২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন | এম. এন. রায় বিখ্যাত কেন

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন বা এম. এন. রায় বিখ্যাত কেন তা আলোচনা করা হল।

Table of Contents

মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন বা এম. এন. রায় বিখ্যাত কেন

প্রশ্ন:- মানবেন্দ্রনাথ রায় ওরফে এম. এন রায় বিখ্যাত কেন?

ভূমিকা:- ভারতে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায় নামেই বেশি পরিচিত।

বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ

বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটে পড়াকালীনই তিনি ভারতের বিপ্লবী আন্দোলনে যোগদানকরেন।প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে বাঘাযতীনের নির্দেশে জার্মানির কাছ থেকে অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে মানবেন্দ্রনাথ বাটাভিয়ায় যান। সেখান থেকে আমেরিকা হয়ে মেক্সিকোতে পৌছান এবং সেখানে মিখাইল বোরোদিন নামে বলশেভিক নেতার সংস্পর্শে এসে মার্কসবাদে দীক্ষা নেন।

কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা

১৯২০ খ্রিস্টাব্দে লেনিনের আমন্ত্রণে রাশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে ভারতের পক্ষ থেকে যোগ দেন।১৭ অক্টোবর ১৯২০ সালে এম. এন. রায়, অবনী মুখার্জি প্রমুখ নেতাদের নিয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন, যা পরের বছরই কমিনটার্নের স্বীকৃতি লাভ করে।

ভারতে কমিউনিস্ট আন্দোলনে ভূমিকা

ভারতে আনুষ্ঠানিকভাবেকমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশের পূর্বেই কিছু বিপ্লবী নিজ প্রচেষ্টায় কমিউনিস্ট গোষ্ঠী গঠনের চেষ্টা করলে এম. এন রায় তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে নলিনী গুপ্ত ও শওকত উসমানীকে ভারতে প্রেরণ করেন।

কমিউনিস্ট আন্দোলন পরিচালনায় রণকৌশল

ভারতে কমিউনিস্ট দলকে শক্ত ভীতের ওপর প্রতিষ্ঠা করার জন্য তিনি দ্বিস্তর আন্দোলনের কথা তুলে ধরেন– জাতীয় আন্দোলনে যোগদানের মাধ্যমে আইনগত ও বৈধভাবে আন্দোলন করা এবং গোপনে শ্রমিক-কৃষক সংগঠন দ্বারা দলের নিজস্ব ভিত্তি শক্ত করা।

উপসংহার :- মানবেন্দ্রনাথ রায়ের উদ্যোগেই ভারতের নানা প্রান্তে সাম্যবাদী আদর্শে বিশ্বাসী মানুষজনের সহযোগিতায় কমিউনিস্ট পার্টির শাখা গড়ে ওঠে।এর চূড়ান্ত পরিণতি ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.১.ঙ.) একা আন্দোলন

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment