২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

ঔপনিবেশিক আমলে নমঃশূদ্র সংগঠনগুলির পরিচয় দাও

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঔপনিবেশিক আমলে নমঃশূদ্র সংগঠনগুলির পরিচয় দেওয়া হল।

Table of Contents

ঔপনিবেশিক আমলে নমঃশূদ্র সংগঠনগুলির পরিচয়

প্রশ্ন:- ঔপনিবেশিক আমলে নমঃশূদ্র সংগঠনগুলির পরিচয় দাও।

ভূমিকা:- ঔপনিবেশিক শাসনকালে বাংলার দলিত নমঃশূদ্র সম্প্রদায় নিজেদের অধিকার, সামাজিক মর্যাদা ও রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে ওঠে। ফলে এই সময় বাংলায় নমঃশূদ্রদের বেশ কয়েকটি সংগঠন গড়ে ওঠে।

গুরুচাঁদ ঠাকুরের উদ্যোগ

নমঃশূদ্র নেতা গুরুচাঁদ ঠাকুর উনিশ শতকের শেষদিকে ‘নমঃশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ বা নমঃশূদ্র কল্যাণ সমিতি’ প্রতিষ্ঠা করেন। তাঁর সভাপতিত্বে ১৮৮১ খ্রিস্টাব্দে খুলনা জেলায় ‘নিখিল বঙ্গ নমঃশূদ্র সম্মেলন’ অনুষ্ঠিত হয়।

গুরুচাঁদের অনুগামীদের উদ্যোগ

গুরুচাঁদ ঠাকুরের অনুগামীদের উদ্যোগে গড়ে ওঠা নমঃশূদ্রদের কয়েকটি সংগঠন হল ‘উন্নয়নী সভা’ (১৯০২ খ্রি.), বেঙ্গল নমঃশূদ্র অ্যাসোসিয়েশন’ (১৯১২ খ্রি.), ‘নিখিলবঙ্গ নমঃশূদ্র সমিতি’ (১৯২৬ খ্রি.) প্রভৃতি।

বঙ্গীয় দলিত শ্রেণি সমিতি

১৯২৬ খ্রিস্টাব্দে বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়ায় নমঃশূদ্রদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ‘বঙ্গীয় দলিত শ্রেণি সমিতি’ বা ‘বেঙ্গল ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন’ গঠিত হয়। এর প্রথম সভাপতি ছিলেন মুকুন্দবিহারী মল্লিক।

সর্বভারতীয় সংগঠন

বঙ্গীয় দলিত শ্রেণি সমিতি পরবর্তীকালে ‘অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেন্স অ্যাসোসিয়েশন’ বা নিখিল ভারত দলিত শ্রেণি সমিতির আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায়। ১৯৩০ খ্রিস্টাব্দে নমঃশূদ্র নেতা বিরাট চন্দ্র মণ্ডল এই সর্বভারতীয় সংগঠনের কমিটিতে বাংলার প্রতিনিধি নিযুক্ত হন।

কংগ্রেসের সহযোগী সংগঠন

১৯৩৮ খ্রিস্টাব্দে নমঃশূদ্র নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল, প্রমথরঞ্জন ঠাকুর প্রমুখ ইনডিপেডেন্ট সিডিউলড কাস্ট পার্টি গঠন করে কংগ্রেসকে সহযোগিতার সিদ্ধান্ত নেন।

উপসংহার:- ঔপনিবেশিক আমলে বাংলার বিভিন্ন নমঃশূদ্র সংগঠন পৃথক পৃথক ভাবে কাজ করায় তাদের শক্তিশালী ঐক্য হিসেবে গড়ে উঠতে কিছুটা সমস্যা হয়। ১৯৪৭ সালে দেশভাগের পর এই বিভাজন আরও বৃদ্ধি পায়।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.১.চ.) দীপালি সংঘ
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
(৭.১.জ.) কল্পনা দত্ত
(৭.১.ঝ.) বীণা দাস

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment