Class XI History Question Paper 2023

GROUP – A

1. সঠিক উত্তরটি নির্বাচন করো ( বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী )

i) ভারতের পুরাণের সংখ্যা হল –

a) 15 টি

b) 16টি

c) 18টি

d) 21টি ।

c

ii) ‘প্রাকইতিহাস’ শব্দটির অর্থ –

a) প্রায়-ইতিহাস এবং ইতিহাসের মধ্যবর্তী সময়কাল

b) যে সময়ে মানুষ লিখন পদ্ধতি জানত না

c) যে সময়ে মানুষ লিখন পদ্ধতি জানত

d) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না ।

b

iii) ‘The Origin of the Species” গ্রন্থটি লিখেছিলেন –

a) আর্নল্ড টয়েনবি

b) চার্লস ডারউইন

c) আইজ্যাক নিউটন

d) বিউরি ।

b

iv) পুরাতন প্রস্তরযুগে আদিম মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র হল –

a) হাত কুঠার

b) কাটারি

c) পাথরের টুকরো

d) ধারালো অস্ত্র ।

a

v) স্ফিংস মূর্তিটি অবস্থিত –

a) ভারতে

b) পাকিস্তানে

c) মিশরে

d) চীনে ।

c

vi) মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হয় –

a) মঠ

b) পিরামিড

c) জিগুরাত

d) মমি ।

c

vii) মহাজনপদের কথা জানা যায় –

a) ইলিয়াড থেকে

b) ওডিসি থেকে

c) জৈন পরিশিষ্ট পার্বণ থেকে

(d) মেঘদূত থেকে ।

c

viii) প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা হবে –

a) 4000

b) 5000

c) 10000

d) 20000

b

ix) ‘The Magnificent’ বলা হতো অটোমান সুলতান –

a) সুলতান দ্বিতীয় মহম্মদকে

b) সুলতান সালাদিনকে

c) সুলতান সুলেমানকে

d) সুলতান ওসমানকে ।

c

x) মন্তেস্কু বলেছিলেন –

a) রাজতন্ত্রের কথা

b) ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা

c) বিদ্রোহের কথা

d) বিপ্লবের কথা ।

b

xi) ইংরেজি ‘Mandarin’ শব্দটি এসেছে –

a) ফরাসি শব্দ থেকে

b) লাতিন শব্দ থেকে

c) পর্তুগিজ শব্দ থেকে

d) ডাচ শব্দ থেকে ।

c

xii) জিয়াউদ্দিন বারনির লেখা গ্রন্থ হল –

a) মেঘদূত

b) গীতগোবিন্দম

c) ফতোয়া-ই-জাহান্দারি

d) ইন্ডিকা।

c

xiii) “Feudalism” শব্দটি

a) লাতিন শব্দ

b) ফরাসি শব্দ

c) ফারসি শব্দ

d) জার্মান শব্দ ।

a

xiv) ম্যানরের দরিদ্র কৃষকদের বলা হতো –

a) স্টুয়ার্ট

b) ভিলেন

c) ডিমেন

d) বেইলিফ

b

xv) লোথাল হল –

a) সমুদ্র বন্দর

b) নগর

c) নদী উপত্যকা

d) ঝুলন্ত উপত্যকা ।

a

xvi) প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল

a) 1095 খ্রিষ্টাব্দে

b) 1096 খ্রিষ্টাব্দে

c) 1203 খ্রিষ্টাব্দে

d) 1292 খ্রিষ্টাব্দে ।

a

xvii) স্পার্টার ক্রীতদাসদের বলা হতো –

a) হেলট

b) ম্যাটিক

c) পেনেসটাই

d) পেরিয়োকাই ।

a

xviii) মেগাস্থিনিসের মতে মৌর্যযুগে ভারতে জাতির সংখ্যা –

a) 2

b) 4

c) 6

d) 7।

d

xix) রানি নেফারতিতি ছিলেন –

a) ভারতের

b) ইংল্যান্ডের

c) মিশরের

d) জার্মানির ।

c

xx) “সুল-ই-কুল” আদর্শ প্রচার করেছিলেন –

a) বাবর

b) হুমায়ুন

c) আকবর

d) শাহজাহান।

c

xxi) “হিজরি” সাল —সম্পর্কিত । ( শূন্যস্থান পূরণ কর )

a) হজরত মহম্মদের সঙ্গে

b) সালাদিনের সঙ্গে

c) রিচার্ডের সঙ্গে

d) সপ্তম হেনরির সঙ্গে ।

a

xxii) “Principia” গ্রন্থটি লিখেছিলেন –

a) জিয়ারদানো ব্রুনো

b) কোপারনিকাস

c) নিউটন

d) টাইকোব্রেহে।

c

xxiii) প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় –

a) চীনে

b) জার্মানিতে

c) ইংল্যান্ডে

d) ভারতে ।

b

xxiv) ভারতের কালিকট বন্দরে এসেছিলেন –

a) ক্রিস্টোফার নেলসন

b) ক্রিস্টোফার ড্যানিসন

c) নাথানিয়াল ডানকান

d) ক্রিস্টোফার কলম্বাস ।

                       GROUP – B

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 16 = 16

i) ‘Historia’ শব্দের অর্থ কী ?

