WBSLST History XI XII Question Paper 2016

WBSLST History XI XII Question Paper 2016 পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস একাদশ দ্বাদশ প্রশ্নপত্র ২০১৬ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিমার্জিত WBSSC / SLST History Pass / Hons Question Paper with Answer (পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস পাস / অনার্স প্রশ্নপত্র ও উত্তর ) pdf Download Link নিম্নে দেওয়া হল।

Exam Name WBSLST (XI & XII)
Exam Year2016
Total Question55
Question PatternMCQ (2 Marks)
Total Marks1×55=55
OrganizationWest Bengal School Service Commission

West Bengal School Service Commision History XI XII Question Paper 2016 (পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ইতিহাস একাদশ দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র ২০১৬)

1.হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়?

  • (ক) ১৯২০ খ্রিঃ
  • (খ) ১৯১৮ খ্রিঃ
  • (গ) ১৯২২ খ্রিঃ
  • (ঘ) ১৯৩০ খ্রিঃ

2. হরপ্পা সভ্যতা মানব সভ্যতার বিবর্তনে কোন পর্বের অন্তর্গত?

  • (ক) প্রাচীন প্রস্তর যুগ
  • (খ) তাম্র-ব্রোঞ্জ যুগ
  • (গ) নব্য প্রস্তর যুগ
  • (ঘ) লৌহ যুগ

3. কোন দুটি মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল?

  • (ক) অঙ্গ ও মগধ
  • (খ) বৃজি ও মল্ল
  • (গ) কুরু ও পাঞ্চাল
  • (ঘ) গান্ধার ও কম্বোজ

4. ঋকবৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন?

  • (ক) বরুণ
  • (খ) ইন্দ্র
  • (গ) সূর্য
  • (ঘ) মরুৎ

5. প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়?

  • (ক) পাটলিপুত্র
  • (খ) বৈশালী
  • (গ) কুশীনগর
  • (ঘ) রাজগৃহ

6. জৈন ধর্মে কতজন ধর্মগুরু ছিলেন?

  • (ক) ১২ জন
  • (খ) ১৮ জন
  • (গ) ২৪ জন
  • (ঘ) ৩০ জন

7. কৌটিল্যের আসল নাম কি?

  • (ক) চরক
  • (খ) বিষ্ণুগুপ্ত
  • (গ) পতঞ্জলি
  • (ঘ) বৃহদ্রথ

8. অর্থশাস্ত্রে রাষ্ট্র পরিচালনার কটি অঙ্গের কথা বলা হয়েছে?

  • (ক) পাঁচটি
  • (খ) সাতটি
  • (গ) দশটি
  • (ঘ) বারোটি

9. করের বিনিময়ে দৈহিক শ্রম বা বিষ্টি কাদের উপরে চাপানো হত ?

  • (ক) কারিগর শ্রেণী
  • (খ) শূদ্র ও বৈশ্য কৃষক
  • (গ) সমস্ত গ্রামীণ জনতা
  • (ঘ) দাস সম্প্রদায়

10. নিম্নলিখিত কোন দুটি সঠিকভাবে মেলানো?

  • (ক) পুরুষপুর – সাতবাহন
  • (খ) সকলা – ইন্দো-গ্রিক
  • (গ) প্রতিষ্ঠান – শুঙ্গ
  • (ঘ) পাটলিপুত্র – শক

11. গুপ্ত যুগে বহুল পরিমাণ স্বর্ণ মুদ্রার প্রচলন কি ইঙ্গিত দেয়?

  • (ক) নতুন স্বর্ণ খনি আবিস্কার
  • (খ) উর্ধ্ব হারে মুদ্রাস্ফীতি
  • (গ) বৈদেশিক বাণিজ্যের সুবাদে প্রচুর সোনার আগমন
  • (ঘ) গুপ্ত সম্রাটদের সোনা আমদানি

12. কোন পাল রাজাকে ‘উত্তরাপথ স্বামী’ বলা হয় ?

  • (ক) গোপাল
  • (খ) দেবপাল
  • (গ) রামপাল
  • (ঘ) ধর্মপাল

13. নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে সিকন্দর-ই-সানি উপাধি ধারণ করেছিলেন?

  • (ক) বলবন
  • (খ) আলাউদ্দিন খলজি
  • (গ) মহম্মদ বিন তুঘলক
  • (ঘ) সিকন্দার লোদি

14. দিল্লীর সুলতানি আমলে কাদের বারিদ বলা হতো?

  • (ক) কারিগর শ্রেণী
  • (খ) দেহরক্ষী
  • (গ) উজির
  • (ঘ) গুপ্তচর

15.  দিল্লীর সুলতানি যুগে কোন সুলতান সেনাবাহিনীকে দশমিক প্রথার ধাঁচে বিন্যস্ত করেছিলেন?

  • (ক) গিয়াসউদ্দিন বলবন
  • (খ) আলাউদ্দিন খলজি
  • (গ) মহম্মদ বিন তুঘলক
  • (ঘ) ফিরোজ তুঘলক

16. বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি কি শাসনতান্ত্রিক ব্যবস্থা নিয়েছিলেন?

  • (ক) দেওয়ান-ই-রিয়াসত
  • (খ) দেওয়ান-ই-রিসালৎ
  • (গ) দেওয়ান-ই-ইনশা
  • (ঘ) দেওয়ান-ই-আরজ

17. কোন সুলতান প্রথম ‘দুর্ভিক্ষ কোড’ জারি করে দুর্ভিক্ষ কবলিত মানুষের ত্রাণ সরবরাহ করেন ?

  • (ক) বলবন
  • (খ) আলাউদ্দিন খলজি
  • (গ) মহম্মদ বিন তুঘলক
  • (ঘ) ফিরোজ তুঘলক

18. বিজয়নগর সাম্রাজ্যে প্রধান আমদানি-জাত পণ্য সম্ভার কি ছিল?

  • (ক) মূল্যবান পাথর
  • (খ) ঘোড়া
  • (গ) বিলাসবহুল সামগ্রী
  • (ঘ) কাঁচা রেশম

19. বিজয়নগর সাম্রাজ্যে বিদেশী পর্যটকদের মধ্যে রাষ্ট্রদূত কে ছিলেন?

  • (ক) ফারনাও নুনিজ
  • (খ) ডোমিনগো পায়েস
  • (গ) আবদুর রাজ্জাক
  • (ঘ) নিকোলো কন্টি

20. জাত ও সওয়ার যে ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সেটি হল

  • (ক) জায়গীরদারী ব্যবস্থা
  • (খ) ইকতা ব্যবস্থা
  • (গ) জাবতী ব্যবস্থা
  • (ঘ) মনসবদারী ব্যবস্থা

21. আকবর মাহজারনামা ঘোষণা কবে করেন?

  • (ক) ১৫৬৪ খ্রিঃ
  • (খ) ১৫৭৬ খ্রিঃ
  • (গ) ১৫৭৯ খ্রিঃ
  • (ঘ) ১৫৮২ খ্রিঃ

22. জিন্দাপির নামে কে পরিচিত ছিলেন?

  • (ক) আকবর
  • (খ) শাহজাহান
  • (গ) বাহাদুর শাহ
  • (ঘ) ঔরঙ্গজেব

23. শিবাজীর রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয় ?

  • (ক) সুরাট
  • (খ) পুরন্দর
  • (গ) বিজাপুর
  • (ঘ) গোয়ালিয়র

24. ফতোয়া-ই-জাহান্দারি গ্রন্থের লেখক কে ছিলেন?

  • (ক) মিনহাজ সিরাজ
  • (খ) জিয়াউদ্দিন বারানি
  • (গ) খাজা মালিক ইসামি
  • (ঘ) রফিউদ্দিন সিরাজি

25. মারাঠা প্রশাসনে হুজুর দফতর বলতে কি বোঝা ?

  • (ক) রাজস্ব প্রশাসন
  • (খ) জেলা দপ্তর
  • (গ) জেলা রাজস্ব বিভাগ
  • (ঘ) পেশোয়া সচিবালয়

26. উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আকবরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল-

  • (ক) কাশ্মীর
  • (খ) কাবুল
  • (গ) কান্দাহার
  • (ঘ) বেলুচিস্তান

27. কোন ঐতিসহাসিক মুঘল দরবারে দল ও রাজনীতি নিয়ে প্রামাণ্য গ্রন্থ লিখেছেন?

  • (ক) যদুনাথ সরকার
  • (খ) সতীশ চন্দ্র
  • (গ) নুরুল হাসান
  • (ঘ) ঈশ্বরী প্রসাদ

28.  সূর্যাস্ত আইন কোন ভূমি ব্যবস্থার সঙ্গে যুক্ত ?

  • (ক) চিরস্থায়ী বন্দোবস্ত
  • (খ) রায়তওয়ারি ব্যবস্থা
  • (গ) প্রজাসত্ব আইন
  • (ঘ) মহলওয়ারি ব্যবস্থা

29. সৈয়দ ভ্রাতৃদ্বয় কোন মুঘল সম্রাটের রাজত্বকালে প্রভাবশালী হন?

