উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 (HS History SAQ Suggestion 2025) নিম্নে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস হতে ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025
উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 (HS History SAQ Suggestion 2025)
আপনি যদি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ নোট্সের পিডিএফ, HS History Suggestion 2025 এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 দেখতে চান তাহলে নিচের লিংকগুলিতে ক্লিক করুণ।
- History All Pdf notes for HS examination 2025
- HS History Suggestion 2025
- উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025
সবার আগে Update পেতে আমাদের গ্রুপে যুক্ত হন 👉 ইতিহাস শিক্ষা কেন্দ্র (WhatsApp Group)
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 হিসাবে নিম্নে বর্ণিত প্রশ্নগুলি গ্রহণ করা হয়েছে । যা ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য হিসাবে তুলে ধরা হল ।
EXAM NAME | WBCHSE History Examination 2025 |
SUBJECT | History SAQ Suggestion 2025 (HS) |
EXAM DATE | March |
BOARD | WBCHSE |
SUGGESTION COMMON | 95% |
উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025
১. বাণিজ্যিক মূলধন কাকে বলে?
উত্তর:- যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যাবসাবাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয়, তাকে বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরনের পুঁজি বৃদ্ধি করা সম্ভব।
২. জে এ হবসনের বইটির নাম কী।
উত্তর:- জে এ হবসন-এর বইটির নাম হল ‘Imperialism: A Study’।
৩. হিলফারডিং-এর বইটির নাম লেখো।
উত্তর:- হিলফারডিং-এর বইটির নাম হল ‘Finance Capital’।
৪. আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?
উত্তর:- ১৪৯২ খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।
৫. ভারতের কোন কোন স্থানে পোর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল?
উত্তর:- ভারতের বোম্বাই, কোচিন, বেসিন, সলসেট, দিউ, হুগলি প্রভৃতি স্থানে পোর্তুগিজ বাণিজ্যকুঠি ছিল।
৬. মার্কেন্টাইলবাদ কী?
উত্তর:- ষোড়শ থেকে অষ্টাদশ শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়, যেখানে সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হত। এটি মার্কেন্টাইলবাদ নামে পরিচিত।
৭. 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?
উত্তর:- ১৬১২ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে সুরাট বাণিজ্য বন্দরে প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়।
৮. সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে?
উত্তর:- সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা হলেন হার্বাট স্পেনসার।
৯. ‘শ্বেতাঙ্গাদের বোঝা’ বলতে কী বোঝানো হয়?
উত্তর:- ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দাদের অনেকে নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরতেন এবং দাবি করতেন যে, এশিয়া বা আফ্রিকার মতো পিছিয়ে পড়া কৃষ্ণাঙ্গ জাতিগুলির ‘উন্নতি’র দায়িত্ব তাদের পালন করতে হবে। শ্বেতাঙ্গদের এই মানসিকতাকে কবি রুডইয়ার্ড কিপলিং ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বলে অভিহিত করেছেন।
১০. লগ্নি পুঁজি কাকে বলে?
উত্তর:- শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা তখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আরোও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলে।
১১. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ?
উত্তর:- কোনো রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল সাম্রাজ্যবাদ।
১২. কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?
উত্তর:- ১৭৭৬ খ্রিস্টাব্দে ৯ সেপ্টেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়।
১৩. ভাস্কো দা গামা কবে ভারতে আসেন?
উত্তর:- ১৪৯৮ খ্রিস্টাব্দে পোর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে আসেন।
১৪. কোন্ দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল?
উত্তর:- ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে পরিচিত।
১৫. নতুন বিশ্ব বলতে কী বোঝ?
উত্তর:- সপ্তদশ-অষ্টাদশ শতক নাগাদ স্পেন, পোর্তুগাল, ব্রিটেন প্রভৃতি ইউরোপীয় দেশগুলি আমেরিকা মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশটি নতুন বিশ্ব’ নামে পরিচিত।
১৬. কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?
উত্তর:- মার্কিন সেনাপতি কমোডর পেরি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন।
১৭. ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ।
উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025
১. অন্ধকূপ হত্যা ঘটনাটি কী ?
উত্তরঃ- হলওয়েল নামে এক ইংরেজ কর্মচারী প্রচার করেন যে, পলাশীর যুদ্ধ -এর আগে কলকাতা আক্রমণের পরে (১৭৫৬ খ্রিস্টাব্দের ২০ জুন) সিরাজদ্দৌলার নির্দেশে একটি ছোটো ঘরের মধ্যে বহু ইংরেজ সৈন্যকে আটকে রেখেছিলেন, যার মধ্যে ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত।
২. দস্তক কী ?