গ্রীক শব্দ হিস্টোরিয়া থেকেই হিস্টোরি শব্দটির উৎপত্তি। এই হিস্টোরিয়া শব্দের অর্থ অনুসন্ধান।

ii) “এপিগ্রাফি” ( Epigraphy ) বলতে কী বোঝো ?

শিলালিপি বিষয়ক পঠনপাঠনকে ইংরেজিতে “এপিগ্রাফি” বলে।

অথবা, ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসে যুগ বিভাজন কীভাবে করেছেন ?

ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ – এই তিন ভাগে ভাগ করেছেন।

iii) প্রবাহমান কাল ( time line ) বলতে কী বোঝো ?

প্রবাহমান কাল হল কাল সম্পর্কিত একটি ধারণা। এই ধারণা অনুসারে ইতিহাসের কালের অগ্রগতি একটি সূচনা পর্ব থেকে রৈখিক ধারায় একটি সমাপ্তি পর্বের দিকে এগিয়ে যায়।

iv) জাস্টিনিয়ান কোড কী ?

ইউরােপের আইন তৈরিতে প্রাচীন রােমান আইন বিশেষ ভূমিকা নিয়েছিল। পরবর্তীকালে রােমান সম্রাট জাস্টিনিয়ান এই আইনের ওপর ভিত্তি করে ৪০০০ আইনবিধির একটি সংকলন করেন, যা জাস্টিনিয়ান কোড নামে পরিচিত।

অথবা, ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের মহাজনপদ কী কী ছিল ?

ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক।

v) ‘অটোমান’ কারা ?

১২৮৫ খ্রিস্টাব্দে ওসমান তুর্কি আঙ্কারা থেকে কনস্ট্যান্টিনোপল পর্যন্ত সাম্রাজ্য স্থাপন করেন। তাঁর নাম অনুসারেই তাঁর বংশের লোকেরা অটোমান তুর্কি নামে পরিচিত হন। প্রসঙ্গত, আরবি শব্দ উমান থেকে ওসমান শব্দটি এসেছে, যার ইংরেজি সংস্করণ হল অটোমান।

vi) সিসেরো কে ছিলেন ?

মার্ক তুল্লি সিসেরো ছিলেন একজন শ্রেষ্ঠ রোমান বাগ্মী, রাষ্ট্রচিন্তাবিদ এবং আইনজ্ঞ। তিনি পূর্বপ্রচলিত রোমান রাষ্ট্রব্যবস্থার যাবতীয় রীতিনীতিকে সংশোধনের উদ্যোগ নেন এবং রোমান আইনতত্ত্বকে বিশ্বজনীনতার আদর্শে উত্তরণ ঘটান।

অথবা, কোন্ গুপ্তরাজার মধ্যে নেপোলিয়ান এবং মেকিয়াভেলির গুণাবলি খুঁজে পাওয়া যায় ?

গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মধ্যে নেপোলিয়ান এবং মেকিয়াভেলির গুণাবলি খুঁজে পাওয়া যায়

vii) ‘রেশমপথ’ কী ?

রোম ও পশ্চিম এশিয়ার সঙ্গে যে স্থলপথের মাধ্যমে চীনের বাণিজ্য পরিচালিত হত তাকে বলা হত রেশম পথ বা সিল্ক রুট। রেশম পথ বা সিল্ক রুট বাণিজ্যের অন্যতম প্রধান বস্ত্র ছিল রেশম। তাই এই বাণিজ্য পথের এরূপ নামকরণ।

viii) মনসব শব্দের অর্থ কী ?

মনসব শব্দের অর্থ পদমর্যাদা।

অথবা, অষ্টম হেনরি কে ছিলেন ?

সপ্তম হেনরি এবং ইয়র্কের এলিজাবেথের দ্বিতীয় পুত্র অষ্টম হেনরি 28 জুন 1491 সালে গ্রিনউইচে জন্মগ্রহণ করেন। তিনি 1502 সালে তার ভাই প্রিন্স আর্থারের মৃত্যুতে সিংহাসনের উত্তরাধিকারী হন এবং 1509 সালে সফল হন।

ix) গুপ্তযুগে নগরের অবক্ষয়ের একটি কারণ লেখো ।

গুপ্তযুগের শেষভাগে শিল্প ও বাণিজ্যের অবক্ষয়ের ফলে নগরজীবনের অবক্ষয় শুরু হয়।

x) গ্ল্যাডিয়েটর কারা ?

