২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি উদ্যোগ উল্লেখ করো

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি উদ্যোগ উল্লেখ করা হল।

Table of Contents

কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি উদ্যোগ

প্রশ্ন:- কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি উদ্যোগ উল্লেখ করো।

ভূমিকা :- প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ভারতে কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের দ্রুত প্রসার ঘটতে থাকে। এই পরিস্থিতিতে কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসার রোধ করার উদ্দেশ্যে সরকার কিছু উদ্যোগ গ্রহণ করে।

হুইটলি কমিশন গঠন

শ্রমিক আন্দোলন দুর্বল করার উদ্দেশ্যে সরকার শ্রমিকদের উন্নয়নের জন্য কিছু পদক্ষেপের কথা ঘোষণা করে। এই উদ্দেশ্যে সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠন করে। সরকার বোঝাতে চায় যে, ভারতের শ্রমিকদের উন্নয়নের বিষয়ে জাতীয় নেতৃবৃন্দের চেয়ে সরকার বেশি আগ্রহী।

শিল্প-বিরোধ ও জন নিরাপত্তা বিল

কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসারের উদ্দেশ্যে বড়োলাট লর্ড আরউইন তীব্র দমনমূলক নীতি গ্রহণ করেন। তিনি শিল্প-বিরোধ বিল পাস করে শ্রমিক ধর্মঘটকে বেআইনি ঘোষণা করেন এবং জন নিরাপত্তা বিল পাস করে কমিউনিস্টদের দমন করার চেষ্টা করেন।

মিরাট ষড়যন্ত্র মামলা

কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসার রোধ করার উদ্দেশ্যে ১৯২৯ খ্রিস্টাব্দে সরকার ৩৩ জন কমিউনিস্ট নেতাকে গ্রেফতার করে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করে। এই নেতাদের মধ্যে অন্যতম ছিলেনমুজাফ্ফর আহমেদ, পি সি জোশী, গঙ্গাধর অধিকারী, শিবনাথ শাস্ত্রী, ধরণী গোস্বামী, এস এ ডাঙ্গে,ফিলিপ স্প্রাট, বেঞ্জামিন ব্র্যাডলি প্রমুখ।

কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ

শ্রমিক আন্দোলনের নেপথ্যে কমিউনিস্ট পার্টির যথেষ্ট ভূমিকা লক্ষ্য করে সরকার ১৯৩৪ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে।

উপসংহার:- প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার মধ্যবর্তী সময়ে ভারতে কমিউনিস্ট ও সমাজতন্ত্রী ভাবধারার যথেষ্ট প্রসার ঘটে। এই ভাবধারার প্রভাবে এই সময় শ্রমিক আন্দোলনও শক্তিশালী হয়ে ওঠে। সরকার তীব্র দমনপীড়ন, কমিউনিস্ট নেতাদের গ্রেফতার প্রভৃতির দ্বারা শ্রমিক আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা চালায়।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.১.ঙ.) একা আন্দোলন

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment