উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025

উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 (HS History MCQ Suggestion 2025) নিম্নে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস হতে বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025.

Table of Contents

উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 (HS History MCQ Suggestion 2025)

আপনি যদি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ নোট্সের পিডিএফ, HS History Suggestion 2025 এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 দেখতে চান তাহলে নিচের লিংকগুলিতে ক্লিক করুণ।

সবার আগে Update পেতে আমাদের গ্রুপে যুক্ত হন 👉 ইতিহাস শিক্ষা কেন্দ্র (WhatsApp Group)

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 হিসাবে নিম্নে বর্ণিত প্রশ্নগুলি গ্রহণ করা হয়েছে যা ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য হিসাবে তুলে ধরা হল ।

Exam NameWBCHSE History Examination 2025
SubjectHistory MCQ Suggestion 2025 (HS)
Exam Date13/03/2025
Time10am – 1:15pm
BoardWBCHSE
Suggestion Common90% – 99%

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় হতে বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025

১. ‘সব ইতিহাসই সমকালীন ইতিহাস’ উক্তিটি করেছেন –

  • (ক) ই. এইচ. কার
  • (খ) ক্রোচে
  • (গ) হেরোডোটাস
  • (ঘ) কৌটিল্য ।   

উত্তরঃ- (খ) ক্রোচে                                                                                                                                      

২. হাজার দুয়ারী জাদুঘর হল –

  • (ক) শিল্প জাদুঘর
  • (খ) প্রত্নতাত্ত্বিক জাদুঘর
  • (গ) ঐতিহাসিক জাদুঘর
  • (ঘ) সামরিক জাদুঘর।  

উত্তরঃ- (গ) ঐতিহাসিক জাদুঘর                                                                   

৩. ‘Early History of India’ গ্রন্থের রচয়িতা –

  • (ক) জন স্টুয়ার্ট মিল
  • (খ) জেমস প্রিন্সেপ
  • (গ) কোলব্রুক
  • (ঘ) ভিনসেন্ট স্মিথ

উত্তর:- (ঘ) ভিনসেন্ট স্মিথ।

৪. ‘মিথ’ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি –

  • (ক) গ্রিক শব্দ
  • (খ) লাতিন শব্দ
  • (গ) রোমান শব্দ
  • (ঘ) জার্মান শব্দ।    

উত্তরঃ- (ক) গ্রিক শব্দ

৫. ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন –

  • (ক) রণজিৎ গুহ
  • (খ) জেমস মিল
  • (গ) রামশরণ
  • (ঘ) রমেশচন্দ্র মজুমদার ।   

উত্তরঃ- (ঘ) রমেশচন্দ্র মজুমদার ।

৬. ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ১৭৫২ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৫৩ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৫৪ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৫৫ খ্রিস্টাব্দে ।  

উত্তরঃ- (খ) ১৭৫৩ খ্রিস্টাব্দে 

৭. স্তম্ভ মেলাও।

  ক – স্তম্ভখ – স্তম্ভ
(i) ইতিহাসমালা  (a) বিয়ারলেইন
 (ii) জীবনের জলসাঘরে(b) উইলিয়াম কেরি
(iii) প্যারালাল মিথ্স(c) গ্রিম ভ্রাতৃদ্বয়
(iv) দ্য ফ্রগ প্রিন্স (d) মান্না দে

বিকল্প সমূহ :

  • (ক) i-c, ii-b, iii-d, iv-a    
  • (খ) i-b, ii-a, iii-d, iv-c   
  • (গ) i-b, ii-d, iii-a, iv-c  
  • (ঘ) i-b, ii-d, iii-a, iv-d

উত্তরঃ- (গ) i-b, ii-d, iii-a, iv-c

৮. স্তম্ভ মেলাও।

  ক – স্তম্ভখ – স্তম্ভ
(i) কালিদাস  (a) গ্রিক পুরাণ
 (ii) জিউস  (b) রোমান পুরাণ
(iii) রোমিউলাস(c) ব্রিটিশ কিংবদন্তি
(iv) রবিন হুড (d) হিন্দু পুরাণ

বিকল্প সমূহ :

  • (ক) i-d, ii-a, iii-b, iv-c  
  • (খ) i-b, ii-a, iii-d, iv-c   
  • (গ) i-b, ii-d, iii-a, iv-c 
  • (ঘ) i-b, ii-d, iii-a, iv-d  

উত্তরঃ- (ক) i-d, ii-a, iii-b, iv-c 

৯। ‘রাজতরঙ্গিনী’ রচনা করেন –

  • (ক) কৌটিল্য
  • (খ) কলহন
  • (গ) বিলহন
  • (ঘ) কালিদাস

উত্তর:- (খ) কলহন।

১০. ‘জীবনের জলসাঘরে’ কার আত্মজীবনী?

  • (ক) দক্ষিণারঞ্জন বসু
  • (খ) মণিকুন্তলা সেন
  • (গ) নারায়ণ সান্যাল
  • (ঘ) মান্না দে

উত্তর:- (ঘ) মান্না দে।

১১. “ইতিহাস একটি বিজ্ঞান-এর বেশিও নয়, কমও নয় – কার উক্তি?

  • (ক) রাঙ্কে
  • (খ) ই এইচ কার
  • (গ) জেমস মিল
  • (ঘ) বিউরি

উত্তর:- (ঘ) বিউরি।

১২. ‘একাত্তরের ডায়েরী’ নামক স্মৃতিকথার রচয়িতা –

  • (ক) সুফিয়া কামাল
  • (খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
  • (গ) নারায়ণ সান্যাল
  • (ঘ) দক্ষিণারঞ্জন বসু

উত্তর:- (ক) সুফিয়া কামাল।

১৩. মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম –

  • (ক)  একাত্তরের ডায়েরি
  • (খ) আমি নেতাজিকে দেখেছি
  • (গ) সেদিনের কথা
  • (ঘ) জীবনের জলসাঘরে

উত্তর:- (গ) সেদিনের কথা।

১৪. ‘বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক’ বলা হয় –

  • (ক) থুকিডিডিসকে
  • (খ) সু-মা-কিয়েনকে
  • (গ) হেরোডোটাসকে
  • (ঘ) ইবন খালদুনকে

উত্তর:- (ক) থুকিডিডিসকে।

১৫. ‘দ্য ইন্ডিয়ান মুসলমানস’ গ্রন্থটির রচয়িতা –

  • (ক) সৈয়দ আহমেদ খান
  • (খ) থিওডোর বেক
  • (গ) উইলিয়াম হান্টার
  • (ঘ) মৌলানা আবুল কালাম আজাদ

উত্তর:- (গ) উইলিয়াম হান্টার।

১৬. দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ একটি

  • (ক) লোককথা
  • (খ) স্মৃতিকথা
  • (গ) কিংবদন্তী
  • (ঘ) পুরাণ বিষয়ক গ্ৰন্থ

উত্তর:- (খ) স্মৃতিকথা।

১৭. পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল –

  • (ক) ভারতীয় জাদুঘর
  • (খ) লুভ্যর মিউজিয়াম
  • (গ)  ব্রিটিশ মিউজিয়াম
  • (ঘ) এন্নাগালডি-নান্নার জাদুঘর

উত্তর:- (ঘ) এন্নাগালডি-নান্নার জাদুঘর।

উচ্চমাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় হতে বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025

১. উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন

  • (ক) ম্যাগেলান
  • (খ) ভাস্কো-ডা-গামা
  • (গ) কলম্বাস
  • (ঘ) বার্থোলোমিউ ডিয়াজ

উত্তর:- (ঘ) বার্থোলোমিউ ডিয়াজ।

২. ‘দ্য ওয়েলথ অব নেশনস্’ গ্রন্থের লেখক

  • (ক) অ্যাডাম স্মিথ
  • (খ) হবসন
  • (গ) লেনিন
  • (ঘ) অমর্ত্য সেন

উত্তর:- (ক) অ্যাডাম স্মিথ।

 ৩. ‘নতুন বিশ্ব’ কথাটি প্রথম ব্যবহার করেন

  • (ক) কলম্বাস
  • (খ) আমেরিগো ভেসপুচি
  • (গ) ক্যাপ্টেন বুক
  • (ঘ) গেলাম

উত্তর:- (খ) আমেরিগো ভেসপুচি।

৪. কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা – এই ধারণাটি প্রচার করেন –

  • (ক) রুডইয়ার্ড কিপলিং
  • (খ) চার্লস ডারউইন
  • (গ) মেকলে
  • (ঘ) জুলি ফেরি

উত্তর:- (ক) রুডইয়ার্ড কিপলিং।

৫. স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও:

স্তম্ভ-১স্তম্ভ-২
[i] The Wealth of Nations(a) J. A Hobson
[ii] Imperialism: A Study(b) Lenin
[iii] Imperialism: The Highest Stage of Capitalism(c) Adam Smith
[iv] Uncle Tom’s Cabin(d) Harriet Beecher Stowe
  • (ক) [i] – (a), [ii] – (b), (iii) – (c), [iv] – (d)
  • (খ) [i] – (b), [ii] – (a), (iii) – (d), [iv] – (c)
  • (গ)  [i] – (c), [ii] – (a), [iii] – (b), [iv] – (d)
  • (ঘ) [i] – (d), [ii] – (c), (iii) – (a), [iv] – (b)

উত্তর:- (গ)  [i] – (c), [ii] – (a), [iii] – (b), [iv] – (d)

৬. ভাস্কো ডা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন?

  • (ক) দমন
  • (খ) গোয়া
  • (গ) কালিকট
  • (ঘ) কোচিন

উত্তর:- (গ) কালিকট।

৭. স্তম্ভ-l এর সাথে স্তম্ভ-ll মেলাও

         স্তম্ভ-l         স্তম্ভ-ll
[i] সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা        (a) অ্যাডাম স্মিথ                      
[ii] হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া(b) ভি আই লেনিন
[iii] ওয়েলথ অব নেশনস(c) জেমস মিল
[iv] সাম্রাজ্যবাদ: পুঁজিবাদের সর্বোচ্চ স্তর(d) জে এ হবসন
  • (ক) [i] – (d), (ii) – (c), (iii) – (a), (iv) – (b)
  • (খ) [i] – (d), [ii] – (b) (iii) – (a), (iv) – (c)
  • (গ) [i] – (b) (II) – (c), (iii) – (d), (iv) – (a)
  • (ঘ) [i] – (c), [ii] – (d), (iii) – (b), (iv) – (a)

উত্তর:- (ক) [i] – (d), (ii) – (c), (iii) – (a), (iv) – (b)

৮. যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে –

  • (ক) সাম্রাজ্যবাদ
  • (খ) মানবতাবাদ
  • (গ) সামরিকবাদ
  • (ঘ) জাতীয়তাবাদ

উত্তর:- (ক) সাম্রাজ্যবাদ।

৯. পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত –

  • (ক) কয়লাকে
  • (খ) গোলমরিচকে
  • (গ) লবঙ্গকে
  • (ঘ) দারুচিনিকে

উত্তর:- (খ) গোলমরিচকে।

১০. ‘Imperialism: The Highest State of Capitalism’ গ্রন্থের লেখক –

  • (ক) হবসন
  • (খ) হিলফারডিং
  • (গ) লেনিন
  • (ঘ) স্তালিন

উত্তর:- (গ) লেনিন।

১১. ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা?

  • (ক) ইংরেজ
  • (খ) ওলন্দাজ
  • (গ) ফরাসি
  • (ঘ) পোর্তুগিজ

উত্তর:- (খ) ওলন্দাজ।

 ১২. শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৮৯৪ এ
  • (খ) ১৮৯৫ এ
  • (গ) ১৮৯৬ এ
  • (ঘ) ১৮৯৭ এ

উত্তর:- (খ) ১৮৯৫ এ।

উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় হতে বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025

১. পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৭৫৭ সালের-

  • (ক) ২১ জুন
  • (খ) ২২ জুন
  • (গ) ২৩ জুন
  • (ঘ) ২৪ জুন।

উত্তরঃ- (গ) ২৩ জুন

২. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ (১৮০০) প্রতিষ্ঠা করেন –

  • (ক) ওয়ারেন হেস্টিংস
  • (খ) লর্ড কার্জন
  • (গ) লর্ড কর্ণওয়ালিশ
  • (ঘ) লর্ড ওয়েলেসলি।    

উত্তরঃ- (ঘ) লর্ড ওয়েলেসলি।

৩. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় –

  • (ক) ১৭৯৩ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৯১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে।   

উত্তরঃ- (ক) ১৭৯৩ খ্রিস্টাব্দে

৪. বন্দীবাসের যুদ্ধ হয় –

  • (ক) ১৭৭০ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৬৮ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৬১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ঘ) ১৭৬০ খ্রিস্টাব্দে ।

৫. বিদরার যুদ্ধে (১৭৫৯) ইংরেজরা পরাজিত করে –

  • (ক) ডাচদের
  • (খ) ওলন্দাজদের
  • (গ) ফরাসিদের
  • (ঘ) দিনেমারদের।  

উত্তরঃ- (গ) ফরাসিদের

৬. কোম্পানি দেওয়ানি লাভ করে –

  • (ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৬১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।  

উত্তরঃ- (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।

৭. দ্বৈত শাসন প্রবর্তিত হয় –

  • (ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৬১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।   

উত্তরঃ- (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে।  

৮. ১৭৭২ খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান –

  • (ক) মিরজাফর
  • (খ) রবার্ট ক্লাইভ
  • (গ) লর্ড ওয়েলেসলি
  • (ঘ) ওয়ারেন হেস্টিংস।      

উত্তরঃ- (ঘ) ওয়ারেন হেস্টিংস। 

৯. সলবাই – এর সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৭৭৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৮০ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৮১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৮২ খ্রিস্টাব্দে।   

উত্তরঃ- (ঘ) ১৭৮২ খ্রিস্টাব্দে।   

১০. ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৭৮৪ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৮০ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৮১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৮২ খ্রিস্টাব্দে।  

উত্তরঃ- (ক) ১৭৮৪ খ্রিস্টাব্দে

১১. বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় –

  • (ক) ১৮০০ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮০২ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৯৬ খ্রিস্টাব্দে। 

উত্তরঃ- (গ) ১৮০২ খ্রিস্টাব্দে

১২. আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় ১৭৫৭ খ্রিস্টাব্দের –

  • (ক) ৯ ফেব্রুয়ারি
  • (খ) ৯ জুলাই
  • (গ) ৯ আগস্ট
  • (ঘ) ৯ মার্চ। 

উত্তরঃ- (ক) ৯ ফেব্রুয়ারি

১৩. স্তম্ভ মেলাও।

  ক – স্তম্ভখ – স্তম্ভ
(i) ফারুকশিয়ারের ফরমান  (a) ১৭১৭ খ্রিস্টাব্দ
 (ii) পিটের ভারত শাসন আইন  (b) ১৭১৭ খ্রিস্টাব্দ
(iii) রেগুলেটিং অ্যাক্ট(c) ১৮৫৩ খ্রিস্টাব্দ
(iv) রেলপথ স্থাপন(d) ১৭৮৪ খ্রিস্টাব্দ

বিকল্প সমূহ :

  • (ক) i-c, ii-b, iii-d, iv-a   
  • (খ) i-b, ii-a, iii-d, iv-c   
  • (গ) i-b, ii-d, iii-a, iv-c 
  • (ঘ) i-b, ii-d, iii-a, iv-c 

উত্তরঃ- (গ) i-b, ii-d, iii-a, iv-c

১৪. স্তম্ভ মেলাও।

  ক – স্তম্ভখ – স্তম্ভ
(i) ভারতের প্রথম গভর্নর জেনারেল  (a) জামশেদজি টাটা
 (ii) সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি (b) স্যার এলিজা ইম্পে
(iii) ভারতের প্রথম ভাইসরয়(c) ওয়ারেন হেস্টিংস
(iv) টিসকো(d) লর্ড ক্যানিং

বিকল্প সমূহ :

  • (ক) i-c, ii-b, iii-d, iv-a 
  • (খ) i-b, ii-a, iii-d, iv-c   
  • (গ) i-b, ii-d, iii-a, iv-c 
  • (ঘ) i-b, ii-d, iii-a, iv-d

উত্তরঃ- (ক) i-c, ii-b, iii-d, iv-a 

১৫. চিনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় — বন্দরের মধ্য দিয়ে।

  • (ক) ম্যাকাও
  • (খ) সাংহাই
  • (গ) ক্যান্টন
  • (ঘ) নানকিং

উত্তর:- (গ) ক্যান্টন।

১৬. কর্নওয়ালিস প্রবর্তিত ভূমিরাজস্ব ব্যবস্থা হল –

  • (A) দশশালা ব্যবস্থা
  • (B) চিরস্থায়ী বন্দোবস্ত
  • (C) মহলওয়ারি বন্দোবস্ত
  • (D) রায়তওয়ারি বন্দোবস্ত

বিকল্প সমূহ :

  • (ক) A ঠিক এবং B, C, D ভুল
  • (খ) A, C ঠিক এবং B, D ভুল
  • (গ) A, B ঠিক C, D ভুল
  • (ঘ) A, B, C ঠিক এবং D ভুল

উত্তর:- (ঘ) A, B, C ঠিক এবং D ভুল।

১৭. ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ?

  • (ক) বোম্বে
  • (খ) গুজরাট
  • (গ) মাদ্রাজ
  • (ঘ) বাংলা

উত্তর:- (ঘ) বাংলা।

১৮. স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও

               স্তম্ভ-১স্তম্ভ-২
(i) ফারুকশিয়রের ফরমান(A) 1773
(ii) পিটের ভারত শাসন আইন(B) 1717
(iii) রেগুলেটিং আইন(C) 1765
(iv) কোম্পানির দেওয়ানি লাভ(D) 1784

বিকল্প

  • (ক) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
  • (খ) (i) – C, (ii) – B, (iii) – D, (iv) -A
  • (গ) (i) – D, (ii) – C, (iii) – A, (iv) – B
  • (ঘ) (i) – A, (ii) – B, (ii) – C, (iv) – D

উত্তর:- (ক) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C

১৯. নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল  –

  • (ক) 1839 খ্রিস্টাব্দে
  • (খ) 1842 খ্রিস্টাব্দে
  • (গ) 1843 খ্রিস্টাব্দে
  • (ঘ) 1845 খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) 1842 খ্রিস্টাব্দে।

২০. স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ ২ মেলাও

স্তম্ভ-১স্তম্ভ ২
(i) বোগ-এর সন্ধি(A) 1843
(ii) তিয়েনসিন-এর সন্ধি(B) 1842
(iii) পিকিং-এর সন্ধি (কনভেনসন)(C) 1860
(iv) নানকিং-এর সন্ধি(D) 1858

বিকল্প:

  • (ক) (i) – A, (ii) – C, (iii) – D, (iv) – B
  • (খ) (i) – B, (ii) – C, (iii) – D, (iv)- A
  • (গ) (i) – A, (ii) – D, (iii) – C, (iv) – B
  • (ঘ) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A

উত্তর:- (গ) (i) – A, (ii) – D, (iii) – C, (iv) – B

২১. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় –

  • (ক) 1780 খ্রিস্টাব্দে
  • (খ) 1818 খ্রিস্টাব্দে
  • (গ) 1800 খ্রিস্টাব্দে
  • (ঘ) 1849 খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) 1800 খ্রিস্টাব্দে।

২২. স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও

                  স্তম্ভ-১স্তম্ভ-২
(i) টিপু সুলতান(A) অমৃতসরের সন্ধি
(ii) রণজিৎ সিং(B) শ্রীরঙ্গপত্তমের সন্ধি
(ii) মিরকাশিম(C) বক্সারের যুদ্ধ
(iv) লর্ড ডালহৌসি(D) চিলিয়ানওয়ালার যুদ্ধ

বিকল্প:

  • (ক) (i) – A, (ii) – B, (iii) – D, (iv) – C
  • (খ) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
  • (গ) (i) – A, (ii) – C, (iii) – D, (iv) – B
  • (ঘ) (i) – B, (ii) – A, (ii) – C, (iv) – D

উত্তর:- (ঘ) (i) – B, (ii) – A, (ii) – C, (iv) – D

২৩. বোর্ড অব রেভিনিউ গঠন করেন –

  • (ক) লর্ড লিটন
  • (খ) লর্ড রিপন
  • (গ) লর্ড কর্ণওয়ারিশ
  • (ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তর:- (ঘ) ওয়ারেন হেস্টিংস।

২৪. বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না?

  • (ক) সিরাজ উদদৌলা
  • (খ) মিরকাশিম
  • (গ) দ্বিতীয় শাহ আলম
  • (ঘ) সুজা-উদদৌলা

উত্তর:- (ক) সিরাজ উদদৌলা।

২৫. বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন –

  • (ক) মুর্শিদকুলি খাঁ
  • (খ) আলিবর্দি খাঁ
  • (গ) সুজাউদ্দিন
  • (ঘ) সিরাজ-উদ্-দৌলা

উত্তর:- (ক) মুর্শিদকুলি খাঁ।

২৬. এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে?

  • (ক) ভারত
  • (খ) ইন্দোনেশিয়া
  • (গ) চিন
  • (ঘ) শ্রীলঙ্কা

উত্তর:- (গ) চিন।

২৭. বন্দিবাসের যুদ্ধ হয়েছিল –

  • (ক) ১৭৬০ সালে
  • (খ) ১৭৬৫ সালে
  • (গ) ১৭৭০ সালে
  • (ঘ) ১৭৭২ সালে

উত্তর:- (ক) ১৭৬০ সালে।

২৮. পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল –

  • (ক) ১৭৭৩ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৭৪ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৮৩ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৮৪ খ্রিস্টাব্দে

উত্তর:- (ঘ) ১৭৮৪ খ্রিস্টাব্দে।

২৯. রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল –

  • (ক) পাঞ্জাবে
  • (খ) দক্ষিণ ভারতে
  • (গ) বিহারে
  • (ঘ) বাংলা

উত্তর:- (খ) দক্ষিণ ভারতে।

৩০. ভারতের প্রথম ব্রিটিশ গভর্ণর জেনারেল ছিলেন –

  • (ক) রবার্ট ক্লাইভ
  • (খ) ওয়ারেন হেস্টিংস
  • (গ) স্যার জন শোর
  • (ঘ) লর্ড কর্ণওয়ালিস

উত্তর:- (খ) ওয়ারেন হেস্টিংস।

৩১. বোর্ড অফ রেভিনিউ গঠন করেন –

  • (ক) রবার্ট ক্লাইভ
  • (খ) ওয়ারেন হেস্টিংস
  • (গ) লর্ড কর্ণওয়ালিস
  • (ঘ) জন শোর

উত্তর:- (খ) ওয়ারেন হেস্টিংস।

৩২. ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন –

  • (ক) ওয়ারেন হেস্টিংস
  • (খ) লর্ড কর্নওয়ালিস
  • (গ) লর্ড ওয়েলেসলি
  • (ঘ) উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর:- (খ) লর্ড কর্নওয়ালিস।

৩৩. ‘Poverty and un-British rule in India’ রচনা করেন –

  • (ক) অরবিন্দ
  • (খ) গান্ধিজি
  • (গ) দাদাভাই নৌরজি
  • (ঘ) সুরেন্দ্রনাথ

উত্তর:- (গ) দাদাভাই নৌরজি।

উচ্চমাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় হতে বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025

১. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হল –

  • (ক) সমাচার দর্পণ
  • (খ) সংবাদ কৌমুদী
  • (গ) বেঙ্গল গেজেট
  • (ঘ) সমাচার সংবাদ।

উত্তরঃ- (ক) সমাচার দর্পণ

২. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় –

  • (ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে। 

৩. বিধবা বিবাহ আইন পাস হয় –

  • (ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

৪. জ্যোতিবা ফুলে রচিত গ্ৰন্থটি হল –

  • (ক) গুলামগিরি
  • (খ) যোগম
  • (গ) বেদভাষা
  • (ঘ) দীনবন্ধু। 

উত্তরঃ- (ক) গুলামগিরি

৫. কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮২৯ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

৬. কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৩৯ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ- (ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে। 

৭. ১৭৮১ খ্রিস্টাব্দে কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন –

  • (ক) রবার্ট ক্লাইভ
  • (খ) লর্ড ময়রা
  • (গ) লর্ড ওয়েলেসলি
  • (ঘ) ওয়ারেন হেস্টিংস। 

উত্তরঃ- (ঘ) ওয়ারেন হেস্টিংস।

৮. কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ১৮১৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮১৮ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮২০ খ্রিস্টাব্দে। 

উত্তরঃ- (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে

৯. ‘সত্যার্থ প্রকাশ’ ও ‘বেদভাষা’ গ্রন্থের রচয়িতা –

  • (ক) স্বামী দয়ানন্দ সরস্বতী
  • (খ) রামকৃষ্ণ ভাণ্ডারকর
  • (গ) এম. জি. রানাডে
  • (ঘ) আত্মারাম পাণ্ডুরঙ্গ।

উত্তরঃ- (ক) স্বামী দয়ানন্দ সরস্বতী

১০. মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ বা আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –

  • (ক) উইলিয়াম হান্টার
  • (খ) থিওডোর বেক
  • (গ) স্যার সৈয়দ আহমেদ খান
  • (ঘ) লর্ড হেস্টিংস  

উত্তরঃ- (খ) থিওডোর বেক  

১১. ভাইকম সত্যাগ্রহ -র অন্যতম প্রধান নেতা ছিলেন –

  • (ক) জ্যোতিবা ফুলে
  • (খ) নারায়ণ গুরু
  • (গ) কেশব মেনন
  • (ঘ) কেলাপ্পান।

উত্তরঃ- (খ) নারায়ণ গুরু

১২. ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ বলা হয় –

উত্তরঃ- (ঘ) বীরসালিঙ্গম পানতুলুকে।

১৩.  স্তম্ভ মেলাও।

  ক – স্তম্ভখ – স্তম্ভ
(i) চুঁইয়ে পড়া নীতি   (a) আলেকজান্ডার ডাফ
 (ii) ভারতীয় নবজাগরণের অগ্ৰদূত (b) কোলব্রুক
(iii) প্রাচ্যবাদী(c) রামমোহন রায়
(iv) পাশ্চাত্যবাদী(d) মেকলে

বিকল্প সমূহ :

  • (ক) i-c, ii-b, iii-d, iv-a   
  • (খ) i-d, ii-c, iii-b, iv-a   
  • (গ) i-b, ii-d, iii-a, iv-c 
  • (ঘ) i-b, ii-d, iii-a,iv-c  

উত্তরঃ- (খ) i-d, ii-c, iii-b, iv-a

১৪. স্তম্ভ মেলাও।

  ক – স্তম্ভখ – স্তম্ভ
(i) স্কুল বুক সোসাইটি  (a) উইলিয়াম জোন্স
 (ii) এশিয়াটিক সোসাইটি (b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(iii) ফোর্ট উইলিয়াম কলেজ(c) ডেভিড হেয়ার
(iv) মেট্রোপলিটন ইন্সটিটিউশন(d) লর্ড ওয়েলেসলি

বিকল্প সমূহ :

  • (ক) i-c, ii-a, iii-d, iv-b 
  • (খ) i-b, ii-a, iii-d, iv-c   
  • (গ) i-b, ii-d, iii-a, iv-c 
  • (ঘ) i-b, ii-d, iii-a,iv-d 

উত্তরঃ- (ক) i-c, ii-a, iii-d, iv-b

১৫. সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন –

  • (ক) সান ইউয়ান পেই
  • (খ) কোয়াংসু
  • (গ) কাং ইউ-ওয়ে
  • (ঘ) চেন-তু-সিউ

উত্তর:- (গ) কাং ইউ-ওয়ে।

১৬. ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন –

  • (ক) বিদ্যাসাগর
  • (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
  • (গ) রামমোহন রায়
  • (ঘ) ডিরোজিও

উত্তর:- (গ) রামমোহন রায়।

১৭. ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন –

  • (ক) দয়ানন্দ সরস্বতী
  • (খ) গোবিন্দ রানাডে
  • (গ) জ্যোতিবা ফুলে
  • (ঘ) রামমোহন রায়

উত্তর:- (ঘ) রামমোহন রায়।

১৮. এশিয়াটিক সোসাইটি করে প্রতিষ্ঠিত হয় ?