ল্যাটিন শব্দ ‘গ্ল্যাডিয়েটর’ -এর অর্থ ‘তরবারিওয়ালা মানব’। গ্ল্যাডিয়েটর এমন একজন অস্ত্রধারী যোদ্ধা যিনি অন্য কোনো গ্ল্যাডিয়েটরের সঙ্গে লড়াই করে সাধারণ মানুষ ও রাজাদের আনন্দ দেন। এটি মূলত রোমান সাম্রাজ্যের একটি প্রাচীন রীতি। এই রীতি অনুসারে গ্ল্যাডিয়েটররা হাজার হাজার দর্শকের সামনে অন্য যোদ্ধার পাশাপাশি দাগি আসামি কিংবা হিংস্র বন্যপ্রাণীদের সঙ্গেও লড়াই করতেন।

xi) ‘নিগম’ বলতে কী বোঝো ?

কৃষির অগ্রগতির সঙ্গে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে ভারতে বিভিন্ন কারিগরি শিল্পের ও অন্যান্য পেশার বিকাশ ঘটতে থাকে। নিজেদের স্বার্থ সুরক্ষিত করার উদ্দেশ্যে একই পেশার শিল্পী ও কারিগররা তাদের নিজস্ব সংগঠন গড়ে তোলে। প্রাচীন ভারতের শিল্পী, কারিগর বা বণিকদের এই সংগঠন নিগম নামে পরিচিত।

xii) ভ্যাসাল কারা ?

সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্ন স্তরে অবস্থানকারী অগণিত দরিদ্র কৃষকদের ভ্যাসাল বলা হত।

xiii) ‘শকাব্দ’ কে চালু করেন ?

‘শকাব্দ’ চালু করেন কুষাণ সম্রাট কণিষ্ক।

অথবা, কোন্ গুপ্তরাজার আমলে হুণ আক্রমণ হয়েছিল ?

গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তর আমলে হুণ আক্রমণ হয়েছিল।

xiv) পতিত ক্ষত্রিয় কারা ?

মৌর্য-পরবর্তী যুগ থেকে ভারতে আগত বহিরাগত ব্যাকট্রীয়-গ্রিক, শক, কুষাণ প্রভৃতি অনার্য জাতিগুলি ভারতীয় সমাজে পতিত ক্ষত্রিয় নামে পরিচিত।

xv) গুটেনবার্গ কে ?

জোহানেস গুটেনবার্গ ইউরোপে প্রথম পরিচিত যান্ত্রিক ছাপাখানার নকশা ও নির্মাণের জন্য পরিচিত। 1455 সালে তিনি বাইবেল মুদ্রণের জন্য এটি ব্যবহার করেছিলেন, যা চলমান টাইপ থেকে মুদ্রিত বিশ্বের প্রাচীনতম বইগুলির মধ্যে একটি। তিনি আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত।

অথবা, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো ?

আধুনিককালে কোপারনিকাস, ব্রুনো, গ্যালিলিয়ো, কেপলার, নিউটন প্রমুখ বিজ্ঞানী অভিমত দেন যে, বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে পৃথিবী নয়, সূর্য অবস্থান করছে এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবীসহ সৌরজগতের অন্যান্য গ্রহ-উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘুরে চলেছে। এই তত্ত্ব মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব নামে পরিচিত।

xvi) পঞ্চদশ শতকে নতুন বিশ্ব’ বলতে কী বোঝো ?

পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে বর্তমানকালের আমেরিকা মহাদেশকে বোঝাত। স্পেনের অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ খ্রিস্টাব্দে বর্তমানকালের আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। ১৫০৩ খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি কলম্বাস আবিষ্কৃত নতুন মহাদেশের নামকরণ করেন ‘নতুন বিশ্ব।

                  GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) 8 x 5 = 40

a) মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিলো ? 8

অথবা, হরপ্পা সভ্যতার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও । 4+4

b) রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো । 4+4

অথবা, ইক্‌তা ব্যবস্থা কী ? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো ।  4+4

c) মধ্যযুগে ইওরোপে গিল্ডের কার্যাবলি লেখো । 8

অথবা, গুপ্তযুগে ভারতে সামন্তপ্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো ।  8

d) প্রাচীন ভারতে নারী শিক্ষার বিবরণ দাও । 8

অথবা, প্রাচীন মিশর ও প্রাচীন রোমের দাসপ্রথার তুলনামূলক আলোচনা করো । 4+4 e) ইওরোপে ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো । 8

Leave a Comment