২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

Class XI History Question Paper 2022

GROUP – A

1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী) 1 × 24 24

i) ‘নব্যপ্রস্তর যুগে বিপ্লব’ কথাটি প্রথম উদ্ভাবন করেন –

a) বিউরি

b) গর্ডন চাইল্ড

c) উইলিয়াম জোন্স

d) ড্যানিয়েল উইলসন ।

b

ii) ‘মেঘদূত’-এর রচয়িতা ছিলেন –

a) কালিদাস

b) মেগাস্থিনিস

c) প্লিনি

d) মার্কো পোলো ।

a

iii) ‘মুদ্রারাক্ষস’ গ্রন্থের রচয়িতা –

a) বিশাখদত্ত

b) ভাস

c) কালিদাস

d) ভারবি ।

a

iv) ফতোয়া-ই-জাহান্দারিতে আলোকপাত করা হয়েছে –

a) সমাজতত্ত্ব

b) রাষ্ট্রনীতি

c) বিজ্ঞান

d) অর্থনীতি ।

b

v) মিশরের সবথেকে বড় পিরামিড হ’ল –

a) খুফুর

b) নেফরার

c) মেনকুরার

d) রামেসিসের।

a

vi) সুলতানি যুগের ঐতিহাসিক নন –

(I) তুলসি দাস

II) বিষেন দাস

III) সন্ধ্যাকর নন্দী

IV) জিয়াউদ্দিন বারণি ।

বিকল্প

a) (I), (II) সঠিক এবং (III), (IV) ভুল

b) (I), (III) সঠিক এবং (II) (IV) ভুল

c) (I), (IV) সঠিক এবং (II), (III) ভুল

d) (I), (II), (III) সঠিক এবং (IV) ভুল ।

c

vii) খুফুর খ্যাতির কারণ –

a) ফ্যারাও ও পিরামিড

b) নেতা

c) গায়ক

d) নাট্যকার ।

a

viii) দক্ষিণ ভারতের মহাজনপদ (খ্রিঃপূর্ব ৬ষ্ঠ শতক) –

a) কোশল

b) মগধ

c) ভজ্জি

d) অস্মক।

d

ix) গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন –

a) শ্রীগুপ্ত

b) স্কন্দগুপ্ত

c) কুমারগুপ্ত

d) জীবগুপ্ত ।

a

x) আইন বিশেষজ্ঞ সোলোন ছিলেন –

a) চিনের

b) ভারতের

c) এথেন্সের

d) মিশরের।

c

xi) মগধের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম –

a) গিরিব্রজ

b) হস্তিনাপুর

c) ইন্দ্রপ্রস্থ

d) কাশী।

a

xii) কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন ?

a) সিন্ধু সভ্যতার মানুষ

b) মেসোপটেমিয়ার মানুষ

(c) মিশরীয় সভ্যতার মানুষ

d) সুমেরীয় সভ্যতার মানুষ ।

d

xiii) প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ হলেন –

a) লাইকারগাস

b) সোফোক্লেস

c) সিসেরো

d) প্লিনি ।

c

xiv) ‘লেভিয়াথান’ গ্রন্থ রচয়িতা –

a) টমাস হবস

b) রুশো

c) প্লেটো

d) লক।

a

xv) প্রথম দাসবিদ্রোহ হয়েছিল –

a) সিসিলিতে

b) মিশরে

c) ইতালিতে

d) ফ্লোরেন্সে ।

a

xvi) ‘টাইথ’ করটি ছিল –

a) বেগার শ্রম

b) ধর্মকর

c) ভূমিকর

d) পরোক্ষ কর।

b

xvii) ‘ইবাদতখানা’ তৈরি করেন –

a) বাবর

b) আকবর

c) আলাউদ্দিন

d) বলবন ।

b

xviii) প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল ?

a) খ্রিষ্টপূর্ব ১ম শতকে

b) খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতকে

c) খ্রিষ্টপূর্ব ৩য় শতকে

d) খ্রিষ্টিয় ৬ষ্ঠ শতকে ।

b

 xix) প্রাচীন কোন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথি পাওয়া যায় ?

a) মিশর

b) সুমের

c) ব্যাবিলন

d) হরপ্পা ।

a

xx) “গান্ধর্ব রীতি” সম্পর্কিত –

a) বিবাহ রীতির সাথে

b) যুদ্ধ বিগ্রহের সাথে

c) বৈদেশিক নীতির সাথে

d) কোনোটিই নয় ।

a

xxi) মৌর্যযুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলেছেন –

a) মেগাস্থিনিস

b) কৌটিল্য

c) ফা-হিয়েন

d) হিউয়েন সাঙ ।

a

xxii) দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান ?

a) ইলতুৎমিস

b) কুতুবউদ্দিন আইবক

c) আলাউদ্দিন

d) বলবন ।

a

xxiii) “ফিয়ালটি” শব্দ — এর সাথে সংযুক্ত।

a) সামন্ততন্ত্র

b) ধর্ম

c) শিক্ষা

d) দাতব্য ।

a

xxiv) “ক্যাসিয়াস দিও” হলেন

a) রোমান সিনেটর

b) গ্রীক সিনেটর

c) চৈনিক সিনেটর

d) ভারতীয় সিনেটর ।

                  GROUP – B

2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 × 16 = 16

i) “প্রায়-ইতিহাস” কি ?

যে ঐতিহাসিক যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা এখনও সম্ভব হয়নি, সেই যুগের ইতিহাসকে ‘প্রায়- ইতিহাস’ বলে। হরপ্পা সভ্যতা ছিল প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা।

ii) “প্যালিওগ্রাফি” বলতে কি বোঝো ?

লিপির বিষয়বস্তু অধ্যয়নকে ‘প্যালিওগ্রাফি’ বলে।

অথবা, নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কি বোঝো ?

সাম্প্রতিককালে একদল ইতিহাসবিদ বলতে চান যে, ইতিহাস শুধু রাজা-মহারাজা, জমিদার বা বণিক শ্রেণির কাহিনি নয়। ইতিহাসের মূল নায়ক হল নিম্নবর্গের কৃষক, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ গুরুত্ব সহকারে তাদের ইতিহাসচর্চাই নিম্নবর্গের ইতিহাসচর্চা নামে পরিচিত।

iii) ‘হেলট’ কাদের বলা হয় ?

প্রাচীন গ্রিসের স্পার্টায় ক্রীতদাসদের হেলট বলা হত। এরা ছিল স্পার্টার সর্বাপেক্ষা নির্যাতিত ও শোষিত শ্রেণি। কৃষিকাজ এবং সামরিক দায়িত্ব পালন ছাড়াও এদের রাষ্ট্রের বিভিন্ন কাজে লাগানো হত।

iv) ‘নগররাষ্ট্র’ বলতে কী বোঝায় ?

খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকের মধ্যে গ্রিসে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্ব ছিল। এই সব রাষ্ট্রে নাগরিকরা প্রত্যক্ষভাবে রাষ্ট্রের কাজকর্মে অংশগ্রহণ করতে পারত। এই সব ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে বাংলায় ‘নগর-রাষ্ট্র’ এবং গ্রিক ভাষায় ‘পলিস’ বলা হয়। প্রাচীন গ্রিসের এরূপ দুটি নগর-রাষ্ট্র এথেন্স ও স্পার্টা।

অথবা, জনপদ কী ?

সংস্কৃত ‘জন’ শব্দের অর্থ হল ‘উপজাতি’ এবং ‘পদ’ শব্দের অর্থ হল ‘পা’। এই অর্থ অনুসারে, ‘জনপদ’ বলতে সেইসব স্থানকে বোঝায় যেসব স্থানে কোনো নির্দিষ্ট উপজাতি বা জনগোষ্ঠী বা ‘জন’ তার ‘পদ’ বা পা রেখেছে। অর্থাৎ নির্দিষ্ট কোনো উপজাতিগোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতিই হল ‘জনপদ’।

v) ‘পোতিন’ কী ?

ভারতের সাতবাহন রাজাদের সীসার মুদ্রা পোতিন নামে পরিচিত ছিল।

vi) 776 খ্রিষ্টপূর্বাব্দের গুরুত্ব লেখো ।

খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে অলিম্পিক খেলা গ্ৰিসে প্রথম শুরু হয়েছিল।

অথবা, প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল ?

প্রাচীন ভারতে ষোলোটি মহাজনপদের মধ্যে পনেরোটির উত্তর ভারতে এবং একটির (অস্মক) দক্ষিণ ভারতে উত্থান হয়েছিল।

vii) “উলেমা” কারা ?

উলেমা বলতে বিদ্বান ও ইসলামি ধর্মগ্রন্থে পন্ডিত ব্যক্তিদের বোঝায় যারা ইসলামি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন এবং ইসলামি আইন ‘শরিয়ত’-এর ব্যাখ্যা করেন।

অথবা, “ইক্তা” শব্দের অর্থ কী ?

‘ইক্তা’ একটি আরবি শব্দ, যার আক্ষরিক অর্থ ‘এলাকা’ বা ‘এক অংশ’ বা ‘ভাগ’।

viii) ‘সপ্তাঙ্গ তত্ত্ব’ কি ?

কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করে এর সাতটি অঙ্গের কথা বলেছেন। এগুলি হল – স্বামী, অমাত্য, পুর, জনপদ, কোশ, দণ্ড ও মিত্র। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সম্পর্কিত এই তত্ত্ব ‘সপ্তাঙ্গ তত্ত্ব’ নামে পরিচিত।

ix) ‘অগ্রহার জমি ব্যবস্থা’ কী?

প্রাচীন ভারতে গুপ্তযুগে শাসকগণ পুণ্য অর্জনের জন্য ব্রাহ্মণ, পুরোহিত, মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করতেন। এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা নামে পরিচিত।

অথবা, গিল্ডের প্রধান কাজ কী ছিল ?

পেশাদারি সংগঠন হিসেবে গিল্ড, বানিজ্যিক কর্মকাণ্ডের পরিচালনা, রক্ষনাবেক্ষন ও নিয়ন্ত্রনের কাজে নিয়জিত ছিল। গিল্ড সমূহের প্রধান কাজ ছিল বিভিন্ন কল কারখানার মধ্যে প্রতিযোগিতা ও বাজারের প্রসারণ সম্পর্কিত ব্যাবস্থাপনার বিষয়াদির নিয়ন্ত্রন করা।

x) ‘মিনেসিঙ্গার’ কাদের বলা হয় ?

ইউরোপে একদল চারণকবি মধ্যযুগে নাইটদের বীরত্ব, আদর্শ ও প্রেমের কাহিনি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে গেয়ে শোনাতেন। এই সমস্ত চারণকবিরা জার্মানিতে ‘মিনেসিঙ্গার’ নামে পরিচিত।

xi) ‘স্ত্রীধন’ বলতে কি বোঝো ?

প্রাচীন ভারতে পিতৃতান্ত্রিক সমাজে নারীকে সম্পত্তি রাখার যে অধিকার দেওয়া হয়েছিল, তার নাম স্ত্রীধন।

xii) হিজরি সাল কবে সুচিত হয় ?

৬২২ খ্রিস্টাব্দে হিজরি সাল সুচিত হয়।

অথবা, ‘ইতিহাসের পর্বীকরণ’ ( Periodization of History) কি?

সময়ের পরিবর্তনের সাথে অত্যন্ত ধীর গতিতে সমাজও বদলায়। তাই আপাত দৃষ্টিতে বহুদিন ধরে মানুষের জীবন-সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি একই রকমের থাকে। যদি বহুদিন ইতিহাসের দ্রুত ও বড়ো কোনো পরিবর্তন না হয় তবে কোনো বড়ো পরিবর্তনের আগে পর্যন্ত সময়কাল ইতিহাসে এক-একটি পর্ব বা যুগ হিসেবে স্বীকৃত হয়।

xiii) ‘শকারি’ কে ছিলেন ?

দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি নামে পরিচিত ছিলেন। তিনি শকদের পরাজিত করে শকারি উপাধি গ্রহন করেন।

অথবা, কোন্ প্রাচীন ভারতীয় রাজা ‘ভারতের রক্ষাকর্তা’ নামে পরিচিত ?

প্রাচীন ভারতীয় রাজা স্কন্দগুপ্ত ‘ভারতের রক্ষাকর্তা’ নামে পরিচিত।

xiv) ‘কণ্টকশোধন’ কি ?

অর্থশাস্ত্র অনুসারে মৌর্য শাসন ব্যবস্থায় ফৌজদারি বিচারালয়কে বলা হত কণ্টকশোধন। এই বিচারালয় গুলিতে অমাত্যগণ বিচার করতেন।

অথবা, “অ্যাক্ট অফ অ্যাপিলস্” কবে চালু হয় ?

১৫৩৩ খ্রিস্টাব্দে “অ্যাক্ট অফ অ্যাপিলস্” চালু হয়।

xv) ‘De Officiis’ কার লেখা ?

‘De Officiis’ রোমান আইনজ্ঞ মার্ক তুল্লি সিসেরো’র লেখা।

অথবা, অভিকর্ষ সূত্র’ কে আবিষ্কার করেন ?

বিজ্ঞানী আইজ্যাক নিউটন অভিকর্ষ সূত্র’ আবিষ্কার করেন।

xvi) কলম্বাস কবে সমুদ্রযাত্রা করেন ?

কলম্বাস ১৪৯২ খ্রিস্টাব্দের ৩ আগস্ট স্পেনের পালোস বন্দর থেকে তিনটি জাহাজ-সহ সামুদ্রিক অভিযান শুরু করেন।

                       GROUP – C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 8 x 5 = 40

a) নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব লেখো। 4+4

অথবা, হরপ্পা সভ্যতার বিশেষত্ব লেখো। এই সভ্যতার পতন কেন হয় ? 4+4

b) মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো । 8

অথবা, পারস্যের ক্ষত্রপ এবং চিনের ম্যান্ডারিন-এর বিবরণ দাও । 4+4

c) মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো । 4+4

অথবা, অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা লেখো । 8

d) ভারতীয় এবং ইওরোপীয় সামন্ততন্ত্রের তুলনামূলক আলোচনা করো ।

অথবা, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো-রোম বাণিজ্যের প্রভাব লেখো। ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়ণের কারণ ব্যাখ্যা করো । 4+4

e) প্রাচীন ভারতের প্রথম নগরায়ণ এবং বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো ।

Leave a Comment