  • (ক) 1774
  • (খ) 1784
  • (গ) 1794
  • (ঘ) 1804

উত্তর:- (খ) 1784

১৯. চিনে 4 ঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন –

  • (ক) চেন-তু-সিউ
  • (খ) চিয়াং কাই- শেক
  • (গ) সান ইয়াৎ সেন
  • (ঘ) কোয়াংশু

উত্তর:- (ক) চেন-তু-সিউ।

২০. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল –

  • (ক) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস
  • (খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন
  • (গ) গিরনি কামগর ইউনিয়ন
  • (ঘ) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন

উত্তর:- (খ) মাদ্রাজ লেবার ইউনিয়ন।

২১. ‘তুয়াফৎ-উল-মুয়াহিদ্দিন’ কে রচনা করেন ?

  • (ক) রামমোহন রায়
  • (খ) সৈয়দ আহমেদ খান
  • (গ) উইলিয়াম হান্টার
  • (ঘ) থিয়োডর বেক

উত্তর:- (খ) সৈয়দ আহমেদ খান।

২২. স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :

         স্তম্ভ -১স্তম্ভ – ২
(i) এশিয়াটিক সোসাইটি(A) এইচ. এইচ. উইলসন
(ii) ফোর্ট উইলিয়াম কলেজ(B) ডেভিড হেয়ার
(iii) স্কুল বুক সোসাইটি(C) উইলিয়াম জোন্স
(iv) সংস্কৃত কলেজ(D) লর্ড ওয়েলেসলি

বিকল্প:

  • (ক) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
  • (খ) (i) – C, (ii) – B, (iii) – D, (iv) – A
  • (গ) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A
  • (ঘ) (i) – D, (ii) – C, (iii) – B, (iv) – A.

উত্তর:- (গ) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A

২৩. চিনে 4 ঠা মে আন্দোলনের নিরিখে ‘জিউ গুয়ো’ স্লোগানের অর্থ ছিল –

  • (ক) বিদেশীরা দূর হটো
  • (খ) দেশকে রক্ষা করো
  • (গ) আমরা বৌদ্ধিক সংস্কার চাই
  • (ঘ) চিন কেবল চিনাদের জন্য

উত্তর:- (খ) দেশকে রক্ষা করো।

২৪. আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল –

  • (ক) 1815 খ্রীষ্টাব্দে
  • (খ) 1816 খ্রীষ্টাব্দে
  • (গ) 1817 খ্রীষ্টাব্দে
  • (ঘ) 1818 খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) 1815 খ্রি:।

২৫. শুদ্ধি আন্দোলন শুরু করেন –

  • (ক) স্বামী দয়ানন্দ সরস্বতী
  • (খ) কেশবচন্দ্র সেন
  • (গ) শ্রীনারায়ণ গুরু
  • (ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তর:- (ক) স্বামী দয়ানন্দ সরস্বতী।

২৬. “অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস-এর প্রতিষ্ঠাতা ছিলেন –

  • (ক) মহাত্মা গান্ধী
  • (খ) জ্যোতিবা ফুলে
  • (গ) বি আর আম্বেদকর
  • (ঘ) বীরসালিঙ্গম পান্তুলু

উত্তর:- (গ) বি আর আম্বেদকর।

 ২৭. ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে পরিচিত কারা?

  • (ক) কেরি-হিকি ওয়ার্ড
  • (খ) ডাফ কেরি-মার্শম্যান
  • (গ) হেয়ার ডাফ-কেরি
  • (ঘ) কেরি-মার্শম্যান-ওয়ার্ড

উত্তর:- (ঘ) কেরি-মার্শম্যান-ওয়ার্ড।

২৮. রেগুলেটিং আইন পাস হয়েছিল –

  • (ক) ১৭৭০ এ
  • (খ) ১৭৭১ এ
  • (গ) ১৭৭৩ এ
  • (ঘ) ১৭৭৪ এ

উত্তর:- (গ) ১৭৭৩ এ।

২৯. গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল?

  • (ক) হরিজন
  • (খ) কুনবি
  • (গ) পতিদার
  • (ঘ) বর্গাদার

উত্তর:- (গ) পতিদার।

৩০. ‘বর্তমান ভারত’ রচনা করেন –

  • ক) বিবেকানন্দ
  • (খ) বিদ্যাসাগর
  • (গ) রামমোহন
  • (ঘ) রবীন্দ্রনাথ

উত্তর:- (ক) বিবেকানন্দ।

৩১. রামমোহন রায়কে কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন?

  • (ক) লর্ড মিন্টো
  • (খ) সম্রাট বাহাদুর শাহ
  • (গ) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
  • (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (গ) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।

৩২. গান্ধি প্রবর্তিত ‘হরিজন’-এর অর্থ –

  • (ক) অস্পৃশ্য
  • (খ) নিপীড়িত
  • (গ) ঈশ্বরের সন্তান
  • (ঘ) তপশিলী জাতি

উত্তর:- (গ) ঈশ্বরের সন্তান।

৩৩. তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন –

  • (ক) রামমোহন রায়
  • (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
  • (গ) কেশবচন্দ্র সেন
  • (ঘ) ডিরোজিয়ো

উত্তর:- (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর।

৩৪. সিং-চুং-হুই-এর প্রবর্তক ছিলেন –

  • (ক) সান-ইয়াৎ-সেন
  • (খ) চিয়াং-কাই-শেখ
  • (গ) চৌ এন লাই
  • (ঘ) মাও-সে-তুও

উত্তর:- (ক) সান-ইয়াৎ-সেন।

৩৫. হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন –

  • (ক) নব্যবঙ্গ
  • (খ) প্রার্থনা সমাজ
  • (গ) আর্য সমাজ
  • (ঘ) ব্রাহ্ম সমাজ

উত্তর:- (ক) নব্যবঙ্গ।

উচ্চমাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় হতে বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025

১. রাওলাট আইন প্রবর্তিত হয় –

  • (ক) ১৯১৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
  • (গ) ১৯১৮ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে। 

উত্তরঃ-(ক) ১৯১৯ খ্রিস্টাব্দে

২. রাওলাট কমিশনের অপর নাম –

  • (ক) সিডনি কমিশন
  • (খ) হান্টার কমিশন
  • (গ) স্যাডলার কমিশন
  • (ঘ) সিডিশন কমিশন। 

উত্তরঃ- (ঘ) সিডিশন কমিশন। 

৩. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দিনটি হল ১৯১৯ খ্রিস্টাব্দের –

  • (ক) ১৩ মার্চ
  • (খ) ১৩ এপ্রিল
  • (গ) ১৩ মে
  • (ঘ) ১৩ জুন। 

উত্তরঃ- (খ) ১৩ এপ্রিল

৪. ‘নবান্ন’ নাটক রচনা করেন –

  • (ক) শম্ভু মিত্র
  • (খ) বিজন ভট্টাচার্য
  • (গ) ভবানী ভট্টাচার্য
  • (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

উত্তরঃ- (খ) বিজন ভট্টাচার্য  

৫. মিরাট ষড়যন্ত্র মামলায় (১৯২৯) অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ছিলেন –

  • (ক) ফিলিপ স্প্র্যাট
  • (খ) এস. এ. ডাঙ্গে
  • (গ) বিপাণ চন্দ্র
  • (ঘ) কে. এন. যোগলেকর।

উত্তরঃ- (ক) ফিলিপ স্প্র্যাট

৬. ভারতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন –

  • (ক) লর্ড লিটন
  • (খ) লর্ড কার্জন
  • (গ) লর্ড ডালহৌসি
  • (ঘ) জন লরেন্স।  

উত্তরঃ- (ঘ) জন লরেন্স।

৭. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ১৯০৪ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
  • (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯০৭ খ্রিস্টাব্দে। 

উত্তরঃ- (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে

৮. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি (১৯৩২) ঘোষণা করেছিলেন –

  • (ক) লর্ড ডালহৌসি
  • (খ) র ্যামসে ম্যাকডোনাল্ড
  • (গ) লর্ড আরউইন
  • (ঘ) লর্ড মাউন্টব্যাটেন। 

উত্তরঃ- (খ) র ্যামসে ম্যাকডোনাল্ড

৯. কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন –

  • (ক) গান্ধিজি
  • (খ) কেশব মেনন
  • (গ) এ. কে. গোপালন
  • (ঘ) ড. আম্বেদকর।  

উত্তরঃ- (ঘ) ড. আম্বেদকর। 

১০. কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন ?

