২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান কি ছিল তা আলোচনা করা হল।

Table of Contents

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান

প্রশ্ন:- সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান কি ছিল?

ভূমিকা :- ভারতে বাংলা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের ছাত্রদের মধ্যে বিপ্লবী আন্দোলনের সর্বাধিক প্রভাব পড়ে।তবে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

বাংলা

বাংলার ছাত্রসমাজ সশস্ত্র নাশকতামূলক কাজকর্মে যুক্ত ছিল।যেমন –

(১) বিপ্লবী সমিতি গঠন

বাংলায় সতীশচন্দ্র বসু, প্রমথনাথ মিত্র, পুলিনবিহারী দাস, বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুনগো প্রমুখের উদ্যোগে বিভিন্ন বিপ্লবী গুপ্তসমিতি প্রতিষ্ঠিত হয়। এগুলির মধ্যে কলকাতার অনুশীলন সমিতি (১৯০৬ খ্রি.), যুগান্তর গোষ্ঠী, ঢাকার অনুশীলন সমিতি, মুক্তি সংঘ, ফরিদপুরের ব্রতী সমিতি, ময়মনসিংহের সাধনা সমিতি ও সুহৃদ সমিতি ছিল বিশেষ উল্লেখযোগ্য।

(২) কিংসফোর্ডকে হত্যার চেষ্টা

অত্যাচারী বিচারপতি কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বোমা ছুঁড়ে ভুল করে মিসেস কেনেডি ও তাঁর কন্যাকে হত্যা করেন। পরে প্রফুল্ল চাকি আত্মহত্যা করলেও ক্ষুদিরাম ধরা পড়ে ফাঁসিতে প্রাণ দেন (১৯০৮ খ্রি.)।

(৩) মুখোমুখি যুদ্ধ

বিপ্লবী বাঘাযতীন উড়িষ্যার বালেশ্বরে গিয়ে জার্মানি থেকে অস্ত্র সংগ্রহের চেষ্টা চালান। কিন্তু সেখানে বুড়িবালাম নদীর তীরে পুলিশের সঙ্গে যুদ্ধে (১৯১৫ খ্রি.) তিনি আহত হয়ে পরে মারা যান।

(৪) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন ও অলিন্দ যুদ্ধ

এই সময় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের (১৯৩০ খ্রি.) ঘটনা ঘটে। বিপ্লবী বিনয় বাদল-দীনেশ কলকাতার রাইটার্স বিল্ডিং আক্রমণ (১৯৩০ খ্রি.) করেন, যা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত।

পাঞ্জাব

পাঞ্জাবে বহু ছাত্র বিপ্লবী কার্যকলাপে জড়িয়ে পড়ে।ভগৎ সিং, রাজগুরুও আজাদ অত্যাচারী পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যা করেন। ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লি আইন সভায় বোমা নিক্ষেপ করেন।

মহারাষ্ট্র

মহারাষ্ট্রের ছাত্রদের নিয়ে বাল সমাজ, আর্যবান্ধব সমাজ গঠিত হয়।বাসুদেব বলবন্ত ফাড়কে গোপনে বিপ্লবী সংগঠন গড়ে তুলে যুবকদের বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ করেন। দামোদর চাপেকর ও বালকৃষ্ণ চাপেকর নামে দুই ভাই মি.র ্যান্ড ও তার সহযোগী আয়ারস্টকে হত্যা করেন।

উপসংহার :- বিংশ শতকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অগ্রভাগে থেকে ছাত্রসমাজ ভারতের স্বাধীনতা আন্দোলনকে অত্যন্ত শক্তিশালী করেছিল। বস্তুত শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন যখন বিশেষ সাফল্য পাচ্ছিল না, তখন ছাত্রদের সশস্ত্র বিপ্লবী আন্দোলনই ব্রিটিশদের আতঙ্কিত করতে সক্ষম হয়েছিল।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.১.চ.) দীপালি সংঘ
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
(৭.১.জ.) কল্পনা দত্ত
(৭.১.ঝ.) বীণা দাস

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment