দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে শূন্যস্থান পূরণ

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে শূন্যস্থান পূরণ দেওয়া হল।

দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে শূন্যস্থান পূরণ করো

১. — আনন্দমঠ’ উপন্যাসটি উৎসর্গ করা হয়।

উত্তর:- রাজনারায়ণ বসুকে।

২. — উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করেছেন।

উত্তর:- অনিল শীল।

৩. — ছিলেন হিন্দুমেলার প্রথম সম্পাদক।

উত্তর:- জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর।

৪. — গ্রন্থটি ‘স্বদেশপ্রেমের গীতা’ নামে পরিচিত।

উত্তর:- আনন্দমঠ।

৫. — ছিল ‘জমিদার সভা’র অগ্রদূত।

উত্তর:- বঙ্গভাষা প্রকাশিকা সভা।

৬. অবনীন্দ্রনাথ ঠাকুর হিন্দু দেবী — অনুকরণে ভারতমাতা ছবিটি আঁকেন।

উত্তর:- লক্ষ্মীর।

৭. গৌরীশঙ্কর ভট্টাচার্য — সভাপতি ছিলেন।

উত্তর:- বঙ্গভাষা প্রকাশিকা সভার।

৮. লরেন্স, সিলি প্রমুখ ১৮৫৭-এর বিদ্রোহকে — বলে অভিহিত করেছেন।

উত্তর:- সামরিক বিদ্রোহ।

৯. — ১৮৭৫ খ্রিস্টাব্দে হিন্দুমেলার বার্ষিক সভায় সভাপতিত্ব করেন

উত্তর:- রাজনারায়ণ বসু।

১০. — গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের উল্লেখ পাওয়া যায়।

উত্তর:- আনন্দমঠ।

১১. — -এর উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।

উত্তর:- দ্বারকানাথ ঠাকুর।

১২. প্রথম সিপাহি বিদ্রোহ ঘোষিত হয় —।

উত্তর:- ব্যারাকপুরে।

১৩. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় — প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

উত্তর:- ভারত সভা।

১৪. — গ্রন্থে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়।

উত্তর:- আনন্দমঠ।

১৫. ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রথম সেনা বিক্ষোভ শুরু হয় —।

উত্তর:- বহরমপুরে।

১৬. রাজনারায়ণ বসু — উদ্যোগে যুক্ত ছিলেন।

উত্তর:- হিন্দু মেলার।

১৭. নানা সাহেব, আজিমউল্লার মতো সিপাহি বিদ্রোহের নেতাদের ‘অন্যায়কারী দানব’ বলেছিলেন —।

উত্তর:- রাজনারায়ণ বসু।

১৮. — ভারতে ভবিষ্যৎ শূদ্র জাগরণ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন।

উত্তর:- স্বামী বিবেকানন্দ।

১৯. অক্ষয়কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নওরোজি প্রমুখ ১৮৫৭-এর বিদ্রোহকে — বলে অভিহিত করেছেন।

উত্তর:- সিপাহী বিদ্রোহ।

২০. ব্রিটিশরা — স্বত্ববিলোপ নীতি বাতিল করার কথা জানায়।

উত্তর:- মহারানীর ঘোষণাপত্রে।

২১. ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে — বলে ঘোষণা করে।

উত্তর:- ভারতের সম্রাট।

২২. আউট্রাম, ডাফ, রবার্টসন প্রমুখ ১৮৫৭-এর বিদ্রোহকে — বলে অভিহিত করেছেন।

উত্তর:- জাতীয় বিদ্রোহ।

২৩. নর্টন, ম্যালসন, বল, জন কে প্রমুখ ১৮৫৭ খ্রিস্টব্দের বিদ্রোহকে — বলে মনে করেন।

উত্তর:- গণবিদ্রোহ।

আরোও পড়ুন

Leave a Comment