  • (ক) বাহাদুর শাহ
  • (খ) জাহান্দার শাহ
  • (গ) ফারুকশিয়ার
  • (ঘ) মহম্মদ শাহ

30. হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে?

  • (ক) জুলফিকর খান
  • (খ) চিন কুলিচ খান
  • (গ) নাসির জঙ্গ
  • (ঘ) মুজাফফর জঙ্গ

31. কে বাংলায় প্রথম যুগের ইংরেজি শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে সক্রেটিসের মত প্রভাব ফেলেছিলেন- 

  • (ক) রাজা রামমোহন রায়
  • (খ) স্বামী বিবেকানন্দ
  • (গ) হেনরি ভিভিয়ান ডিরোজিও
  • (ঘ) কেশবচন্দ্র সেন

32. ১৮৭৫ সালে ব্লাভাটস্কি ও কর্নেল ওলকট কোথায় থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন?

  • (ক) ভারত
  • (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
  • (গ) ব্রিটেন
  • (ঘ) ফ্রান্স

33. স্যার সৈয়দ আহমেদ খান কবে আলিগড়ে মহামেডান-অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?

  • (ক) ১৮৭০ খ্রিঃ
  • (খ) ১৮৭৫ খ্রিঃ
  • (গ) ১৮৮২খ্রিঃ
  • (ঘ) ১৮৮৭ খ্রিঃ

34. মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার প্রাণপুরুষ কে ছিলেন?

  • (ক) আর.জি. ভাণ্ডারকর
  • (খ) এম.জি. রানাডে
  • (গ) পন্ডিত রমাবাঈ
  • (ঘ) গোপাল গণেশ আগারকার

35. কে নীল বিদ্রোহের প্রেক্ষিতে নীলদর্পণ নাটক লেখেন?

  • (ক) প্যারীচাদ মিত্র
  • (খ) দীনবন্ধু মিত্র
  • (গ) শিবনাথ শাস্ত্রী
  • (ঘ) হরিশ চন্দ্র মুখার্জি

36. “হিস্ট্রি অব দি সিপাই ওয়ার” গ্রন্থের লেখক কে?

  • (ক) স্যার জন কে
  • (খ) ডেভিড হেয়ার
  • (গ) হেনরি কটন
  • (ঘ) দাদভাই নওরোজী

37. কে দেশবাসীকে বলেছিলেন “সকল ভারতবাসী আমার ভাই”?

  • (ক) লোকমান্য তিলক
  • (খ) বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি
  • (গ) স্বামী বিবেকানন্দ
  • (ঘ) মহাত্মা গান্ধী

38. কাকে “ভারতীয় অসন্তোষের জনক” বলা হয়?

  • (ক) দাদভাই নওরোজী
  • (খ) মহাত্মা গান্ধী
  • (গ) বাল গঙ্গাধর তিলক
  • (ঘ) বিপিনচন্দ্র পাল

39. জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?

  • (ক) ১৯০২খ্রিঃ
  • (খ) ১৯০৬ খ্রিঃ
  • (গ) ১৯০৯খ্রিঃ
  • (ঘ) ১৯১৬ খ্রিঃ

40. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনে (১৯২০ খ্রিঃ) কে সভাপতি ছিলেন?

  • (ক) বি.পি. ওয়াদিয়া
  • (খ) এন.এম. যোশী
  • (গ) লালা লাজপত রায়
  • (ঘ) মৌলানা আজাদ

41. গান্ধী -আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

  • (ক) ১৯২৮ খ্রিঃ
  • (খ) ১৯৩০ খ্রিঃ
  • (গ) ১৯৩১ খ্রিঃ
  • (ঘ) ১৯৩৫ খ্রিঃ

42. কান্ডিদ এর রচয়িতা কে ছিলেন?

  • (ক) মস্তেস্কু
  • (খ) ভলতেয়ার
  • (গ) মিরাবু
  • (ঘ) কুইসনে

43. “রক্তলোলুপ নেকড়ে” বলে কারা পরিচিত ছিল?

  • (ক) অভিজাত
  • (খ) যাজক
  • (গ) ইনটেনডেন্ট
  • (ঘ) মধ্যবিত্ত শ্রেণী

44. জর্জ দাঁতো কে ছিলেন?

  • (ক) জ্যাকোবিন দলের নেতা
  • (খ) জিরণ্ডিন দলের নেতা
  • (গ) রাজতন্ত্রের অনুগামী
  • (ঘ) সাংবাদিক

45. নেপোলিয়ন কোন রাষ্ট্রের বিরুদ্ধে ট্রাফালগার যুদ্ধে জড়িত হন?

