২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

১৯২০ দশকের শেষদিকে, বিশেষ করে আইন অমান্য আন্দোলন পর্বে বাংলায় সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপের পরিচয়

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ ও তাদের আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করা হল।

Table of Contents

১৯২০ দশকের শেষদিকে, বিশেষ করে আইন অমান্য আন্দোলন পর্বে বাংলায় সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপের পরিচয়

প্রশ্ন:-১৯২০ দশকের শেষদিকে, বিশেষ করে আইন অমান্য আন্দোলন পর্বে বাংলায় সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপের পরিচয় দাও ।

ভূমিকা:- প্রথম বিশ্বযুদ্ধের পর বাংলায় বিপ্লবী আন্দোলন কিছুদিনের জন্য দুর্বল হয়ে পড়ে। কিন্তু আইন অমান্য আন্দোলন পর্বে সশস্ত্র বিপ্লবী আন্দোলন আবার যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে।

চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন

১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, অনন্ত সিংহ, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত-সহ ৬৫ জন বিপ্লবী চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ করে প্রচুর অস্ত্রশস্ত্র লুঠ করেন। তাঁরা পুলিশ লাইন, ডাক ও তার অফিস আক্রমণ করেন ৷ লুণ্ঠনের পর জালালাবাদ পাহাড়ে বিপ্লবীদের সঙ্গে পুলিশের তুমুল যুদ্ধে একজন বিপ্লবী মারা গেলেও সূর্য সেন-সহ বাকিরা পালাতে সক্ষম হন। পরে ধরা পড়লে ১৯৩৪ খ্রিস্টাব্দে সূর্য সেনের ফাঁসি হয়।

ইউরোপীয় ক্লাব আক্রমণ

সূর্য সেনের নির্দেশে এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে শান্তি চক্রবর্তী, কালীকিঙ্কর দে প্রমুখ বিপ্লবী ১৯৩২ খ্রিস্টাব্দে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন। শেষপর্যন্ত প্রীতিলতা বিষ খেয়ে আত্মহত্যা করেন।

রাইটার্স বিল্ডিং অভিযান

বিপ্লবী বিনয়-বাদল-দীনেশ ১৯৩০ খ্রিস্টাব্দে কলকাতার রাইটার্স বিল্ডিং আক্রমণ করে কুখ্যাত জেল অধিকর্তা সিম্পসনকে হত্যা করেন।

অলিন্দ যুদ্ধ

বিশাল পুলিশবাহিনী বিপ্লবীদের ওপর পালটা আক্রমণ চালালে ভবনের বারান্দায় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে যা ‘অলিন্দ যুদ্ধ’ নামে পরিচিত। লড়াই শেষে বাদল আত্মহত্যা করেন, বিনয় পরে হাসপাতালে মারা যান এবং দীনেশের ফাঁসি হয়।

জ্যাকসনকে গুলি

১৯৩২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসন বক্তৃতা দিতে শুরু করলে বীণা দাস তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। কিন্তু তাঁর গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বীণা গ্রেপ্তার হন এবং বিচারে তাঁর ৯ বছর সশ্রম কারাদণ্ড হয়।

উপসংহার:- ১৯২০-এর দশকের শেষ দিকে, বিশেষ করে আইন অমান্য আন্দোলনের সময় ভারতে বিপ্লবী আন্দোলন খুব সক্রিয় ছিল। ১৯৩২ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের মূল ধারা থেমে গেলেও বাংলায় বিপ্লববাদের আগুন ক্রমশ প্রসারিত হতে থাকে। পরবর্তী এক দশকে বাংলার বিভিন্ন বৈপ্লবিক কর্মকান্ড তারই প্রমাণ।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.১.চ.) দীপালি সংঘ
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
(৭.১.জ.) কল্পনা দত্ত
(৭.১.ঝ.) বীণা দাস

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment