দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন – বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন – বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
১। রাওলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র ছিল –
- (ক) মাদ্রাজ
- (খ) বাংলা
- (গ) বোম্বাই
- (ঘ) উড়িষ্যা
উত্তর:- (গ) বোম্বাই।
২। তেলেঙ্গানায় চিকটি ডোবালু বলা হয় –
- (ক) নাৎসিদের
- (খ) ফ্যাসিস্টদের
- (গ) কমিউনিস্ট নেতাদের
- (ঘ) কংগ্রেসিদের
উত্তর:- (গ) কমিউনিস্ট নেতাদের।
৩। লর্ড কার্জন বাংলা দ্বিখণ্ডিত করেন –
- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯১১ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৪২ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
উত্তর:- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে।
৪। চারু মজুমদার কোন আন্দোলনের সঙ্গে যুক্ত?
- (ক) তেলেঙ্গানা
- (খ) পুন্নাপ্রা ভায়লার
- (গ) তেভাগা
- (ঘ) নীল
উত্তর:- (গ) তেভাগা।
৫। বঙ্গভঙ্গ যে দিন ঘোষিত হয় তা হল –
- (ক) ১৬ অক্টোবর
- (খ) ১৬ জুলাই
- (গ) ১৬ জুন
- (ঘ) ১৬ সেপ্টেম্বর
উত্তর:- (ক) ১৬ অক্টোবর।
৬। ফ্লাউড কমিশনের সঙ্গে যুক্ত ছিল –
- (ক) বখস্ত আন্দোলন
- (খ) রাম্পা বিদ্রোহ
- (গ) তেভাগা আন্দোলন
- (ঘ) তেলেঙ্গানা আন্দোলন
উত্তর:- (গ) তেভাগা আন্দোলন।
৭। ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন ছিল কোন্ আন্দোলনের প্রকৃত সূচনাকাল?
- (ক) অসহযোগ আন্দোলন
- (খ) শ্রমিক আন্দোলন
- (গ) গান্ধিজির আঞ্চলিক আন্দোলন
- (ঘ) আইন অমান্য আন্দোলন
উত্তর:- (ক) অসহযোগ আন্দোলন।
৮। সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন –
- (ক) নেতাজি
- (খ) নেহরু
- (গ) জিন্না
- (ঘ) গান্ধীজি
উত্তর:- (ঘ) গান্ধীজি।
৯। অহিংস অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন –
- (ক) সোমেশ্বর চৌধুরী
- (খ) দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল
- (গ) শৈলজানন্দ সেন
- (ঘ) গৌরীশংকর মিশ্র
উত্তর:- (খ) দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল।
১০। ফরওয়ার্ড ব্লক দল গঠিত হয় –
- (ক) ১৯৩৬ খ্রিস্টাব্দে
- (খ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে।
১১। বীরেন্দ্রনাথ শাসমল-কে বলা হয় –
- (ক) দেশবন্ধু
- (খ) দেশপ্রিয়
- (গ) দেশপ্রাণ
- (ঘ) দেশ হিতৈষী
উত্তর:- (খ) দেশপ্রিয়।
১২। বোম্বাইয়ের ‘দ্য মেনস ক্লাব’ প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৮৯৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
- (গ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৮৯৮ খ্রিস্টাব্দে
(ক) ১৮৯৫ খ্রিস্টাব্দে।
১৩। বাবা রামচন্দ্র ছিলেন –
- (ক) কংগ্রেসি নেতা
- (খ) কৃষক প্রজা পার্টির নেতা
- (গ) কিষান সভার নেতা
- (ঘ) শ্রমিক নেতা
উত্তর:- (গ) কিষান সভার নেতা।
১৪। ১৯২৯ খ্রিস্টাব্দে বিশ্বজুড়ে দেখা যায় –
- (ক) ফ্যাসিস্ট আন্দোলন
- (খ) আর্থিক মহামন্দা
- (গ) নাৎসি আন্দোলন
- (ঘ) লবণ সত্যাগ্রহ
উত্তর:- (খ) আর্থিক মহামন্দা।
১৫। বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন –
- (ক) বাংলায়
- (খ) বোম্বাইতে
- (গ) সাতারায়
- (ঘ) অযোধ্যায়
উত্তর:- (ঘ) অযোধ্যায়।
১৬। ভারতের কমিউনিস্ট পার্টি (১৯২৫ খ্রি.) গঠিত হয় –
- (ক) কলকাতায়
- (খ) বোম্বাই-এ
- (গ) কানপুরে
- (ঘ) মাদ্রাজে
উত্তর:- (গ) কানপুরে।
১৭। ‘চম্পারণ কৃষি বিল’ পাস হয় –
- (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
- (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
- (গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে
উত্তর:- (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে।
১৮। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতা ছিলেন –
- (ক) ফিলিপ ফ্রান্সিস
- (খ) ফিলিপ স্প্যাট
- (গ) বেঞ্জামিন
- (ঘ) স্টিফেন হেনিংহ্যাম
উত্তর:- (খ) ফিলিপ স্প্যাট।
১৯। চৌরিচৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে কোন্ আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা করা হয়?
- (ক) স্বদেশি
- (খ) অহিংস অসহযোগ
- (গ) ভারত ছাড়ো
- (ঘ) আইন অমান্য
উত্তর:- (খ) অহিংস অসহযোগ।
২০। র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৯৩৭ খ্রিস্টাব্দে
- (খ) ১৯৩৮ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে
উত্তর:- (ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে।
২১। বাবা গরিবদাস ও মাদারি পাশি যুক্ত ছিলেন –
- (ক) খিলাফত
- (খ) বারদৌলি
- (গ) আইন অমান্য
- (ঘ) একা আন্দোলনের সাথে
উত্তর:- (খ) বারদৌলি।
২২। দেশাভিমানী বলা হয় সাম্যবাদী নেতা –
- (ক) মুজাফফর আহমেদকে
- (খ) শ্রীপাদ অমৃত ডাঙ্গেকে
- (গ) রামকৃষ্ণ পিল্লাইকে
- (ঘ) নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে
উত্তর:- (গ) রামকৃষ্ণ পিল্লাইকে।
২৩। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল –
- (ক) বোম্বাইয়ে
- (খ) পাঞ্জাবে
- (গ) মাদ্রাজে
- (ঘ) গুজরাটে
উত্তর:- (ঘ) গুজরাটে।
২৪। সি মার্টিন ছদ্মনাম গ্রহণ করেন –
- (ক) রাসবিহারী বসু
- (খ) মুজাফফর আহমেদ
- (গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য
- (ঘ) এস এ ডাঙ্গে
উত্তর:- (গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
২৫। ‘কুনবি’ বলা হত –
- (ক) উত্তরপ্রদেশের কৃষকদের
- (খ) পাঞ্জাবের কৃষকদের
- (গ) বাংলার কৃষকদের
- (ঘ) গুজরাটের কৃষকদের
উত্তর:- (ঘ) গুজরাটের কৃষকদের।
২৬। ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন –
- (ক) লালা লাজপত রায়
- (খ) সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার
- (গ) রাসবিহারী বসু
- (ঘ) মানবেন্দ্রনাথ রায়
উত্তর:- (ঘ) মানবেন্দ্রনাথ রায়।
২৭। ‘পতিদার যুবক মণ্ডল’ গড়ে তোলা হয় –
- (ক) কৃষকদের কর বৃদ্ধির প্রতিবাদের জন্য
- (খ) কৃষকদের নেতৃত্ব দেওয়ার জন্য
- (গ) কালিপরাজদের শোষণ করতে
- (ঘ) বিভিন্ন সমাজসংস্কারের উদ্দেশ্যে
উত্তর:- (ঘ) বিভিন্ন সমাজসংস্কারের উদ্দেশ্যে।
২৮। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল –
- (ক) কলকাতায়
- (খ) দিল্লিতে
- (গ) বোম্বাইতে
- (ঘ) মাদ্রাজে
উত্তর:- (গ) বোম্বাইতে।
২৯। বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হন –
- (ক) ১৯২৬ খ্রিস্টাব্দে
- (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৩২ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
উত্তর:- (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে।
৩০। ‘কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি’ প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।
৩১। বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় –
- (ক) ১৯২২ খ্রিস্টাব্দে
- (খ) ১৯৪০ খ্রিস্টাব্দে
- (গ) ১৯২০ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে
উত্তর:- (ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে।
