WBSLST History IX X Question Paper 2016

WBSLST History IX X Question Paper 2016 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস নবম দশম প্রশ্নপত্র ২০১৬ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিমার্জিত WBSSC / SLST History Pass / Hons Question Paper with Answer (পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস পাস / অনার্স প্রশ্নপত্র ও উত্তর ) pdf Download Link নিম্নে দেওয়া হল।

Exam Name WBSLST (IX & X)
Exam Year2016
Total Question55
Question PatternMCQ (2 Marks)
Total Marks1×55=55
OrganizationWest Bengal School Service Commission

West Bengal School Service Commision History IX X Question Paper 2016 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস নবম দশম শ্রেণীর প্রশ্নপত্র ২০১৬

1. হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল-

  • (ক) লোথালে
  • (খ) কালিবনগানে
  • (গ) বানওয়ালিতে
  • (ঘ) রোপারে

2. মহেঙ্গোদাড়োর ধ্বংসাবশেষ কে আবিস্কার করেন?

  • (ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
  • (খ) জন মার্শাল
  • (গ) আরনেস্ট ম্যাকে
  • (ঘ) দয়ারাম সাহানি

3. হরপ্পা সভ্যতার বিনাশে বৈদেশিক আক্রমনের তত্ত্ব কে দিয়েছিলেন?

  • (ক) মার্টিমার হুইলার
  • (খ) আরনেস্ট ম্যাকে
  • (গ) জর্জ ডালেস
  • (ঘ) এস. আর. রাও

4. অঙ্গ রাজ্যের রাজধানী ছিল-

  • (ক) চম্পা
  • (খ) শ্রাবস্তী
  • (গ) মথুরা
  • (ঘ) কোশাম্বী

5. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

  • (ক) পাটলিপুত্রে
  • (খ) বল্লভীতে
  • (গ) বৈশালীতে
  • (ঘ) রাজগৃহে

6. ত্রিরত্ন যে ধর্মের সঙ্গে যুক্ত ছিল তা হলো-

  • (ক) বৌদ্ধ ধর্ম
  • (খ) জৈন ধর্ম
  • (গ) অজীবিক ধর্ম
  • (ঘ) শৈব ধর্ম

7. মুদ্রা রাক্ষসের রচয়িতা ছিলেন-

  • (ক) বিশাখ দত্ত
  • (খ) বাণভট্ট
  • (গ) কল্‌হন
  • (ঘ) কৌটিল্য

8. কোন গুপ্ত সম্রাট হুন আক্রমনকারীদের বিরুদ্ধে চরম আঘাত এনে ছিলেন?

  • (ক) কুমারগুপ্ত
  • (খ) বিক্রমাদিত্য
  • (গ) স্কন্দগুপ্ত
  • (ঘ) বুধগুপ্ত

9. ‘রামচরিত’ গ্রন্থের লেখক কে ছিলেন?

  • (ক) সন্ধ্যাকর নন্দী
  • (খ) বিলহন
  • (গ) কলহন
  • (ঘ) তুমসীদাস

10. জৈন ও বৌদ্ধ গ্রন্থে বিত্তবান বৈশ্য পুঁজিপতিদের কি বলা হত-

  • (ক) ধনিক
  • (খ) গৃহপতি
  • (গ) শ্রেষ্ঠী
  • (ঘ) বণিক

11. রেহেলা গ্রন্থের লেখক কে ছিলেন?

  • (ক) ইবন বতুতা
  • (খ) আমীর খসরু
  • (গ) জিয়াউদ্দিন বারানি
  • (ঘ) মিনহাজ-উস-সিরাজ

12. বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি যে প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করেন-

  • (ক) দেওয়ান-ই-রিয়াসত
  • (খ) দেওয়ান-ই-ইনশা
  • (গ) মুনসিফ
  • (ঘ) দেওয়ান-ই-আরজ

13. সুলতানী শাসনের ক্ষমতার প্রধান ভিত্তি ছিল-

  • (ক) জনগণের সদিচ্ছা
  • (খ) সামরিক শক্তি
  • (গ) খলিফার সমর্থন
  • (ঘ) উলেমাদের স্বীকৃতি

14. বিজয়নগর রাজ্যে জমি জরিপ ও খাজনা নির্ধারণের কাজ যে রাজার আমলে সম্পন্ন হয় তিনি হলেন-

  • (ক) হরিহর
  • (খ) প্রথম দেবরায়
  • (গ) দ্বিতীয় দেবরায়
  • (ঘ) কৃষ্ণদেবরায়

15. হুমায়ুননামা কার রচনা?

  • (ক) হুমায়ুন
  • (খ) গুলবদন বেগম
  • (গ) কামরান
  • (ঘ) বাদাউনি

16. রাণী দুর্গাবতী কে ছিলেন?

  • (ক) বিজয়নগরের রাণী
  • (খ) যোধপুরের রাণী
  • (গ) গন্ডোয়ানার শাসক
  • (ঘ) গুজরাটের রাণী

17. তবকত-ই-আকবরি নামে সুপরিচিত গ্রন্থের লেখক ছিলেন?

  • (ক) খাজা নিজামুদ্দিন আহমদ
  • (খ) বাদাউনি
  • (গ) আবুল ফজল
  • (ঘ) নিয়ামতুল্লাহ

18. জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনায় মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল তিনি হলেন-

  • (ক) যুবরাজ পারভেজ
  • (খ) যুবরাজ খুররম
  • (গ) মহাবত খান
  • (ঘ) যুবরাজ খসরু

19. যে মুঘল রাণীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হতো ও মুদ্রায় নাম খোদিত ছিল তিনি হলেন-

  • (ক) মাহাম অনাগা
  • (খ) নূরজাহান
  • (গ) মমতাজ মহল
  • (ঘ) মরিয়াম মাকানি

20. ঔরঙ্গজেবের রাজত্বকালে সংঘটিত বিদ্রোহগুলির মধ্যে যেখানে কৃষকদের ভূমিকা প্রকট ছিল তা হলো-

  • (ক) মারাঠা
  • (খ) জাঠ
  • (গ) রাজপুত
  • (ঘ) শিখ

21. যে মুঘল সম্রাটের চিত্রকলা সম্পর্কে গভীর উৎসাহ ছিল তিনি হলেন-

  • (ক) আকবর
  • (খ) জাহাঙ্গীর
  • (গ) হুমায়ুন
  • (ঘ) শাহাজাহান

22. আকবরের আমলে ভারতের মহত্তম পারসিক লেখক হিসাবে স্বীকৃতি পান।

  • (ক) ফৈজি
  • (খ) বাদায়ুনি
  • (গ) আবুল ফজল
  • (ঘ) সরহিন্দি

23. শিবাজী যাকে গুরু বলে মনে করতেন তিনি হলেন।

  • (ক) দাদাজী কোণ্ডদেব
  • (খ) রামদাস
  • (গ) তুকারাম
  • (ঘ) একনাথ

24. যে শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেন তিনি হলেন-

  • (ক) শুরু গোবিন্দ সিং
  • (খ) গুরু নানক
  • (গ) গুরু তেগবাহাদুর
  • (ঘ) গুরু অর্জুন দেব

25. যে দুজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখে গেছেন তারা হলেন-

  • (ক) বাবর ও হুমায়ুন
  • (খ) বাবর ও জাহাঙ্গীর
  • (গ) হুমায়ুন ও জাহাঙ্গীর
  • (ঘ) জাহাঙ্গীর ও শাহজাহান

26. ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন দুটি শিয়া রাজ্য দখল করেন?

  • (ক) বেরার ও বিদার
  • (খ) বিজাপুর ও গোলকুণ্ডা
  • (গ) আহম্মদনগর ও বিজাপুর
  • (ঘ) আহম্মদনগর ও গোলকুণ্ডা

27. ফারুকশিয়ারের ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয়?

  • (ক) ১৭০৭
  • (খ) ১৭১২
  • (গ) ১৭১৭
  • (ঘ) ১৭২০

28. তৃতীয় পানিপথের যুদ্ধের সময় কে পেশোয়া ছিলেন? 

  • (ক) বালাজি বাজীরাও
  • (খ) প্রথম বাজীরাও
  • (গ) প্রথম মাধবরাও
  • (ঘ) দ্বিতীয় বাজীরাও

29. রাতওয়ারি ব্যবস্থার প্রবর্তক ছিলেন-

  • (ক) জন শোর
  • (খ) এলফিনস্টোন
  • (গ) টমাস মুনরো
  • (ঘ) লর্ড কর্ণওয়ালিশ

30. নিম্নলিখিতদের মধ্যে কে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুরাগী ছিলেন-

  • (ক) রাজনারায়ণ বসু
  • (খ) প্যারিচাঁদ মিত্র
  • (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • (ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

31. ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন।

  • (ক) সম্বাদ কৌমুদী
  • (খ) সংবাদ প্রভাকর
  • (গ) তত্ত্ববোধিনী পত্রিকা
  • (ঘ) সোমপ্রকাশ

32. প্রার্থনা সমাজের প্রধান স্থপতি ছিলেন-

  • (ক) আর. জি ভাণ্ডারকর
  • (খ) এম জি রানাডে
  • (গ) পণ্ডিতা রামাবাঈ
  • (ঘ) গোপাল গণেশ আগারকার

33. কেশরী পত্রিকার কে সম্পাদক ছিলেন।

  • (ক) মহাদের গোবিন্দ রানাডে
  • (খ) বালগঙ্গাধর তিলক
  • (গ) গোপাল কৃষ্ণ গোখলে
  • (ঘ) ফিরোজ শাহ মেহেতা

34. ঝাঁসির রাণী লক্ষীবাঈকে যে ইংরেজ সেনাপতি আক্রমণ করেন তিনি হলেন-

  • (ক) হিউ রোজ
  • (খ) হেনরি লরেন্স
  • (গ) আউটরাম
  • (ঘ) জেনারেল নিল

35. ভারত সভা প্রতিষ্ঠিত হয়-

  • (ক) ১৮৭০
  • (খ) ১৮৭৫
  • (গ) ১৮৭৬
  • (ঘ) ১৮৮৩

36. লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

  • (ক) প্রার্থনা সমাজ
  • (খ) আর্য সমাজ
  • (গ) ব্রাহ্মসমাজ
  • (ঘ) থিওসফিক্যাল সোসাইটি

37. গান্ধিজী কাকে তাঁর ‘রাজনৈতিক গুরু’ বলে সম্বোধিত করেন।

  • (ক) লোকমান্য তিলক
  • (খ) মহর্ষি কার্ভে
  • (গ) গোপাল কৃষ্ণ গোখলে
  • (ঘ) দাদাভাই নওরোজী

38. গান্ধিজি ভারতে কোন আন্দোলনের সঙ্গে প্রথম যুক্ত হন।

  • (ক) রাওলাট আন্দোলন
  • (খ) চম্পারণ সত্যাগ্ৰহ
  • (গ) হোমরুল আন্দোলন
  • (ঘ) খেদা সত্যাগ্ৰহ

39. ১৯৩২ সালে নিখিল ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন?

  • (ক) বাবা সাহেব আম্বেদকর
  • (খ) মহাত্মা গান্ধী
  • (গ) জ্যোতিবা ফুলে
  • (ঘ) মদনমোহন মালব্য

40. গান্ধী-আরউইন চুক্তি কখন সম্পাদিত হয়?

  • (ক) জানুয়ারি ১৯৩১
  • (খ) মার্চ ১৯৩১
  • (গ) মে ১৯৩১
  • (ঘ) আগস্ট ১৯৩১

41. ‘ডিসকভারি অব ইন্ডিয়া’ গ্রন্থের লেখক কে?

  • (ক) লালা লাজপত রায়
  • (খ) সুভাষচন্দ্র বসু
  • (গ) জওহরলাল নেহেরু
  • (ঘ) মৌলানা আজাদ

42. কোন বৎসর নৌ বিদ্রোহ সংঘটিত হয়?

  • (ক) ১৯৪২
  • (খ) ১৯৪৪
  • (গ) ১৯৪৬
  • (ঘ) ১৯৪৭

43. ভারত বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয়?

  • (ক) সাইন কমিশন
  • (খ) ক্রিপস মিশন
  • (গ) মন্ত্রী মিশন
  • (ঘ) মাউন্টব্যাটেন পরিকল্পনা

44. কারা ফিজিওক্র্যাট নামে পরিচিত ছিলেন।

  • (ক) অভিজাত
  • (খ) যাজক
  • (গ) চিকিৎসক
  • (ঘ) অর্থনীতিবিদ

45. এদের মধ্যে কে সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না।

  • (ক) মিরাবু
  • (খ) রোবসপিয়ের
  • (গ) মারাট
  • (ঘ) কার্নো

46. মহাদেশীয় অবরোধ নীতি কে প্রয়োগ করেন?

  • (ক) নেপোলিয়ন বোনাপার্ট
  • (খ) উইলিয়াম পিট
  • (গ) মেটারনিক
  • (ঘ) লর্ড পামারস্টোন

47. রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে ছিলেন?

  • (ক) মেটারনিক
  • (খ) কাভুর
  • (গ) বিসমার্ক
  • (ঘ) তৃতীয় নেপোলিয়ন

48. ইউরোপের বিপ্লবের বছর বলতে কি বোঝায়?

  • (ক) ১৮৩০ -এর বিপ্লব
  • (খ) ১৮৪৮-এর বিপ্লব
  • (গ) ১৮৭০ -এ জার্মান একীকরণ
  • (ঘ) ১৯০৫ এর রুশ বিপ্লব

49. স্যাডোয়ার যুদ্ধ কবে হয়েছিল?

  • (ক) ১৮৬১
  • (খ) ১৮৬৪
  • (গ) ১৮৬৬
  • (ঘ) ১৮৭০

50. তিন সম্রাটের সংঘের সদস্য কারা?

  • (ক) জার্মানি, ফ্রান্স ও স্পেন
  • (খ) জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি
  • (গ) জার্মানি, অস্ট্রিয়া ও রাশিয়া
  • (ঘ) জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্স

51. কে জার্মানিকে ‘পরিতৃপ্ত দেশ’ বলে মন্তব্য করেছিলেন। 

  • (ক) প্রথম কাইজার উইলিয়াম
  • (খ) দ্বিতীয় কাইজার উইলিয়াম
  • (গ) ভন বুলো
  • (ঘ) অটো ভন বিসমার্ক

52. কাকে ‘মুক্তিদাতা জার’ বলা হয়? 

  • (ক) জার প্রথম আলেকজান্ডার
  • (খ) জার দ্বিতীয় আলেকজান্ডার
  • (গ) জার তৃতীয় আলেকজান্ডার
  • (ঘ) জার দ্বিতীয় নিকোলাস

53. কখন প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়? 

  • (ক) ২৮ জুলাই, ১৯১৪
  • (খ) ৫ আগস্ট ১৯১৪
  • (গ) ২০ আগস্ট, ১৯১৪
  • (ঘ) ১ সেপ্টেম্বর, ১৯১৪

54. প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডে সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কি ছিল?

  • (ক) জার্মানির বিশ্বনীতি
  • (খ) জার্মান সম্রাটের দাম্ভিকতা
  • (গ) জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার মিত্রতা
  • (ঘ) জার্মানির সঙ্গে ফ্রান্সের বিরোধ

55. প্রথম বিশ্বযুদ্ধের অবসান কবে হয়?

  • (ক) ১৯১৭
  • (খ) ১৯১৮
  • (গ) ১৯১৯
  • (ঘ) ১৯২০

WBSSC History Pass Question Paper এর Pdf

WBSSC History Pass Question Paper 1999 এর উত্তরগুলি Pdf আকারে পেতে এছাড়াও History Pass 1999, 2001, 2002, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2012; এবং History IX, X 2016 প্রশ্নগুলির উত্তর Pdf আকারে পেতে নিচে দেওয়া Link -এ Click করুণ। সমস্ত প্রশ্নগুলির উত্তর অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিমার্জিত করা হয়েছে।

File NameWBSSC / SLST History Pass Question Paper with Answer
File TypePdf
File Size1.71 MB
Total Page39
RateRs- 45 Only
Download LinkWBSSC/SLST History Pass Question Paper with Answer pdf download
নমুনা Pdf DownloadWBSSC / SLST History Pass Sample Question Paper with Answer

এছাড়া History Honor’s (PG) 1999, 2001, 2002, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010 ও History XI, XII 2016 প্রশ্নগুলির উত্তর Pdf আকারে পেতে নিচে দেওয়া Link -এ Click করুণ।

File NameWBSSC / SLST History Hons Question Paper with Answer
File TypePdf
File Size1.66 MB
Total Page36
RateRs- 45 Only
Download LinkWBSSC/SLST History Hons Question Paper with Answer Pdf Download
নমুনা Pdf Download WBSSC / SLST History Hons sample Question Paper with Answer

আরোও পড়ুন

West Bengal School Service Commission এর History Previous Years Question Paper নিচে দেওয়া হল।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস পাস কোর্স প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস অনার্স (পি. জি.) প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস SLST নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র

Leave a Comment