দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করা হল।
আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা
প্রশ্ন:- আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা কর।
ভূমিকা :- মহাত্মা গান্ধির নেতৃত্বে কংগ্রেস দল ভারতের ব্রিটিশ শাসনেরবিরুদ্ধে ১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু করে। এই আন্দোলনে ভারতের বিভিন্ন প্রান্তের শ্রমিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে আইন অমান্য আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে।
মহারাষ্ট্রে ধর্মঘট
আইন অমান্য আন্দোলনের সময় মহারাষ্ট্রেরশোলাপুর, নাগপুর ও বোম্বাইয়ে ব্যাপক শ্রমিক ধর্মঘট পালিত হয়। শোলাপুরে বস্ত্র শ্রমিকদের মিছিলে পুলিশ গুলি চালালে ক্ষিপ্ত শ্রমিকরা রেলস্টেশন, থানা, আদালত ও সরকারি দপ্তরে আক্রমণ চালায়। বোম্বাইয়ে প্রায় ২০ হাজার শ্রমিক স্বাধীনতার দাবি জানায়। বোম্বাইয়ের রেল শ্রমিকরা রেললাইনে শুয়ে, রেল অবরোধ করে আইন অমান্য করে।
বাংলায় ধর্মঘট
আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কলকাতার বিভিন্ন চটকল, পরিবহণ ও শিল্পকারখানার শ্রমিকরা ধর্মঘট করে। কুলটির লৌহ-ইস্পাত কারখানা, রানিগঞ্জের কয়লাখনি প্রভৃতি স্থানের শ্রমিকরাও ধর্মঘট করে।
গুজরাটে ধর্মঘট
গান্ধিজি গুজরাটের ডান্ডি নামক স্থানেব্রিটিশ সরকারের লবণ আইন ভেঙে আইন অমান্য করেন। এই আন্দোলনে গান্ধিজির সঙ্গে বহু শ্রমিক অংশ নেয়।
অন্যান্য স্থানে ধর্মঘট
করাচি বন্দর, হীরাপুরে লৌহ-ইস্পাত কারখানা, আসামের ডিগবয় তৈলশোধনাগার, মাদ্রাজের শিল্পকারখানার শ্রমিকরাও ধর্মঘটে শামিল হয়।
কমিউনিস্ট পার্টির ভূমিকা
শ্রমিকদের আইন অমান্য আন্দোলনে শামিল করার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বি টি রণদিভে, সোমনাথ লাহিড়ী প্রমুখ কমিউনিস্ট নেতার নেতৃত্বে ১৯৩১ খ্রিস্টাব্দে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। শ্রমিক ধর্মঘটে কমিউনিস্ট পার্টির সক্রিয় ভূমিকা থাকায় সরকার ১৯৩৪ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।
অর্থনৈতিক মহামন্দার প্রভাব
আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক মহামন্দার কুপ্রভাবে ভারতীয় শ্রমিকরাও অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। শ্রমিকদের মজুরি হ্রাস, শ্রমিক ছাঁটাই, বহু কলকারখানা বন্ধ হয়ে যাওয়া প্রভৃতির ফলে শ্রমিকশ্রেণি ঘোর সংকটে পড়ে। বাংলার বিভিন্ন চা-বাগান বন্ধ হয়ে যায় এবং বিদেশে চা রপ্তানি ব্যাহত হয়। ফলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ধর্মঘটে সামিল হয়।
শ্রমিক শ্রেণির পুনর্জাগরণ
১৯৩৪ খ্রিস্টাব্দে গান্ধিজির আইন অমান্য আন্দোলনের সঙ্গে শ্রমিকদের আন্দোলনও দুর্বল হয়ে পড়ে। এরপর ১৯৩৭-এর নির্বাচনে কংগ্রেস ৭টি প্রদেশে মন্ত্রীসভা গঠন করলে শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেয়। আবার নতুন করে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গড়ে উঠতে থাকে এবং শ্রমিক ধর্মঘট শুরু হয়।
মূল্যায়ন :- ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলার পর ভারতে শ্রমিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল। ১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে শ্রমিক আন্দোলন আবার সক্রিয় হওয়ার সুযোগ পায়। শ্রমিকদের সহযোগিতায় আইন অমান্য আন্দোলন শক্তিশালী রূপ ধারণণ করে। তবে আইন অমান্য আন্দোলন ক্রমশ দুর্বল হতে থাকলে শ্রমিক আন্দোলন স্তিমিত হয়ে পড়ে।
দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর
দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।
৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :
- বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। অথবা, বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের বর্ণনা দাও।
- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’-এর গঠন সম্পর্কে কী জান?
- টীকা লেখ: কিষান সভা বা নিখিল ভারত কিষান সভা।
- কিষান সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
- বিশ শতকে কংগ্রেসের আন্দোলনের সঙ্গে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের সম্পর্ক উল্লেখ করো।
- বিশ শতকে ভারতে কৃষক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই সময় কোন্ কোন্ কৃষক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?
- কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী ছিল?
(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
- ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি কী ছিল?
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে স্বদেশি আন্দোলনে কৃষকশ্রেণির কীরূপ ভূমিকা ছিল?
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকশ্রেণির আগ্রহ ছিল না কেন? অথবা, বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকসমাজ যোগ দেয়নি কেন?
(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- অহিংস অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে (১৯২০-২২খ্রি.) বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।
(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন
- আইন অমান্য আন্দোলন পর্বে ভারতবর্ষে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- আইন অমান্য আন্দোলনের (১৯৩০ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।
- আইন অমান্য আন্দোলনের পরবর্তীকালে কৃষক আন্দোলনের অগ্রগতি কেমন ছিল?
- উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের কী ভূমিকা ছিল?
(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
- টীকা লেখাে- তেভাগা আন্দোলন।
- ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
- ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি উল্লেখ করো।
- ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো।
(৬.১.ঙ.) একা আন্দোলন
(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)
৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :
- টীকা লেখো: মিরাট ষড়যন্ত্র মামলা।
- বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও। অথবা, বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
- বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই পর্বে কোন্ কোন্ সময় শ্রমিক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?
(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্বন্ধে যা জান লেখো।
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন
- আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও।
- আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিকদের ক্ষোভের কারণ কী ছিল? এই সময় বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
- ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতে শ্রমিক শ্রেণির ভূমিকা আলোচনা করো।
- ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।
(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি
- টীকা লেখ: ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
- ওয়ার্কার্স ও পেজেন্টস পাটি কেন গড়ে উঠেছিল? এর উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল?
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)
৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা
- বিশ শতকে ভারতে বামপন্থী রাজনীতি ও আন্দোলনের চরিত্র সম্পর্কে আলোচনা করো। অথবা, বিশ শতকে ভারতের বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো।
- কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
- বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ আলোচনা করো।
- কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয়? অথবা, টীকা লেখ: কংগ্রেস সমাজতন্ত্রী দল।
- বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর।
টুকরো কথা
মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন
- মানবেন্দ্রনাথ রায় ওরফে এম. এন রায় বিখ্যাত কেন?
- কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি উদ্যোগ উল্লেখ করো।
- ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো।
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)