মধ্যযুগে ইউরােপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা কর

উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় ‘অর্থনীতির বিভিন্ন দিক’ থেকে মধ্যযুগে ইউরােপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা কর।

মধ্যযুগে ইউরােপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা কর

প্রশ্ন:- মধ্যযুগে ইউরােপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা কর।

ভূমিকা :- মধ্যযুগের ইউরােপীয় ব্যবসায়ী ও কারিগর শ্রেণি নিজেদের শ্রেণিস্বার্থ রক্ষা, নানা ধরনের সুযােগ-সুবিধা আদায় করা প্রভৃতি উদ্দেশ্যে আলাদা আলাদা ঐক্যবদ্ধ সংঘঠন গড়ে তুলত। এই সংগঠন বা সংঘগুলি ‘গিল্ড’ নামে পরিচিত ছিল।

বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা

মধ্যযুগে বাণিজ্যের প্রসারে ইউরােপের গিল্ডগুলি বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। যেমন –

(১) সততার প্রতিষ্ঠা

গিল্ডগুলি পণ্যদ্রব্যের গুণগত মান বজায় রাখার ব্যাপারে উদ্যোগ নিয়েছিল।তাছাড়া গিল্ডগুলি ব্যবসায় দুর্নীতি প্রতিরােধ করা ও ব্যাবসায়িক সততা বজায় রাখার দায়িত্ব পালন করত।

(২) প্রতিযােগিতার অবসান ঘটানো

বিভিন্ন গিল্ড বহিরাগত বণিকদের সঙ্গে প্রতিযােগিতা বন্ধ করার জন্য নিজেদের শহরের বাজারের ওপর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করত। কোনাে বণিক অতিরিক্ত উদ্যোগী হয়ে নিজেদের গিল্ডের অন্য বণিকদের সঙ্গে ব্যাবসায়িক প্রতিদ্বন্দ্বিতা শুরু করলে গিল্ড তার কার্যকলাপের ওপর রাশ টেনে ধরত।

(৩) কাজ সচল রাখা

কারখানায় কঁচামাল ও শ্রমিকের নিয়মিত জোগান, শ্রমিকের কাজের সময় বেঁধে দেওয়া, কারখানায় কাজের সুস্থ পরিবেশ বজায় রাখা প্রভৃতি দায়িত্ব গিল্ডগুলি পালন করত।

(৪) পণ্যের মূল্য

গিল্ডগুলি পণ্যের মূল্যবৃদ্ধি প্রতিরােধ করত ও পণ্যের মূল্য বেঁধে দিয়ে তারা নিজেদের মধ্যে ব্যাবসায়িক রেষারেষি বন্ধ করত। কোনাে ব্যবসায়ী পণ্যের মূল্য অহেতুক বাড়াবার চেষ্টা করলে গিল্ড তাকে শাস্তি দিত।

(৫) বাণিজ্য সচল রাখা

বাণিজ্যের পণ্য রক্ষা করা, পপ্য চলাচলের পথে নিরাপত্তার ব্যবস্থা করা, কাঁচামালের জোগান অব্যাহত রাখার চেষ্টা করা প্রভৃতির মাধ্যমে গিল্ড বাণিজ্য বিকাশের অনুকূল পরিবেশ তৈরি করেছিল।

(৬) শিক্ষাদান

উৎকৃষ্ট শিল্প সামগ্রী উৎপাদনের উদ্দেশ্যে গিল্ডগুলি শিক্ষানবিশদের শিল্প সংক্রান্ত শিক্ষাদানের ব্যবস্থা করত।

(৭) শুল্ক মকুব

আর্থিক লাভ বৃদ্ধির উদ্দেশ্যে শহরের অভ্যন্তরীণ সব ধরনের বাণিজ্য শুল্ক ও কর মকুব করার বিষয়ে গিল্ডগুলি উদ্যোগ নিত।

(৮) পরিদর্শক নিয়ােগ

গিল্ডের নিয়মকানুন সঠিকভাবে মান্য করা হচ্ছে কি না তা দেখার উদ্দেশ্যে গিল্ডগুলি পরিদর্শক নিয়ােগ করত।

(৯) নগর পরিচালনা

বহু শহরে বণিক গিল্ডগুলি নগরের প্রশাসন পরিচালনা করত।

(১০) মানবিক কাজ

গিল্ডগুলি তাদের দরিদ্র সদস্যদের বা মৃত সদস্যদের পরিবারকে সহায়তা করত।

উপসংহার :- মধ্যযুগের ইউরােপে গিল্ডগুলি বাণিজ্যে সততা বজায় রাখার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও তা বাস্তব ক্ষেত্রে যে পুরােপুরি কার্যকর করা সম্ভব হত না তা সমকালীন বিভিন্ন সাহিত্যে পাওয়া যায়।

1 thought on “মধ্যযুগে ইউরােপে বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা কর”

Leave a Comment