দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে আইন অমান্য আন্দোলনের (১৯৩০ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল।
আইন অমান্য আন্দোলনের (১৯৩০ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয়
প্রশ্ন:- আইন অমান্য আন্দোলনের (১৯৩০ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।
ভূমিকা :- মহাত্মা গান্ধির নেতৃত্বে জাতীয় কংগ্রেস ১৯৩০ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করে। ভারতবর্ষের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ফলে এই আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে।
আন্দোলনের কারণ
আইন অমান্য আন্দোলন সংঘটিত হওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণগুলি হল দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, বিশ্ব-অর্থনীতিতে মহামন্দা প্রভৃতির ফলে ভারতীয় অর্থনীতির দুর্দশা, সাধারণ ভারতীয়দের মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার, বৈপ্লবিক কর্মকাণ্ডের সক্রিয়তা, ব্রিটিশ বাণিজ্যনীতির ফলে ভারতীয় বাণিজ্যের ক্ষতি প্রভৃতি।
আন্দোলনের সূচনা
গান্ধিজি ১৯৩০ খ্রিস্টাব্দের ১২ মার্চ ৭৮ জন অনুগামী নিয়ে সমুদ্রের উপকূলে গুজরাটের ডান্ডি নামক স্থানে লবণ আইন অমান্য ভঙ্গ করার উদ্দেশ্যে যাত্রা করেন। ৬ এপ্রিল সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে সরকারি আইনভঙ্গের মাধ্যমে তিনি এই আন্দোলনের সূচনা করেন।
আন্দোলনের প্রসার
আন্দোলন শুরু হওয়ার পর শীঘ্রই তা বাংলা, বিহার, উড়িষ্যা, যুক্তপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, গুজরাট, বোম্বাই, মাদ্রাজ, কর্ণাটক প্রভৃতি অঞ্চলে প্রসার লাভ করে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে গান্ধিবাদী নেতা খান আবদুল গফ্ফর খান (সীমান্ত গান্ধি)-এর নেতৃত্বে আন্দোলন তীব্র হয়ে ওঠে।
ব্যর্থতা
ইতিমধ্যে ব্রিটিশ সরকারের বিভেদনীতি, ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ নীতি ঘোষণা, বর্ণহিন্দু ও দলিত হিন্দুদের মধ্যে বিরোধ প্রভৃতির ফলে এই আন্দোলন দুর্বল হতে শুরু করে। শেষপর্যন্ত কংগ্রেস ১৯৩৪ খ্রিস্টাব্দেআনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহার করে নেয়।
উপসংহার :- আইন অমান্য আন্দোলন শেষপর্যন্ত ব্যর্থ হলেও ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কংগ্রেসের সংগ্রাম একেবারে থেমে যায়নি। পরবর্তীকালে ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে তার চূড়ান্ত প্রকাশ দেখা গিয়েছিল।
দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর
দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।
৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :
- বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। অথবা, বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের বর্ণনা দাও।
- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’-এর গঠন সম্পর্কে কী জান?
- টীকা লেখ: কিষান সভা বা নিখিল ভারত কিষান সভা।
- কিষান সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
- বিশ শতকে কংগ্রেসের আন্দোলনের সঙ্গে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের সম্পর্ক উল্লেখ করো।
- বিশ শতকে ভারতে কৃষক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই সময় কোন্ কোন্ কৃষক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?
- কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী ছিল?
(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
- ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি কী ছিল?
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে স্বদেশি আন্দোলনে কৃষকশ্রেণির কীরূপ ভূমিকা ছিল?
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকশ্রেণির আগ্রহ ছিল না কেন? অথবা, বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকসমাজ যোগ দেয়নি কেন?
(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- অহিংস অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে (১৯২০-২২খ্রি.) বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।
(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন
- আইন অমান্য আন্দোলন পর্বে ভারতবর্ষে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- আইন অমান্য আন্দোলনের পরবর্তীকালে কৃষক আন্দোলনের অগ্রগতি কেমন ছিল?
- উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের কী ভূমিকা ছিল?
(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
- টীকা লেখাে- তেভাগা আন্দোলন।
- ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
- ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি উল্লেখ করো।
- ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো।
(৬.১.ঙ.) একা আন্দোলন
(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)
৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :
- টীকা লেখো: মিরাট ষড়যন্ত্র মামলা।
- বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও। অথবা, বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
- বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই পর্বে কোন্ কোন্ সময় শ্রমিক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?
(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্বন্ধে যা জান লেখো।
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন
- আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও।
- আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা কর।
- আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিকদের ক্ষোভের কারণ কী ছিল? এই সময় বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
- ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতে শ্রমিক শ্রেণির ভূমিকা আলোচনা করো।
- ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।
(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি
- টীকা লেখ: ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
- ওয়ার্কার্স ও পেজেন্টস পাটি কেন গড়ে উঠেছিল? এর উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল?
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)
৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা
- বিশ শতকে ভারতে বামপন্থী রাজনীতি ও আন্দোলনের চরিত্র সম্পর্কে আলোচনা করো। অথবা, বিশ শতকে ভারতের বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো।
- কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
- বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ আলোচনা করো।
- কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয়? অথবা, টীকা লেখ: কংগ্রেস সমাজতন্ত্রী দল।
- বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর।
টুকরো কথা
মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন
- মানবেন্দ্রনাথ রায় ওরফে এম. এন রায় বিখ্যাত কেন?
- কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি উদ্যোগ উল্লেখ করো।
- ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো।
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)