২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি উল্লেখ করো

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি আলোচনা করা হল।

Table of Contents

ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি

প্রশ্ন:- ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি উল্লেখ করো।

ভূমিকা :- ১৯৪৩ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব যথেষ্ট হ্রাস পায়। তবে এরপরও ভারতের বিভিন্ন প্রদেশে কৃষক আন্দোলন ধীর গতিতে চলতে থাকে।

মহারাষ্ট্র

১৯৪৫ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের দহনু ও উমাবরগাঁ তালুকে জমিদার ও ইজারাদারদের শোষণের বিরুদ্ধে ভারলিস উপজাতির আন্দোলন শুরু হয়। এতে নেতৃত্ব দেন বামপন্থী নেতা দালভী ও পারুলেকর। এই আন্দোলনের ফলে বেগার প্রথা ও ভূমিদাস প্রথার অবসান ঘটে।

বিহার

বিহারে বকস্ত নামে জমি থেকে প্রজাদের উচ্ছেদের বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করে। এটি বকস্ত আন্দোলন নামে পরিচিত।

ত্রিবাঙ্কুর

ত্রিবাঙ্কুরের পুন্নাপ্রা ভায়লার অঞ্চলের কৃষক ও শ্রমিকরা কমিউনিস্টদের নেতৃত্বে আন্দোলন চালায়। এর ফলে স্বাধীনতা লাভের পর ত্রিবাঙ্কুরের ভারতভুক্তি সহজ হয়।

বাংলা

বাংলার রংপুর, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, যশোহর, মেদিনীপুর, ২৪ পরগনা, জলপাইগুড়ি প্রভৃতি জেলার বর্গাদার বা ভাগচাষিরা উৎপন্ন ফসলের ২/৩ অংশ পাওয়ার দাবিতে ১৯৪৬ খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলন আন্দোলন শুরু করে।

হায়দ্রাবাদ

হায়দ্রাবাদের তেলেঙ্গানা অঞ্চলে সামন্ততান্ত্রিক শোষণ ও সাম্রাজ্যবাদী অপশাসনের বিরুদ্ধে প্রায় ৩০ লক্ষ কৃষক ১৯৪৬ খ্রিস্টাব্দে আন্দোলন শুরু করে। এটি তেলেঙ্গানা বিদ্রোহ নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম ও রাজাকার বাহিনী নিষ্ঠুর উপায়ে তেলেঙ্গানা বিদ্রোহ দমন করে।

উপসংহার :- ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে সংঘটিত কৃষক আন্দোলনগুলির অধিকাংশই ছিল বিচ্ছিন্ন এবং বহুক্ষেত্রে আঞ্চলিক প্রবণতা যুক্ত। অধিকাংশ আন্দোলনে বামপন্থীদের নেতৃত্ব ও অংশগ্রহণ ছিল বিশেষ উল্লেখযোগ্য।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.১.ঙ.) একা আন্দোলন

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment