২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

বীণা দাস ইতিহাসে স্মরণীয় কেন

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বীণা দাস ইতিহাসে স্মরণীয় কেন তা আলোচনা করা হল।

Table of Contents

বীণা দাস ইতিহাসে স্মরণীয় কেন

প্রশ্ন:- বীণা দাস ইতিহাসে স্মরণীয় কেন?

ভূমিকা:- ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁদের আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে তাঁদের মধ্যে অন্যতম হলেন বাংলার বিপ্লবী বীণা দাস। তিনি ছিলেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যুক্ত একজন অন্যতম নারী ব্যক্তিত্ব।

আন্দোলনে যোগদান

বীণা দাস কৈশোরেই পিতা বেণীমাধব দাসের (সুভাষচন্দ্র বসুর শিক্ষক) আদর্শ ও স্বদেশপ্রেমের ভাবধারায় অণুপ্রাণিত হন। কলকাতার বেথুন কলেজে পড়ার সময় তিনি ১৯২৮ খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট, পিকেটিং আন্দোলন, কলকাতার কংগ্রেস অধিবেশনের স্বেচ্ছাসেবকবাহিনী প্রভৃতিতে অংশ নেন।

বিপ্লবী দলে যোগদান

সুহাসিনী দত্ত, শান্তি দাশগুপ্ত প্রমুখের সঙ্গে বীণা দাসও বিপ্লবী দলে যোগ দেন। এরপর তিনি যুগান্তর দলের কর্মী কমলা দাশগুপ্তের কাছ থেকে একটি রিভলভার সংগ্রহ করেন।

জ্যাকসনকে গুলি

১৯৩২ খ্রিস্টাব্দের ৬ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসন বক্তৃতা দিতে শুরু করলে তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন বীণা দাস। কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট হন।

কারাবাস

জ্যাকসনকে গুলি চালানোর ঘটনায় বীণা দাস গ্রেফতার হন। বিচারে তাঁর ৯ বছর সশ্রম কারাদণ্ড হয়। মেদিনীপুর জেলে থাকার সময় জেলারের অনাচারের প্রতিবাদে বীণা দাস, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী প্রমুখ নারীরা অনশন শুরু করেন।

কংগ্রেসে যোগদান

১৯৩৯ খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তিলাভের পর বীণা ‘মন্দিরা’ নামে মাসিক পত্রিকার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ভাবধারা প্রচারের কাজ চালিয়ে যান। এই সময় কংগ্রেসে যোগ দিয়ে তিনি পুনরায় ৩ বছর কারাবাস করেন।

শেষ জীবন

নির্ভীক এই অগ্নিকন্যার শেষজীবন ছিল খুবই বেদনাদায়ক। স্বামীর মৃত্যুর পর তিনি হরিদ্বারে আশ্রয় নেন। সেখানে ১৯৮৬ খ্রিস্টাব্দে ২৬ ডিসেম্বর সহায়সম্বলহীন অবস্থায় পথের ধারে মৃত্যুবরণ করেন।

উপসংহার:- ঔপনিবেশিক শাসনের অন্ধকার সরিয়ে ভারতে এক নতুন ভোর আনতে যাঁরা জীবন পণ করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বিপ্লবী বীণা দাস।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.১.চ.) দীপালি সংঘ
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
(৭.১.জ.) কল্পনা দত্ত
(৭.১.ঝ.) বীণা দাস

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment