বৈদিক যুগ: SLST MCQ Question Answer Suggestion

বৈদিক যুগ: SLST MCQ Question Suggestion হরপ্পা সভ্যতা থেকে WBSSC / SLST পরীক্ষার জন্য MCQ Question Answer Suggestion দেওয়া হল

বৈদিক যুগ: SLST MCQ Question Answer Suggestion

1. বেদকে ভিত্তি করে উদ্ভব ঘটে –

  • (A) বৈদিক সভ্যতা
  • (B) হরপ্পা সভ্যতা
  • (C) চিন সভ্যতা
  • (D) সুমেরু সভ্যতা।

ঊত্তর:- (A) বৈদিক সভ্যতা

2. আর্য শব্দটি এসেছে –

  • (A) ল্যাটিন
  • (B) কেলটিক
  • (C) পারসিক
  • (D) সংস্কৃত শব্দ থেকে।

ঊত্তর:- (D) সংস্কৃত শব্দ থেকে

3. আর্যরা যে 7 টি ভাষায় কথা বলত তা হল –

  • (A) ইন্দো-ইউরোপীয়
  • (B) ইন্দো-সারসেনীয়
  • (C) ইন্দো-গ্রিক
  • (D) ইন্দো-রোমানীয়।

ঊত্তর:- (A) ইন্দো-ইউরোপীয়

4. আর্যরা ভারতের প্রাচীন অধিবাসীদের বলত –

  • (A) ব্রাহ্মণ বা ক্ষত্রিয়
  • (B) বৈশ্য বা শূদ্র
  • (C) দাস বা দস্যু
  • (D) এগুলির কোনোটিই নয়।

ঊত্তর:- (C) দাস বা দস্যু

5. অধিকাংশ পণ্ডিতরা মনে করেন আর্যরা ভারত -এ এসেছিল –

  • (A) পারস্য থেকে
  • (B) ইরান থেকে
  • (C) ইউরোপ থেকে
  • (D) ইরাক থেকে।

ঊত্তর:- (C) ইউরোপ থেকে

6. আর্য কথার অর্থ হল –

  • (A) সৎবংশজাত
  • (B) সত্যবংশজাত
  • (C) A + B দুটোই
  • (D) কোনোটিই নয়।

ঊত্তর:- (A) সৎবংশজাত

7. আর্যরা মোট কটি ভাষায় কথা বলত? –

  • (A) পাঁচটি
  • (B) ছয়টি
  • (C) সাতটি
  • (D) আটটি।

ঊত্তর:- (C) সাতটি

8. বৈদিক সভ্যতা কী ধরনের সভ্যতা? –

  • (A) গ্রামকেন্দ্রিক
  • (B) শহরকেন্দ্রিক
  • (C) নগরকেন্দ্রিক
  • (D) রাষ্ট্রকেন্দ্রিক।

ঊত্তর:- (A) গ্রামকেন্দ্রিক

9. আর্যদের আদি বাসস্থান উরাল পর্বতের দক্ষিণে কিরঘিজের তৃণভূমিতে’ বলেছেন –

  • (A) অধ্যাপক গহিলস
  • (B) অধ্যাপক ব্যান্ডেন স্টাইন
  • (C) অধ্যাপক হার্ট
  • (D) পণ্ডিত শক্তিনাথ ঝা।

ঊত্তর:- (B) অধ্যাপক ব্যান্ডেন স্টাইন

10. আর্যদের প্রাচীন সাহিত্য ঋকবেদ রচিত হয় –

  • (A) খ্রিষ্টপূর্ব 1400-1000 অব্দ
  • (B) খ্রিঃ পূর্ব 1000-600 অব্দ
  • (C) খ্রিঃ পূর্ব 1500-1000 অব্দ
  • (D) খ্রিষ্টপূর্ব 1500-1400 অব্দ।

