২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ👇

👉Chat on WhatsApp

মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন তা আলোচনা করা হল।

Table of Contents

মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন

প্রশ্ন:- মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন?

ভূমিকা:- ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেনমাতঙ্গিনী হাজরা। তাঁর নেতৃত্বে ১৯৪২ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলায় ভারত ছাড়ো আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে।

পরিচিতি

মাতঙ্গিনী হাজরা ১৮৭০ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার তমলুকের একটি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। আর্থিক সংকটের জন্য তিনি শিক্ষাগ্রহণ করতে পারেননি। তিনি মাত্র ১৮ বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হন।

আন্দোলনে অংশগ্রহণ

মাতঙ্গিনী হাজরা ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে এবং ১৯৩২ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে তিনি ৬ মাস কারাবাস করেন। জেল থেকে মুক্তি লাভ করে তিনি কংগ্রেসে যোগ দেন।

তমলুক থানা অভিযান

১৯৪২ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে ৭৩ বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ২৯ সেপ্টেম্বর মেদিনীপুরের তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন। পুলিশের প্রতিরোধ উপেক্ষা করে তিনি মিছিলের অগ্রভাগে থেকে বন্দেমাতরম ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেন।

মৃত্যুবরণ

১৪৪ ধারা অমান্য করায় পুলিশ মাতঙ্গিনী হাজরার ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়েও তিনি বন্দেমাতরম ধ্বনি দিতে দিতে ত্রিবর্ণরঞ্জিত পতাকা হাতে সামনে এগিয়ে চলেন। অবশেষে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তাঁর মৃত্যু হয়।

গান্ধী বুড়ি

ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদান ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।গান্ধীবাদী নেতৃত্বের জন্য তিনি ইতিহাসে গান্ধিবুড়ি নামে অমর হয়ে আছেন।

উপসংহার:- ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার আত্মোৎসর্গ স্বর্ণাক্ষরে লেখা আছে। স্বদেশের জন্য মাতঙ্গিনীর মৃত্যুবরণের দৃষ্টান্তকে সামনে রেখে বাংলার তাম্রলিপ্ত জাতীয় সরকার মানুষকে ব্রিটিশ-বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.১.চ.) দীপালি সংঘ
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
(৭.১.জ.) কল্পনা দত্ত
(৭.১.ঝ.) বীণা দাস

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment