২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

টীকা লেখো: লাহোর ষড়যন্ত্র মামলা

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে লাহোর ষড়যন্ত্র মামলা সম্পর্কে দেওয়া হল।

Table of Contents

লাহোর ষড়যন্ত্র মামলা (১৯১৫ খ্রি.)

প্রশ্ন:- টীকা লেখো: লাহোর ষড়যন্ত্র মামলা (১৯১৫ খ্রি.)।

ভূমিকা :- প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যাপক প্রসার ঘটে। ১৯১৪খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধ শুরু হলে বিপ্লবী রাসবিহারী বসু গদর পার্টির সদস্যদের সহায়তায় ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেন।

মামলার সূচনা

রাসবিহারী বসুর নেতৃত্বে ১৯১৫খ্রিস্টাব্দের২১ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের দিন নির্ধারিত হয়। কৃপাল সিং নামে গদর পার্টির এক সদস্য বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের কাছে এই পরিকল্পনা ফাঁস করে দেন। এরপর পুলিশ বহু বিপ্লবীকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা (১৯১৫ খ্রি.) শুরু করে।

মামলায় অভিযুক্ত

লাহোর ষড়যন্ত্র মামলায় ২৯১ জন বিপ্লবীকে অভিযুক্ত করা হয়। এঁদের মধ্যে রাসবিহারী বসু, বিষ্ণুগণেশ পিংলে, ভাই পরমানন্দ, কর্তার সিং, হরনাম সিং প্রমুখছিলেন বিশেষ উল্লেখযোগ্য।

সাজা

অভিযুক্ত বিপ্লবীদের বিভিন্ন ধরনের সাজা ঘোষণা করা হয়। বিষ্ণুগণেশ পিংলে, কর্তার সিং, হরনাম সিং-সহ বেশ কয়েকজন বিপ্লবীর ফাঁসি হয়। ১১৪ জনের যাবজ্জীবন এবং ৯৩ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয়। ৪২ জন বিপ্লবী নিরপরাধ বলে মুক্তি পান। মামলায় প্রধান অভিযুক্ত রাসবিহারী বসু পি. এন. ঠাকুর ছদ্মনামে সমুদ্রপথে জাপানে পালিয়ে যান।

উপসংহার:- লাহোর ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার বিপ্লবী কর্মকাণ্ড দমন করতে তীব্র নিপীড়ন চালায়। সরকারের দমন পীড়নের ফলে পাঞ্জাবে বৈপ্লবিক কর্মকাণ্ড যথেষ্ট ব্যাহত হয়।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.১.চ.) দীপালি সংঘ
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
(৭.১.জ.) কল্পনা দত্ত
(৭.১.ঝ.) বীণা দাস

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment