দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)

দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)

দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)

1. বিপিনচন্দ্র পাল লিখেছেন –

  • (ক) সত্তর বৎসর
  • (খ) জীবনস্মৃতি
  • (গ) এ নেশন ইন মেকিং
  • (ঘ) আনন্দমঠ

উত্তর:- (ক) সত্তর বৎসর।

2. ‘সত্যের সাথে আমার পরীক্ষার গল্প’ হল –

  • (ক) আত্মজীবনী
  • (খ) উপন্যাস
  • (গ) প্রবন্ধ
  • (ঘ) ভ্রমণ বৃত্তান্ত

উত্তর:- (ক) আত্মজীবনী।

3. ‘জীবনস্মৃতি’ গ্ৰন্থটি প্রথম প্রকাশিত হয় –

  • (ক) বঙ্গদর্শন পত্রিকায়
  • (খ) প্রবাসী পত্রিকায়
  • (গ) সোমপ্রকাশ পত্রিকায়
  • (ঘ) বিশ্বভারতী পত্রিকায়

উত্তর:- (খ) প্রবাসী পত্রিকায়।

4. বেঙ্গল গেজেট প্রকাশিত হয় –

  • (ক) ১৭৭৫ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৮০ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৭৮০ খ্রিস্টাব্দে।

5. ‘জীবনের ঝরাপাতা’ প্রকাশিত হয়েছিল –

  • (ক) প্রবাসী পত্রিকায়
  • (খ) দেশ পত্রিকায়
  • (গ) সন্ধ্যা পত্রিকায়
  • (ঘ) বামাবোধিনী পত্রিকায়

উত্তর:- (খ) দেশ পত্রিকায়।

6. ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি রচয়িতা হলেন –

  • (ক) বিপিনচন্দ্র পাল
  • (খ) সরলাদেবী চৌধুরানি
  • (গ) সুভাষচন্দ্র বসু
  • (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।

7. নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় –

  • (ক) বঙ্গদর্শন পত্রিকায়
  • (খ) তত্ত্ববোধিনী পত্রিকায়
  • (গ) সঞ্জীবনী পত্রিকায়
  • (ঘ) সোমপ্রকাশ পত্রিকায়

উত্তর:- (ঘ) সোমপ্রকাশ পত্রিকায়।

৪. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি একটি –

  • (ক) উপন্যাস
  • (খ) কাব্যগ্রন্থ
  • (গ) জীবনী গ্রন্থ
  • (ঘ) আত্মজীবনী

উত্তর:- (ঘ) আত্মজীবনী।

9. বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হল –

  • (ক) বেঙ্গল গেজেট
  • (খ) বাঙ্গাল গেজেটি
  • (গ) বামাবোধিনী
  • (ঘ) সোমপ্রকাশ

উত্তর:- (খ) বাঙ্গাল গেজেটি।

10. সোমপ্রকাশ ছিল একটি –

  • (ক) দৈনিক পত্রিকা
  • (খ) পাক্ষিক পত্রিকা
  • (গ) মাসিক পত্রিকা
  • (ঘ) সাপ্তাহিক পত্রিকা

উত্তর:- (ঘ) সাপ্তাহিক পত্রিকা।

11. বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন –

  • (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • (খ) অরবিন্দ ঘোষ
  • (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • (ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তর:- (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

12. দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন –

  • (ক) হরচন্দ্র রায়
  • (খ) মার্শম্যান
  • (গ) ঈশ্বর গুপ্ত
  • (ঘ) উইলিয়ম কেরি

উত্তর:- (খ) মার্শম্যান।

13. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –

  • (ক) ১৮১৮ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে।

14. হিকির বেঙ্গল গেজেট ছিল –

  • (ক) দৈনিক পত্রিকা
  • (খ) সাপ্তাহিক পত্রিকা
  • (গ) মাসিক পত্রিকা
  • (ঘ) পাক্ষিক পত্রিকা

উত্তর:- (খ) সাপ্তাহিক পত্রিকা।

15. ‘সোমপ্রকাশ’ পত্রিকাটি প্রকাশিত হয় –

  • (ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৪৮ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৬২ খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে।

16. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –

  • (ক) উমেশচন্দ্র দত্ত
  • (খ) অক্ষয়কুমার দত্ত
  • (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • (ঘ)  দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তর:- (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

17. ‘খেলা যখন ইতিহাস’ গ্রন্থের লেখক হলেন –

  • (ক) কৌশিক বন্দ্যোপাধ্যায়
  • (খ) বোরিয়া মজুমদার
  • (গ) রূপক সাহা
  • (ঘ) গৌতম ভট্টাচার্য

উত্তর:- (ক) কৌশিক বন্দ্যোপাধ্যায়।

18. রবীন্দ্রনাথ মণিপুরি নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন?

  • (ক) জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে
  • (খ) রবীন্দ্রভারতীতে
  • (গ) শান্তিনিকেতনে
  • (ঘ) শিলাইদহে

উত্তর:- (গ) শান্তিনিকেতনে।

19. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে –

  • (ক) ইংরেজরা
  • (খ) ওলন্দাজরা
  • (গ) ফরাসিরা
  • (ঘ) পোর্তুগিজরা

উত্তর:- (ক) ইংরেজরা।

20. ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ১৭৯১ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৯৮ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে।

21. ভারতের কোন অঞ্চলে দেবদেবীর পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহার করা হয় –

  • (ক) উত্তরপ্রদেশ
  • (খ) গুজরাট
  • (গ) বাংলা
  • (ঘ) কেরালা

উত্তর:- (গ) বাংলা।

22. ‘ভারতীয় ফুটবলের জনক’ বলে যাকে অভিহিত করা হয় তিনি হলেন –

  • (ক) গোষ্ঠ পাল
  • (খ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
  • (গ) চুনী গোস্বামী
  • (ঘ) পি কে ব্যানার্জি

উত্তর:- (খ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।

23. ‘বাগেশ্বরী শিল্পপ্রবন্ধাবলী’ রচনা করেন –

  • (ক) অশোক মিত্র
  • (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
  • (গ) জাহিদ চৌধুরী
  • (ঘ) গীতা কাপুর

উত্তর:- (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর।

24. ‘ব্রিক টেম্পল অব বেঙ্গল’ গ্রন্থটির লেখক হলেন –

  • (ক) প্যাট্রিক নাটগেন্স
  • (খ) পার্সি ব্রাউন
  • (গ) জে ফার্গুসন
  • (ঘ) জর্জ মিশেল

উত্তর:- (ঘ) জর্জ মিশেল।

25. ‘মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস’ গ্ৰন্থটির রচয়িতা হলেন –

  • (ক) কুমুদনাথ মল্লিক
  • (খ) কেদারনাথ মজুমদার
  • (গ) মনোরঞ্জন চন্দ্র
  • (ঘ) সুধীর কুমার মিত্র

উত্তর:- (গ) মনোরঞ্জন চন্দ্র।

26. ‘ডান্স ডায়ালেক্ট অব ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) আকৃতি সিনহা
  • (খ) ল্যান্সডেল
  • (গ) ওয়াং কেফেন
  • (ঘ) রাগিনী দেবী

উত্তর:- (ঘ) রাগিনী দেবী।

27. ‘কনটেমপোরারি ইন্ডিয়ান আর্টিস্টস’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) গীতা কাপুর
  • (খ) কবিতা সিং
  • (গ) জন ওয়েড
  • (ঘ) অশোক মিত্র

উত্তর:- (ক) গীতা কাপুর।

28. ‘ভারতীয় সংগীত কা ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) রাজেশ্বর মিত্র
  • (খ) উমেশ জোশী
  • (গ) প্যাট্রিক মৌতাল
  • (ঘ) চার্লস রাসেল ডে

উত্তর:- (খ) উমেশ জোশী।

29. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন –

  • (ক) চলচ্চিত্রের সঙ্গে
  • (খ) ক্রীড়া জগতের সঙ্গে
  • (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
  • (ঘ) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে

উত্তর:- (ক) চলচ্চিত্রের সঙ্গে।

30. ‘বাঙালির ইতিহাস’ গ্রন্থটির রচনা করেন –

  • (ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
  • (খ) দীনেশচন্দ্র সরকার
  • (গ) নীহাররঞ্জন রায়
  • (ঘ) দীনেশচন্দ্র সেন

উত্তর:- (গ) নীহাররঞ্জন রায়।

31. ভারতীয় যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থায় আধুনিকীকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন –

  • (ক) বেন্টিঙ্ক
  • (খ) রিপন
  • (গ) ডালহৌসি
  • (ঘ) কার্জন

উত্তর:- (গ) ডালহৌসি।

32. ‘অরণ্যের দিনরাত্রি’ চলচ্চিত্রের পরিচালক কে?

  • (ক) মৃণাল সেন
  • (খ) বিজন ভট্টাচার্য
  • (গ) সত্যজিৎ রায়
  • (ঘ) ঋত্বিক ঘটক

উত্তর:- (গ) সত্যজিৎ রায়।

33. ‘দৃশ্যকাব্য পরিচয়’ গ্ৰন্থটির লেখক হলেন –

  • (ক) সত্যজীবন মুখোপাধ্যায়
  • (খ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • (গ) বালদুন থিংড়া
  • (ঘ) আশুতোষ ভট্টাচার্য

উত্তর:- (ক) সত্যজীবন মুখোপাধ্যায়।

34. ‘কমিউনিকেশন অ্যান্ড কালোনিয়ালিজম ইন ইস্টার্ন ইন্ডিয়া’ গ্রন্থে লেখক কে?

  • (ক) আর আর ভাণ্ডারী
  • (খ) নীতিন সিনহা
  • (গ) সুনীল কুমার মুন্সি
  • (ঘ) গৌতম চট্টোপাধ্যায়

উত্তর:- (খ) নীতিন সিনহা।

35. ভারতের ‘সংস্কৃতির শহর’ বলা হয় –

  • (ক) মুম্বাইকে
  • (খ) চেন্নাইকে
  • (গ) কলকাতাকে
  • (ঘ) ভুবনেশ্বরকে

উত্তর:- (গ) কলকাতাকে।

36. ভারতের প্রথম চলচ্চিত্র হল –

  • (ক) বিল্বমঙ্গল
  • (খ) রাজা হরিশ্চন্দ্র
  • (গ) বালিকা বধু
  • (ঘ) জামাইষষ্ঠী

উত্তর:- (খ) রাজা হরিশ্চন্দ্র।

37. ‘একেই বলে শুটিং’ গ্ৰন্থের লেখক হলেন –

  • (ক) ঋত্বিক কুমার ঘটক
  • (খ) সত্যজিৎ রায়
  • (গ) তপন সিংহ
  • (ঘ) মৃণাল সেন

উত্তর:- (খ) সত্যজিৎ রায়।

38. ‘দেখার রকমফের : ঋত্ত্বিক ও সত্যজিৎ’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) সত্যজিৎ রায়
  • (খ) সঞ্জয় মুখোপাধ্যায়
  • (গ) মৃণাল সেন
  • (ঘ) অপূর্ব কুণ্ডু

উত্তর:- (খ) সঞ্জয় মুখোপাধ্যায়।

39. ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় –

  • (ক) কলকাতা
  • (খ) দিল্লি
  • (গ) গোয়া
  • (ঘ) থানে

উত্তর:- (ঘ) থানে।

40. ‘Woman in English Social History’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) টমাস কুহন
  • (খ) বারবারা কানের
  • (গ) স্টিভেন মিনজ
  • (ঘ) সুসান কেলগ

উত্তর:- (খ) বারবারা কানের।

41. ‘ভারতীয় ফৌজের ইতিহাস’ গ্ৰন্থের রচয়িতা হলেন –

  • (ক) সুরেন্দ্রনাথ সেন
  • (খ) যদুনাথ সরকার
  • (গ) কৌশিক রায়
  • (ঘ) সুবোধ ঘোষ

উত্তর:- (ঘ) সুবোধ ঘোষ।

42. ‘Green Imperialism’ গ্ৰন্থের লেখক হলেন –

  • (ক) রামচন্দ্র গুহ
  • (খ) মাধব গ্যাডগিল
  • (গ) রিচার্ড গ্রোভ
  • (ঘ) র‍্যাচেল কারসন

উত্তর:- (গ) রিচার্ড গ্রোভ।

43. ‘চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস’ গ্রন্থটির লেখক হলেন –

  • (ক) পার্থসারথি চক্রবর্তী
  • (খ) তপন চক্রবর্তী
  • (গ) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
  • (ঘ) ডেভিড আরনল্ড

উত্তর:- (খ) তপন চক্রবর্তী।

44. ‘দ্য দিল্লি অমনিবাস’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) রাধাপ্রসাদ গুপ্ত
  • (খ) নারায়ণী গুপ্ত
  • (গ) নিখিল সরকার
  • (ঘ) রাধারমণ মিত্র

উত্তর:- (খ) নারায়ণী গুপ্ত।

45. ‘মানুষ ও পরিবেশ’ গ্ৰন্থটি রচনা করেন –

  • (ক) ইরফান হাবিব
  • (খ) র‍্যাচেল কারসন
  • (গ) রামচন্দ্র গুহ
  • (ঘ) মহেশ রঙ্গরাজন

উত্তর:- (ক) ইরফান হাবিব।

46. ‘মিলিটারি সিস্টেম অব দা মারাঠাস’ গ্রন্থের লেখক হলেন –

  • (ক) যদুনাথ সরকার
  • (খ) কৌশিক রায়
  • (গ) সুরেন্দ্রনাথ সেন
  • (ঘ) সুবোধ ঘোষ

উত্তর:- (গ) সুরেন্দ্রনাথ সেন।

47. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন –

  • (ক) অরুন্ধতী রায়
  • (খ) মেধা পাটেকর
  • (গ) মহাশ্বেতা দেবী
  • (ঘ) আশাপূর্ণা দেবী

উত্তর:- (খ) মেধা পাটেকর।

48. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে –

  • (ক) ফটোগ্রাফির ইতিহাসের
  • (খ) খেলাধুলার ইতিহাসের
  • (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের
  • (ঘ) পরিবেশের ইতিহাসের

উত্তর:- (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের

49. ‘সায়েন্স অ্যান্ড দ্য রাজ’ গ্ৰন্থটি রচনা করেন –

  • (ক) প্রফুল্লচন্দ্র রায়
  • (খ) জে ডি বার্নাল
  • (গ) দীপক কুমার
  • (ঘ) টমাস কুহন

উত্তর:- (গ) দীপক কুমার।

50. ‘Silent Spring’ গ্ৰন্থটি রচনা করেন –

  • (ক)  চার্লস টিলি
  • (খ) রিচার্ড প্রোভ
  • (গ) ক্ল্যারেন্স ম্যাকেন
  • (ঘ) র‍্যাচেল কারসন

উত্তর:- (ঘ) র‍্যাচেল কারসন।

51. সামরিক ইতিহাসচর্চা কোথায় শুরু হয়?

  • (ক) জার্মানি
  • (খ) ইংল্যান্ড
  • (গ) হল্যান্ড
  • (ঘ) ফ্রান্স

উত্তর:- (খ) ইংল্যান্ড।

52. ইতিহাস কোন্ শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ?

  • (ক) সপ্তদশ শতকে
  • (খ) ঊনবিংশ শতকে
  • (গ) অষ্টাদশ শতকে
  • (ঘ) বিংশ শতকে

উত্তর:- (খ) ঊনবিংশ শতকে।

53. ইতিহাস হল অতীতের —

  • (ক) কর্তব্যনিষ্ঠ বিবরণ
  • (খ) বস্তুনিষ্ঠ বিবরণ
  • (গ) কর্মনিষ্ঠ বিবরণ
  • (ঘ) অর্থনিষ্ঠ বিবরণ

উত্তর:- (ঘ) অর্থনিষ্ঠ বিবরণ।

54. নতুন সামাজিক ইতিহাসে কাদের কথা বলা হয়েছে?