ঊত্তর:- (C) খ্রিঃ পূর্ব 1500-1000 অব্দ

11. বিদ কথার অর্থ হল –

  • (A) শিক্ষা
  • (B) জ্ঞান
  • (C) স্মৃতি
  • (D) শ্রুতি।

ঊত্তর:- (B) জ্ঞান

12. গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে –

  • (A) সামবেদ
  • (B) যদুবেদ
  • (C) অথর্ববেদ
  • (D) ঋগ্বেদ।

ঊত্তর:- (D) ঋগ্বেদ

13. যজ্ঞের সময় স্তোত্রগুলি গীত হত কোন বেদে –

  • (A) ঋক
  • (B) সাম
  • (C) যজু
  • (D) অথর্ব।

ঊত্তর:- (B) সাম

14. ঋকবেদে স্তোত্রের সংখ্যা ছিল –

(A) 1224 বছর

(B) 1228

(C) 1028

(D) 1128।

ঊত্তর:- (C) 1028

15. সৃষ্টির রহস্য, চিকিৎসা বিদ্যা ও বশীকরণ মন্ত্র স্থান পেয়েছে –

(A) সামবেদ

(B) যজুবেদ

(C) ঋকবেদ

(D) অথর্ববেদে।  

ঊত্তর:- (D) অথর্ববেদে

16. উপনিষদের আলোচ্য বিষয় হল –

(A) ভূগোল

(B) দর্শন

(C) ইতিহাস

(D) বিজ্ঞান।

ঊত্তর:-  (B) দর্শন

17. বেদান্তের সংখ্যা ছিল –

(A) 5 টি

(B) 2 টি

(C) 3 টি

(D) 6 টি।

ঊত্তর:- (D) 6 টি

18. ষড় দর্শনের মধ্যে গৌতম রচনা করেন –

(A) যোগশাস্ত্র

(B) ন্যায়শাস্ত্র

(C) সংখ্যাদর্শন

(D) বৈশেষিক দর্শন।  

ঊত্তর:- (B) ন্যায়শাস্ত্র

19. ক্ষাত্রবেদ নামে পরিচিত –

(A) ঋকবেদ

(B) সামবেদ

(C) যজুবেদ

(D) অথর্ববেদ।

ঊত্তর:- (D) অথর্ববেদ

20. বৈদিক যুগ কটি ভাগে বিভক্ত হয়েছে? –

(A) 2টি

(B) 3টি

(C) 4টি

(D) এগুলির কোনোটিই নয়।

ঊত্তর:- (A) 2টি

21. দশরাজার যুদ্ধের নায়ক সুদাস ছিলেন –

(A) পুরু

(B) ভরত

(C) যদু

(D) তুর্বস গোষ্ঠীর।

ঊত্তর:- (B) ভরত

22. দশরাজার যুদ্ধের উল্লেখ আছে –

(A) ঋকবেদে

(B) সামবেদে

(C) রামায়ণে

(D) মহাভারতে।

ঊত্তর:- (A) ঋকবেদে

23. কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় –

(A) পরিবার

(B) বিশ

(C) জন

(D) রাষ্ট্র।

ঊত্তর:- (B) বিশ

24. গণপরিষদ সভা ও সমিতি শাসনকার্যে পরামর্শ দিত –

(A) রাষ্ট্রকে

(B) রাজাকে

(C) প্রধানকে

(D) জনগণকে। 

ঊত্তর:- (B) রাজাকে

25. নারীরা অংশগ্রহণ করত –

(A) সভাতে

(B) সমিতিতে

(C) ক্লাবে

(D) এগুলির কোনটিতে নয়।

ঊত্তর:- (B) সমিতিতে

26. দশরাজার যুদ্ধে পরাজিত বিশ্বামিত্র ছিলেন –

(A) পুরোহিত

(B) রাজা

(C) গ্রামনি

(D) সেনানি।

ঊত্তর:- (A) পুরোহিত

27. ঋকবৈদিক যুগে পরিবার ছিল –

(A) পিতৃতান্ত্রিক

(B) মাতৃতান্ত্রিক

(C) অভিজাততান্ত্রিক

(D) রাজতান্ত্রিক।

ঊত্তর:- (A) পিতৃতান্ত্রিক

28. আর্যরা ভারতে প্রথম বসতি গড়ে তোলে –

(A) পঞ্চসিন্ধু অঞ্চলে

(B) সপ্তসিন্ধু অঞ্চলে

(C) A+ B অঞ্চলে

(D) এগুলির কোনোটিই নয়।

ঊত্তর:- (B) সপ্তসিন্ধু অঞ্চলে

29. আর্যরা ভারতে আসে আনুমানিক –

(A) 1000 খ্রিস্টপূর্বাব্দে

(B) 1500 খ্রিস্টপূর্বাব্দে

(C) 1800 খ্রিস্টপূর্বাব্দে

(D) 2000 খ্রিস্টপূর্বাব্দে।

ঊত্তর:- (B) 1500 খ্রিস্টপূর্বাব্দে

30. হস্তিনাপুর কোন রাজ্যের রাজধানী? –

(A) অঙ্গ

(B) মগধ

(C) কুরু

(D) পাঞ্চাল।  

ঊত্তর:- (C) কুরু

31. বৈদিক সমাজ ছিল –

(A) পিতৃতান্ত্রিক

(B) মাতৃতান্ত্রিক

(C) গ্রামকেন্দ্রিক

(D) নগরকেন্দ্রিক।

ঊত্তর:- (A) পিতৃতান্ত্রিক

32. আর্যদের প্রথম তিনবর্ণের মানুষের সেবা করত –

(A) ব্রাহ্মণরা

(B) ক্ষত্রিয়রা

(C) বৈশ্যরা

(D) শূদ্ররা।

ঊত্তর:- (D) শূদ্ররা

33. আর্য সমাজে শ্রেষ্ঠ সম্প্রদায় ছিল – (A) ব্রাহ্মণরা (B) ক্ষত্রিয়রা (C) বৈশ্যরা (D) শূদ্ররা।ঊত্তর:- (A) ব্রাহ্মণরা

34. আর্যদের আশ্রম সংখ্যা ছিল – (A) চারটি (B) আটটি (C) বারোটি (D) ষোলোটি। ঊত্তর:- (A) চারটি

35. চতুরাশ্রমের প্রথম ও শেষ আশ্রম ছিল – (A) গার্হস্থ্য ও বানপ্রস্থ (B) বানপ্রস্থ ও সন্ন্যাস (C) ব্রহ্মচর্য ও সন্ন্যাস (D) গার্হস্থ্য ও সন্ন্যাস। ঊত্তর:-  (C) ব্রহ্মচর্য ও সন্ন্যাস

36. ঋকবৈদিক যুগে আর্যদের সমাজব্যবস্থার ভিত্তি ছিল – (A) পিতা (B) মাতা (C) পরিবার (D) গৃহপতি। ঊত্তর:- (C) পরিবার

37. খকবৈদিক যুগের বিদুষী নারী ছিলেন না – (A) ঘোষা (B) অপালা (C) গার্গী (D) লোপামুদ্রা। ঊত্তর:- (C) গার্গী

38. পরবর্তী বৈদিক যুগের বিদুষী নারীরা হলেন – (A) ঘোষা, অপালা (B) বিশ্ববারা, লোপমুদ্রা (C) গার্গী, মৈত্রেয়ী (D) সরস্বতী, সাবিত্রী।  ঊত্তর:- (C) গার্গী, মৈত্রেয়ী

39. বৈদিক যুগে ‘ভিষক’ বলা হত – (A) শিক্ষকদের (B) চিকিৎসকদের (C) পণ্ডিতদের (D) ব্রাহ্মণদের। ঊত্তর:- (B) চিকিৎসকদের

40. কুসীদ কথার অর্থ ঋণ-এর উল্লেখ আছে – (A) কোরানে (B) বাইবেলে (C) গীতায় (D) বেদে। ঊত্তর:- (D) বেদে

41. বেদে উল্লেখিত ‘বণিজ’ শব্দটির অর্থ হল – (A) বণিকপুত্র (B) সারিপুত্র (C) রাজপুত্র (D) দেবতা পুত্র।ঊত্তর:- (A) বণিকপুত্র

42. বেদে ‘কৃষ্টি’ বলতে বোঝানো হয়েছে – (A) কৃষকদের (B) শ্রমিকদের (C) কারিগরদের (D) শিল্পীদের। ঊত্তর:- (A) কৃষকদের