উত্তরঃ- দস্তক কথার অর্থ ছাড়পত্র। মোঘল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে সুযোগ সুবিধা দিয়েছিলেন তাই দস্তক নামে পরিচিত।
৩. ভারতে কোন আইনের দ্বারা কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় ?
উত্তরঃ- ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ভারতের কলকাতায় ১৭৭৪ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
৪. সূর্যাস্ত আইন কী ?
উত্তরঃ- চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে জমিদাররা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারের রাজস্ব প্রদান করবে, নাহলে তার জমিদারি বাজেয়াপ্ত হবে। এটিই সূর্যাস্ত আইন নামে পরিচিত।
৫. কর্ণওয়ালিশ কোড কী ?
উত্তরঃ- লর্ড কর্ণওয়ালিশ সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা বৃদ্ধি এবং দুর্নীতি মুক্ত করতে শাসন ও বিচার বিভাগীয় ক্ষেত্রে কিছু আইনবিধি সংকলিত করেন, যা কর্ণওয়ালিশ কোড নামে খ্যাত।
৬. নজরানা পদ্ধতি কী ?
উত্তরঃ- কোনো বিদেশি দূত বাণিজ্যিক উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ তাকে কিছু উপহার বা ভেট প্রদান করতে হত। একে নজরানা পদ্ধতি বলে।
৭. কাওতাও প্রথা কী ?
উত্তরঃ- কোনো বিদেশি দূত বাণিজ্যিক উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ প্রথমে তাকে সম্রাটের সামনে নতজানু হতে হত। এটি চীনে কাওতাও প্রথা নামে পরিচিত।
৮. নানকিং সন্ধির দুটি শর্ত লেখ।
উত্তরঃ- নানকিং সন্ধির দুটি প্রধান শর্ত হল –
- (ক) ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিংপো এই পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাসের জন্য মুক্ত করে দেওয়া হয়।
- (খ) ইংরেজরা হংকং লাভ করবে।
৯. প্রথম বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয় ?
উত্তরঃ- প্রথম বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয় ১৯১৪-১৯১৮ খ্রিস্টাব্দে ।
১০. তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়?
উত্তর:- চিনে ১৮৫০ খ্রিস্টাব্দে (১৮৫০-১৮৬৪ খ্রি.) মাঞ্চু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে তাইপিং বিদ্রোহ হয়।
১১. কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়?
উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়।
১২. কোন ইউরোপীয় দেশ চিনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল?
উত্তর:- ইউরোপের দেশ গুলির মধ্যে পোর্তুগাল চিনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল
১৩. বৈদেশিক বাণিজ্যের জন্য চিনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল?
উত্তর:- চিনের ক্যান্টন ও ম্যাকাও বন্দর দুটি বৈদেশিক বাণিজ্যের জন্য সীমাবদ্ধ ছিল।
১৪. আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে ৯ ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদদৌলার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।
১৫. কোন ভূমিব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা স্বত্ব দিয়েছিল?
উত্তর:- চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের জমির উপর মালিকানা স্বত্ব দিয়েছিল
১৬. কে, কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
উত্তর:- ১৮৪৯ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন
১৭. চিনে কোন বছর আফিং আমদানি বন্ধ হয়?
উত্তর:- ১৮৩৯ খ্রিস্টাব্দে চিনে আফিং আমদানি বন্ধ হয়।
১৮. উন্মুক্ত দ্বার নীতি কী এবং কে এর প্রবক্তা?
উত্তর:- ১৮৯৯ খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চিনে উন্মুক্ত দ্বার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন। চিনের উন্মুক্ত বাণিজ্য নীতি সবদেশের জন্য সমান হওয়াই এই নীতির মূল কথা।
১৯. সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় ?
উত্তর:- সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয় ১৮৫৩ খ্রিস্টাব্দে।
২০. ‘পলাশির লুণ্ঠন’ বলতে কী বোঝো?
উত্তর:- পলাশির যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল। ইংরেজরা সোনা, রুপো বা অন্য কোনো পণ্যসামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায় নি। তাই এই ঘটনাকে অনেকে লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। ব্রুকস অ্যাডামস আর্থিক নির্গমনের এই ঘটনাকে ‘পলাশির লুণ্ঠন’ বা ‘Plassey Plunder’ বলে অভিহিত করেছেন।
২১. ক্যান্টন বাণিজ্য কাকে বলে?
উত্তর:- বিদেশি বণিকদের কাছে চিনের সব বন্দর উন্মুক্ত ছিল না। চিনা আদালত ১৭৫৯ খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা শুধু ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এই ভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চিনে বিদেশিদের এক-বন্দরকেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ‘ক্যান্টন বাণিজ্য প্রথা’ নামে পরিচিত।
২২. ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়?
উত্তর:- ১৮৫৩ সালে ভারতে রেলপথ প্রথম স্থাপিত হয়।
২৩. ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর:- ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা ইম্পে।
২৪. ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল?
উত্তর:- ১৮১৩ সালের সনদ আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও ২০ বছরের জন্য ভারতে শাসন পরিচালনার অধিকার পায়। তবে এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়। এর ফলে যে-কোনো ইংরেজ বণিক ভারতে ব্যবসা করার অধিকার পায়।
২৫. কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়?
উত্তর:- বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়।
২৬. অবশিল্পায়ন কী ?
উত্তর:- ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প-কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটিরশিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনা ‘অব-শিল্পায়ন’ নামে পরিচিত।
২৭. গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?
উত্তর:- গ্যারান্টি প্রথা ভারতে রেলপথ সম্প্রসারণের সাথে যুক্ত।
২৮. পিকিং কনভেনশন কবে আহূত হয়েছিল ?
উত্তর:- পিকিং কনভেনশন আহূত হয়েছিল ১৮৬০ খ্রিস্টাব্দে
২৯. ‘টিসকো’ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯০৭ খ্রিস্টাব্দে জামসেদজি টাটার উদ্দোগে TISCO প্রতিষ্ঠিত হয়।
উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025
১. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ?
উত্তরঃ- খ্রিস্টান মিশনারি মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড ও উইলিয়াম কেরিকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়।
২. তিন আইন কী ?
উত্তরঃ- ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সরকার ১৮৭২ খ্রিস্টাব্দে তিন আইন পাস করে। এই আইনের দ্বারা বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ ও অসবর্ন বিবাহ আইনসিদ্ধ হয়।
৩. দিকু কাদের বলা হত ?
উত্তরঃ- ‘দিকু’ কথার অর্থ বহিরাগত। জমিদার, বণিক, মহাজন, ঠিকাদার, দালাল প্রভৃতি বিভিন্ন স্তরের বহিরাগতদের আদিবাসীরা দিকু বলত।
৪. চুঁইয়ে পড়া নীতি কী ?
উত্তরঃ- ব্রিটিশ আমলে শিক্ষাবিদ মেকলে ঘোষণা করেন যে, ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে ক্রমশ তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতিকে চুঁইয়ে পড়া নীতি বলা হয়।
৫. মেকলে মিনিট কী ?
উত্তরঃ- বোর্ড অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষার সমর্থনে মত প্রকাশ করে বড়লাট লর্ড বেন্টিংকের কাছে এক প্রস্তাব পেশ করেন (১৮৩৫), যা মেকলে মিনিট নামে পরিচিত।
৬. কে কবে কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ- লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।
৭. সান-ইয়াৎ-সেন প্রস্তাবিত তিনটি নীতি কী ছিল ?
উত্তরঃ- সান-ইয়াৎ-সেন প্রস্তাবিত তিনটি নীতি হল জন-জাতীয়তাবাদ, জন-গণতন্ত্রবাদ, জন-জীবিকাবাদ।
৮. উডের ডেসপ্যাচ কী ?
উত্তরঃ- ১৮৫৪ খ্রিস্টাব্দে স্যার চার্লস উড ভারতের শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে সুপারিশগুলি করেছিলেন তা উডের ডেসপ্যাচ নামে খ্যাত।
৯. ইয়ং বেঙ্গল গোষ্ঠীর দুজন সদস্যের নাম লেখ।
উত্তরঃ- ইয়ং বেঙ্গল গোষ্ঠীর দুজন সদস্য হল রামতনু লাহিড়ী, রসিক কৃষ্ণ মল্লিক।
১০. দক্ষিণের বিদ্যাসাগর কাকে বলা হয় ?
উত্তরঃ- দক্ষিণের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পানতুলুকে ।
১১. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ- ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ।
১২. ‘মানুষ গড়ার’ আদর্শে কে বিশ্বাসী ছিলেন?
উত্তর:- ‘মানুষ গড়ার’ আদর্শে বিশ্বাসী ছিলেন স্বামী বিবেকানন্দ।
১৩. দলিত কাদের বলা হয়?
উত্তর:- ভারতে ব্রাহ্মণসহ উচ্চবর্ণের শোষণে শোষিত মাহার, নাদার, চামার, হরিজন, নমঃশূদ্র, ইঝাভা প্রভৃতি নিম্নবর্ণের লোকেরা দলিত নামে পরিচিত।
১৪. আলেকজান্ডার ডাফ কে ছিলেন?
উত্তর:- আলেকজান্ডার ডাফ ছিলেন একজন স্কটিশ মিশনারি। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটাতে উদ্যোগ নেন এবং কলকাতায় স্কটিশ চার্চ কলেজ স্থাপন করেন।
১৫. সাহুকার কাদের বলা হয়?
উত্তর:- দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণি সাউকার বা সাহুকার নামে পরিচিত ছিল।
১৬. কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট-ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান?
উত্তর:- গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক অ্যাংলিসিস্ট-ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান।
১৭. কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়?
উত্তর:- ভারতে পাশ্চাত্য শিক্ষার পরিকল্পনা রূপায়নের লক্ষ্যে ব্রিটিশ সরকার ১৯১৭ খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন গঠন করে।
১৮. কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন?
উত্তর:- কেরালায় শ্রী নারায়ণ গুরু অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন।
১৯. চিনে কোন বছর মে ফোর্থ আন্দোলন শুরু হয়েছিল?
চিনে ১৯১৯ খ্রিস্টাব্দের ৪ মে মে ফোর্থ আন্দোলন শুরু হয়েছিল।
২০. একশো দিনের সংস্কার কী ছিল?
উত্তর:- চিনের সম্রাট কোয়াংসু দেশের সংস্কারকদের দাবি মেনে ১৮৯৮ খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার-কার্য ১০০ দিন ধরে চলে বলে তা ‘একশো দিনের সংস্কার’ নামে পরিচিত।
২১. ‘নব্যবঙ্গীয়’ কারা?
উত্তর:- উনিশ শতকে ডিরোজিওর নেতৃত্বে একদল তরুণ পুরোনো যুক্তিহীন এবং প্রচলিত হিন্দুধর্মের কুসংস্কার ও সামাজিক কুপ্রথাগুলিকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক আন্দোলন শুরু করেন। এই তরুণরা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ এবং তাদের আন্দোলন ‘নব্যবঙ্গ আন্দোলন’ নামে পরিচিত।
২২. চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয় ?
উত্তর:- কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময়ে কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিকশ্রেণিকে চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। উনিশ শতকে ভারত ও চিনের বহু চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে কাজ করতে যায়।
২3. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয়?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বড়োলাট লর্ড ডালহৌসি ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৫ জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন বা বিধবাবিবাহ আইন পাস করেন।
২৪. আর্যসমাজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- মহারাষ্ট্রের অন্যতম সমাজসংস্কারক স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ খ্রিস্টাব্দের ৭ এপ্রিল বোম্বাইয়ে ‘আর্যসমাজ’ প্রতিষ্ঠা করেন।
২৫. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তর:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল
২৬. চার্লস উড কে ছিলেন?
উত্তর:- ভারতে ব্রিটিশ সরকারের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি ছিলেন চালর্স উড। তিনি এদেশের সরকারি শিক্ষা নীতির ওপর ‘উড়ের ডেসপ্যাচ’ নামক এক পরিকল্পনা পেশ করেছিলেন।
২৭. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ ১৮৬৭ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে ‘প্রার্থনা সমাজ’ প্রতিষ্ঠা করেন।
২৮. ১৯২৪-২৫-এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন?
উত্তর:- ১৯২৪-২৫-এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দেন শ্রী নারায়ণ গুরু।
২৯. কে, কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?
উত্তর:- স্বামী বিবেকানন্দ মানবিক আদর্শ ও সমাজকল্যাণের উদ্দেশ্যে ১৮৯৭ খ্রিস্টাব্দের ১ মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
৩০. বক্সার প্রটোকল কাদের মধ্যে সম্পাদিত হয় ?
উত্তর:- চিনে বক্সার বিদ্রোহের পরিপ্রেক্ষিতে ১১টি বিদেশি শক্তির মধ্যে ১৯০১ খ্রিস্টাব্দে বক্সার প্রোটোকল সম্পাদিত হয়।
৩১. বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
উত্তর:- বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩২. ‘সত্যশোধক সভা’র’ প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- ‘সত্যশোধক সভা’র’ প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিবা ফুলে।
৩৩. পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত?
উত্তর:- ভারতে ব্রিটিশ শাসনকালে মেকলে, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, ক্যালভিন প্রমুখ উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীগণ ভারতে পাশ্চাত্য রীতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। এরা পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে পরিচিত।
৩৪. স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:- স্বামী বিবেকানন্দের লেখা একটি গ্রন্থের নাম হল ‘বর্তমান ভারত’।
৩৫. কে ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ নামে পরিচিত?
উত্তর:- বীরসালিঙ্গম পানতুলু ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ নামে পরিচিত
উচ্চ মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় থেকে ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025
১. রাওলাট আইন কী ?
উত্তরঃ- স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে সিডিশন কমিশন ভারতের কেন্দ্রীয় আইনসভায় একটি দমনমূলক বিল পেশ করে এবং ১৯১৯ খ্রিস্টাব্দের ১৮ মার্চ তা আইনে পরিণত হয়। এটিই রাওলাট আইন নামে খ্যাত।
২. সিমলা দৌত্য/সিমলা ডেপুটেশন কী ?
উত্তরঃ- আগা খানের নেতৃত্বে ৩৫ জনের মুসলিম প্রতিনিধি দল ১৯০৬ খ্রিস্টাব্দের ১ অক্টোবর মুসলিম স্বার্থ রক্ষার দাবি জানিয়ে সিমলায় বড়লাট লর্ড মিন্টোর কাছে একটি স্মারকলিপি জমা দেন। এই ঘটনা সিমলা দৌত্য/সিমলা ডেপুটেশন নামে খ্যাত।
৩. মিরাট ষড়যন্ত্র মামলায় তিনজন বিদেশি অভিযুক্তের নাম লেখ।
উত্তরঃ- মিরাট ষড়যন্ত্র মামলায় তিনজন বিদেশি অভিযুক্তঅভিযুক্ত হলেন ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ফ্রান্সিস ব্রাডলি, লেস্টার হাচিনসন।
৪. কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ- ১৯৩২ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও ড. ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।
৫. কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ- ২৫ ডিসেম্বর ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
৬. মাহাদ মার্চ কী ?
উত্তরঃ- অস্পৃশ্যরা সাধারণ জলাশয় থেকে যাতে জল নিতে পারে তার দাবিতে ড. বি. আর. আম্বেদকরের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় (১৯২৭ খ্রিস্টাব্দে) তা মাহাদ মার্চ নামে পরিচিত।
৭. রাওলাট আইনের পিছনে কী উদ্দেশ্য ছিল?
উত্তর:- রাওলাট আইন প্রবর্তনের প্রধান উদ্দেশ্য হল (১) ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত তুরস্কের খলিফার ক্ষমতা খর্ব করলে ভারতের মুসলিম সম্প্রদায় সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নেয়। (২) প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যমূল্য বৃদ্ধি, খরা, মহামারি, বেকারত্ব প্রভৃতি ঘটনার ফলে ভারতের সর্বত্র গণ-আন্দোলন ছড়িয়ে পড়ে।
৮. ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?
উত্তর:- ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়োজন, তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন।
৯. মর্লে-মিন্টো সংস্কার আইন কবে পাস হয়?
উত্তর:- ১৯০৯ খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইন পাস হয়।
১০. কবে এবং কাদের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৯১৬ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়।
১১. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে, কখন ঘোষণা করেন?
উত্তর:- ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘোষণা করেন।
১২. মুসলিম লিগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী?
উত্তর:- মুসলিম লিগের লাহোর অধিবেশনের পর থেকে কংগ্রেস ও মুসলিম লিগের ঐক্য বিনষ্ট হয়। এই অধিবেশনেই প্রথম পৃথক পাকিস্তানের দাবি ওঠে এবং লিগ ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে সরে এসে সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনৈতিক দাবিদাওয়া আদায়ের চেষ্টা করে।
১৩. মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন?
উত্তর:- মিরাট ষড়যন্ত্র মামলায় ৩৩ জন শ্রমিক নেতা অভিযুক্ত হন।
১৪. বিশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল?
