২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

বিশ শতকের প্রথমার্ধে ভারতে দলিতদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন উদ্যোগগুলি উল্লেখ কর

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বিশ শতকের প্রথমার্ধে ভারতে দলিতদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন উদ্যোগগুলি উল্লেখ করা হল।

Table of Contents

বিশ শতকের প্রথমার্ধে ভারতে দলিতদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন উদ্যোগগুলি উল্লেখ

প্রশ্ন:- বিশ শতকের প্রথমার্ধে ভারতে দলিতদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন উদ্যোগগুলি উল্লেখ কর।

ভূমিকা:- প্রাচীনকাল থেকেই ভারতের হিন্দু দলিত সম্প্রদায় উচ্চবর্ণের শোষণ, অত্যাচার, বঞ্চনা ও বৈষম্যের শিকার হত। ঔপনিবেশিক আমলেও উচ্চবর্ণের মানুষরা তাদের স্পর্শ বাঁচিয়ে চলত। তাদের মন্দিরে প্রবেশেও বাধা দেওয়া হত।

আন্দোলনে শামিল

ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজসংস্কারমূলক সংগঠন দলিতদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হয়। দলিতরা রাজনীতি সচেতন হয়ে ওঠে এবং নিজেদের অধিকার ও মর্যাদা আদায়ের লক্ষ্যে আন্দোলনে শামিল হয়।

দক্ষিণ ভারত

মহারাষ্ট্রে দলিত নেতা জ্যোতিবা ফুলে ১৮৭৩ খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ এবং মাদ্রাজে টি এম নায়ার ও পি থিয়াগারায়া চেট্টি ১৯১৭ খ্রিস্টাব্দে জাস্টিস পার্টি প্রতিষ্ঠা করেন।

পাঞ্জাব

পাঞ্জাবে দলিতদের অধিকারের দাবিতে শিখ সম্প্রদায়ের উদ্যোগে অকালী আন্দোলন ও নানকানা আন্দোলন ছড়িয়ে পড়ে।

কংগ্রেসের আন্দোলন

ভারতের জাতীয় কংগ্রেস ১৯২০-২২ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সময় থেকে গান্ধিজির নেতৃত্বে দলিতদের বিভিন্ন অধিকার দাবি করতে থাকে।

গান্ধীজির আন্দোলন

দলিতদের সামাজিক অবহেলার বিরুদ্ধে গান্ধিজি হরিজন আন্দোলন শুরু করেন।

দলিতদের অসন্তোষ

বিংশ শতকের প্রথমার্ধে বিভিন্ন রাজনৈতিক দল দলিতদের স্বার্থে শুধু মন্দিরে প্রবেশের অধিকার, অস্পৃশ্যতা দূর করার মতো যে উদ্যোগ নিয়েছিল তাতে দলিত নেতৃবৃন্দ সন্তুষ্ট হয়নি। এই সময় উচ্চশিক্ষা, সরকারি চাকরি, সামাজিক মর্যাদা প্রভৃতির অধিকার আদায়ে দলিত নেতৃবৃন্দ আন্দোলনের পথে অগ্রসর হয়।

দলিতদের উদ্যোগ

বিশ শতকে দলিতরা নিজেদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন আন্দোলনে শামিল হয়। এই প্রসঙ্গে কেরালায় নারায়ণ গুরুর নেতৃত্বে ১৯২৪ খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহ, গুরু বায়ুর মন্দিরে প্রবেশের আন্দোলন, তামিলনাড়ুর রামস্বামী নাইকার-এর নেতৃত্বে আত্মসম্মান আন্দোলন, কেরালায় কেলাপ্পান ও গোপালনের নেতৃত্বে দলিত আন্দোলন, বাংলায় নমঃশূদ্র আন্দোলন প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।

উপসংহার:- বিশ শতকে দলিতরা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তাদের অধিকার আদায়ের চেষ্টা করছিল। বেশ কিছু অধিকার আদায়ে তারা সক্ষমও হয়। কিন্তু দলিতদের মধ্যে অনৈক্য, আন্দোলনের গতিপথ হারিয়ে ফেলা প্রভৃতি কারণে বহু অধিকার আজও তারা আদায় করতে পারেনি।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.১.চ.) দীপালি সংঘ
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
(৭.১.জ.) কল্পনা দত্ত
(৭.১.ঝ.) বীণা দাস

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment