২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

WBSSC History Honours (PG) Question Paper 2007

WBSSC History Honours (PG) Question Paper 2007 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস অনার্স (পি. জি.) প্রশ্নপত্র ২০০৭ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিমার্জিত WBSSC / SLST History Pass / Hons Question Paper with Answer (পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস পাস / অনার্স প্রশ্নপত্র ও উত্তর ) pdf Download Link নিম্নে দেওয়া হল।

Exam NameWBSSC
Exam Year2007
Total Question30
Question PatternSAQ (2 Marks)
Total Marks2×30=60
OrganizationWest Bengal School Service Commission

West Bengal School Service Commision History Honours (PG) Question Paper 2007 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস অনার্স (পি. জি.) প্রশ্নপত্র ২০০৭

(পরীক্ষার্থীর স্মৃতি থেকে সংগৃহীত)

  • 1. খানুয়ার যুদ্ধকে ভারত ইতিহাসের অন্যতম নির্ণায়ক যুদ্ধ বলে মনে করা হয় কেন?
  • 2. মহম্মদ-বিন-তুঘলক তাঁর রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন?
  • 3. কে, কেন ইবাদতখানা স্থাপন করেছিলেন?
  • 4. সুলতানি রাষ্ট্রে উলেমাদের ভূমিকা আলোচনা করুন।
  • 5. ইতিহাসে বল্লাল সেনকে কেন মনে রাখা হয়?
  • 6. সিন্ধু সভ্যতা ও ঋকবৈদিক সভ্যতার মূল পার্থক্য কী ছিল?
  • 7. ধর্মমহামাত্ররা অশোকের রাজত্বকালে কী করতেন?
  • ৪. সুলতান রাজিয়া কেন ব্যর্থ হয়েছিলেন?
  • 9. আবুল ফজলের দুটি গ্রন্থের নাম করুন। ইতিহাসের উপাদান হিসেবে এই দুটি গ্রন্থের গুরুত্ব কী?
  • 10. বাংলায় ব্যক্তিগত বাণিজ্যের ওপর কর মিরকাশিম তুলে দিয়েছিলেন কেন?
  • 11. কবে, কাদের মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়?
  • 12. কোন্ যুদ্ধে কার কাছে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন?
  • 13. ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ‘take off’ পর্যায়ে অগ্রণী ক্ষেত্র নির্ণয় করো। ঐ দেশে উনিশ শতকে কোন্ শিল্প প্রধান ভূমিকা নিয়েছিল?
  • 14. বাৰ্লিন ডিক্রি কী ছিল? কে এটা জারি করেন?
  • 15. জাহাঙ্গিরের আমলে কান্দাহার কীভাবে মোগলদের হাতছাড়া হয়েছিল?
  • 16. ১৭১৭ সালের ফরমানের তাৎপর্য কী ছিল?
  • 17. ইউরোপীয় শক্তি সমবায়ের কয়টি অধিবেশন হয়েছিল? এগুলি কোথায় হয়েছিল?
  • 18. কুলটুর ক্যাম্ফ কী?
  • 19. ১৮৭০-এর আগে আফ্রিকার কোন্ কোন্ অঞ্চলে ইউরোপীয় উপনিবেশ ছিল?
  • 20. বলকান লিগের সদস্য কারা ছিল?
  • 21. মোগল যুগের শেষ পর্যায়ে জায়গিরদারি সংকটের প্রকৃতি কী ছিল?
  • 22. কে, কেন প্রার্থনা সমাজ স্থাপন করেছিলেন?
  • 23. অধীনতামূলক মিত্রতা কী? কোন ভারতীয় রাজ্য সর্বপ্রথম এই মিত্রতা গ্রহণ করে?
  • 24. পভার্টি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ গ্রন্থটির লেখক কে ? গ্রন্থটির মাধ্যমে তিনি কোন সত্যকে তুলে ধরতে চেয়েছিলেন ?
  • 25. চুয়াড়রা কোথায় বসবাস করতেন? ইংরেজদের বিরুদ্ধে তাঁরা কবে বিদ্রোহ করেছিলেন?
  • 26. বাংলায় স্বদেশী আন্দোলনের চারটি প্রধান ধারা নিরুপন করুন।
  • 27. কবে, কেন মহাত্মা গান্ধি ডান্ডি যাত্রা সংগঠিত করেছিলেন?
  • 28. রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ কেন গুরুত্বপূর্ণ?
  • 29. ফরাসি কৃষক সম্প্রদায়ের ওপর ফরাসি বিপ্লবের দুটি গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক ফলাফল নিরুপন করুন।
  • 30. কেন ১৯১৯ খ্রিস্টাব্দের ভার্সাই চুক্তিকে ‘নির্দেশিত চুক্তি’ বলা হয়?

আরোও পড়ুন

West Bengal School Service Commission এর History Previous Years Question Paper নিচে দেওয়া হল।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস পাস কোর্স প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস অনার্স (পি. জি.) প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস SLST নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র

Leave a Comment