  • (ক) রাশিয়া
  • (খ) অস্ট্রিয়া
  • (গ) ইংল্যান্ড
  • (ঘ) প্রাশিয়া

46. কে ‘কূটনীতির রাজপুত্র’ নামে পরিচিত?

  • (ক) কাভুর
  • (খ) মেটারনিক
  • (গ) পামারস্টোন
  • (ঘ) বিসমার্ক

47. জোলভেরাইন ছিল কী ধরনের সংস্থা?

  • (ক) ট্রেড ইউনিয়ন
  • (খ) অভিজাত সংস্থা
  • (গ) শুল্ক সংঘ
  • (ঘ) নারী সমিতি

48. “বিপ্লবের বছব’ কোনটি?

  • (ক) ১৮৪৫ খ্রিঃ
  • (খ) ১৮৪৭ খ্রিঃ
  • (গ) ১৮৪৮ খ্রিঃ
  • (ঘ) ১৮৫১ খ্রিঃ

49. লুই ব্ল্যাঙ্কি কি ধরনের চিন্তাবিদ ছিলেন?

  • (ক) রাজতন্ত্রী
  • (খ) অভিজাততন্ত্রী
  • (গ) উদারনৈতিক
  • (ঘ) সমাজতন্ত্রী

50. কঙ্গো নিম্নলিখিত কোন দেশের উপনিবেশ ছিল?

  • (ক) ইংল্যান্ড
  • (খ) বেলজিয়াম
  • (গ) ফ্রান্স
  • (ঘ) হল্যান্ড

51. “স্টেট অ্যান্ড রেভল্যুশন” গ্রন্থের লেখক কে?

  • (ক) কার্ল মার্কস
  • (খ) এঙ্গেলস
  • (গ) ভি.আই লেনিন
  • (ঘ) যোশেফ স্তালিন

52.র‍্যাপালো চুক্তি কোন দুটি দশের মধ্যে সম্পাদিত হয়?

  • (ক) জার্মানি ও ফ্রান্স
  • (খ) ফ্রান্স ও ইতালি
  • (গ) রাশিয়া ও জার্মানি
  • (ঘ) ইংল্যান্ড ও তুরস্ক

53. জাতি সংঘের জনক কাকে বলা হয়?

  • (ক) উড্রো উইলসন
  • (খ) উইনস্টন
  • (গ) স্ট্রেসম্যান
  • (ঘ) পঁয়েনকারে

54. রোম-বার্লিন-টোকিও চুক্তি কবে সম্পাদিত হয়?

  • (ক) ১৯৩৭ খ্রিঃ
  • (খ) ১৯৩৮ খ্রিঃ
  • (গ) ১৯৩৯ খ্রিঃ
  • (ঘ) ১৯৪০ খ্রিঃ

55. মিউনিক চুক্তি সম্পাদনে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা নিয়েছিলেন?

  • (ক) লয়েড জর্জ
  • (খ) স্টালিন বলডুইন
  • (গ) নেভিল চেম্বারলেন
  • (ঘ) উইনস্টন চার্চিল

WBSSC History Pass Question Paper এর Pdf

WBSSC History Pass Question Paper 1999 এর উত্তরগুলি Pdf আকারে পেতে এছাড়াও History Pass 1999, 2001, 2002, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2012; এবং History IX, X 2016 প্রশ্নগুলির উত্তর Pdf আকারে পেতে নিচে দেওয়া Link -এ Click করুণ। সমস্ত প্রশ্নগুলির উত্তর অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিমার্জিত করা হয়েছে।

File NameWBSSC / SLST History Pass Question Paper with Answer
File TypePdf
File Size1.71 MB
Total Page39
RateRs- 45 Only
Download LinkWBSSC/SLST History Pass Question Paper with Answer pdf download
নমুনা Pdf DownloadWBSSC / SLST History Pass Sample Question Paper with Answer

এছাড়া History Honor’s (PG) 1999, 2001, 2002, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010 ও History XI, XII 2016 প্রশ্নগুলির উত্তর Pdf আকারে পেতে নিচে দেওয়া Link -এ Click করুণ।

File NameWBSSC / SLST History Hons Question Paper with Answer
File TypePdf
File Size1.66 MB
Total Page36
RateRs- 45 Only
Download LinkWBSSC/SLST History Hons Question Paper with Answer Pdf Download
নমুনা Pdf Download WBSSC / SLST History Hons sample Question Paper with Answer

আরোও পড়ুন

West Bengal School Service Commission এর History Previous Years Question Paper নিচে দেওয়া হল।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস পাস কোর্স প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস অনার্স (পি. জি.) প্রশ্নপত্র

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের বিগত সালের ইতিহাস SLST নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র

Leave a Comment