পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI History Question Paper 2020, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২০ উত্তর সহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
Class XI History Question Paper 2020 (উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২০)
GROUP-A
সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
i) ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন –
- a) হেরোডোটাস
- b) থুকিডিডিস
- c) প্লিনি
- d) ইবন খালদুন
উত্তর:- b) থুকিডিডিস।
ii) ‘অর্থশাস্ত্রের’ লেখক হলেন –
- a) মেগাস্থিনিস
- b) কৌটিল্য
- c) কালিদাস
- d) মাঘ
উত্তর:- b) কৌটিল্য।
iii) কিউনিফর্ম লিপির অপর নাম –
- a) চিত্রলিপি
- b) দেবলিপি
- c) হায়রোগ্লিফিক লিপি
- d) কোনাক্ষর লিপি
উত্তর:- d) কোনাক্ষর লিপি।
iv) মধ্যপ্রস্তরযুগের অন্যতম বৈশিষ্ট্য ছিলো –
- a) আগুন আবিষ্কার
- b) লোহা আবিষ্কার
- c) তামা আবিষ্কার
- d) কৃষি পদ্ধতির আবিষ্কার
উত্তর:- d) কৃষি পদ্ধতির আবিষ্কার।
v) _________অবস্থিত আলতামিরা গুহা।
- a) ফ্রান্সে
- b) মধ্যপ্রদেশে
- c) স্পেনে
- (d) পাকিস্তানে
উত্তর:- c) স্পেনে।
vi) ‘হোমো হাবিলিস’ শব্দের অর্থ –
- a) মহামানব
- b) দক্ষ মানব
- c) বুদ্ধিমান মানব
- d) এপ
উত্তর:- b) দক্ষ মানব।
vii) প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে –
- a) পাকিস্তানে
- b) গ্রীসে
- c) রাশিয়ায়
- d) পারস্যে
উত্তর:- b) গ্রীসে।
viii) রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে?
- a) 16
- b) 18
- c) 25
- d) 27
উত্তর:- d) 27
ix) গ্রীসের নগররাষ্ট্রগুলোর অন্যতম অংশ ছিলো –
I) অক্টোপলিস
II) নেক্রোপলিস
III) পার্শিপোলিস
IV) অ্যাগোরা
বিকল্পসমূহ :
- a) (I), (IV) সঠিক এবং (II), (III) ভুল
- b) (I), (II), (IV) সঠিক এবং (III) ভুল
- c) (I), (III), (IV) সঠিক এবং (II) ভুল
- d) (I), (II) সঠিক এবং (III), (IV) ভুল
উত্তর:- a) (I), (IV) সঠিক এবং (II), (III) ভুল।
x) ‘লেভিয়াথান’ গ্রন্থের লেখক –
- a) রুশো
- b) স্পেনসার
- c) হবস
- d) প্লেটো
উত্তর:- c) হবস।
xi) প্যাট্রিসিয়ানরা ছিলো –
- a) রোমের
- b) গ্রিসের
- c) ফ্রান্সের
- d) ইতালির
উত্তর:- a) রোমের।
xii) ‘Act of Supremacy’ ( 1534 খ্রি.)________অংশ।
- a) ইংলন্ডের
- b) চিনের
- c) জাপানের
- d) তুরস্কের
উত্তর:- a) ইংলন্ডের।
xiii) সামন্ততন্ত্রে যোদ্ধাদের ( Warriors ) নাম ছিলো –
- a) শিভালরি
- b) ট্রুবাদুর
- c) নাইট
- d) ফাইটার
উত্তর:- c) নাইট।
xiv) মেসোপটেমিয়ার ‘উর’-এর সঙ্গে সম্পর্কিত –
- a) হরপ্পা সভ্যতা
- b) বৈদিক সভ্যতা
- c) মৌর্য সাম্রাজ্য
- d) গুপ্ত সাম্রাজ্য
উত্তর:- a) হরপ্পা সভ্যতা।