  • (ক) সাধারণ মানুষ
  • (খ) রাজা-মহারাজা
  • (গ) রাজনৈতিক নেতা
  • (ঘ) সামন্তপ্রভু

উত্তর:- (ক) সাধারণ মানুষ।

55. সাবলটার্ন স্টাডিজের প্রকাশক কে?

  • (ক) পার্থ চট্টোপাধ্যায়
  • (খ) রণজিৎ গুহ
  • (গ) জ্ঞানেন্দ্র পাণ্ডে
  • (ঘ) তপন রায়চৌধুরি

উত্তর:- (খ) রণজিৎ গুহ।

56. সাবলটার্ন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন –

  • (ক) মার্ক ব্লখ
  • (খ) ফার্নান্দ ব্রদেল
  • (গ) রণজিৎ গুহ
  • (ঘ) রমেশচন্দ্র মজুমদার

উত্তর:- (গ) রণজিৎ গুহ

57. দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয় –

  • (ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
  • (গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯৭৭ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে।

58. ‘এলিমেন্টারি অ্যাসপেক্ট অব পিজেন্ট ইনসারজেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া’ গ্রন্থের লেখক হলেন –

  • (ক) গৌতম ভদ্র
  • (খ) সুমিত সরকার
  • (গ) রণজিৎ গুহ
  • (ঘ) পার্থ চট্টোপাধ্যায়

উত্তর:- (গ) রণজিৎ গুহ।

59. ‘History from below’ প্রবন্ধটির রচয়িতা –

  • (ক) লয়েড জর্জ
  • (খ) মার্ক ফেরো
  • (গ) ইপি থমসন
  • (ঘ) মার্শাল ফচ

উত্তর:- (গ) ইপি থমসন।

60. ‘অ্যানাল স্কুল’ কর্তৃক যে ধরনের ইতিহাসচর্চা করা হয় তা হল –

  • (ক) সাবলটার্ন
  • (খ) টোটাল হিস্ট্রি
  • (গ) হিস্ট্রি ফ্রম বিলো
  • (ঘ) নারী ইতিহাস

উত্তর:- (খ) টোটাল হিস্ট্রি।

61. অ্যানাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ শুরু হয় –

  • (ক) ১৯২৯ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
  • (গ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) ১৯২৯ খ্রিস্টাব্দে।

62. নতুন সামাজিক ইতিহাসচর্চার শুরু হয় –

  • (ক) ১৮৬০-এর দশকে
  • (খ) ১৮৮০-এর দশকে
  • (গ) ১৯৬০-এর দশকে
  • (ঘ) ১৯৩০-এর দশকে

উত্তর:- (গ) ১৯৬০-এর দশকে।

63. অ্যানাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাসচর্চার মূল বিষয় ছিল –

  • (ক) আঞ্চলিক ইতিহাস
  • (খ) সামরিক ইতিহাস
  • (গ) লোকসংস্কৃতি
  • (ঘ) সামাজিক ইতিহাস

উত্তর:- (ঘ) সামাজিক ইতিহাস।

64. মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে –

  • (ক) ১৮১০ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯১১ খ্রিস্টাব্দে
  • (গ) ১৯০৫ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৯১১ খ্রিস্টাব্দে।

65. ‘ফুড ইন হিস্ট্রি’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) হরিপদ ভৌমিক
  • (খ) বরুণ চক্রবর্তী
  • (গ) বিজয় চৌধুরী
  • (ঘ) রিয়াই টান্নাহিল

উত্তর:- (ঘ) রিয়াই টান্নাহিল।

66. ‘আ হিস্টোরিক্যাল ডিকশনারি অব ইন্ডিয়ান ফুড’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) প্যাট চ্যাপম্যান
  • (খ) কে টি আচয়
  • (গ) হরিপদ ভৌমিক
  • (ঘ) বেলা দে

উত্তর:- (খ) কে টি আচয়।

67. পাঞ্জাবের উট চালকদের গানকে বলা হয় –

  • (ক) গজল
  • (খ) টপ্পা
  • (গ) বন্দিয়াল
  • (ঘ) ঠুংরি

উত্তর:- (খ) টপ্পা।

আরোও পড়ুন

2 thoughts on “দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)”

Leave a Comment