43. বেদে শত অরিত্রনৌ’ বলতে উল্লেখ করা হয়েছে – (A) শত নৌকা (B) শত জাহাজ (C) শত বন্দুক (D) শতপতিকে। ঊত্তর:- (A) শত নৌকা

44. বেদে উল্লেখিত ‘সুতমা নৌর’ বলতে বোঝায় – (A) ছোট নৌকা (B) বড়ো নৌকা (C) মাঝারি নৌকা (D) এগুলির কোনোটিই নয়।    ঊত্তর:- (B) বড়ো নৌকা

45. আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম ছিল – (A) ঘোড়া (B) গোরু (C) কড়ি (D) নিস্ক ও মনা। ঊত্তর:- (B) গোরু

46. বৈদিক যুগে গাভিষ্টি বলা হত – (A) গোরুকে (B) ঘোড়াকে (C) ভেড়াকে (D) মোষকে।  ঊত্তর:- (A) গোরুকে

47. আর্যরা ভারতে প্রথম ধাতুর প্রচলন করে – (A) তামার (B) সোনার (C) রুপার (D) লোহার। ঊত্তর:- (D) লোহার

48. বেদে ‘আয়ুস’ বলা হয়েছে – (A) সোনাকে (B) রূপাকে (C) লোহাকে (D) তামাকে।   ঊত্তর:- (C) লোহাকে

49. খগ্বেদে ‘গোধূম’ বলা হয়েছে – (A) ধানকে (B) গমকে (C) যবকে (D) পাটকে। ঊত্তর:- (B) গমকে

50. ঋক্‌বৈদিক যুগের অর্থনীতির ভিত্তি ছিল – (A) কৃষি (B) পশুপালন (C) শিকার (D) বাণিজ্য। ঊত্তর:-  (B) পশুপালন

51. আর্যসমাজে ‘গ্রামণী’ বলা হত – (A) গ্রামের প্রধানকে (B) সেনার প্রধানকে (C) পুরোহিতকে (D) ব্রাহ্মণকে।ঊত্তর:- (A) গ্রামের প্রধানকে

52. আর্য সমাজে রাজাকে পরামর্শ দিত – (A) ক্লাব, সমিতি (B) সমবায়, সমিতি (C) সভা, সমিতি (D) রাষ্ট্র, সমিতি। ঊত্তর:-  (C) সভা, সমিতি

53. বিশ-এর প্রধানকে বলা হয় – (A) বিশপতি (B) কুলপতি (C) গৃহপতি (D) জনপতি।ঊত্তর:- (A) বিশপতি

54. বৈদিক যুগের শাসকরা উপাধি গ্রহণ করতেন না – (A) সম্রাট (B) সুলতান (C) রাজচক্রবর্তী (D) রাজাধিরাজ। ঊত্তর:- (B) সুলতান

55. দশরাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন – (A) সুদাস (B) হরিদাস (C) বিশ্বামিত্র (D) অগ্নিমিত্র।  ঊত্তর:- (A) সুদাস

56. ভরত উপজাতির রাজা সুদাসের পদচ্যুত প্রধান পুরোহিত ছিলেন –

  • (A) বিশ্বামিত্র
  • (B) অগ্নিমিত্র
  • (C) (A+B) উভয়েই
  • (D) এঁদের কেউই নয়।

ঊত্তর:- (A) বিশ্বামিত্র

57. ‘উগ্র’ বলা হত –

  • (A) পদস্থ কর্মচারীকে
  • (B) নিম্নস্থ কর্মচারীকে
  • (C) সেনাপতিকে
  • (D) রাজকর্মচারীকে।

ঊত্তর:- (A) পদস্থ কর্মচারীকে

58. ঋকবৈদিক যুগের দেবতা ছিলেন না –

  • (A) ইন্দ্র, বরুণ
  • (B) অগ্নি, মিত্র
  • (C) বৃহস্পতি, রুদ্র
  • (D) শিব, বিষ্ণু।