xv) দুজন সামন্তপ্রভুর মধ্যে বিনোদনমূলক তলোয়ার যুদ্ধকে বলা হতো –
- a) টুর্নামেন্ট
- b) ফাইট
- c) ডুয়েল
- d) গেম
উত্তর:- c) ডুয়েল।
xvi) সুলতানি যুগের একমাত্র মহিলা শাসিকা –
- a) মমতাজ মহল
- b) নূরজাহান
- c) লাডলি বেগম
- (d) রাজিয়া
উত্তর:- (d) রাজিয়া।
xvii) আর্যভট্ট ও বরাহমিহির ছিলেন –
- a) মৌর্য যুগের
- b) গুপ্তযুগের
- c) পাল যুগের
- d) সেনযুগের
উত্তর:- b) গুপ্তযুগের।
xviii) মিনান্দারের ধর্মগুরু হলেন –
- a) অশোক
- b) বুদ্ধদেব
- c) নাগসেন
- d) উপগুপ্ত
উত্তর:- c) নাগসেন।
xix) আকবর ইবাদতখানা তৈরি করেন –
- a) বাংলায়
- b) আগ্রায়
- c) রাজস্থানে
- (d) ফতেপুর সিকরিতে
উত্তর:- (d) ফতেপুর সিকরিতে।
xx) প্রথম খলিফা হলেন –
- a) ওমান
- b) আবুবক্কর
- c) ওসমান
- d) আলি
উত্তর:- b) আবুবক্কর
xxi) “মিশরের লজ্জা” নামে পরিচিত –
- a) নেফারতিতি
- b) ক্লিওপেট্রা
- c) টলেমি
- (d) মার্ক অ্যান্টনি
উত্তর:- b) ক্লিওপেট্রা।
xxii) জেসুইট সংঘের প্রতিষ্ঠাতা –
- (a) ওয়াইক্লিফ
- (b) জন হাস
- c) লুথার
- d) ইগনেসিয়াস লায়োলা
উত্তর:- d) ইগনেসিয়াস লায়োলা।
xxiii) “আধুনিক বিজ্ঞানের বীক্ষণাগার” বলা হয় –
- (a) ঋতুকে
- b) জাদুকে
- c) অপ-রসায়নকে
- d) রসায়ন বিদ্যাকে
উত্তর:- c) অপ-রসায়নকে।
xxiv) “সেফটি ল্যাম্প” আবিষ্কার করেন –
- a) স্টিফেনসন
- b) জন স্মিটন
- c) হামফ্রে ডেভি
- d) এডিসন
উত্তর:- c) হামফ্রে ডেভি।
GROUP – B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
i) “প্ৰাক্-ইতিহাস” কাকে বলে ?
উত্তর:- লিখিত বিবরণের পূর্বে, কেবল প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিত্তিতে যে ইতিহাস রচিত হয়েছে, তা হল প্রাক্-ইতিহাস বা ‘প্রি-হিস্ট্রি’। প্রাক্-ইতিহাস কাল প্রায় বিশ লক্ষ বছর আগে শুরু হয়ে, বিগত প্রায় পাঁচ হাজার বছর আগে পর্যন্ত বিস্তৃত ছিল।
ii) “নিউমিসমেটিকস্” কি ?
উত্তর:- মুদ্রার পঠনপাঠন বিদ্যাকে ‘নিউমিসমেটিকস’ বলা হয়। এর দ্বারা বিভিন্ন ধরনের মুদ্রার পরিচয় জানা যায়।
অথবা, জেমস মিল ইতিহাসের যুগ বিভাজন কিভাবে করেছেন ?
ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ – এই তিন ভাগে ভাগ করেছেন।
iii) আবর্তনশীল সময়ের ধারণা (Cyclical Concept of Time ) কি ?
উত্তর:- ভারতীয় ইতিহাস এবং পুরাণ সাহিত্যগুলিতে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চারটি যুগ কল্পনা করা হয়েছে। এই চতুর্যুগের ধারণায় কালের গতি চক্রাকারে আবর্তিত, অর্থাৎ সত্যযুগ থেকে সময়কাল ধীরে ধীরে কলিযুগে এবং পুনরায় কলিযুগ থেকে সত্যযুগে আবর্তিত হয়। ইতিহাসে কালের এই আবর্তন ধারা ‘যুগচক্র’ নামে পরিচিত। এই ধারণাটি ইতিহাসের চক্রাকার বা আবর্তনশীল ধারণা হিসেবেও পরিচিত।
iv) ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে ?
উত্তর:- ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য।
অথবা, “এলাহাবাদ প্রশস্তি” কে রচনা করেন ?
উত্তর:- “এলাহাবাদ প্রশস্তি” কে রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ।
v) কোন রোমান সম্রাট খ্রিষ্টধর্মে প্রথম ধর্মান্তরিত হন?
উত্তর:- রোমান সম্রাট কনষ্টানটাইন খ্রিষ্টধর্মে প্রথম ধর্মান্তরিত হন।
অথবা, অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
উত্তর:- অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট।
vi) মিনান্দার কোন গ্রন্থের জন্য বিখ্যাত ?
উত্তর:- ‘মিলিন্দপনহো’ গ্রন্থের জন্য মিনান্দার বিখ্যাত ছিলেন।
অথবা, “সাট্রাপ” (Satrap) কি ?
উত্তর:- পারস্যের আকিমেনীয় সাম্রাজ্যের প্রাদেশিক শাসনকর্তাদের স্যাট্রাপ বলা হত। এরা সাম্রাজ্যের সংকট মোকাবিলায় এবং সাম্রাজ্যের বিস্তার ও উন্নতিতে প্রধান দায়িত্ব পালন করত। প্রকৃত অর্থে স্যাট্রাপরা সমগ্র আকিমেনীয় সাম্রাজ্যের ওপর শাসন নিয়ন্ত্রণে সাহায্য করত।
vii) কে ‘মনসবদারি’ প্রথা চালু করেন?
উত্তর:- ‘মনসবদারি’ প্রথা চালু করেন মোঘল সম্রাট আকবর।
viii) ‘মন্ডলতত্ত্ব’ কি ?
উত্তর:- কৌটিল্যের বিদেশনীতি বা কূটনীতির ধারণা গড়ে উঠেছে যে তত্ত্বকে কেন্দ্র করে তা মণ্ডলতত্ত্ব নামে বিখ্যাত। এই মণ্ডলতত্ত্বে মোট ১২ জন রাজা এবং তাদের সম্পর্ক আলোচিত হয়েছে। অমাত্য, জনপদ, দুর্গ, কোশ ও বল এই পাঁচটি প্রকৃতি নিয়ে গঠিত রাষ্ট্রের স্বামী বা রাজাকে ঘিরেই গড়ে ওঠে রাজমণ্ডল যার কেন্দ্রে রয়েছে বিজিগীষু রাজা।
অথবা, ‘জিলুল্লাহ’ শব্দের অর্থ কি ?
উত্তর:- ‘জিলুল্লাহ’ শব্দের অর্থ ঈশ্বরের ছায়া।
ix) ‘করভি’ কি ছিল ?
উত্তর:- দরিদ্র কৃষক সপ্তাহে কয়েক দিন ভূস্বামীর জমিতে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে বাধ্য হত। এই শ্রমকে করভি বলা হত।
x) ‘ভ্যাসাল’ কারা ?
উত্তর:- সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী অগণিত দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলা হত।
অথবা, ‘ফিফ’ বলতে কী বোঝায় ?
উত্তর:- ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় একটি বিশেষ অনুষ্ঠানে নিম্ন সামন্ত, ঊর্ধ্বতন সামন্তপ্রভুর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করত এবং বিনিময়ে ঊর্ধ্বতন সামন্তপ্রভু তার অধীনস্থ নিম্ন সামন্তকে জমি দান করত। এই জমি দানকে ফিফ বলা হত।
xi) ‘অগ্রহার ব্যবস্থা’ কি ?
উত্তর:- গুপ্তযুগে শাসকগণ পুণ্য অর্জনের জন্য ব্রাহ্মণ, পুরোহিত, মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করতেন। এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা নামে পরিচিত।
xii) ব্রাত্য কারা ?
উত্তর:- ব্রাত্য হল ভারতের একটি প্রাচীন জনগোষ্ঠী। ‘ব্রত’ থেকে ব্রাত্য কথাটি এসেছে, যার অর্থ হল পতিত বা বিধিবিরোধী গোষ্ঠী। ব্রাত্য জনগোষ্ঠীর মানুষ প্রাকৃত ভাষায় কথা বলত, পশুপালন ও যাযাবর জীবনকে তারা জীবিকা হিসেবে গ্রহণ করে।
অথবা, ট্যাপেস্টি কি ?
