২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

টীকা লেখো: আলিপুর বোমার মামলা।

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে আলিপুর বোমার মামলা সম্পর্কে টীকা দেওয়া হল।

Table of Contents

আলিপুর বোমার মামলা সম্পর্কে টীকা

প্রশ্ন:- টীকা লেখো: আলিপুর বোমার মামলা।

ভূমিকা :- বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে গিয়ে বোমা ছুঁড়ে অত্যাচারী ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার চেষ্টা করেন। কিন্তু ভুলবশত তাঁরা মিসেস কেনেডি ও তাঁর কন্যাকে হত্যা করে ফেলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ নানা স্থানে ব্যাপক তল্লাশি শুরু করে।

গ্রেফতার

পুলিশ বিপ্লবীদের গোপন ঘাঁটি মুরারিপুকুর বাগানবাড়িতে তল্লাশি চালিয়ে বোমা তৈরির কারখানা, বহু তাজা বোমা ও অস্ত্রশস্ত্র খুঁজে পায়। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র কুমার ঘোষ-সহ ৪৭ জন বিপ্লবীকে গ্রেফতার করে।

মামলার সূচনা

পুলিশ গ্রেফতার হওয়া বিপ্লবীদের বিরুদ্ধে ১৯০৮ খ্রিস্টাব্দের ২১ মে আলিপুর সেশন আদালতে মামলা শুরু করে। এটি আলিপুর বোমার মামলা নামে পরিচিত। এই মামলাটিই ছিল ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের প্রথম ষড়যন্ত্র মামলা।

বিচারপতি

আলিপুর বোমার মামলার বিচারপতি ছিলেন ইংল্যান্ডে অরবিন্দের ছাত্রজীবনের সহপাঠী পি সি বিচ ক্রফট। এছাড়া ছিলেন লাথুনিপ্রসাদ ও জানকিপ্রসাদ নামে দুজন ভারতীয় বিচারপতি।

বিচারের রায়

১৯০৯ খ্রিস্টাব্দের ৬ মে আলিপুর বোমা মামলার রায় বেরোয়। এই রায়ে বারীন্দ্র কুমার ঘোষ ও উল্লাসকর দত্তর মৃত্যুদণ্ড, হেমচন্দ্র কানুনগো, অবিনাশ ভট্টাচার্য, ইন্দুভূষণ রায়-সহ বিভিন্ন বিপ্লবীর বিভিন্ন মেয়াদের দ্বীপান্তর হয়। পরে আবেদনের ভিত্তিতে বারীন্দ্র ও উল্লাসকরের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দ্বীপান্তর হয়। অরবিন্দ ঘোষ মুক্তি পান।

উপসংহার :- আলিপুর বোমার মামলার ঘটনা বাংলার বিপ্লববাদকে আরও সক্রিয় করে তোলে। এই মামলার সঙ্গে যুক্ত সরকারি আইনজীবী আশুতোষ বিশ্বাস ও পুলিশ ইনস্পেকটর সামসুল আলম খুন হন। কানাইলাল দত্ত ও সত্যেন বসু বিশ্বাসঘাতক বিপ্লবী নরেন গোঁসাইকে জেলের ভেতরেই হত্যা করেন।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.১.চ.) দীপালি সংঘ
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
(৭.১.জ.) কল্পনা দত্ত
(৭.১.ঝ.) বীণা দাস

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment