দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে শূন্যস্থান পূরণ

দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে শূন্যস্থান পূরণ দেওয়া হল।

দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে শূন্যস্থান পূরণ

১. ————— মৃত্যু রহস্য উন্মোচনের উদ্দেশ্যে ইতিহাস গবেষকগণ সরকারি নথিপত্র প্রকাশের দাবি করছে।

উত্তর:- সুভাষচন্দ্র বসুর।

২. কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলালের চিঠিরং সংখ্যা ————— টি।

উত্তর:- ৩০ টি।

৩. ‘জীবনের ঝরাপাতা’ হল ————— রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ।

উত্তর:- সরলাদেবী চৌধুরাণী।

৪. ‘বন্দেমাতরম’ সংগীতটি প্রথম ————— পত্রিকায় প্রকাশিত হয়।

উত্তর:- বঙ্গদর্শন।

৫. বাংলার নীলচাষিদের ওপর অত্যাচারের তথ্যাদি  পাওয়া যায় ————— খ্রিস্টাব্দের নীল কমিশনের রিপোর্ট থেকে।

উত্তর:- ১৮৬০

৬. ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষদর্শী হিসেবে স্যার সৈয়দ আহমেদ খান তাঁর অভিজ্ঞতা ————— গ্রন্থে লিপিবদ্ধ করেছেন।

উত্তর:- দ্য কজেস অব ইন্ডিয়ান রিভোল্ট।

৭. প্রথম বাংলা সংবাদপত্র বা মাসিক পত্রিকা হল ————— ।

উত্তর:- দিগদর্শন।

৮. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবর্তিত পত্রিকা হল —————।

উত্তর:- বঙ্গদর্শন।

৯. দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রকাশিত পত্রিকা হল —————।

উত্তর:- সোমপ্রকাশ।

১০. ‘হিন্দুমেলা’ সম্পর্কে তথ্য পাওয়া যায় ————— গ্রন্থে।

উত্তর:- জীবনস্মৃতি।

১১. সাধারণভাবে ‘ইতিহাস’ হল — কথা।

উত্তর:- অতীতের।

১২. — প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্যসংগ্রাহক।

উত্তর:- প্রাচীন।

১৩. ঢাকার খাদ্যরীতির সঙ্গে — খাদ্যরীতির সংমিশ্রণে ‘ঢাকাই খাবার’ তৈরি হয়।

উত্তর:- পারসিক।

১৪. হুগলির বাঙালিরা — সংস্পর্শে এলে দুধ-কাটা ছানা ও চিনি মিশিয়ে মিষ্টি তৈরি করতে শুরু করে।

উত্তর:- পোর্তুগিজদের।

১৫. রেশম প্রস্তুতিতে চিনাদের অভিজ্ঞ হওয়ার কথা জানা যায় তাদের — থেকে।

উত্তর:- পোশাক-পরিচ্ছদ।

১৬. — কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম হল ‘অ্যানালস অব ইকনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি’।

উত্তর:- অ্যানাল গোষ্ঠী।

১৭. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা শুরু হয় বিগত শতকের — -এর দশকে।

উত্তর:- ৮০

১৮. ‘একাদশে সূর্যোদয়’ ও ‘বিদ্রোহী মারাদোনা’ গ্রন্থ দুটি রচনা করেন —।

উত্তর:- রূপক সাহা।

১৯. ‘এ শর্ট হিস্ট্রি অব দ্য ক্যামেরা’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- জন ওয়েড।

২০. ‘বাংলাদেশের শিল্পকলার উৎস সন্ধান’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- ড. নীলিমা আফরিন।

২১. ‘ইন্ডিয়ান আর্কিটেকচার’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- পার্সি ব্রাউন।

২২. ‘ইন্ডিয়ান রেলওয়েজ : গ্লোরিয়াস ১৫০ ইয়ার্স’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- আর. আর. ভাণ্ডারী।

২৩. বর্তমান — মেয়েরা ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরেন।

উত্তর:- বাঙালি।

২৪. অগসবার্গ শহরের — প্রথম পোশাকের ছবি সংবলিত একটি বই প্রকাশ করেন।

উত্তর:- ম্যাথেউস সোয়ার্জ।

২৫.  ‘দ্য হিস্ট্রি অব চাইনিজ ডান্স’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- ওয়াং কেফেন।

২৬. ‘এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া’ গ্ৰন্থটি রচনা করেন — ।

উত্তর:- বালদুন ধিংড়া।

২৭. ‘ঢাকা : স্মৃতি বিস্মৃতির নগরী’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- মুনতাসীর মামুন।

২৮. ‘মিলিটারি হিস্ট্রি অব মেডিয়াভাল ইন্ডিয়া’ গ্ৰন্থটি রচনা করেন — ।

উত্তর:- জি এস সাঁধু।

২৯. ‘দ্য আর্মি ইন ব্রিটিশ ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- কৌশিক রায়।

৩০. বসন্ত সবেরওয়ালের লেখা বইটি হল — ।

উত্তর:- ‘প্যাস্টোরাল পলিটিক্স’।

৩১. ‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটির পরিচালক ছিলেন — ।

উত্তর:- দাদাসাহেব ফালকে।

৩২. ‘দ্য সিনেমা বুক’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- পাম কুক।

৩৩. ‘পাবনা জেলার ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- রাধারমন সাহা।

৩৪. ‘রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- কালীনাথ চৌধুরী।

৩৫. ‘দ্য ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডানিটি’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- বি আর নন্দ।

৩৬. ‘দ্য চেঞ্জিং পজিশন অব ইন্ডিয়ান উইমেন’ গ্রন্থটি রচনা করেন — ।

উত্তর:- এম এন শ্রীনিবাস।

৩৭. ‘হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি’ গ্রন্থটির লেখক হলেন — ।

উত্তর:- কমলা ভাসিন।

৩৮. ‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থটির লেখক হলেন — ।

উত্তর:- জেরাল্ডিন ফোর্বস।

৩৯. ‘প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান’ গ্রন্থটির রচয়িতা হলেন — ।

উত্তর:- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।

৪০. ‘হিস্ট্রি অব সায়েন্স’ গ্ৰন্থটি রচনা করেন — ।

উত্তর:- জে ডি বার্নাল।

৪১. ‘এনভায়রনমেন্টাল হিস্ট্রি’ বইটির লেখক হলেন — ।

উত্তর:- মহেশ রঙ্গরাজন।

আরোও পড়ুন

Leave a Comment