WBSLST/WBMSC: History Online Mock Test (2nd Batch)

West Bengal SLST Madrasah History Mock Test পশ্চিমবঙ্গের SLST History Online MCQ Mock Test (অধ্যায় ভিত্তিক)

“ইতিহাস শিক্ষা কেন্দ্র” -এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে স্বাগত। আমরা আসন্ন WBSLST ইতিহাস পরীক্ষার জন্য Online MCQ Mok Test -এর আয়োজন করেছি।

আপনি কী ইতিহাস বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? ধারাবাহিকভাবে SLST Mock Test গুলি দিতে চান? তাহলে এখনই আমাদের পোস্টটি বিস্তারিতভাবে পড়ুন।

West Bengal SLST/MSC History IX X XI XII Online Mock Test

নিচে ভর্তি সংক্রান্ত সমস্ত কিছু তথ্য বিস্তারিতভাবে দেওয়া আছে। তার আগে আমরা একটি নমুনা Online Mock Set হিসেবে মাত্র কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি। আপনারা পরীক্ষা দিয়ে আগে দেখুন এবং তারপর ভর্তি হন। আমরা যখন Online Mock Test গুলি নিবো তখন প্রত্যেক Topic থেকে কম বেশি 50 টির বেশি প্রশ্ন এবং Pre Fainal Exam নেওয়ার সময় 90 টি করে প্রশ্ন থাকবে।

History WBSLST/WBMSC (IX-X) Mock Pre-Test Exam, All Syllabus Total marks 90

Pre-Test Exam 90 Marks 👈Click Here

History WBSLST/WBMSC (IX-X & XI-XII) Mock Test Series নিম্ন লিখিত সমস্ত MCQ Test গুলি নেওয়া হবে।

Exam NameWBSLST/WBMSC (IX, X & XI, XII)
SubjectHistory
Total Course Time4 Months
Admission FeesOne-time Rs. 199 Only
Admission Date27/05/2023 to 31/05/2023
Exam Start01/06/2023
Exam DaysMonday, Wednesday, Friday, Saturday every week.
Exam Time8 pm

পশ্চিম বঙ্গের SLST History Online MCQ Mock Test (অধ্যায় ভিত্তিক) দেওয়ার জন্য অনুগ্রহ করে নিম্নলিখিত নিয়মাবলী গুলি পড়ুন।

আপনি যদি বিগত সালের স্কুল সার্ভিস কমিশনের প্রশ্ন গুলি উত্তর সহ নিতে চান তাহলে নিচে দেওয়া Link এ Click করুণ…..

WBSSC/SLST History Pass Honours Previous Years Question Paper Pdf Download

“ইতিহাস শিক্ষা কেন্দ্র” -এর উদ্যোগে শুরু হচ্ছে WBSLST Madrasha School Service Commission –এর ইতিহাস বিষয়ের পরীক্ষা প্রস্তুতি। মহোদয়/মহোদয়া আপনি যদি WBSLST পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে অংশগ্রহণ করতে পারেন।

History WBSLST/MSC (IX-X & XI-XII) ইতিহাস পরীক্ষা প্রস্তুতি

পরিচালনায়ঃ-  ইতিহাস শিক্ষা কেন্দ্র

প্রশ্নঃ- সম্পূর্ণ Online পদ্ধতিতে

আপনি যেভাবে আমাদের History WBSLST/WBMSC (IX-X & XI-XII) Mock Test Series টিতে অংশগ্রহণ করতে পারবেন?

প্রথমত: আপনি 9933490253 (Paytm/Google pay/Phonpay) এই নাম্বারে Admission Fees (Per Month Rs. 60 Only Or One-time Rs. 199 Only) জমা করবেন।

মনে রাখবেন যে সকল শিক্ষার্থীরা Admission Fees Per Month হিসেবে Rs. 60 Only জমা করবেন তাদেরকে পরের মাস থেকে (1 থেকে 5 তারিখের মধ্যেই Admission Fees জমা করতে হবে)। অপরদিকে যে সকল শিক্ষার্থীরা Admission Fees One-time Rs. 199 Only জমা করবেন তাদেরকে পরবর্তী সময়ে আর কোনো Admission Fees জমা করতে হবে না।

দ্বিতীয়ত: Admission Fees জমা দেওয়ার পর 9933490253 এই WhatsApp নাম্বারে Payment -এর Screen Shot, নিজের সম্পূর্ণ ঠিকানা, Email ID, Contact No., WhatsApp No. লিখে পাঠাবেন।

তৃতীয়ত: এরপর আপনাকে একটি WhatsApp গ্রুপে যোগ করা হবে এবং Personal ভাবে 1 টি User ID ও Password দেওয়া হবে। পরীক্ষা শুরুর 1 দিন আগেই WhatsApp গ্রুপ থেকেই পরবর্তী নির্দেশাবলী জানতে পারবেন।

ভর্তি সংক্রান্ত কোনো বিষয়ে সমস্যা হলে আমাদের সাথে সরাসরি কথা বলুন 7029418471 এই নাম্বারে।

আপনি যেভাবে আমাদের History WBSLST/WBMSC (IX-X & XI-XII) Mock Test Series টিতে থাকা Online Mock Test গুলি দিতে পারবেন?

পরীক্ষা দেওয়ার জন্য আপনি প্রথমেই Google গিয়ে ইতিহাস শিক্ষা কেন্দ্র বাংলায় লিখে সার্চ করবেন। এরপর ইতিহাস শিক্ষা কেন্দ্র -এ ক্লিক করে আমাদের Website এ প্রবেশ করবেন। তারপর আপনি সবার প্রথমেই WBSLST Madrasah IX-X & XI-XII History Online Mock Test এর উপর ক্লিক করবেন। এখানেই আপনি আপনার নির্ধারিত পরীক্ষার Link টি দেখতে পাবেন এবং তার উপর Click করে পরীক্ষাটি দিতে পারবেন। এই Page -এর উপর পূর্ববর্তী পরীক্ষাগুলি পুনরায় দেওয়ার ব্যাপারে বিস্তারিতভাবে জানতে পারবেন।

আপনি আমাদের History WBSLST/WBMSC (IX-X & XI-XII) Mock Test Series টিতে থাকা Online Mock Test গুলি দিলে যে সুবিধাগুলি পাবেন?

  • 1. আপনি কতটা প্রস্তুত হয়েছেন বুঝতে পারবেন।
  • 2. প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
  • 3. সময়ের ধারণা তৈরি হবে।
  • 4. কোন কোন জায়গা বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন তা বুঝতে পারবেন।
  • 5. সফলতার স্বাদ নিতে পারবেন।
  • 6. একই পরীক্ষা বার বার দিতে পারবেন।
  • 7. কোনো প্রশ্ন উত্তর নিয়ে সমস্যা হলে গ্রুপেই জানাতে পারবেন এবং সাথে সাথেই বুঝিয়ে দেওয়া হবে।

নমুনা Online History Mock Set

WBSLST / MADRASAH

WB SLST / MSC History Mock Test

WB SLST / MSC History MCQ Mock Test

1 / 26

চেঙ্গিজ খাঁ কি নামে পরিচিত ছিলেন –

2 / 26

ষোড়শ মহাজনপদগুলির মধ্যে শেষপর্যন্ত শক্তিশালী হয়ে ওঠে -

3 / 26

‘অষ্ট্রসহস্রিকা প্রজ্ঞাপারমিতা' গ্রন্থটি রচিত হয় –

4 / 26

সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় –

5 / 26

পালি ভাষায় রচিত 'ত্রিপিটক' কাদের পবিত্র ধর্মগ্রন্থ –

6 / 26

দিল্লির মামেলুক সুলতানদের কালানুক্রমে সাজিয়ে দিন – (i) রাজিয়া (ii) নাসিরউদ্দিন মামুদ (iii) কাইকোবাদ (iv) বলবন (v) কুতুবউদ্দিন আইবক (vi) ইলতুৎমিস

বিকল্প সমূহ

7 / 26

মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন  –

8 / 26

খলজি বংশের শেষ সুলতান ছিলেন –

9 / 26

বাবর 'সুলতান' উপাধির পরিবর্তে গ্ৰহণ করেন –

10 / 26

দিল্লির সুলতানদের মধ্যে প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন –

11 / 26

পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হয় –

12 / 26

লক্ষণ সেনের পিতা বল্লাল সেন -এর অসমাপ্ত কোন গ্রন্থটি সমাপ্ত করেন?

13 / 26

সিন্ধু সভ্যতার বিশেষত্ব হল –

14 / 26

পালযুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন?

15 / 26

নৈষধচরিত রচনা করেন –

16 / 26

সম্রাট হুমায়ুন দিল্লিতে “দীনপনাহ” নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন। সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায়?

17 / 26

১৮৭ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের পতন ঘটান –

18 / 26

বৈদিক যুগে গাভিষ্টি বলা হত –

19 / 26

প্রথম কুমারগুপ্তের রাজত্বকাল ছিল –

20 / 26

স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন –

21 / 26

নিম্নলিখিত ভক্তিবাদী সাধকদের কালানুক্রমে সাজিয়ে দিন –  (i) চৈতন্য  (ii) একনাথ  (iii) সুরদাস  (iv) তুলসীদাস

বিকল্প সমূহ

22 / 26

আর্যদের প্রাচীন সাহিত্য ঋকবেদ রচিত হয় –

23 / 26

কুশিনগর বা পাবা যে মহাজনপদের রাজধানী ছিল, তা হল –

24 / 26

কোন্ মুঘল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন ?

25 / 26

নীচের কোনটি জৈনদের পবিত্র গ্রন্থ?

26 / 26

পেশোয়া কথাটির অর্থ কী?

Your score is

Leave a Comment