  • (ক) মারাঠা পেশোয়া
  • (খ) জয়পুরের মহারাজা
  • (গ) হায়দ্রাবাদের নিজাম
  • (ঘ) টিপু।   

উত্তরঃ- (গ) হায়দ্রাবাদের নিজাম

১১. অশনি সংকেত’ উপন্যাসের রচয়িতা –

  • (ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

উত্তরঃ- (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১২. স্তম্ভ মেলাও।

  ক – স্তম্ভখ – স্তম্ভ
(i) মর্লে-মিন্টো সংস্কার আইন  (a) ১৯১৯ খ্রিস্টাব্দ
 (ii) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন (b) ১৯০৯ খ্রিস্টাব্দ
(iii) লক্ষ্মৌ চুক্তি (c) ১৯২৯ খ্রিস্টাব্দ
(iv) মিরাট ষড়যন্ত্র মামলা (d) ১৯১৬ খ্রিস্টাব্দ

বিকল্প সমূহ :

  • (ক) i-c, ii-b, iii-d, iv-a   
  • (খ) i-b, ii-a, iii-d, iv-c   
  • (গ) i-b, ii-d, iii-a, iv-c 
  • (ঘ) i-b, ii-d, iii-a,iv-c  

উত্তরঃ- (খ) i-b, ii-a, iii-d, iv-c

১৩. স্তম্ভ মেলাও।

  ক – স্তম্ভখ – স্তম্ভ
(i) ‘নাইট’ উপাধি ত্যাগ  (a) মহাত্মা গান্ধি
 (ii) ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি ত্যাগ (b) মাইকেল ডায়ার
(iii) চৌদ্দ দফা দাবি(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(iv) টিসকো(d) মহম্মদ আলি জিন্নাহ

বিকল্প সমূহ :

  • (ক) i-c, ii-a, iii-b, iv-d  
  • (খ) i-b, ii-a, iii-d, iv-c   
  • (গ) i-b, ii-d, iii-a, iv-c 
  • (ঘ) i-b, ii-d, iii-a,iv-d 

উত্তরঃ- (ক) i-c, ii-a, iii-b, iv-d

১৪. 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন –

  • (ক) মন্টেগু
  • (খ) চেমসফোর্ড
  • (গ) লর্ড কার্জন
  • (ঘ) লর্ড মিন্টো

উত্তর:- (ঘ) লর্ড মিন্টো।

১৫. 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

  • (ক) ওয়াভেল
  • (খ) রিপন
  • (গ) আরউইন
  • (ঘ) ক্লাইভ

উত্তর:- (ক) ওয়াভেল।

১৬. বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন?

  • (ক) রাজকুমার শুক্লা
  • (খ) রাজেন্দ্র প্রসাদ
  • (গ) বল্লভভাই প্যাটেল
  • (ঘ) কল্যাণজি মেহেতা

উত্তর:- (গ) বল্লভভাই প্যাটেল।

১৭. ভাইকম-এর ‘মন্দির প্রবেশ’ আন্দোলনের নেতৃত্ব কে দেন?

  • (ক) ড. আম্বেদকর
  • (খ) এ কে গোপালন
  • (গ) জ্যোতিবা ফুলে
  • (ঘ) কে পি কেশব মেনন

উত্তর:- (ঘ) কে পি কেশব মেনন।

১৮. লখনউ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

  • (ক) 1916 খ্রিস্টাব্দে
  • (খ) 1919 খ্রিস্টাব্দে
  • (গ) 1906 খ্রিস্টাব্দে
  • (ঘ) 1909 খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) 1916 খ্রিস্টাব্দে।

১৯. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন –

  • (ক) এস এ ডাঙ্গে
  • (খ) মুজফ্ফর আহমেদ
  • (গ) সোমনাথ লাহিড়ী
  • (ঘ) ফিলিপ স্প্র্যাট

উত্তর:- (গ) সোমনাথ লাহিড়ী।

২০. পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা সেটি হল –

  • (ক) ভারতীয় কাউন্সিল আইন, ১৮৯২
  • (খ) ১৯০৯ সালের ভারত শাসন আইন
  • (গ) ১৯১৯ সালের ভারত শাসন আইন
  • (ঘ) ভারত শাসন আইন, ১৯৩৫

উত্তর:- (ঘ) ভারত শাসন আইন, ১৯৩৫

২১. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা হয় –

  • (ক) 1940 সালে
  • (খ) 1942 সালে
  • (গ) 1943 সালে
  • (ঘ) 1944 সালে

উত্তর:- (গ) 1943 সালে।

২২. কোন সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়?

  • (ক) 1930
  • (খ) 1931
  • (গ) 1932
  • (ঘ) 1933

উত্তর:- (গ) 1932

২৩. মুসলিম লিগের প্রতিষ্ঠাতা হলেন –

  • (ক) আগা খাঁ
  • (খ) সলিমউল্লাহ
  • (গ) মহম্মদ আলি জিন্না
  • (ঘ) সৈয়দ আহমেদ খান

উত্তর:- (খ) সলিমউল্লাহ।

২৪. গান্ধিজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল –

  • (ক) 1917 খ্ৰী:
  • (খ) 1918 খ্রি.
  • (গ) 1919 খ্ৰী:
  • (ঘ) 1920 খ্রী:

উত্তর:- (খ) 1918 খ্রি.।

২৫. ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন –

  • (ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • (খ) চিত্তপসাদ চট্টোপাধ্যায়
  • (গ) বিজন ভট্টাচার্য
  • (ঘ) ভবানী ভট্টাচার্য

উত্তর:- (গ) বিজন ভট্টাচার্য।

২৬. ‘ভারত শ্রমজীবী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

  • (ক) শশীপদ ব্যানার্জী
  • (খ) মতিলাল শীল
  • (গ) গান্ধিজি
  • (ঘ) সরোজিনী নাইডু

উত্তর:- (ক) শশীপদ ব্যানার্জী।

২৭. কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল ?

  • (ক) দিল্লী
  • (খ) শীনগর
  • (গ) সাহারানপুর
  • (ঘ) অমৃতসর

উত্তর:- (ঘ) অমৃতসর।

২৮. কত সালের 16 আগস্ট ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ ঘোষিত হয় ?

  • (ক) 1930 সাল
  • (খ) 1931 সাল
  • (গ) 1932 সাল
  • (ঘ) 1933 সাল

উত্তর:- (গ) 1932 সাল।

উচ্চমাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় হতে বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025

১. লিনলিথগো প্রস্তাব ঘোষিত হয় ১৯৪০ খ্রিস্টাব্দের –

  • (ক) ৮ মে
  • (খ) ৮ জুন
  • (গ) ৮ জুলাই
  • (ঘ) ৮ আগস্ট। 

উত্তরঃ- (ঘ) ৮ আগস্ট।

২. গান্ধিজি ‘ফেল-পড়া ব্যাঙ্কের ওপর আগামী তারিখের চেক’ বলে মন্তব্য করেন –

  • (ক) আগস্ট প্রস্তাবকে
  • (খ) ক্রিপস প্রস্তাবকে
  • (গ) লাহোর প্রস্তাবকে
  • (ঘ) কোনোটিই নয়। 

উত্তরঃ- (ক) আগস্ট প্রস্তাবকে

৩. কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্ৰহণ করে ১৯৪২ খ্রিস্টাব্দের –

  • (ক) ৮ মে
  • (খ) ১৭ জুন
  • (গ) ১৪ জুলাই
  • (ঘ) ৮ আগস্ট। 

উত্তরঃ- (গ) ১৪ জুলাই

৪. সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন –

  • (ক) ১৯৪১ খ্রিস্টাব্দের ২ জুলাই
  • (খ) ১৯৪১ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি
  • (গ) ১৯৪০ খ্রিস্টাব্দের ২ জুলাই
  • (ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি।

উত্তরঃ- (খ) ১৯৪১ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি

৫. আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম দখল করে ভারতের –

  • (ক) দিসপুর শহর
  • (খ) গৌহাটি শহর
  • (গ) ইম্ফল শহর
  • (ঘ) কোহিমা শহর।

উত্তরঃ- (ঘ) কোহিমা শহর।

৬. রশিদ আলি দিবস পালিত হয় –

  • (ক) ১২ ফেব্রুয়ারি
  • (খ) ১২ জানুয়ারি
  • (গ) ২ ফেব্রুয়ারি
  • (ঘ) ২ জানুয়ারি।

উত্তরঃ- (ক) ১২ ফেব্রুয়ারি

৭. ‘বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে’ গানটি রচনা করেন –

উত্তরঃ- (খ) সুকান্ত ভট্টাচার্য

৮. নৌবিদ্রোহ (১৯৪৬) প্রথম শুরু হয় –

  • (ক) টাইটানিক জাহাজে
  • (খ) নেভি জাহাজে
  • (গ) তলোয়ার জাহাজে
  • (ঘ) সমুদ্রকন্যা জাহাজে। 

উত্তরঃ- (গ) তলোয়ার জাহাজে

৯. ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয় –

  • (ক) ১৯৪২ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
  • (গ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে। 

উত্তরঃ- (ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে। 

১০. ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ শ্লোগান তুলেছিল –

  • (ক) জাপান
  • (খ) চীন
  • (গ) ভারত
  • (ঘ) বাংলাদেশ। 

উত্তরঃ- (ক) জাপান

১১. স্তম্ভ মেলাও।

  ক – স্তম্ভখ – স্তম্ভ
(i) মন্ত্রী মিশন (a) ১৯৪৩ খ্রিস্টাব্দ
 (ii) সি. আর. ফর্মুলা (b) ১৯৪৬ খ্রিস্টাব্দ
(iii) আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা(c) ১৯৪২ খ্রিস্টাব্দ
(iv) ক্রিপস মিশন(d) ১৯৪৪ খ্রিস্টাব্দ

বিকল্প সমূহ :

  • (ক) i-c, ii-b, iii-d, iv-a   
  • (খ) i-b, ii-a, iii-d, iv-c 
  • (গ) i-b, ii-d, iii-a, iv-c 
  • (ঘ) i-b, ii-d, iii-a,iv-c   

উত্তরঃ- (ক) i-c, ii-b, iii-d, iv-a

১২. স্তম্ভ মেলাও।

  ক – স্তম্ভখ – স্তম্ভ
(i) তাম্রলিপ্ত জাতীয় সরকার  (a) মাতঙ্গিনী হাজারা
 (ii) পুলিশের গুলিতে নিহত(b) বল্লভভাই প্যাটেল
(iii) আজাদ হিন্দ ফৌজ(c) রাসবিহারী বসু
(iv) সরকার ও নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা (d) সতীশচন্দ্র সামন্ত

বিকল্প সমূহ :

  • (ক) i-d, ii-a, iii-c, iv-b
  • (খ) i-b, ii-a, iii-d, iv-c
  • (গ) i-b, ii-d, iii-a, iv-c
  • (ঘ) i-b, ii-d, iii-a,iv-d

উত্তরঃ- (ক) i-d, ii-a, iii-c, iv-b 

১৩. ক্রীপস প্রস্তাবকে “একটি ফেলপড়া ব্যাঙ্কের আগামী তারিখের চেক” বলেছিলেন –

  • (ক) বল্লভভাই প্যাটেল
  • (খ) মহাত্মা গান্ধী
  • (গ) জওহরলাল নেহেরু
  • (ঘ) মহম্মদ আলি জিন্না

উত্তর:- (খ) মহাত্মা গান্ধী।

১৪. নেতাজী সুভাষচন্দ্র বসু ‘শহীদ’ ও ‘স্বরাজ’ নাম দেন কোন দুটি দ্বীপপুঞ্জের ?

  • (ক) লাক্ষা ও মিনিকয়
  • (খ) ফরমোজা ও লুসাকা
  • (গ) গ্রেট বেরিয়ার ও হাওয়াই
  • (ঘ) আন্দামান ও নিকোবর

উত্তর:- (ঘ) আন্দামান ও নিকোবর।

১৫. হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ?

  • (ক) চীন
  • (খ) জাপান
  • (গ) কোরিয়া
  • (ঘ) ইন্দোনেশিয়া

উত্তর:- (খ) জাপান।

১৬. ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন

  • (ক) হো-চি-মিন
  • (খ) সুহার্ত
  • (গ) সুকর্ণ
  • (ঘ) মহম্মদ হাত্তা

উত্তর:- (ঘ) মহম্মদ হাত্তা।

১৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন?

  • (ক) লিনলিথগো
  • (খ) এটলি
  • (গ) ক্রিপস
  • (ঘ) মাউন্টবাটেন

উত্তর:- (ক) লিনলিথগো।

১৮. মন্ত্রী মিশন ভারতে এসেছিল –

  • (ক) 1942-এ.
  • (খ) 1944-এ
  • (গ) 1945-এ
  • (ঘ) 1946-এ

উত্তর:- (ঘ) 1946-এ।

১৯. ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন –

  • (ক) চক্রবর্তী রাজা গোপালাচারী
  • (খ) লর্ড মাউন্টব্যাটেন
  • (গ) জওহরলাল নেহরু
  • (ঘ) বল্লভভাই প্যাটেল

উত্তর:- (ক) চক্রবর্তী রাজা গোপালাচারী

২০. কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী ‘গান্ধীবুড়ি’ নামে পরিচিত?

  • (ক) সরোজিনী নাইডু
  • (খ) মাতঙ্গিনী হাজরা
  • (গ) অ্যানি বেসান্ত
  • (ঘ) কল্পনা দত্ত

উত্তর:- (খ) মাতঙ্গিনী হাজরা।

২১. ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন –

  • (ক) জওহরলাল নেহরু
  • (খ) ড. সীতারামাইয়া
  • (গ) সুভাষচন্দ্র বসু
  • (ঘ) বল্লভভাই প্যাটেল

উত্তর:- (গ) সুভাষচন্দ্র বসু।

২২. ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’-এর লেখক –

  • (ক) সুভাষচন্দ্র বসু
  • (খ) নেহরু
  • (গ) মহাত্মা গান্ধী
  • (ঘ) মৌলানা আবুল কালাম আজাদ

উত্তর:- (ঘ) মৌলানা আবুল কালাম আজাদ।

২৩. ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না –

  • (ক) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
  • (খ) লর্ড ওয়াডেল
  • (গ) এ. ভি. আলেকজান্ডার
  • (ঘ) লর্ড পেথিক লরেন্স

উত্তর:- (খ) লর্ড ওয়াডেল।

২৪. মুসলিম লিগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান-এর দাবি তোলা হয় সেটি হল –

  • (ক) লাহোর
  • (খ) লখনউ
  • (গ) করাচি
  • (ঘ) ঢাকা

উত্তর:- (ক) লাহোর।

২৫. ভারতীয় সংবিধান কার্যকরী হয় –

  • (ক) ১৯৫০ খ্রি.
  • (খ) ১৯৫১ খ্রি.
  • (গ) ১৯৫৫ খ্রি.
  • (ঘ) ১৯৬০ খ্রি.

উত্তর:- (ক) ১৯৫০ খ্রি.।

২৬. ভারতের স্বাধীনতা আইন পাস হয় –

  • (ক) ১৯৪৬-এর ৪ জুলাই
  • (খ) ১৯৪৬-এর ১৪ আগস্ট
  • (গ) ১৯৪৭-এর ৪ জুলাই
  • (ঘ) ১৯৪৭-এর ১৪ আগস্ট

উত্তর:- (গ) ১৯৪৭-এর ৪ জুলাই।

২৭. Now or Never’ শীর্ষক পুস্তিকাটি লেখেন –

  • (ক) আগা খান
  • (খ) মহম্মদ আলি জিন্নাহ
  • (গ) বাল গঙ্গাধর তিলক
  • (ঘ) চৌধুরি রহমত আলি

উত্তর:- (ঘ) চৌধুরি রহমত আলি।

২৮. ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র বোস-এর প্রতিদ্বন্দ্বী ছিলেন –

  • (ক) গোবিন্দ বল্লভ পন্থ
  • (খ) চক্রবর্তী রাজাগোপালাচারী
  • (গ) পট্টভি সীতারামাইয়া
  • (ঘ) জওহরলাল নেহরু

উত্তর:- (গ) পট্টভি সীতারামাইয়া।

২৯. ‘আজাদ হিন্দ সরকার’ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়?

  • (ক) টোকিওতে
  • (খ) ব্যাংককে
  • (গ) রেঙ্গুনে
  • (ঘ) সিঙ্গাপুরে

উত্তর:- (ঘ) সিঙ্গাপুরে।

৩০. ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • (ক) উইনস্টন চার্চিল
  • (খ) লিনলিথগো
  • (গ) ক্লেমেন্ট এটলি
  • (ঘ) স্ট্যাফোর্ড ক্লিপস

উত্তর:- (গ) ক্লেমেন্ট এটলি।

৩১. স্তম্ভ-১-এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও

স্তম্ভ-১স্তম্ভ-২
(i) RIN বিদ্রোহ(A) 1943
(ii) ক্রিপস মিশন(B) 1946
(iii) লিনলিখগো প্রস্তাব(C) 1942
(iv) আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা(D) 1940

বিকল্প:

  • (ক) (i) – B, (ii) – D, (iii) – C, (iv) – A
  • (খ) (i) – D, (ii) – C, (iii) – A, (iv) – B
  • (গ) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
  • (ঘ) এগুলির কোনোটিই নয়।

উত্তর:- (গ) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A

৩২. স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় –

  • (ক) 1949 খ্রিস্টাব্দে
  • (খ) 1948 খ্রিস্টাব্দে
  • (গ) 1947 খ্রিস্টাব্দে
  • (ঘ) 1849 খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) 1949 খ্রিস্টাব্দে।

৩৩. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন –

  • (ক) মাউন্টব্যাটেন
  • (খ) এটলি
  • (গ) ক্যানিং
  • (ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তর:- (ক) মাউন্টব্যাটেন।

৩৪. ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে –

  • (ক) 1971 খ্রিস্টাব্দে
  • (খ) 1950 খ্রিস্টাব্দে
  • (গ) 1955 খ্রিস্টাব্দে
  • (ঘ) 1960 খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) 1950 খ্রিস্টাব্দে।

উচ্চমাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় হতে বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025

১. আরব লিগে যোগদানকারী দেশ হল –

  • (A) সিরিয়া
  • (B) মিশর
  • (C) লেবানন
  • (D) ট্রান্স-জর্ডন

বিকল্প সমূহ :

  • (ক) A, B ঠিক এবং C, D ভুল
  • (খ) B, C, D ঠিক এবং A ভুল
  • (গ) A, B, C, D সবকটি ঠিক
  • (ঘ) A, B, C, D সবকটি ভুল

উত্তর:- (গ) A, B, C, D সবকটি ঠিক।

২. উত্তর আটলান্টিক সামরিক জোট (NATO) কবে গঠিত হয়?

  • (ক) 1948 খ্রিস্টাব্দে
  • (খ) 1949 খ্রিস্টাব্দে
  • (গ) 1950 খ্রিস্টাব্দে
  • (ঘ) 1952 খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) 1949 খ্রিস্টাব্দে।

৩. ইয়াল্টা সম্মেলন আহুত হয় –

  • (ক) 1943 খ্রিস্টাব্দে
  • (খ) 1944 খ্রিস্টাব্দে
  • (গ) 1945 খ্রিস্টাব্দে
  • (ঘ) 1946 খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) 1945 খ্রিস্টাব্দে।

৪. সুয়েজ খাল জাতীয়করণ করেন –

  • (ক) নেহরু
  • (খ) নাসের
  • (গ) টিটো
  • (ঘ) চার্চিল

উত্তর:- (খ) নাসের।

৫. স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ ২ মেলাও

স্তম্ভ-১স্তম্ভ ২
(i) জেনারেল তোজো(A) ইন্দোনেশিয়া
(ii) হো-চি-মিন(B) চীন
(iii) চৌ এন-লাই(C) জাপান
(iv) সুকর্ণ(D) ভিয়েতনাম

বিকল্প:

  • (ক) (i) – B, (ii) – A, (iii) – D, (iv) – C
  • (খ) (i) – C, (i) – A, (iii) – B, (iv) – D
  • (গ) (i) – A, (ii) – C, (iii) – B (iv) – D
  • (ঘ) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A

উত্তর:- (ঘ) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A

৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন –

  • (ক) উড্রো উইলসন
  • (খ) হুভার
  • (গ) রুজভেল্ট
  • (ঘ) ট্রুম্যান

উত্তর:- (গ) রুজভেল্ট।

৭. পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল –

  • (ক) 1943 খ্রিস্টাব্দে
  • (খ) 1944 খ্রিস্টাব্দে
  • (গ) 1945 খ্রিস্টাব্দে
  • (ঘ) 1946 খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) 1945 খ্রিস্টাব্দে।

৮. 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল –

  • (ক) ন্যাটো
  • (খ) ব্রাসেলস
  • (গ) সিয়েটো
  • (ঘ) ওয়ারশ

উত্তর:- (ক) ন্যাটো।

৯. 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে?

  • (ক) বান্দুং
  • (খ) বেলগ্রেড
  • (গ) তেহেরান
  • (ঘ) নতুন দিল্লি

উত্তর:- (ক) বান্দুং।

১০. জিওনিস্ট-দের সংগঠনের সভাপতি ছিলেন –

  • (ক) নাসের
  • (খ) বেন গুরিয়ান
  • (গ) ওয়াইজম্যান
  • (ঘ) আরাফত

উত্তর:- (ঘ) ওয়াইজম্যান।

১১. পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন –

  • (ক) ক্রুশ্চেভ
  • (খ) লেনিন
  • (গ) স্তালিন
  • (ঘ) গর্বাচেভ

উত্তর:- (ঘ) গর্বাচেভ।

১২. প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

  • (ক) 1990 খ্রিস্টাব্দে
  • (খ) 1995 খ্রিস্টাব্দে
  • (গ) 2000 খ্রিস্টাব্দে
  • (ঘ) 2003 খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) 1990 খ্রিস্টাব্দে।

১৩. দিয়েন বিয়েন ফু-র যুদ্ধে কে জয়ী হয়েছিল?

  • (ক) ভিয়েতনাম
  • (খ) ফ্রান্স
  • (গ) মার্কিন যুক্তরাষ্ট্র
  • (ঘ) কম্বোডিয়া

উত্তর:- (ক) ভিয়েতনাম।

১৪. উত্তর-আটলান্টিক সামরিক জোট (NATO) কবে গঠিত হয়েছিল?

  • (ক) 1948 খ্রিস্টাব্দে
  • (খ) 1949 খ্রিস্টাব্দে
  • (গ) 1950 খ্রিস্টাব্দে
  • (ঘ) 1951 খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) 1949 খ্রিস্টাব্দে।

১৫. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন –

  • (ক) জওহরলাল নেহরু
  • (খ) মার্শাল টিটো
  • (গ) ড. সুকর্ণ
  • (ঘ) গামেল আবদেল নাসের

উত্তর:- (ক) জওহরলাল নেহরু।

১৬. জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন?

  • (ক) মিশর
  • (খ) ইজরায়েল
  • (গ) আলজেরিয়া
  • (ঘ) লিবিয়া

উত্তর:- (ক) মিশর।

১৭. স্তম্ভ -I এর সাথে স্তম্ভ-II মেলাও:

          স্তম্ভ – Iস্তম্ভ-II
(i) ম্যাক্সিম লিটভিনভ(a) ব্রিটিশ প্রধানমন্ত্রী
(ii) উইনস্টন চার্চিল(b) মার্কিন রাষ্ট্রপতি
(iii) জোসেফ স্ট্যালিন(c) রুশ পররাষ্ট্র
(iv) হ্যারি ট্রুম্যান(d) রুশ রাষ্ট্রপতি
  • (ক) [i] – (c), [ii] – (a), (iii) – (b). (iv) – (d)
  • (খ) [i] – (a), [ii] – (c), [iii] – (d), (iv) – (b)
  • (গ) (i) – (c) (ii) – (a), (iii) – (d), (iv) – (b)
  • (ঘ) (i) – (b), [ii] – (d), (iii) – (c), (iv) – (a)

উত্তর:- (গ) (i) – (c) (ii) – (a), (iii) – (d), (iv) – (b)

১৮. মাইলাই ঘটনাটি ঘটেছিল –

  • (ক) জাপানে
  • (খ) চীনে
  • (গ) কোরিয়ায়
  • (ঘ) ভিয়েতনামে

উত্তর:- (ঘ) ভিয়েতনামে।

১৯. ফুলটন বক্তৃতা দিয়েছিলেন –

  • (ক) চার্চিল
  • (খ) রুজভেল্ট
  • (গ) স্ট্যালিন
  • (ঘ) কেন্নান

উত্তর:- (ক) চার্চিল।

২০. স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও:

স্তম্ভ-১স্তম্ভ-২
(i) হিরোশিমা(a) জাপান
(ii) থাকিন-নু(b) কুয়োমিং টাং
(iii) পার্ল হারবার(c) দোবাম অ্যাসোসিয়েশন
(iv) চিয়াং কাইশেক(d) মার্কিন যুক্তরাষ্ট্র
  • (ক)  [i] – (a), (ii) – (c), (iii) – (d), (iv) – (b)
  • (খ) [i] – (a), (ii) – (b), (iii) – (c), (iv) – (d)
  • (গ) [i] – (b), (ii) – (a), (iii) – (d), (iv) – (c)
  • (ঘ) (i) – (c), (ii) – (b), (iii) – (d), (iv) – (a)

উত্তর:- (ক)  [i] – (a), (ii) – (c), (iii) – (d), (iv) – (b)

২১. বার্লিন অবরোধকারী দেশ হল –

  • (ক) ইংল্যান্ড
  • (খ) ফ্রান্স
  • (গ) রাশিয়া
  • (ঘ) ইটালি

উত্তর:- (গ) রাশিয়া।

২২. পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও –

  • (ক) পাকিস্তানের মধ্যে
  • (খ) রাশিয়ার মধ্যে
  • (গ) চিনের মধ্যে
  • (ঘ) তিব্বতের মধ্যে

উত্তর:- (গ) চিনের মধ্যে।

২৩. ন্যাটো গঠিত হয় –

  • (ক) ১৯৪৭ সালে
  • (খ) ১৯৪৮ সালে
  • (গ) ১৯৪৯ সালে
  • (ঘ) ১৯৫০ সালে

উত্তর:- (গ) ১৯৪৯ সালে।

২৪. সুয়েজ খাল জাতীয়করণ করেন –

  • (ক)  নাসের
  • (খ) জেনারেল নেগুইব
  • (গ) বুলগানিন
  • (ঘ) টিটো

উত্তর:- (ক)  নাসের।

২৫. ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

  • (ক) সিরিয়া ও মিশর
  • (খ) আরব ও ইজরায়েল
  • (গ) আরব ও সিরিয়া
  • (ঘ) আরব ও আমেরিকা

উত্তর:- (খ) আরব ও ইজরায়েল।

২৬. কোন বছর মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল ?

  • (ক) 1944
  • (খ) 1945
  • (গ) 1947
  • (ঘ) 1948

উত্তর:- (গ) 1947

২৭. কত সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে?

  • (ক) 1941
  • (খ) 1942
  • (গ) 1943
  • (ঘ) 1944

উত্তর:- (ক) 1941

২৮. স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও:

স্তম্ভ – ১স্তম্ভ -২
(i) হো-চি-মিন(A) জাপান
(ii) চৌ-এন-লাই(B) ভিয়েতনাম
(iii) সুকর্ণ(C) চিন
(iv) জেনারেল তোজো(D) ইন্দোনেশিয়া

বিকল্প:

  • (ক) (i) – B, (ii) – D, (iii) – C, (iv) – A
  • (খ) (i) – C, (ii) – B, (iii) – A, (iv) – D
  • (গ) (i) – A, (ii) – D, (iii) – C, (iv) – B
  • (ঘ) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A.

উত্তর:- (ঘ) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A.

২৯. স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :

        স্তম্ভ-১স্তম্ভ-২
(i) ইন্দোনেশিয়া(A) ক্লিমেন্ট এটলি
(ii) জাপান(B) রুজভেল্ট
(iii) ইংল্যান্ড(C) ডঃ সুকর্ণ
(iv) ইউ. এস. এ.(D) হিদেকি তোজো

বিকল্প:

  • (ক) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
  • (খ) (i) – C, (ii) – A, (iii) – D, (iv) – B
  • (গ) (i) – C, (ii) – D, (iii) – A, (iv) – B
  • (ঘ) (i) – A, (ii) – B, (iii) – C, (iv) – D.

উত্তর:- (গ) (i) – C, (ii) – D, (iii) – A, (iv) – B

৩০. স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাও

স্তম্ভ-১                                        স্তম্ভ-২স্তম্ভ-১                                        স্তম্ভ-২
(i) ট্রুম্যান নীতি(A) 1946
(ii) বার্লিন অবরোধ(B) 1947
(iii) আনজুস চুক্তি(C) 1948
(iv) ফুলটন বক্তৃতা(D) 1951।

বিকল্প সমূহ

  • (ক) (i) – (A), (ii) – (C), (iii) – (B), (iv) – (D)
  • (খ) (i) – (B), (ii) – (C), (iii) – (D), (iv) – (A)
  • (গ) (i) – (A), (ii) – (D), (iii) – (C), (iv) – (B)
  • (ঘ) (i) – (C), (ii) – (A), (iii) – (B), (iv) – (D)

উত্তর:- (খ) (i) – (B), (ii) – (C), (iii) – (D), (iv) – (A)

৩১. COMECON গড়ে ওঠে –

  • (ক) আমেরিকায়
  • (খ) এশিয়ায়
  • (গ) পূর্ব ইউরোপে
  • (ঘ) পশ্চিম ইউরোপে

উত্তর:- (গ) পূর্ব ইউরোপে।

৩২. আরব লীগের অধীন ছিল না –

  • (ক) মিশর
  • (খ) লেবানন
  • (গ) ইরাক
  • (ঘ) ইজরায়েল

উত্তর:- (ঘ) ইজরায়েল।

উচ্চ মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় হতে বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025

১. কুয়োমিনটাং দলের প্রতিষ্ঠাতা কে?

  • (ক) সানইয়াৎ সেন
  • (খ) মাও সে তুং
  • (গ) চিয়াং কাই শেক
  • (ঘ) চৌ এন লাই

উত্তর:- (ক) সানইয়াৎ সেন।

২. বি-উপনিবেশিকরণ (Decolonisation) শব্দটি প্রথম ব্যবহার করেন

  • (ক) ওয়াল্টার লিপম্যান
  • (খ) মরিস. ডি. মরিস
  • (গ) ফ্রানজ ফ্যানন
  • (ঘ) মরিজ জুলিয়াস বন

উত্তর:- (ঘ) মরিজ জুলিয়াস বন।

৩. স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়

  • (ক) 1947 সালে
  • (খ) 1948 সালে
  • (গ) 1949 সালে
  • (ঘ) 1950 সালে

উত্তর:- (ঘ) 1950 সালে।

৪. বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন –

  • (ক) শহিদুল্লা
  • (খ) জিয়াউল হক
  • (গ) শেখ মুজিবর রহমান
  • (ঘ) সুরাবর্দি

উত্তর:- (গ) শেখ মুজিবর রহমান।

৫. ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • (ক) বিশ্বনাথ প্রতাপ সিং
  • (খ) চরণ সিং
  • (গ) মোরারজি দেশাই
  • (ঘ) জয়প্রকাশ নারায়ণ

উত্তর:- (গ) মোরারজি দেশাই।

৬. প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

  • (ক) ঘানা
  • (খ) কঙ্গো
  • (গ) জামাইকা
  • (ঘ) মাল্টা

উত্তর:- (খ) কঙ্গো।

৭. ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত?

  • (ক) সুকর্ণ
  • (খ) হো চি মিন
  • (গ) সুহার্তো
  • (ঘ) নেলসন ম্যান্ডেলা

উত্তর:- (ক) সুকর্ণ।

৮. আওয়ামি লিগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন –

  • (ক) সুরাবর্দি
  • (খ) ফজলুল হক
  • (গ) শেখ মুজিবুর রহমান
  • (ঘ) জুলফিকার আলী ভুট্টো

উত্তর:- (গ) শেখ মুজিবুর রহমান।

৯. SAPTA-এর সম্পূর্ণ নাম –

  • (ক) South Asian Preferential Trade Agreement
  • (খ) South African Preferential Trade Agreement
  • (গ) Senegal and Portugal Trade Agreement
  • (ঘ) Spain and Portugal Trade Agreement

উত্তর:- (ক) South Asian Preferential Trade Agreement

১০. ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন?

  • (ক) জওহরলাল নেহরু
  • (খ) প্রশান্তচন্দ্র মহলানবিশ
  • (গ) বল্লভভাই প্যাটেল
  • (ঘ) মেঘনাদ সাহা

উত্তর:- (ক) জওহরলাল নেহরু।

১১. ১৯৫১ খ্রি. প্রথম ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি স্থাপিত হয় –

  • (ক) শিবপুরে
  • (খ) কানপুরে
  • (গ) খড়গপুরে
  • (ঘ) যাদবপুরে

উত্তর:- (গ) খড়গপুরে।

১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • (ক) মহম্মদ আলি জিন্নাহ
  • (খ) জুলফিকার আলি ভুট্টো,
  • (গ) ইয়াহিয়া খান
  • (ঘ) নুরুল আমিন

উত্তর:- (ঘ) নুরুল আমিন।

১৩. SAARC-এর ধারণা কার মস্তিষ্কপ্রসূত ?

  • (ক) রাজা বীরেন্দ্র
  • (খ) মোরারজি দেশাই
  • (গ) ইন্দিরা গান্ধি
  • (ঘ) জিয়াউর রহমান

উত্তর:- (ঘ) জিয়াউর রহমান।

১৪. ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত?

  • (ক) নেহরু
  • (খ) হো-চি-মিন
  • (গ) সুকর্ণ
  • (ঘ) সুহার্তো

উত্তর:- (গ) সুকর্ণ।

 ১৫. পি. সি. মহলানবীশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন?

  • (ক) প্রথম
  • (খ) দ্বিতীয়
  • (গ) তৃতীয়
  • (ঘ) চতুর্থ

উত্তর:- (খ) দ্বিতীয়।

১৬. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে — খ্রিস্টাব্দে।

  • (ক) 1972
  • (খ) 1971
  • (গ) 1947
  • (ঘ) 1975

উত্তর:- (খ) 1971

১৭. ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন –

  • (ক) ভাটনাগর
  • (খ) মেঘনাদ সাহা
  • (গ) রাজা রমন্না
  • (ঘ) হোমি ভাবা

উত্তর:- (ঘ) হোমি ভাবা।

১৮. ঢাকায় সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় –

  • (ক) 1980 খ্রিস্টাব্দে
  • (খ) 1985 খ্রিস্টাব্দে
  • (গ) 1990 খ্রিস্টাব্দে
  • (ঘ) 1983 খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) 1985 খ্রিস্টাব্দে।

১৯. 1990-এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়?

  • (ক) মনমোহন সিং
  • (খ) পি ভি নরসিমা রাও
  • (গ) রাজীব গান্ধি
  • (ঘ) অটলবিহারী বাজপেয়ী

উত্তর:- (খ) পি ভি নরসিমা রাও।

উপরে দেওয়া উচ্চ মাধ্যমিক ইতিহাস হতে বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 ভালোভাবে Follow করো ।

9 thoughts on “উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025”

Leave a Comment