দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে শূন্যস্থান পূরণ

দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে শূন্যস্থান পূরণ

দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে শূন্যস্থান পূরণ

১. দেশভাগের প্রেক্ষাপটের ভীষ্ম সাহানীর লেখা একটি উপন্যাস হল —।

উত্তর:- তমস।

২. দমন, দিউ, দাদরা ও নগর হাভেলি — উপনিবেশ ছিল।

উত্তর:- পোর্তুগালের।

৩. ‘ভাষাভিত্তিক প্রদেশ কমিশন’-এর সভাপতি ছিলেন — ।

উত্তর:- এস কে দর।

৪. সরকারি শিবিরে আশ্রয়গ্রহণকারী উদ্বাস্তুরা যে সরকারি সহায়তা পেত তা — নামে পরিচিত।

উত্তর:- ডোল।

৫. শেখ আবদুল্লাহ ছিলেন — দলের প্রধান নেতা।

উত্তর:- ন্যাশনাল কনফারেন্স।

৬. পত্তি শ্রীরামুলু — দিন অনশনের পর মারা যান।

উত্তর:- ৫৮

৭. নেহরু-লিয়াকৎ চুক্তি’ — চুক্তি নামেও পরিচিত

উত্তর:- দিল্লি।

৮. — দেশীয় রাজ্য সংযুক্ত করে গড়ে তোলা হয় ৫টি প্রদেশ।

উত্তর:- ২৭৫ টি।

৯. অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় — খ্রিস্টাব্দে।

উত্তর:- ১৯৫৩

১০. — উদ্বাস্তুরা সম্পত্তি ও জনবিনিময়ের সুযোগ পেয়েছিল।

উত্তর:- পাঞ্জাবের।

১১. হরি সিং ছিলেন — -এর রাজা।

উত্তর:- কাশ্মীর।

১২. — ভাষাভাষী-অঞ্চল নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়।

উত্তর:- তেলুগু।

১৩. — ক্যাম্প থেকে উদ্বাস্তুদের পুনর্বাসনে পাঠানো হত।

উত্তর:- ট্রানজিট।

১৪. ভারতের কয়েকটি প্রদেশের সঙ্গে সংযুক্ত করা হয় — দেশীয় রাজ্য।

উত্তর:- ২১৬ টি।

১৫. — ‘রাজ্য পুনর্গঠন কমিশন’-এর সভাপতি ছিলেন।

উত্তর:- ফজল আলি।

১৬. ‘অর্ধেক জীবন’ ও ‘পূর্ব-পশ্চিম’ গ্রন্থ দুটি রচনা করেন —।

উত্তর:- সুনীল গঙ্গোপাধ্যায়।

১৭. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন — ।

উত্তর:- জওহরলাল নেহরু।

১৮. কে এম পানিক্কর ছিলেন — -এর সদস্য।

উত্তর:- রাজ্য পুনর্গঠন কমিশন।

১৯. সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের লেখা দেশভাগ বিষয়ক একটি গ্রন্থ হল —।

উত্তর:- দেশভাগ : দেশত্যাগ।

২০. পোর্তুগিজ উপনিবেশ — ১৯৬১ খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে যুক্ত হয়।

উত্তর:- গোয়া।

২১. — খ্রিস্টাব্দে ‘সরকারি ভাষা কমিশন’ তার প্রতিবেদন পেশ করে।

উত্তর:- ১৯৫৬

২২. দেশভাগের প্রেক্ষাপটে ‘কালো বরফ’ গ্রন্থটি রচনা করেন —।

উত্তর:- মাহমুদুল হক।

২৩. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন —।

উত্তর:- বাবু রাজেন্দ্রপ্রসাদ।

২৪. ১৯৬৪ খ্রিস্টাব্দে ভারতে ‘সরকারি ভাষা’র সংখ্যা ছিল — ।

উত্তর:- ১৪

২৫. ‘স্বাধীনতার পূর্বাভাস’ গ্রন্থটি — রচনা করেন।

উত্তর:- অন্নদাশঙ্কর রায়।

২৬. মাহে, কারিকল, পন্ডিচেরী ও ইয়ানাম — উপনিবেশ ছিল।

উত্তর:- ফ্রান্সের।

২৭. ১৯৬৪ খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের — তফসিলে ‘সরকারি ভাষা’ হিসেবে ১৪টি ভাষা স্থান লাভ করেছে।

উত্তর:- অষ্টম।

২৮. স্বাধীনতা লাভের পূর্বে অন্তত — শতাংশ ভারতীয় ভূখণ্ডে দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল।

উত্তর:- ৪০

২৯. ‘সংশপ্তক’ গ্রন্থটি — রচনা করেন।

উত্তর:- শহীদুল্লা কায়সার।

৩০. স্বরাষ্ট্র দপ্তরের সচিব — দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

উত্তর:- ভি পি মেনন।

৩১. দেশভাগের প্রেক্ষাপটে ল্যারি কলিন্স-এর লেখা একটি গ্রন্থ হল — ।

উত্তর:- ফ্রিডম অ্যাট মিডনাইট।

৩২. ভারতের স্বাধীনতা লাভের সময় পন্ডিচেরী, ইয়ানাম, মাহে ও কারিকল ছিল — উপনিবেশ।

উত্তর:- ফরাসি।

৩৩. দেশভাগ ও উদ্বাস্তু জীবনের প্রেক্ষাপটে হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থটি হল —।

উত্তর:- উদ্বাস্তু।

৩৪. হায়দ্রাবাদ ভারত রাষ্ট্রের অন্তর্গত হয় — খ্রিস্টাব্দে।

উত্তর:- ১৯৪৮

আরোও পড়ুন

Leave a Comment