উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় অতীত স্মরণ হতে মিথ বা পুরাকাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তী বলতে কি বোঝ এবং অতীত স্মরণ করার ক্ষেত্রে এদের অবদান আলোচনা করা হল।
মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপ দান করে, মিথ বলতে কী বোঝো মিথ ও কিংবদন্তীর মধ্যে পার্থক্য নির্দেশ করো, মিথ বলতে কী বোঝো, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝায়
মিথ বা পুরাকাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তী বলতে কি বোঝ এবং অতীত স্মরণ করার ক্ষেত্রে এদের অবদান
প্রশ্ন:- মিথ বা পুরাকাহিনী ও লিজেন্ড বা কিংবদন্তী বলতে কি বোঝ? অতীত স্মরণ করার ক্ষেত্রে এদের অবদান কি?
ভূমিকা :- মানব সমাজের অতীত ইতিহাসে ঘটে যাওয়া নানা ঘটনা ও কাহিনীর বিবরণ যুগ যুগ ধরে নানা পদ্ধতিতে বংশ পরম্পরায় পরবর্তী সমাজে প্রবাহিত হয়। এই সব পদ্ধতির মধ্যে অন্যতম হল পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি।
পৌরাণিক কাহিনী
প্রাগৈতিহাসিক যুগ -এর বিভিন্ন ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় তাকে পৌরাণিক কাহিনী বা মিথ বলে। সাহিত্যের সর্বপ্রথম রূপই হল পৌরাণিক কাহিনী।
পৌরাণিক কাহিনীর উদাহরণ
হিন্দু পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মার মানসকন্যা দেবী দুর্গা দুষ্টের দমন ও শিষ্টের পালন করেন।
পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য
- (i) পৌরাণিক কাহিনী গুলি উত্তরাধিকার সূত্রে বর্তমান মানব সমাজে প্রচলিত হয়।
- (ii) এগুলি প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস।
- (iii) এগুলি যে সব বিষয়ের বিবরণ দেয় তা আমাদের উপলব্ধির বাইরে।
- (iv) এগুলি কোনো নির্দিষ্ট সমাজ ও সভ্যতার পরিচয়ের মূল ভিত্তি।
- (v) এগুলি সমাজে প্রচলিত ধর্ম ও বিধি নিয়ম কে স্বীকৃতি দেয়।
- (vi) এগুলি জীবনকে অর্থবহ করে তোলার বিশ্বাস জোগায়।
কিংবদন্তি বা লিজেন্ড কী, কিংবদন্তির উদাহরণ, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি এবং স্মৃতিকথার ভূমিকা, লিজেন্ড কাকে বলে, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝ, কিংবদন্তি কাকে বলে
অতীত স্মরণ করার ক্ষেত্রে পৌরাণিক কাহিনীর অবদান
বর্তমানে মানব সংস্কৃতি ও ধর্মীয় ইতিহাসে পৌরাণিক কাহিনী বা মিথগুলির বিশেষ ভূমিকা অনেকেই স্বীকার করে নিয়েছেন।
(i) সত্য ঐতিহাসিক উপাদান
পৌরাণিক কাহিনী গুলিতে অতীত ইতিহাসের বহু সত্য ও যথার্থ উপাদান লুকিয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় প্রাচীন গ্রিস -এর পৌরাণিক কাহিনীর সূত্র থেকেই আধুনিক কালে ট্রয় নগরী এবং ট্রয়ের যুদ্ধক্ষেত্রের অবস্থান নির্ণয় করা সম্ভব হয়েছে।
(ii) সময়কাল নির্ধারণ
পৌরাণিক কাহিনী গুলি তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের বহু সাল তারিখ নির্ধারণ করা সুবিধা হয়।
(iii) বংশ তালিকা
প্রাচীন ভারত -এর বিভিন্ন পুরাণে বহু প্রাচীন রাজবংশের নাম ও পরিচয় পাওয়া যায়। ড. রণবীর চক্রবর্তী বলেছেন, পুরাণে বর্ণিত রাজবংশ গুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য।
(iv) ধারাবাহিকতা
বিভিন্ন পৌরাণিক কাহিনীতে মানব সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন গল্প যুগের পর যুগ অতিক্রম করে বর্তমানেও প্রচলিত রয়েছে। অর্থাৎ মিথ ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে।
পৌরাণিক কাহিনী সম্পর্কে আলোচনা শুনুন
কিংবদন্তি
পাশ্চাত্য সমাজে প্রচলিত লেজেন্ড, আঞ্চলিক ঐতিহ্য, জনপ্রিয় অ্যান্টিকুইটিস নামের আঙ্গিককে বাংলায় কিংবদন্তি বলা হয়। লোকসমাজ বিশ্বাস করে যে একসময় যেসব চরিত্র জীবিত ছিল বা যে সব ঘটনা ঘটেছিল তা দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত থাকলে কিংবদন্তিতে পরিনত হয়।
কিংবদন্তির উদাহরণ
রামায়ণ -এর রামচন্দ্র, মহাভারতের শ্রীকৃষ্ণ উল্লেখযোগ্য কিংবদন্তি চরিত্র।
কিংবদন্তির বৈশিষ্ট্য
- (i) ইতিহাস নির্ভর কাহিনী, প্রেম বিরহ সম্পর্কিত কাহিনী, পরিচিত বা ভূত প্রেতের কাহিনী ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিদের ঘটনা কিংবদন্তির বিষয়বস্তু হতে পারে।
- (ii) কিংবদন্তির চরিত্রগুলি একসময় জীবিত ছিল বলে মনে করা হয়। যেমন রামচন্দ্র, হারকিউলিস।
- (iii) কিংবদন্তি হল বিস্ময় ও কল্পনা নির্ভর ইতিহাসের অপক্ব ফসল।
- (iv) কিংবদন্তির ঘটনা বর্ণনায় সর্বদা অতিরঞ্জন লক্ষ্য করা যায়।
অতীত স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তির অবদান
মৌখিক ইতিহাসের উপাদান হিসেবে কিংবদন্তির গুরুত্ব হল —
(i) ঐতিহাসিক তথ্যের সূত্র
কিংবদন্তির ওপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়। যেমন – কিংবদন্তির ভিত্তিতে ১৯৬৮ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের সীতারকোট ঢিবি তে খননকার্য চালিয়ে বৌদ্ধবিহারের নমুনা পাওয়া গেছে।
(ii) আনন্দ দান
অতীত থেকে বর্তমান সময়ে কিংবদন্তির ঘটনা গুলি মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে।
(iii) শিক্ষাদান
কিংবদন্তির ঘটনা গুলি অতীতের নৈতিকতা, বীরত্ব প্রভৃতি বিষয়ে বর্তমান কালের মানুষকে তথ্য দিয়ে থাকে। এগুলি থেকে মানুষ নৈতিকতার শিক্ষা লাভ করতে পারে।
(iv) ঐতিহাসিক ভিত্তি
বহু ক্ষেত্রেই কিংবদন্তির ঘটনা গুলির বাস্তব ভিত্তি আছে। যেমন – রঘু ডাকাতের কালী পূজার ভিত্তিতে আজও একটি কালী মন্দিরকে চিহ্নিত করা হয়।
উপসংহার :- এই সব জনশ্রুতি বা মৌখিক ইতিহাস যুগ যুগ ধরে মুখে মুখে প্রবাহিত হওয়ার ফলে অতীত ঘটনাবলির সাথে বহু কাল্পনিক ঘটনা যুক্ত হয়ে পড়ে। তাই প্রকৃত ইতিহাসকে খুঁজে পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ে।
কিংবদন্তি সম্পর্কে আলোচনা শুনুন
মিথ বলতে কী বোঝো মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য, পৌরাণিক কাহিনী গুরুত্ব, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো, মিথ কাকে বলে