২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ ও তাদের আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করা হল।

Table of Contents

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয়

প্রশ্ন:- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও।

ভূমিকা:- ভারতের জাতীয় কংগ্রেস মহাত্মা গান্ধির নেতৃত্বে ১৯২০ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস আন্দোলন শুরুকরে। এই আন্দোলনে নারীসমাজও সক্রিয় ভাবে অংশ গ্ৰহণকরেন।

বিলিতি পণ্য বর্জন

অহিংস অসহযোগ আন্দোলনের সময় বহু নারী বিলিতি পণ্য বর্জন, মিছিল-মিটিং ও বিলিতি পণ্যের দোকানের সামনে পিকেটিং চালায়।

বিক্ষোভ প্রদর্শন

১৯২১ খ্রিস্টাব্দে প্রিন্স অব ওয়েলস ভারত সফরে এলে বোম্বাইয়ে সহস্রাধিক নারী বিক্ষোভ দেখান। কলকাতার রাস্তায় প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়ে বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী প্রমুখ কারাবরণ করেন। নেলী সেনগুপ্তা ১৯২২ খ্রিস্টাব্দে স্টিমার ধর্মঘটে নেতৃত্ব দেন।

স্বদেশি পণ্যের প্রচার

অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন নারী স্বদেশি প্রচার চালান। বহু নারী নিজেদের অলংকার এবং চরকায় সুতো কেটে ও কাপড় বুনেতিলক স্বরাজ তহবিলে নিজেদের অর্থ দান করে।ঊর্মিলা দেবীর উদ্যোগে প্রতিষ্ঠিত নারী-কর্মমন্দিরের সদস্যরা কলকাতায় আইন অমান্য করেন।

আন্দোলনের নেতৃত্বে

বাসন্তী দেবী, ঊর্মিলা দেবী, হেমপ্রভা মজুমদার, শ্রীমতী অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায় প্রমুখ নারী অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।

অরন্ধন পালন

বিদ্যাসাগর কলেজের ছাত্র বিপ্লবী মতীন দাশ ১৯২১ খ্রিস্টাব্দে ৬৪ দিন অনশনের পর কারাগারে মৃত্যুবরণ করলে বাংলার নারীরা অরন্ধন পালন করেন।

পরবর্তী আন্দোলন

১৯২২ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন বন্ধ হওয়ার পরও নারীদের আন্দোলন চলতে থাকে। ১৯২৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ঢাকার দীপালি সংঘের সদস্যরা আন্দোলন চালিয়ে যান। মহিলা রাষ্ট্রীয় সংঘও গ্রামে গ্রামে আন্দোলনের প্রচার চালায়।

উপসংহার:- অসহযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণ ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে সমৃদ্ধ করে। আন্দোলনে নারীদের সক্রিয়তায় উৎসাহিত হয়ে কংগ্রেস এই সময় নারীদের জন্য সদস্যপদ গ্রহণের দরজা খুলে দেয়। এই আন্দোলনে যোগ দিয়ে বাসন্তী দেবী, ঊর্মিলা দেবী, নেলী সেনগুপ্ত, মোহিনী দেবী, লাবণ্যপ্রভা চন্দ প্রমুখ নারী ইতিহাসে চিরস্থায়ী আসন লাভ করেন।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.১.চ.) দীপালি সংঘ
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
(৭.১.জ.) কল্পনা দত্ত
(৭.১.ঝ.) বীণা দাস

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment