WBSSC History Pass Question Paper 2010

WBSSC History Pass Question Paper 2010 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস পাস প্রশ্নপত্র ২০১০ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিমার্জিত WBSSC / SLST History Pass / Hons Question Paper with Answer (পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস পাস / অনার্স প্রশ্নপত্র ও উত্তর ) pdf Download Link নিম্নে দেওয়া হল।

West Bengal School Service Commision History Pass Question Paper 2010 (পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস পাস প্রশ্নপত্র ২০১০)

(পরীক্ষার্থীর স্মৃতি থেকে সংগৃহীত)

1. বাবরের আত্মজীবনীর নাম কী এবং এটি কোন্ ভাষায় রচিত?

উত্তর:- মোগল সম্রাট জহিরুদ্দিন মহম্মদ বাবরের আত্মজীবনীর নাম ‘তুজুক-ই-বাবরি’ বা ‘বাবরনামা’।

‘তুজুক-ই-বাবরি’ গ্ৰন্থটি তুর্কি ভাষায় রচিত।

2. ‘কবুলিয়ত’ ও ‘পাট্টা’ প্রথা কে প্রবর্তন করেন? এই প্রথাটি ব্যাখ্যা করুন।

উত্তর:- আফগান শাসক শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ দলিল হল কবুলিয়ত ও পাট্টা। প্রজারা নিজেদের স্বত্ব বা অধিকার ও রাজস্ব দানের শর্ত স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল স্বাক্ষর করে দিত তার নাম কবুলিয়ত। আবার প্রত্যেক প্রজার জমির সীমানা, তার দেওয়া খাজনা ও স্বত্ব বা অধিকার উল্লেখ করে সরকার থেকে প্রজাকে যে দলিল দেওয়া হতো তাকে বলা হতো পাট্টা।

3. ‘চৌথ ও সরদেশমুখী’ কাকে বলে?

উত্তর:- মারাঠা সম্রাট শিবাজী কর্তৃক আরোপিত দুটি কর হল চৌথ ও সরদেশমুখী। সাধারণভাবে প্রতিবেশী বিজাপুরও মুঘলদের অধিকৃত এলাকা থেকে এই দুটি কর আদায় করা হতো। চৌথ ছিল রাজস্বের ১/৪ অংশ এবং সরদেশমুখী ছিল রাজস্বের ১/১০ অংশ। শিবাজী যে এলাকা থেকে এই দুটি কর আদায় করতেন সেই অঞ্চল মারাঠা আক্রমণের হাত থেকে রক্ষা পেত। তাই এই কর দুটিকে নিষ্কৃতি কর বলা হয়ে থাকে।

4. শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কী? তিনি কোন্ অঞ্চল শাসন করতেন?

উত্তর:- মোগল সম্রাট শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম মুরাদ বক্স।

পিতা শাহজাহানের রাজত্বকালে মুরাদ বালখ প্রদেশের শাসনকর্তা ছিলেন। সেখানে ব্যর্থ হওয়ায় তাকে গুজরাটের শাসন ভার প্রদান করা হয়।

5. দীন-ই-ইলাহি কী?

উত্তর:- ভারতের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সকল ধর্মের সারবস্তু নিয়ে মোগল সম্রাট আকবর ১৫৮২ খ্রিস্টাব্দে দীন-ই-ইলাহী নামে এক একেশ্বরবাদী ধর্মমত প্রবর্তন করেন। এই ধর্মমতে কোনো সাম্প্রদায়িকতা, অন্ধবিশ্বাস, দেবতা, মন্দির, পুরোহিত বা ধর্মগ্রন্থের স্থান ছিল না। স্বয়ং সম্রাট ছিলেন এর প্রবক্তা এবং যেকোনো মানুষ এই ধর্ম গ্রহণ করতে পারতো।

6. সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? এই বিদ্রোহের দুজন নেতার নাম লিখুন।

উত্তর:- অত্যাচারী জমিদার, মহাজন ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আদিবাসী সাঁওতালরা ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ জুন ভাগনাডিহির মাঠে সমবেত হয়ে যে বিদ্রোহের সূচনা করেছিল ইতিহাসে তা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত।

সাঁওতাল বিদ্রোহের উল্লেখযোগ্য নেতা ছিলেন সিধু, কানু, চাঁদ, ভৈরব, বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখ।

7. কার সভাপতিত্বে কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল?

উত্তর:- কলকাতার বিশিষ্ট আইনজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ১৮৮৫ খ্রিস্টাব্দের ২৮ ডিসেম্বর বোম্বাই শহরে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ হলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল।

8. সিন্ধু সভ্যতার সময় কোন্ পোতাশ্রয় থেকে বৈদেশিক বাণিজ্য পরিচালিত হত?

উত্তর:- সিন্ধু সভ্যতার সময় লোথাল বন্দর বা পোতাশ্রয় থেকে বৈদেশিক বাণিজ্য পরিচালিত হতো। গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে ভোগাবোর নদীর তীরে লোথাল অবস্থিত ছিল। এখানে একটি প্রকাণ্ড জাহাজ ঘাটা, আগন্তুক জাহাজ রাখার উপযোগী ডক এবং পাথরের তৈরি নোঙর আবিষ্কৃত হয়েছে।

9. তীর্থংকর কাদের বলা হত? জৈনদের ২৩ ও ২৪ তম তীর্থংকর কারা ছিলেন?

উত্তর:- জৈন ধর্মের প্রবক্তাদের তীর্থঙ্কর বলা হয়। জৈন ধর্মাবলম্বীদের মতে প্রাচীনকাল থেকে ২৪ জন তীর্থঙ্কর বা মুক্তির পথনির্মাতা জৈন ধর্ম প্রবর্তন করেন। তীর্থঙ্কররা সংসার দুঃখ পার হওয়ার ঘাট বা তীর্থ নির্মাণ করেছিলেন বলে তারা এই নামে পরিচিত।

জৈনদের ২৩ তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ বা পরেশনাথ এবং ২৪ তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর।

10. ত্রিপিটক কী?

উত্তর:- পালি ভাষায় রচিত বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক।’পিটক’ কথার অর্থ পাত্র বা ঝুড়ি।তিনটি ভাগে বিভক্ত হওয়ায় গ্ৰন্থটি ত্রিপিটক নামে পরিচিত। তিনটি পিটক হল (ক) বুদ্ধের উপদেশাবলি সমৃদ্ধ সূত্ত পিটক, (খ) বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় বিধিসমূহ ও সংঘের নিয়মাবলী সমৃদ্ধ বিনয় পিটক এবং বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বসমূহের ব্যাখ্যা সমৃদ্ধ অভিধম্ম পিটক।

11. বাংলার কোন রাজা ‘গৌড়েশ্বর’ উপাধি নিয়েছিলেন এবং তাঁর রাজধানী কোথায় ছিল?

উত্তর:- বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেন গৌড়েশ্বর উপাধি গ্রহণ করেছিলেন।

বাংলার সেন রাজাদের রাজধানী ছিল গৌড় বা লক্ষ্মণাবতী। রাজা লক্ষণ সেনের সময় অপর রাজধানী ছিল বিক্রমপুর

12. বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম লিখুন।

উত্তর:- বাংলার সেন বংশের অন্যতম রাজা বল্লাল সেন হিন্দু ক্রিয়াকর্ম, বিবাহ, শ্রাদ্ধ ও বিভিন্ন আচার পদ্ধতি সম্পর্কে ‘দানসাগর’ এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ‘অদ্ভুতসাগর’ নামক গ্রন্থ দুটি রচনা করেন।দ্বিতীয় গ্রন্থটি অসমাপ্ত অবস্থায় বল্লাল সেন মারা গেলে তার পুত্র লক্ষ্মণ সেন তা সমাপ্ত করেন।

13. সিন্ধু সভ্যতার যুগের মানুষ কী কী ধাতু ব্যবহার করতেন এবং কী কী ধাতুর ব্যবহার তাঁরা জানতেন না?

উত্তর:- হরপ্পা বা সিন্ধু সভ্যতার যুগের মানুষ সোনা, রুপা, তামা, ব্রোঞ্জ প্রভৃতি ধাতুর ব্যবহার করতেন।

সিন্ধু সভ্যতা যুগের মানুষ লোহার লোহার ব্যবহার জানতেন না।

14. মেগাস্থিনিস কে? তাঁর রচিত গ্রন্থের নাম কী?

উত্তর:- মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্ৰিক পর্যটক মেগাস্থিনিস ছিলেন গ্রিক সম্রাট সেলুকাসের প্রেরিত দূত। মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম হল ‘ইন্ডিকা’। এই গ্রন্থ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়।

15. গৌতম বুদ্ধ কবে কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর:- বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ৫৬৬ খ্রিস্টপূর্বাব্দে (মতান্তরে ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে) নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে শাক্য রাজবংশে জন্মগ্রহণ করেন।

16. প্রাচীন বাংলার দুটি প্রধান বন্দরের নাম করুন?

উত্তর:- প্রাচীন বাংলার দুটি প্রধান বন্দর হল মেদিনীপুর জেলায় অবস্থিত তাম্রলিপ্ত এবং হুগলি জেলায় অবস্থিত সপ্তগ্রাম।

17. বাংলার প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন এবং তাঁর রাজধানী কোথায় ছিল?

উত্তর:- বাংলার প্রথম সার্বভৌম শাসক বা নরপতি ছিলেন গৌড়রাজ শশাঙ্ক। গৌড়রাজ শশাঙ্কের রাজধানী ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ বা কানসোনা অঞ্চলে।

18. দিল্লির কোন সুলতান দাক্ষিণাত্যের কল্যাণের হিন্দু মন্দিরটি পুননির্মান করান?

উত্তর:- দিল্লির সুলতান মহম্মদ বিন তুঘলক দাক্ষিণাত্যের কল্যাণের হিন্দু মন্দিরটি পুননির্মান করান।

19. অলবেরুনি কে ছিলেন এবং তাঁর রচিত গ্রন্থের নাম কী?

উত্তর:- সুলতান মামুদের ভারত আক্রমণের সময় তার সঙ্গে ভারতে আসেন আবু রৈহান বা অলবিরুনি। তিনি ছিলেন সুলতান মামুদের অন্যতম সভাসদ ও বিশিষ্ট পণ্ডিত।তার রচনায় দশম শতাব্দীর শেষ ভাগ ও একাদশ শতকের সূচনায় ভারতের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের মনোজ্ঞ বিবরণ ফুটে উঠেছে।

অলবেরুনি রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থটি হল ‘তহকিক-ই-হিন্দ’ বা ‘কিতাব-উল-হিন্দ’। ১০৩০ খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রকাশিত হয়।

20. কোন্ সুলতান কবে আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন?

উত্তর:- লোদি বংশের সুলতান সিকান্দার লোদি ১৫০৩ খ্রিস্টাব্দে আগ্ৰা শহরের প্রতিষ্ঠা করেন।

21. ইবন বতুতা কে ছিলেন এবং কবে তিনি ভারতে আসেন?

উত্তর:- মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে আফ্রিকার মরক্কো প্রদেশ থেকে ভারতে পর্যটক হয়ে এসেছিলেন ইবন বতুতা। তার রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ হল ‘কিতাব-উল-রেহলা’। তিনি ১৩৩৩ খ্রিস্টাব্দে পাঞ্জাব এবং ১৩৩৪ খ্রিস্টাব্দে দিল্লিতে উপস্থিত হন।

22. কে, কবে এবং কোথায় ‘চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?

উত্তর:- লর্ড কর্নওয়ালিশ ১৭৯৩ খ্রিস্টাব্দের ২২ মার্চ বাংলা, বিহার ও উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। পরবর্তীতে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাজ প্রেসিডেন্সির কোনো কোনো স্থানে এই ব্যবস্থা প্রবর্তিত হয়।

23. কে, কবে সতীদাহ প্রথা নিবারণের জন্য আইন প্রবর্তন করেন?

উত্তর:- রাজা রামমোহন রায়ের সংঘটিত আন্দোলনের ফলে গভর্ণর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণের জন্য আইন প্রবর্তন করেন।

24. গদর পার্টি কে, কবে প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য কী ছিল?

উত্তর:- লালা হরদয়াল ১৯১৩ খ্রিস্টাব্দে আমেরিকার সানফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন।

গদর পার্টির অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় সৈনিকদের মধ্যে বিপ্লবের আদর্শ ও কর্ম কৌশল প্রচার করে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান সংগঠিত করা। অবশ্য তাদের এই পরিকল্পনা ফলপ্রসূ হয়নি।

25. কবে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকারী হয় এবং কবে তা রদ হয়?

উত্তর:- ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী হয়। ১৯১১ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয়।

26. খিলাফৎ আন্দোলন কবে শুরু হয়? এই আন্দোলনের দুজন নেতার নাম লিখুন?

উত্তর:- খলিফাকে হৃত মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ভারতীয় মুসলিমরা ১৯২০ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু করেন।মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সঙ্গে এই খিলাফত আন্দোলনকে সংযুক্ত করেছিলেন।

খিলাফৎ আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে অন্যতম ছিলেন সৈকত আলি, মহম্মদ আলি, মৌলানা আজাদ, হাকিম আকমল খান, হজরত মোহানি প্রমুখ।

27. ‘Spirit of the Laws’ গ্রন্থটি কার লেখা এবং এর বিষয়বস্তু কী?

উত্তর:- বিশিষ্ট আইনজীবী ও দার্শনিক মন্তেস্কু রচিত বিখ্যাত গ্ৰন্থ হল ‘Spirit of the Laws’।এই গ্ৰন্থে তিনি ব্যক্তি স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে রাষ্ট্রের শাসন, আইন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের কথা বলেন।

28. কবে, কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ জুন প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি এবং মিত্রপক্ষভুক্ত রাষ্ট্রসমূহের (ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা প্রভৃতি রাষ্ট্র) মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।

29. কে, কী উদ্দেশ্যে ‘ইয়ং ইতালি’ স্থাপন করেছিলেন?

উত্তর:- জোসেফ ম্যাৎসিনী ১৮৩১ খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল স্থাপন করেছিলেন। ম্যাৎসিনীর ইয়ং ইতালি দল প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ইতালির যুবশক্তিকে ঐক্যবদ্ধ করে তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বীজ বপন করে ইতালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়ন এবং স্বাধীন ও ঐক্যবদ্ধ ইতালি গঠন।

30. ‘মেটারনিক যুগ’ বলতে কী বোঝেন?

উত্তর:- ১৮১৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনের সময় থেকে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক ইউরোপীয় রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন। তিনি নিজ আত্মবিশ্বাস ও দূরদর্শিতার মাধ্যমে ইউরোপের ইতিহাসের প্রগতির ধারাকে স্তব্ধ করে রক্ষণশীলতা ও বিপ্লব বিরোধী ভাবাদর্শকে অব্যাহত রাখেন।১৮১৫ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত সময়কালে ইউরোপীয় রাজনীতিতে তার কর্তৃত্ব ও ভাবাদর্শ টিকে ছিল। এই কারণে এইচ এ এল ফিশার ও অন্যান্য ঐতিহাসিকেরা ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ইউরোপের ইতিহাসে ‘মেটারনিক যুগ’ বলে অভিহিত করেছেন।

আরোও পড়ুন

West Bengal School Service Commission এর History Previous Years Question Paper নিচে দেওয়া হল।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস পাস কোর্স প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস অনার্স (পি. জি.) প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস SLST নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র

Leave a Comment