ঊত্তর:- (D) শিব, বিষ্ণু

59. ঋকবৈদিকযুগের দেবী ছিলেন না –

  • (A) ঊষা
  • (B) অদিতি
  • (C) অরুন্ধতী
  • (D) সাবিত্রী।  

ঊত্তর:- (C) অরুন্ধতী

60. বৈদিক যুগের যজ্ঞের অন্তর্ভুক্ত নয় –

  • (A) অশ্বমেধ
  • (B) রাজসূয়
  • (C) বিরাট
  • (D) বাজপেয়।  

ঊত্তর:- (C) বিরাট

61. পরবর্তী বৈদিক যুগের দেবতা ছিলেন না –

  • (A) ব্রহ্মা
  • (B) শিব
  • (C) অগ্নি
  • (D) বিষ্ণু।

ঊত্তর:- (C) অগ্নি

62. আর্যদের প্রাচীনতম গ্রন্থ হল –

  • (A) ঋগ্বেদ
  • (B) সামবেদ
  • (C) যজুবেদ
  • (D) অথর্ববেদ।

ঊত্তর:- (A) ঋগ্বেদ

63. ‘শ্ৰুতি’ বলা হয় –

  • (A) বেদকে
  • (B) রামায়ণকে
  • (C) মহাভারতকে
  • (D) বাইবেলকে।

ঊত্তর:- (A) বেদকে

64. বেদকে ‘শ্ৰুতি’ বলা হয় কারণ –

  • (A) শুনে শুনে মুখস্থ
  • (B) পড়ে পড়ে মুখস্থ
  • (C) লিখে লিখে মুখস্থ
  • (D) কানে কানে কণ্ঠস্থ করা হত।    

ঊত্তর:- (A) শুনে শুনে মুখস্থ

65. বেদ রচিত হয়েছিল কোন ভাষায় ? –

  • (A) সংস্কৃত
  • (B) ল্যাটিন
  • (C) কেলটিক
  • (D) গথিক।

ঊত্তর:- (A) সংস্কৃত

67. বেদ কয় ভাগে বিভক্ত ছিল? –

  • (A) দুইভাগে
  • (B) চারভাগে
  • (C) পাঁচভাগে
  • (D) ছয়ভাগে।

ঊত্তর:- (B) চারভাগে

68. প্রতিটি বেদ কয়ভাগে বিভক্ত ছিল? –

  • (A) দুই ভাগে
  • (B) তিনভাগে
  • (C) চার ভাগে
  • (D) এগুলির কোনোটিই নয়।

ঊত্তর:- (C) চার ভাগে

69. বেদের ক্রিয়াকাণ্ডের বর্ণনা আছে –

  • (A) ব্রাহ্মণ ও সংহিতায়
  • (B) আরণ্যক ও উপনিষদে
  • (C) ছন্দ ও ব্যাকরণে
  • (D) জ্যোতিষ ও কল্পে।

ঊত্তর:- (A) ব্রাহ্মণ ও সংহিতায়

70. বেদের দার্শনিক ব্যাখ্যা আছে –

  • (A) ব্রাক্ষ্মণ ও সংহিতায়
  • (B) আরণ্যক ও উপনিষদে
  • (C) ছন্দ ও ব্যাকরণে
  • (D) জ্যোতিষ ও কল্পে।

ঊত্তর:- (B) আরণ্যক ও উপনিষদে

71. বেদের শেষভাগকে বা বেদান্তকে বলা হয় –

  • (A) ব্রাহ্মণ
  • (B) সংহিতা
  • (C) আরণ্যক
  • (D) উপনিষদ।

ঊত্তর:-  (D) উপনিষদ

72. উপনিষদে আলোচিত দার্শনিক তত্ত্ব নামে পরিচিত –

  • (A) ন্যায়দর্শন
  • (B) সাংখ্যদর্শন
  • (C) বেদান্ত দর্শন
  • (D) বৈশেষিক দর্শন।

ঊত্তর:- (C) বেদান্ত দর্শন

73. ষড়দর্শনের মধ্যে কপিল রচনা করেন –

  • (A) ন্যায়দর্শন
  • (B) সাংখ্যদর্শন
  • (C) পূর্ব মীমাংসা
  • (D) উত্তর মীমাংসা।

ঊত্তর:- (B) সাংখ্যদর্শন

Leave a Comment