উত্তর:- বিংশ শতকে বাংলায় ১৯৪৩ খ্রিস্টাব্দে বা ১৩৫০ বঙ্গাব্দে মন্বন্তর হয়েছিল।
১৫. সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিদলের নেতৃত্ব কে দেন?
উত্তর:- সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আগা খাঁ।
১৬. রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে?
উত্তর:- রাওলাট সত্যাগ্রহের সূচনা করেন গান্ধিজি ১৯১৯ খ্রিস্টাব্দের ৬ এপ্রিল।
১৭. মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায়?
উত্তর:- কমিউনিস্ট পার্টির কার্যকলাপ ও তাদের নেতৃত্বাধীন শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করতে সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে ৩২ জন কমিউনিস্ট শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এটি ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ নামে পরিচিত।
১৮. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উত্তর:- স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি।
১৯. বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে ?
উত্তর:- বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন সর্দার বল্লভভাই প্যাটেল।
২০. স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু।
২১. জাপান কবে চীনের কাছে ‘একুশ দফা দাবি পেশ করেছিল?
উত্তর:- জাপান ১৯১৫ খ্রিস্টাব্দের ১৮ জানুয়ারি চিনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিল।
উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় থেকে ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025
১. আগস্ট প্রস্তাব কী ?
উত্তরঃ- ১৯৪০ খ্রিস্টাব্দের ৮ আগস্ট বড়লাট লর্ড লিনলিথগো ভারতের সম্পদ ব্যবহার করার ও ভারতীয় নেতৃত্বকে খুশি করার জন্য যে প্রস্তাব পেশ করেন তা আগস্ট প্রস্তাব বা লিনলিথগো প্রস্তাব নামে পরিচিত।
২. ক্রিপস প্রস্তাব কী ?
উত্তরঃ- ১৯৪২ খ্রিস্টাব্দে ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতকে স্বায়ত্তশাসন দেওয়ার লক্ষ্যে যে প্রস্তাব পেশ করেন তা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত।
৩. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী ?
উত্তরঃ- লর্ড মাউন্টব্যাটেন ৩ জুন ১৯৪৭ খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের রাজি করিয়ে ভারত বিভাগের যে পরিকল্পনা করেছিলেন তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত।পরিচিত
৪. তানাকা মেমোরিয়াল কী ?
উত্তরঃ- ১৯২৭ খ্রিস্টাব্দে জাপানের প্রধানমন্ত্রী তানাকা পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপান – সম্রাটের কাছে যে প্রতিবেদন তুলে ধরেছিলেন তা তানাকা মেমোরিয়াল নামে পরিচিত।
৫. প্রত্যক্ষ সংগ্রাম কী ?
উত্তরঃ- মহম্মদ আলি জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে যে আন্দোলন শুরু ( ১২ আগস্ট ১৯৪৬ খ্রিস্টাব্দ) করেছিল তা প্রত্যক্ষ সংগ্রাম নামে পরিচিত।
৬. রশিদ আলি দিবস কী ?
উত্তরঃ- আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলিকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিলে তার প্রতিবাদে ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি কলকাতায় সাধারণ ধর্মঘট পালিত হয়। এই ঘটনা রশিদ আলি দিবস নামে পরিচিত।
৭. ভিয়েতমিন কী ?
উত্তরঃ- ১৯৪১ খ্রিস্টাব্দে হো-চি-মিন ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের নিয়ে যে বাহিনী গড়ে তুলেছিলেন তা ভিয়েতমিন নামে পরিচিত।
৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয় ?
উত্তরঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় ১৯৩৯-১৯৪৫ খ্রিস্টাব্দে ।
৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো।
১০. উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল?
উত্তর:- উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ভিয়েতকং নামে পরিচিত ছিল।
১১. ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে?
উত্তর:- ভারতীয়দের হাতে শাসন ক্ষমতা হস্তান্তরের জন্য ভারতীয় নেতৃবর্গের সঙ্গে আলাপ-আলােচনার জন্য তিন সদস্যের এক ক্যাবিনেট মিশন ১৯৪৬ খ্রিস্টাব্দে ভারতে আসেন।
১২. ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো।
উত্তর:- মন্ত্রী মিশনের তিনজন সদস্য হলেন ভারত সচিব স্যার পেথিক লরেন্স, বাণিজ্যসভার সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং নৌবাহিনীর প্রধান এ. ভি. আলেকজান্ডার।
১৩. হো-চি-মিন কে ছিলেন?
উত্তর:- হো-চি-মিন ছিলেন ভিয়েতনামের মুক্তিসংগ্রামের পথ প্রদর্শক ও প্রাণপুরুষ। তিনিই ছিলেন ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি।
১৪. কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়।
১৫. ‘এশিয়া এশিয়াবাসীর জন্য’ এই স্লোগান কোন দেশের?
‘উত্তর:- এশিয়া এশিয়াবাসীর জন্য’ এই স্লোগান তুলেছিল জাপান।
১৬. কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়?
উত্তর:- আজাদ হিন্দ বাহিনীর ‘ঝাঁসির রানি ব্রিগেড’-এর নেতৃত্ব দেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন।
১৭. ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধিজি কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন?
উত্তর:- গান্ধিজি ক্রিপস মিশনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় বলেন যে, “এই প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের এক আগাম তারিখের চেক কাটার শামিল” (A postdated cheque on a crashing bank)
১৮. সি আর ফর্মুলা কী?
উত্তর:- মুসলিম লিগের পৃথক পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে চক্রবর্তী রাজাগোপালাচারী ১৯৪৪ খ্রিস্টাব্দে যে প্রস্তাব দেন তা ‘সি. আর. ফর্মুলা’ নামে পরিচিত।
১৯. সুভাষচন্দ্র বসু কাকে ‘পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক’ বলে অভিহিত করেন?
উত্তর:- সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসুকে ‘পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন।
২০. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর:- তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত।
২১. কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয় ?
উত্তর:- তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয়।
২২. ‘এশিয়া বাসীদের জন্য এশিয়া’ – এই শ্লোগানের উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:- ‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’ এই ঘোষণার দ্বারা জাপান আসলে চেয়েছিল এশিয়াকে বিদেশি সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত রাখতে এবং নিজের সাম্রাজ্যবাদের বিস্তার ঘটাতে।
২৩. তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর তমলুকে অজয় মুখার্জি, সুশীল ধাড়া ও সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে।
২৪. ১৯৪২ সালে ‘অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- ১৯৪২ সালে ‘অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন’ প্রতিষ্ঠা করেন ড. বি আর আম্বেদকর।
২৫. কে ‘ইন্দো-চায়না কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ‘ইন্দো-চায়না কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠা করেন হো-চি-মিন।
২৬. কুয়ো-মিং-টাং দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- কুয়ো-মিং-টাং দলের প্রতিষ্ঠাতা ছিলেন সান ইয়াৎ সেন।
২৭. মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল?
উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩ জুন মাউন্টব্যাটেন প্রস্তাব ঘোষিত হয়েছিল।
২৮. ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে ?
উত্তর:- ১৯৪৯ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
উচ্চ মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় থেকে ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025
১. বার্লিন অবরোধ কী?
উত্তর:- কিছু উদ্দেশ্যপূরণের লক্ষ্যে সোভিয়েত ইউনিয়ন পশ্চিমি রাষ্ট্রজোটের পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়কপথ (যা ছিল সোভিয়েতের অধীনস্থ) অবরোধ করে (১৯৪৮ খ্রি. ২৪ জুন), যা বাৰ্লিন অবরোধ নামে পরিচিত।
২. বুলগানিন কে ছিলেন ?
উত্তর:- ১৯৫৩-১৯৫৫ সালে সােভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন নিকোলাই বুলগানিন। তিনি ১৯৫৬ সালে ভারত সফরে এসেছিলেন।
৩. ইয়াসের আরাফত কে ছিলেন?
উত্তর:- প্যালেস্টাইন মুক্তিসংঘের নেতা ছিলেন ইয়াসের আরাফত।
৪. বেষ্টনী নীতি কী ?
উত্তর:- রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ. কেন্নান এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন, তা কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত।
৫. সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে (১৯৫৬) যোগ দেন?
উত্তর:- কৃষ্ণ মেনন সুয়েজ সংকট সমাধানের জন্য লন্ডন সম্মেলনে (১৯৫৬ খ্রি.) যোগ দেন।
৬. ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
উত্তর:- ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার কমিউনিস্ট বিপ্লবী ও রাজনীতিবিদ। তাঁর নেতৃত্বে কিউবার একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারের বদলে নতুন কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়।
৭. জেনেভা সম্মেলন কেন ডাকা হয়?
উত্তর:- ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের পর ভিয়েতনামের ভবিষ্যৎ নির্ধারণের উদ্দেশ্যে ১৯৫৪ খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন ডাকা হয়েছিল।
৮. প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- প্রথম নির্জোট সম্মেলন যুগোশ্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত হয়েছিল।
9. ন্যাটো (NATO)-র পুরো কথা কী?
উত্তর:- NATO-এর পুরো নাম হল ‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’।
১০. মার্শাল পরিকল্পনা কী?
উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন, মা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।
১১. ওয়ারশ চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৪ মে সাম্যবাদের প্রসারের লক্ষ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়।
১২. দাঁতাত কী?
উত্তর:- সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী জোট ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোটের মধ্যেকার ঠান্ডা লড়াইয়ের অবসান প্রক্রিয়া দাঁতাত নামে পরিচিত। এই প্রক্রিয়ায় উভয় জোটের মধ্যে উত্তেজনা প্রশমিত হয় এবং উভয়ের মধ্যে রণনীতি বিষয়ে সমঝোতা গড়ে ওঠে।
১৩. দিয়েন বিয়েন ফু-তে কী ঘটেছিল?
উত্তর:- টংকিং-এর দিয়েন বিয়েন ফু নামে ভিয়েতনামের একটি গ্ৰামে ফরাসিরা অস্ত্রঘাঁটি নির্মাণ করলে ভিয়েতনামিরা তার ধ্বংস করে দেয়, যা দিয়েন বিয়েন ফু ঘটনা নামে পরিচিত।
১৪. কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝায়?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন অথচ প্রবল দ্বন্দ্ব শুরু হয়। এই সংকট কিউবার ক্ষেপনাস্ত্র সংকট নামে পরিচিত।
১৫. টুম্যান নীতি কী ছিল?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় (১৯৪৭ খ্রি. ১২ মার্চ) তুরস্ক ও গ্রিস-সহ বিশ্বের যে-কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত।
উচ্চ মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় থেকে ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025
১. ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর:- ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের উদ্যোগে ১৯৫২ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুরে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ (আই আই টি) প্রথম প্রতিষ্ঠিত হয়।
২. আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তর:- ১৯৬২ সালের ১৮ মার্চ ইভিয়ান চুক্তির দ্বারা আলজেরিয়া ফরাসি শাসন থেকে স্বাধীনতা লাভ করে।
৩. হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন ?
উত্তর:- জওহরলাল নেহরুর শাসনকালে হোমি জাহাঙ্গির ভাবা ছিলেন ভারতের পরমাণু গবেষণার বিষয়ে প্রধান উপদেষ্টা। তাঁর সভাপতিত্বে ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারতের শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়।
৪. স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর:- স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমেদ বেন বেল্লা।
৫. স্বাধীন বাংলাদেশে কবে উদ্বোধন হয় ?
উত্তর:- 1971 খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশে উদ্বোধন হয়।
৬. সার্ক (SAARC) কী?
উত্তর:- দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই অঞ্চলের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ – এই সাতটি দেশ ১৯৮৫ খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা গড়ে তোলে। এটি দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক (SAARC) নামে পরিচিত।
৭. তৃতীয় বিশ্ব কী?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়।
৮. বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়?
উত্তর:- বর্ণবৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়।
৯. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ড. মহম্মদ হাত্তা।
১০. স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল ১৯৫১-৫২ খ্রিস্টাব্দে।
১১. বেন বেল্লা কে?
উত্তর:- স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহম্মদ বেন বেল্লা।
১২. ‘পাকিস্তান পিপলস্ পার্টি” কে গঠন করেন?
উত্তর:- জুলফিকার আলী ভুট্টো ‘পাকিস্তান পিপলস্ পার্টি’ গঠন করেন।
১৩. দক্ষিণ আফ্রিকার প্রথম অ-শ্বেতাক্ষা রাষ্ট্রপ্রধানের নাম কী?
উত্তর:- দক্ষিণ আফ্রিকার প্রথম অ-শ্বেতাক্ষা রাষ্ট্রপ্রধানের নাম নেলসন ম্যান্ডেলা।
১৪. ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কীভাবে ভাগ করা হয়?
উত্তর:- ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য দুভাগে ভাগ করা হয় – (১) কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় (২) রাজ্য তালিকাভুক্ত বিষয়।