GROUP- A
1. সঠিক উত্তরটি নির্বাচন করো। (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
i) কোন যুগে কুমোরের চাকা ব্যবহার শুরু হয়?
a) প্রাচীন প্রস্তর যুগে
b) মধ্য প্রস্তর যুগে
c) নব্য প্রস্তর যুগে
d) তাম্র প্রস্তর যুগে
c
ii) ‘ইন্ডিকা’র রচয়িতা ছিলেন –
a) মেগাস্থিনিস
b) কৌটিল্য
c) চন্দ্রগুপ্ত মৌর্য
d) সেলুকাস
a
iii) ‘ফতোয়া-ই-জাহান্দারি’ গ্ৰন্থের বিষয়বস্তু হল –
a) অর্থনীতি
b) বিজ্ঞান
c) সমাজতত্ত্ব
d) রাষ্ট্রনীতি
d
iv) বারুদের আবিষ্কার হয়েছিল –
a) চীনে
b) আরবে
c) ভারতে
d) জার্মানিতে।
a
v) সুলতানী যুগের ঐতিহাসিক হলেন –
I) সন্ধ্যাকর নন্দী
II) জিয়াউদ্দিন বরনী
III) আমির খুসরো
IV) আফিফ
a) I, III, IV সঠিক II ভুল
b) I, II, III সঠিক IV ভুল
c) I, II, IV সঠিক III ভুল
d) II, III, IV সঠিক I ভুল
d
vi) ‘গিলগামেশ’ হল — মহাকাব্য।
a) ভারতের
b) মেসোপটেমিয়ার
c) মিশরের
d) গ্ৰিসের
b
vii) পালিয়ে যাওয়া ক্রীতদাসদের বলা হতো –
a) ভার্মি
b) গ্লাডিয়েটর
c) প্যাট্রিসিয়ান
d) ম্যানুমিসিও
d
viii) রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন –
a) উইলিয়াম হার্ভে
b) লিউয়েনহোয়ে
c) ভেসালিউস
(d) আমরোজ পারে।
a
ix) নীচের কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন ?
a) সিন্ধু সভ্যতার মানুষ
b) মিশরীয় সভ্যতার মানুষ
c) সুমেরীয় সভ্যতার মানুষ
d) মেসোপটেমিয়ার মানুষ ।
c
x) এথেন্সের শাসন কাঠামো ছিল –
a) রাজতান্ত্রিক
b) প্রজাতান্ত্রিক
c) অভিজাততান্ত্রিক
d) গণতান্ত্রিক ।
d
xi) ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হল –
a) বৃজি
b) কম্বোজ
c) অস্মক
d) শূরসেন
c
xii) পাটলিপুত্র রাজধানী ছিল –
a) অবন্তীর
b) কোশলের
c) বৃজির
d) মগধের
d
xiii) সিসেরো ছিলেন –
a) একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
b) অ্যারিস্টটলের একজন ছাত্র
c) একজন গ্রীক রাজনীতিবিদ এবং আইনজ্ঞ
d) একজন রোমান বিচারক
a
xiv) টমাস ক্রমওয়েল ‘Act of Supremacy’ ঘোষণা করেন –
a) 1530 খ্রিস্টাব্দে
b) 1534 খ্রিষ্টাব্দে
c) 1536 খ্রিষ্টাব্দে
d) 1539 খ্রিস্টাব্দে ।
b
xv) নিম্নলিখিত কোন প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায় ?
a) হরপ্পা
b) ব্যাবিলন
c) সুমের
d) মিশর।
d
xvi) প্রথম দাস বিদ্রোহ হয় –
a) সিসিলিতে
b) ইতালিতে
c) ফ্লোরেন্সে
d) মিশরে।
a
xvii) অর্থশাস্ত্রে কতপ্রকার বিবাহ রীতির উল্লেখ আছে ?
a) 4 প্রকার
b) 5 প্রকার
c) 10 প্রকার
d) 8 প্রকার ।
d
xviii) সামন্ততান্ত্রিক ইওরোপে কৃষকদের দেয় ‘টাইথ’ করটি ছিল –
a) ভূমিকর
b) ধর্মকর
c) বেগার শ্রম
d) পরোক্ষ কর।
b
xix) মৌর্যযুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলে অভিমত দিয়েছিলেন –
a) মেগাস্থিনিস
b) কৌটিল্য
c) ফা-হিয়েন
d) হিউয়েন সাঙ
a
xx) প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল ?
a) খ্রিষ্টপূর্ব প্রথম শতকে
b) খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে
c) খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে
d) খ্রিস্টীর ষষ্ঠ শতকে
b
xxi) সম্রাট আকবর ইবাদতখানা গঠন করেন –
a) আগ্ৰাতে
b) রাজস্থানে
c) বাংলায়
d) ফতেপুর সিক্রিতে
d
xxii) ‘ঝড়ের অন্তরীপ (Cape of Storms) নামকরণ করেন –
a) রাজকুমার হেনরি
b) বার্থলোমিউ দিয়াজ
c) রাজা দ্বিতীয় জন
d) ম্যাগেলান।
b
xxiii) দিল্লীর কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান ?
a) কুতুবউদ্দিন আইবক
b) ইলতুৎমিস
c) গিয়াসুদ্দিন বলবন
d) আলাউদ্দিন খলজি ।
b
xxiv) ইংল্যান্ডে ধর্মসংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন –
a) সপ্তম হেনরি
b) অষ্টম হেনরি
c) মেরি স্টুয়ার্ট
d) প্রথম এলিজাবেথ
Group B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
i) ইতিহাস-পুরাণ কি ?
প্রাচীন ভারতীয়, গ্রিক সহ বিভিন্ন প্রাচীন সভ্যতার বিভিন্ন পুরাণ অর্থাৎ পৌরাণিক কাহিনীর প্রচলন রয়েছে। এই সব কাহিনীতে সমকালীন বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সন্ধান পাওয়া যায়। ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ এই সব পুরাণকেই ‘ইতিহাস-পুরাণ’ বলা হয়। অবশ্য ইতিহাসের উপাদান হিসেবে ইতিহাস-পুরাণের তথ্য সর্বদা সঠিক নয় বলে অনেকে মনে করেন।
ii) হায়ারোগ্লিফিক লিপি কি?
প্রাচীন মিশরের চিত্রলিপি ছিল হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক কথাটি এসেছে দুটি গ্রীক শব্দ থেকে – ‘হিয়োরাস’ কথার অর্থ পবিত্র এবং ‘গ্লিফেইন’ কথার অর্থ খোদাই করা। সেই অর্থে হায়ারোগ্লিফিক কথার অর্থ পবিত্র লিপি।
অথবা, নিম্নবর্গের ইতিহাসচর্চা বলতে কী বোঝ ?
সাম্প্রতিককালে একদল ইতিহাসবিদ বলতে চান যে, ইতিহাস শুধু রাজা-মহারাজা, জমিদার বা বণিক শ্রেণির কাহিনি নয়। ইতিহাসের মূল নায়ক হল নিম্নবর্গের কৃষক, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ গুরুত্ব সহকারে তাদের ইতিহাসচর্চাই নিম্নবর্গের ইতিহাসচর্চা নামে পরিচিত।
iii) মেটিক কাদের বলা হয়?
প্রাচীন গ্রিসের এথেন্স নামে অন্যতম পলিস বা নগর-রাষ্ট্রে বসবাসকারী বিদেশিদের ‘মেটিক’ বলা হত।
iv) নগর রাষ্ট্র বলতে কী বোঝায় ?
খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকের মধ্যে গ্রিসে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের অস্তিত্ব ছিল। এই সব রাষ্ট্রে নাগরিকরা প্রত্যক্ষভাবে রাষ্ট্রের কাজকর্মে অংশগ্রহণ করতে পারত। এই সব ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে বাংলায় ‘নগর-রাষ্ট্র’ এবং গ্রিক ভাষায় ‘পলিস’ বলা হয়। প্রাচীন গ্রিসের এরূপ দুটি নগর-রাষ্ট্র এথেন্স ও স্পার্টা।
অথবা, জনপদ কি?
সংস্কৃত ‘জন’ শব্দের অর্থ হল ‘উপজাতি’ এবং ‘পদ’ শব্দের অর্থ হল ‘পা’। এই অর্থ অনুসারে, ‘জনপদ’ বলতে সেইসব স্থানকে বোঝায় যেসব স্থানে কোনো নির্দিষ্ট উপজাতি বা জনগোষ্ঠী বা ‘জন’ তার ‘পদ’ বা পা রেখেছে। অর্থাৎ নির্দিষ্ট কোনো উপজাতিগোষ্ঠীর নির্দিষ্ট কোনো বসতিই হল ‘জনপদ’।
v) ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন ?
ভারতের সাতবাহন রাজারা তামা ও সীসার মুদ্রা ব্যবহার করতেন।
vi) অলিম্পিক ক্রীড়া প্রথম কবে শুরু হয়েছিল?
খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে অলিম্পিক খেলা গ্ৰিসে প্রথম শুরু হয়েছিল।
vii) ‘ইক্তা’ শব্দের অর্থ কী ?
‘ইক্তা’ একটি আরবি শব্দ, যার আক্ষরিক অর্থ ‘এলাকা’ বা ‘এক অংশ’ বা ‘ভাগ’।
অথবা, চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে?
প্রাচীন চিনে উচ্চপদস্থ সরকারি কর্মচারী বা আমলারা অনেক সময় সম্রাটকে এড়িয়ে জনগণকে বেশি গুরুত্ব দিত। তাই এই আমলাতন্ত্রের পরিবর্তে চিনা সম্রাট ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটান।
viii) ‘সপ্তাঙ্গ তত্ত্ব’ কি?
কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করে এর সাতটি অঙ্গের কথা বলেছেন। এগুলি হল – স্বামী, অমাত্য, পুর, জনপদ, কোশ, দণ্ড ও মিত্র। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সম্পর্কিত এই তত্ত্ব ‘সপ্তাঙ্গ তত্ত্ব’ নামে পরিচিত।
ix) প্রাচীন ভারতে ‘অগ্রহার’ প্রথা বলতে কী বোঝায় ?
প্রাচীন ভারতে গুপ্তযুগে শাসকগণ পুণ্য অর্জনের জন্য ব্রাহ্মণ, পুরোহিত, মন্দির, বিহার প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠানে নিষ্কর জমি দান করতেন। এই প্রথা অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা নামে পরিচিত।
অথবা, গিল্ড কি ছিল ?
মধ্যযুগের ইউরোপে ব্যবসায়ী ও কারিগর শ্রেণি নিজেদের স্বার্থে আলাদা আলাদা সংগঠন গড়ে তুলত। এই সংগঠনগুলির নাম ছিল গিল্ড। সাধারণত বিভিন্ন বণিক ও কারিগররা একই বাণিজ্য বা শিল্পে নিযুক্ত ব্যক্তিদের নিয়ে এক-একটি গিল্ড গড়ে তুলত।
x) ট্রুবাবুর কাদের বলা হয় ?
মধ্যযুগে নাইটদের বীরত্ব, আদর্শ ও প্রেমের কাহিনি ইউরোপে একদল চারণকবি গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে, জমিদার ও কৃষকের বাসস্থানে গিয়ে গেয়ে শোনাতেন। এই সকল চারণকবিরা দক্ষিণ ফ্রান্সে ‘ট্রুবাদুর’ নামে পরিচিত।
xi) স্ত্রীধন’ বলতে কি বোঝ ?
প্রাচীন ভারতে পিতৃতান্ত্রিক সমাজে নারীকে সম্পত্তি রাখার যে অধিকার দেওয়া হয়েছিল, তার নাম স্ত্রীধন।
xii) অ্যালকেমি বলতে কি বোঝ ?
প্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত সময়ে ইউরোপে যুক্তি ও আধুনিক বিজ্ঞান-নির্ভরতাহীন যে রসায়নবিদ্যার চর্চা জনপ্রিয়তা অর্জন করেছিল তা ‘অপরসায়নবিদ্যা’ বা ‘অ্যালকেমি’ নামে পরিচিত।
অথবা, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
নিকোলাস কোপারনিকাসকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়।
কোপারনিকাস পোল্যান্ডের মানুষ ছিলেন।
xiii) ‘পার্চমেন্ট’ কী ?
পার্চমেন্ট হল পাতলা এক ধরনের পশুর চামড়া যা কাগজ আবিষ্কারের পূর্বে বই ছাপার কাজে ব্যবহার করা হত।
অথবা, বারুদ কোন দেশে আবিষ্কৃত হয়েছিল ? খ্রিস্টীয় নবম শতকে চিনে প্রথম বারুদের আবিষ্কার হয়।
xiv) নাবিক হেনরি কে ছিলেন ?
‘নাবিক হেনরি’ ছিলেন পোর্তুগিজ নাবিক প্রিন্স হেনরি বা রাজকুমার হেনরি। তাঁর আসল নাম ছিল ইনফ্যান্টি হেনরি। তিনি আফ্রিকার উপকূল অঞ্চল ও দক্ষিণ সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চলে অভিযান চালান।
অথবা, ম্যাগেলান কেন বিখ্যাত ?
পোর্তুগালের একজন বিখ্যাত নাবিক ছিলেন ফার্দিনান্দ ম্যাগেলান। তিনিই সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেন। এ ছাড়া তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জের আবিষ্কর্তা হিসেবেও বিখ্যাত হয়ে আছেন।
xv) আতস কাঁচ কে আবিষ্কার করেন ?
আতস কাচ আবিষ্কার করেন রজার বেকন।
অথবা, অভিকর্ষ সূত্র কে আবিষ্কার করেন ?
বিজ্ঞানী আইজ্যাক নিউটন অভিকর্ষ সূত্র আবিষ্কার করেন।
xvi) কে, কবে প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ?
পোর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ১৪৯৮ খ্রিস্টাব্দে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন।
GROUP – C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
a) নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব কী?
অথবা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। এই সভ্যতার পতন কেন হয় ?
b) ‘ইক্তা’ ব্যবস্থার বিবর্তন আলোচনা করো ।
অথবা, পারস্যের ‘ক্ষত্রপ’ ও চীনের ‘ম্যান্ডারিন’-এর বিবরণ দাও ।
c) সাম্রাজ্যের সংজ্ঞা লেখো। মৌর্য সাম্রাজ্য এবং ম্যাসিডোনিয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো ।
অথবা, কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা করো।
d) সামন্ততন্ত্র বলতে কী বোঝ ? ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো ।
অথবা, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো-রোম বাণিজ্যের প্রভাব লেখো। ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়ণের তিনটি কারণ ব্যাখ্যা করো।
e) খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমি লেখো।