উত্তর:- ম্যানর হাউসে প্রাসাদের দেওয়ালে নানা ধরনের কারুকার্যময় ভারী কাপড়ের পর্দা ঝোলানো থাকত। এই পর্দাকে ‘ট্যাপেস্ট্রি’ বলা হত।
xiii) ‘অনুলোম বিবাহ’ কাকে বলে ?
উত্তর:- মৌর্য পরবর্তী যুগে উচ্চবর্ণের পুরুষ ও নিম্নবর্ণের নারীর মধ্যে সংঘটিত বিবাহকে ‘অনুলোম’ বিবাহ রীতি বলা হত ।
অথবা, ‘পঞ্চম জাতি’ ( Fifth Class ) কারা ?
উত্তর:- বৈদিক সমাজের প্রধান চারটি বর্ণের বাইরে অবস্থানকারী মুচি, মেথর ও অন্যান্য নিম্ন পেশায় নিযুক্ত মানুষদের পঞ্চম শ্রেণী বা জাতি বলা হত।
xiv) পৃথিবীর প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কী ?
উত্তর:- পৃথিবীর প্রথম মুদ্রিত গ্রন্থের নাম হল লাতিন ভাষার বাইবেল।
অথবা, আধুনিক ছাপাখানা কে আবিষ্কার করেন?
উত্তর:- আধুনিক ছাপাখানা আবিষ্কার করেন জোহানেস গুটেনবার্গ।
xv) আমেরিগো ভেসপুচি কে ছিলেন ?
উত্তর:- জন্মসূত্রে ইতালীয় নাবিক আমেরিগো ভেসপুচি স্পেনের পৃষ্ঠপোষকতায় চারবার সমুদ্র অভিযান করেন। ১৫০৩ খ্রিস্টাব্দে তিনি আমেরিকা মহাদেশকে নতুন মহাদেশ বলে চিহ্নিত করেন। তার নামানুসারে এই নতুন মহাদেশের নাম হয় আমেরিকা।
অথবা, ‘চৌম্বক সূঁচ’ কি কাজে ব্যবহৃত হয় ?
উত্তর:- ‘চৌম্বক সূচ’ একটি যন্ত্র, যা প্রধানত দিক নির্দেশন করতে ব্যবহৃত হয়। এর চৌম্বকীয় সুঁচ সর্বদা উত্তর-দক্ষিণ দিককে নির্দেশ করে। একটি কম্পাসে একটি চৌম্বকীয় সুঁচ থাকে যা অবাধে ঘুরতে পারে। যখন একটি কম্পাসকে একটি জায়গায় রাখা হয়, তখন চৌম্বকীয় সুঁচ উত্তর-দক্ষিণ দিককে নির্দেশিত করে।
xvi) “রেশম পথ” কি ?
উত্তর:- রোম ও পশ্চিম এশিয়ার সঙ্গে যে স্থলপথের মাধ্যমে চীনের বাণিজ্য পরিচালিত হত তাকে বলা হত রেশম পথ বা সিল্ক রুট। রেশম পথ বা সিল্ক রুট বাণিজ্যের অন্যতম প্রধান বস্ত্র ছিল রেশম। তাই এই বাণিজ্য পথের এরূপ নামকরণ।
GROUP – C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
a) কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় ?
অথবা, সিন্ধু সভ্যতার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের পরিচয় দাও ।
b) রোমান ও গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো ।
অথবা, বারনির ফতোয়া-ই-জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি বিষয়ে ধারণা কি ছিল ?
c) প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক বিবরণ দাও ।
অথবা, মধ্যযুগে ইওরোপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো ।
d) বর্ণপ্রথার বৈশিষ্ট্য কী? ‘বর্ণ’ ও ‘জাতি’ ধারণার পার্থক্য নিরূপণ করো ।
অথবা, রানি দুর্গাবতীর কার্যাবলি আলোচনা করো। “নূরজাহান চক্র” কী ?
c) ক্রুসেডের কারণগুলি আলোচনা করো।