দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে শূন্যস্থান পূরণ

দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে শূন্যস্থান পূরণ

দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে শূন্যস্থান পূরণ

১. ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটি হল—

উত্তর:- সোশ্যালিস্ট।

২. — বলতে বোঝায় বিলিতি দ্রব্য বর্জন।

উত্তর:- বয়কট।

৩. — মস্কোয় অনুষ্ঠিত কমিউনিস্ট আন্তর্জাতিকের দ্বিতীয় সম্মেলনে যোগ দেন।

উত্তর:- মানবেন্দ্রনাথ রায়।

৪. — বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে ‘গভীর জাতীয় বিপর্যয়’ আখ্যা দিয়েছেন।

উত্তর:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৫. — আন্দোলনের সময় বোম্বাইয়ে পুলিশ ও সেনার গুলিতে ১৬ জন শ্রমিক মারা যায় এবং ৫০ জন আহত হয়।

উত্তর:- বঙ্গভঙ্গ বিরোধী।

৬. অন্ধ্রপ্রদেশে রায়ত সভা প্রতিষ্ঠিত হয় — খ্রিস্টাব্দে।

উত্তর:- ১৯৩৩

৭. ইনকিলাব’ পত্রিকাটির সম্পাদক ছিলেন —।

উত্তর:- গোলাম হোসেন।

৮. — খ্রিস্টাব্দে একা আন্দোলন শুরু হয়।

উত্তর:- ১৯২১

৯. আর এস নিম্বকার ছিলেন ‘অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’র —।

উত্তর:- সম্পাদক।

১০. — বারদৌলি সত্যাগ্রহের সময় ‘সর্দার’ উপাধি পান।

উত্তর:- বল্লভভাই প্যাটেল

১১. কীর্তি’ পত্রিকাটির সম্পাদক ছিলেন —।

উত্তর:- সন্তোষ সিং।

১২. ১৯২৯ খ্রিস্টাব্দে — অধিবেশনে কংগ্রেস ‘পূর্ণ স্বরাজ’ দাবি করে।

উত্তর:- লাহোর।

১৩. গান্ধিজি লবণ আইন ভঙ্গ করেন — খ্রিস্টাব্দে।

উত্তর:- ১৯৩০

১৪. সন্তোষকুমারী গুপ্তা সম্পাদিত পত্রিকাটির নাম ছিল —।

উত্তর:- শ্রমিক।

১৫. সারা ভারত কিষান কংগ্রেসের সম্পাদক হন —।

উত্তর:- স্বামী সহজানন্দ সরস্বতী।

আরোও পড়ুন

Leave a Comment