ভলতেয়ার

d) ডিকেন্স

উত্তর:- b) মন্টেস্কু।

xiii) হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয় –

a) হরপ্পায়

b) মহেঞ্জদারোয়

c) লোথালে

d) আলমগীরপুরে

উত্তর:- c) লোথালে।

xiv) ম্যানরের দরিদ্র কৃষকরা নামে পরিচিত ছিল –

a) ডিমিন

b) ভিলেন

c) বেইলিফ

d) স্টুয়ার্ড

উত্তর:- b) ভিলেন।

xv) কোন ল্যাতিন শব্দ থেকে ইংরেজি ‘ফিউডালিজম’ শব্দটির উৎপত্তি হয়েছে ?

a) ফিউডাল

b) ফেডালিতে

c) ফিউডানিস

d) ফিউডালাৎ

উত্তর:- c) ফিউডানিস।

xvi) গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন ?

a) 4টি

b) 5টি

c) 6টি

d) 7টি

উত্তর:- d) 7টি।

xvii) প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ছিলেন –

a) ফ্যারাও খুফুর স্ত্রী

b) ফ্যারাও আখেনটনের স্ত্রী

c) ফ্যারাও তুতেন খামেনের স্ত্রী

d) ফ্যারাও রামসিসের স্ত্রী ।

উত্তর:- b) ফ্যারাও আখেনটনের স্ত্রী।

xviii) স্পার্টার ক্রীতদাসদের বলা হত

a) হেলট

b) পেনেসটাই

(c) মেটিক

d) পেরিওকাই

উত্তর:- a) হেলট।

xix) ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তিত হয় –

a) 1582 খ্রি:

b) 1578 চ:

c) 1580 fs:

d) 1579 খ্রি:

উত্তর:- a) 1582 খ্রি:।

xx) প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল –

a) 1095 খ্রি:

b) 1096 খ্রি:

c) 1203 খ্রি:

d) 1292 খ্রি:

উত্তর:- a) 1095 খ্রি:।

xxi) ________শহরকে কেন্দ্র করে হজরত মহম্মদের ইসলামিক গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়?

a) মক্কা

b) মদিনা

c) কুফা

d) বাগদাদ

উত্তর:- b) মদিনা।

xxii) কোন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় ?

a) ইংল্যান্ড

b) জার্মানি

c) ভারত

d) চিন

উত্তর:- b) জার্মানি।

xxiii) ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন ?

a) স্পেন

b) ইংল্যান্ড

c) পর্তুগাল

d) ফ্রান্স

উত্তর:- a) স্পেন।

xxiv) ‘Principia’ গ্রন্থটি রচনা করেছিলেন –

a) টাইকো ব্রাহে

b) নিউটন

c) কোপারনিকাস

d) জিওরদানো ব্রুনো

উত্তর:- b) নিউটন।

গ্রুপ – B

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় )

i) হিস্টোরিয়া শব্দটির অর্থ কী ?

উত্তর:- গ্রীক শব্দ হিস্টোরিয়া থেকেই হিস্টোরি শব্দটির উৎপত্তি। এই হিস্টোরিয়া শব্দের অর্থ অনুসন্ধান।

ii) লেখমালা (Epigraphy) বলতে কি বোঝ ?

উত্তর:- প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত পাথর, বিভিন্ন ধাতু প্রভৃতির ফলকে খোদিত বিভিন্ন লিপি প্রাচীন কালের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। লিপি-সহ এইসব ফলকগুলিকে লেখমালা বলা হয়। সমুদ্রগুপ্তের ‘এলাহাবাদ প্রশস্তি’ এরকমই একটি লেখমালা।

অথবা, ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কি কি ভাগে ভাগ করেছেন ?

উত্তর:- ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ – এই তিন ভাগে ভাগ করেছেন।

iii) প্রবাহমান কাল ( time line) বলতে কি বোঝ ?

উত্তর:- প্রবাহমান কাল হল কাল সম্পর্কিত একটি ধারণা। এই ধারণা অনুসারে ইতিহাসের কালের অগ্রগতি একটি সূচনা পর্ব থেকে রৈখিক ধারায় একটি সমাপ্তি পর্বের দিকে এগিয়ে যায়।

iv) জাস্টিনিয়ান কোড কি ?

উত্তর:- ইউরােপের আইন তৈরিতে প্রাচীন রােমান আইন বিশেষ ভূমিকা নিয়েছিল। পরবর্তীকালে রােমান সম্রাট জাস্টিনিয়ান এই আইনের ওপর ভিত্তি করে ৪০০০ আইনবিধির একটি সংকলন করেন, যা জাস্টিনিয়ান কোড নামে পরিচিত।

অথবা, কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় ?

উত্তর:- বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরনিকায়, জৈনগ্রন্থ ভগবতী সূত্র, হিন্দুপুরাণ প্রভৃতি থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় জানা যায়।

v) অটোমান কারা ?

উত্তর:- ১২৮৫ খ্রিস্টাব্দে ওসমান তুর্কি আঙ্কারা থেকে কনস্ট্যান্টিনোপল পর্যন্ত সাম্রাজ্য স্থাপন করেন। তাঁর নাম অনুসারেই তাঁর বংশের লোকেরা অটোমান তুর্কি নামে পরিচিত হন। প্রসঙ্গত, আরবি শব্দ উমান থেকে ওসমান শব্দটি এসেছে, যার ইংরেজি সংস্করণ হল অটোমান।

vi) অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি ?

উত্তর:- কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনব্যবস্থা, রাজস্বব্যবস্থা, বিচারব্যবস্থা, ভারতীয় সমাজজীবন, নারীদের অবস্থা প্রভৃতি বিভিন্ন বিষয়ের আলোচনা রয়েছে। কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে রাজার প্রতি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন।

অথবা, সিসেরো কে ছিলেন ?

উত্তর:- মার্ক তুল্লি সিসেরো ছিলেন একজন শ্রেষ্ঠ রোমান বাগ্মী, রাষ্ট্রচিন্তাবিদ এবং আইনজ্ঞ। তিনি পূর্বপ্রচলিত রোমান রাষ্ট্রব্যবস্থার যাবতীয় রীতিনীতিকে সংশোধনের উদ্যোগ নেন এবং রোমান আইনতত্ত্বকে বিশ্বজনীনতার আদর্শে উত্তরণ ঘটান।

vii) রেশম পথ কি ?

উত্তর:- রোম ও পশ্চিম এশিয়ার সঙ্গে যে স্থলপথের মাধ্যমে চীনের বাণিজ্য পরিচালিত হত তাকে বলা হত রেশম পথ বা সিল্ক রুট। রেশম পথ বা সিল্ক রুট বাণিজ্যের অন্যতম প্রধান বস্ত্র ছিল রেশম। তাই এই বাণিজ্য পথের এরূপ নামকরণ।

viii) ‘মনসব’ শব্দের অর্থ কী ?

উত্তর:- ‘মনসব’ শব্দের অর্থ পদমর্যাদা।

অথবা, সপ্তম হেনরি কে ছিলেন ?

উত্তর:- ইংল্যান্ডে টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন সপ্তম হেনরি। তিনি নিজেকে ‘Supreme Head of the Church’ বলেছিলেন।

ix) গুপ্তযুগের শেষভাগে নগরগুলির অবক্ষয়ের একটি কারণ নির্ণয় কর।

উত্তর:- গুপ্তযুগের শেষভাগে শিল্প ও বাণিজ্যের অবক্ষয়ের ফলে নগরজীবনের অবক্ষয় শুরু হয়।

অথবা, স্পার্টাকাস কে ছিলেন ?

উত্তর:- স্পার্টাকাস ছিলেন রোমের একজন ক্রীতদাস ও গ্ল্যাডিয়েটর। তিনি রোমের বিরুদ্ধে সংঘটিত দাস বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন।

x) নিগম কাকে বলে ?

উত্তর:- কৃষির অগ্রগতির সঙ্গে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে ভারতে বিভিন্ন কারিগরি শিল্পের ও অন্যান্য পেশার বিকাশ ঘটতে থাকে। নিজেদের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যে একই পেশার শিল্পী ও কারিগররা তাদের নিজস্ব সংগঠন গড়ে তোলে। প্রাচীন ভারতের শিল্পী, কারিগর বা বণিকদের এই সংগঠন নিগম নামে পরিচিত।

xi) ভ্যাসাল বলতে কি বোঝ ?

উত্তর:- সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী অগণিত দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলা হত।

xii) শক কারা ? ভারতে প্রথম শক রাজা কে ?

উত্তর:- মধ্য এশিয়ার সিরদরিয়া ও আমুদরিয়া অঞ্চলের যাযাবর জাতি ছিল শকরা। হেরোডোটাস ও স্ট্রাবোর মতে এরা মধ্য এশিয়ায় স্কাইথীয় নামে পরিচিত ছিল। এই স্কাইথীয়দের একটি শাখা শক নামে পরিচিত।

ভারতে প্রথম শক রাজা ছিলেন মোয়েস বা মোগ।

অথবা, ভারতে হুন আক্রমণ কবে হয় ? এদের নেতা কে ছিলেন ?

উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের রাজত্বের শেষদিকে ভারতে হুন আক্রমণ হয়।

ভারতে হুন আক্রমণে নেতৃত্ব দেন জটিলতা।

xiii) পতিত ক্ষত্রিয় কাদের বলা হত ?

উত্তর:- মৌর্য-পরবর্তী যুগ থেকে ভারতে আগত বহিরাগত ব্যাকট্রীয়-গ্রিক, শক, কুষাণ প্রভৃতি অনার্য জাতিগুলি ভারতীয় সমাজে পতিত ক্ষত্রিয় নামে পরিচিত।

xiv) আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন ?

উত্তর:- জোহানেস গুটেনবার্গ আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কার করেন।

অথবা, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝ ?

উত্তর:- আধুনিককালে কোপারনিকাস, ব্রুনো, গ্যালিলিয়ো, কেপলার, নিউটন প্রমুখ বিজ্ঞানী অভিমত দেন যে, বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে পৃথিবী নয়, সূর্য অবস্থান করছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহ-উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে। এই তত্ত্ব মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব নামে পরিচিত।

xv) কোপার্নিকাস কে ছিলেন ?

উত্তর:- নিকোলাস কোপারনিকাস ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। তিনিই প্রথম আধুনিক সূর্যকেন্দ্রিক সৌরজগতের মতবাদ প্রদান করেন। যেখানে তিনি পৃথিবী নয় বরং সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসাবে উল্লেখ করেন।

অথবা, জাইলোগ্রাফি কী ?

উত্তর:- খ্রিস্টীয় অষ্টম শতকে চিনদেশে কাঠ বা পাথরের ব্লকের দ্বারা মুদ্রণের পদ্ধতি ‘জাইলোগ্রাফি’ নামে পরিচিত ।

xvi) পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝায় ?

উত্তর:- পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে বর্তমানকালের আমেরিকা মহাদেশকে বোঝাত। স্পেনের অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ খ্রিস্টাব্দে বর্তমানকালের আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। ১৫০৩ খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি কলম্বাস আবিষ্কৃত নতুন মহাদেশের নামকরণ করেন ‘নতুন বিশ্ব।

গ্রুপ – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

a) চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখ । এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন ?

অথবা, মধ্য প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল?

b) কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং বারনীর ফতাওয়া-ই-জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা ছিল ?

অথবা, পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা কর ।

c) মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যাবলি উল্লেখ কর ।

অথবা, প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও ।

d) বর্ণ প্রথার বৈশিষ্ট্য কী ? ‘বন’ ও ‘জাতি’-র ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ কর।

অথবা, রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ কর ।

e) ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা কর

Leave a Comment