দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে শূন্যস্থান পূরণ
দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে শূন্যস্থান পূরণ
১. ১৯৩৪ খ্রিস্টাব্দে ১৩ মে — ফাঁসি হয়।
উত্তর:- সূর্য সেনের।
২. সিডিউল কাস্ট ফেডারেশন’ প্রতিষ্ঠা করেন —।
উত্তর:- ড. আম্বেদকর।
৩. বঙ্গভঙ্গ কার্যকর হয় ১৯০৫ খ্রিস্টাব্দের — অক্টোবর।
উত্তর:- ১৬
৪. — সার্কুলারের পরিপ্রেক্ষিতে কলকাতায় অ্যান্টি-সার্কুলার সোসাইটি গড়ে ওঠে।
উত্তর:- কার্লাইল।
৫. দ্বিতীয় গোলটেবিল বৈঠকে (১৯৩১ খ্রি.) কংগ্রেসের প্রধান প্রতিনিধি ছিলেন —।
উত্তর:- গান্ধীজি।
৬. আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানি বাহিনীর প্রধান নেত্রী ছিলেন —।
উত্তর:- লক্ষ্মী সায়গল।
৭. ‘হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ নামে দলটি প্রতিষ্ঠা করেন —।
উত্তর:- চন্দ্রশেখর আজাদ
৮. দ্বিতীয় গোলটেবিল বৈঠকে (১৯৩১ খ্রি.) দলিত সম্প্রদায়ের প্রধান প্রতিনিধি ছিলেন —।
উত্তর:- ড. আম্বেদকর।
৯. ফরিদপুর জেলায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে — সক্রিয় আন্দোলন গড়ে তোলেন।
উত্তর:- সৌদামিনী দেবী।
১০. মানিকতলায় বোমা তৈরির কারখানা প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ছিলেন —।
উত্তর:- হেমচন্দ্র কানুনগো।
১১. বাংলার নিম্নবর্ণের হিন্দুরা সরকারিভাবে — হিসেবে পরিচিত হয়।
উত্তর:- তপশিলি জাতি।
১২. ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন —।
উত্তর:- মাতঙ্গিনী হাজরা।
১৩. ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি — হত্যার পরিকল্পনা করেন।
উত্তর:- কিংসফোর্ডকে।
১৪. মতুয়া ধর্ম আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল —।
উত্তর:- ওরাকান্দি।
১৫. ব্রাহ্মময়ী সেন — জেলায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে অংশ নেন।
উত্তর:- ঢাকা।
১৬. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর বিপ্লবীরা — আশ্রয় নেয়।
উত্তর:- জালালাবাদ পাহাড়ে।
১৭. বাংলার দলিত হিন্দু বা তপশিলি সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ অংশ হল — ।
উত্তর:- নমঃশূদ্র।
১৮. জেল থেকে মুক্তিলাভের পর কল্পনা দত্ত — যোগ দেন।
উত্তর:- কমিউনিস্ট পার্টিতে।
১৯. — আন্দোলনের সময় গুজরাটে স্কুল পড়ুয়াদের নিয়ে ‘বানর সেনা’ গড়ে ওঠে।
উত্তর:- ভারত ছাড়ো।
২০. দু’কড়িবালা দেবী — জেলায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে অংশ নেন।
উত্তর:- বীরভূম।
২১. কার্লাইল সার্কুলার জারি করা হয় — আন্দোলন দমনের উদ্দেশ্যে।
উত্তর:- ছাত্র।
২২. ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরে — গড়ে ওঠে।
উত্তর:- ভগিনী সেনা।
২৩. লাহোর ষড়যন্ত্র মামলায় (১৯২৯ খ্রি.) — -এর ফাঁসি হয়।
উত্তর:- ভগৎ সিং।
২৪. বরিশাল জেলায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে — সক্রিয় আন্দোলন গড়ে তোলেন।
উত্তর:- সরোজিনী নাইডু।
২৫. মাস্টারদা নামে পরিচিত ছিলেন —।
উত্তর:- সূর্য সেন।
২৬. ভারতীয় মুক্তিসংগ্রামের প্রথম মহিলা শহিদ ছিলেন —।
উত্তর:- প্রীতিলতা ওয়াদ্দেদার।
২৭. ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির বোমায় নিহত হন —।
উত্তর:- মিসেস কেনেডি ও মিস কেনেডি।
২৮. মুরশিদাবাদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে — সক্রিয় আন্দোলন গড়ে তোলেন।
উত্তর:- গিরিজাসুন্দরী দেবী।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে শূন্যস্থান পূরণ
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে শূন্যস্থান পূরণ
- দশম শ্রেণী (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে শূন্যস্থান পূরণ
- দশম শ্রেণী (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে শূন্যস্থান পূরণ
- দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে শূন্যস্থান পূরণ
- দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন- বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে শূন্যস্থান পূরণ
- দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে শূন্যস্থান পূরণ