৩২। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল –
- (ক) মাদ্রাজ লেবার ইউনিয়ন
- (খ) কলকাতা লেবার ইউনিয়ন
- (গ) মুম্বাই লেবার ইউনিয়ন
- (ঘ) দিল্লি লেবার ইউনিয়ন
উত্তর:- (ক) মাদ্রাজ লেবার ইউনিয়ন।
৩৩। আইন অমান্য আন্দোলনের সময় কেরলের কৃষক আন্দোলনে নেতৃত্ব দানকারী কংগ্রেস নেতা হলেন –
- (ক) বাল রামকৃষ্ণ
- (খ) কেলাপ্পান
- (গ) স্বামী সহজানন্দ
- (ঘ) মৌলানা ভাসানি
উত্তর:- (খ) কেলাপ্পান।
৩৪। ‘যুব কমরেড লিগ’ গড়ে ওঠে –
- (ক) এস এ ডাঙ্গের নেতৃত্বে
- (খ) পি সি জোশীর নেতৃত্বে
- (গ) মুজাফফর আহমেদের নেতৃত্বে
- (ঘ) নিম্বকারের নেতৃত্বে
উত্তর:- (খ) পি সি জোশীর নেতৃত্বে।
৩৫। সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দের –
- (ক) ১১ জানুয়ারি
- (খ) ১১ ফেব্রুয়ারি
- (গ) ১১ এপ্রিল
- (ঘ) ১১ মার্চ
উত্তর:- (গ) ১১ এপ্রিল।
৩৬। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল –
- (ক) রাওলাট সত্যাগ্রহে
- (খ) বারদৌলি সত্যাগ্রহে
- (গ) অসহযোগ আন্দোলনে
- (ঘ) সাইমন কমিশন-বিরোধী আন্দোলনে
উত্তর:- (গ) অসহযোগ আন্দোলনে।
৩৭। সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন –
- (ক) এন জি রঙ্গ
- (খ) বাবা রামচন্দ্র
- (গ) স্বামী সহজানন্দ
- (ঘ) লালা লাজপত রায়
উত্তর:- (গ) স্বামী সহজানন্দ।
৩৮। ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি অব বেঙ্গল’-এর সভাপতি ছিলেন –
- (ক) এন জি রঙ্গ
- (খ) নরেশচন্দ্র সেনগুপ্ত
- (গ) হেমন্তকুমার সরকার
- (ঘ) কুতুবউদ্দিন আহমেদ
উত্তর:- (খ) নরেশচন্দ্র সেনগুপ্ত।
৩৯। পুন্নাপ্রা ভায়লার আন্দোলন হয়েছিল –
- (ক) গোদাবরীতে
- (খ) মালাবারে
- (গ) ত্রিবাঙ্কুরে
- (ঘ) পাঞ্জাবে
উত্তর:- (গ) ত্রিবাঙ্কুরে।
৪০। ভারতের প্রথম শ্রমিক সংগঠনটি হল –
- (ক) শ্রমজীবী সমিতি
- (খ) ভারতীয় শ্রমিক সভা
- (গ) কৃষক সভা
- (ঘ) শ্রমিক সভা
উত্তর:- (ক) শ্রমজীবী সমিতি।
৪১। ব্রিটিশ সরকার প্রণীত শ্রমিক দমনমূলক বিল হল –
- (ক) ইলবার্ট বিল
- (খ) শিল্প বিরোধ বিল
- (গ) রাওলাট বিল
- (ঘ) জন নিরাপত্তা বিল
উত্তর:- (খ) শিল্প বিরোধ বিল।
৪২। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল –
- (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
- (খ) ১৯২৭ খ্রিস্টাব্দে
- (গ) ১৯২০ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৯২০ খ্রিস্টাব্দে।
৪৩। ‘স্বরাজ্য দল’-এর সভাপতি ছিলেন –
- (ক) মতিলাল নেহরু
- (খ) নেতাজি
- (গ) চিত্তরঞ্জন দাশ
- (ঘ) মহাত্মা গান্ধি
উত্তর:- (গ) চিত্তরঞ্জন দাশ।
৪৪। গিরনি কামগার ইউনিয়ন স্থাপিত হয় –
- (ক) ১৯২৬ খ্রিস্টাব্দে
- (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে
উত্তর:- (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে।
৪৫। ১৯২০ খ্রিস্টাব্দে কার সভাপতিত্বে বোম্বাইয়ে ‘AITUC’ প্রতিষ্ঠিত হয়?
- (ক) লালা লাজপত রায়
- (খ) মানবেন্দ্রনাথ রায়
- (গ) বল্লভভাই প্যাটেল
- (ঘ) দেশবন্ধু চিত্তরঞ্জন
উত্তর:- (ক) লালা লাজপত রায়।
৪৬। ১৯২০ খ্রিস্টাব্দে মুজাফফর আহমেদ, এস এ ডাঙ্গে, শওকত ওসমানি ও নলিনী গুপ্তকে গ্রেফতার করে শুরু হয় –
- (ক) কানপুর ষড়যন্ত্র মামলা
- (খ) লাহোর ষড়যন্ত্র মামলা
- (গ) মিরাট ষড়যন্ত্র মামলা
- (ঘ) কাকোরি ষড়যন্ত্র মামলা
উত্তর:- (ক) কানপুর ষড়যন্ত্র মামলা।
৪৭। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৯১৯ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০৯ খ্রিস্টাব্দে
- (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯২৭ খ্রিস্টাব্দে
উত্তর:- (ঘ) ১৯২৭ খ্রিস্টাব্দে।
৪৮। খুদা-ই-খিদমদগার প্রতিষ্ঠা করেন-
- (ক) খান আবদুল গফ্ফর খান
- (খ) বাবা রামচন্দ্র
- (গ) মহাত্মা গান্ধি
- (ঘ) মৌলানা ভাসানি
উত্তর:- (ক) খান আবদুল গফ্ফর খান।
৪৯। ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস’ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন –
- (ক) পি সি জোশী
- (খ) বল্লভভাই প্যাটেল
- (গ) বালগঙ্গাধর তিলক
- (ঘ) জওহরলাল নেহরু
উত্তর:- (ক) পি সি জোশী।
৫০। সারা ভারত কিষান কংগ্রেসের সভাপতি ছিলেন –
- (ক) এন জি রঙ্গ
- (খ) স্বামী সহজানন্দ সরস্বতী
- (গ) নরেন্দ্র দেব
- (ঘ) ফজলুল হক
উত্তর:- (খ) স্বামী সহজানন্দ সরস্বতী।
৫১। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন –
- (ক) কাজী নজরুল ইসলাম
- (খ) মুজাফ্ফর আহমেদ
- (গ) এস এস মিরাজকর
- (ঘ) অরবিন্দ ঘোষ
উত্তর:- (খ) মুজাফ্ফর আহমেদ।
৫২। ‘লাঙ্গল যার, জমি তার’ এই স্লোগানটি ছিল –
- (ক) কংগ্রেস সমাজতন্ত্রী দলের
- (খ) ভারতের কমিউনিস্ট পার্টির
- (গ) কৃষক প্রজা পার্টির
- (ঘ) সারা ভারত ওয়াকার্স অ্যান্ড পেজেন্ট পার্টির
উত্তর:- (গ) কৃষক প্রজা পার্টির।
৫৩। বামপন্থী পত্রিকা ক্রান্তি প্রকাশিত হয় –
- (ক) মহারাষ্ট্র থেকে
- (খ) বাংলা থেকে
- (গ) পাঞ্জাব থেকে
- (ঘ) উত্তরপ্রদেশ থেকে
উত্তর:- (ক) মহারাষ্ট্র থেকে।
৫৪। ‘কালিপরাজ’ নামে কৃষকরা বসবাস করত –
- (ক) বারাণসীতে
- (খ) সাঁওতাল পরগনায়
- (গ) দিনাজপুরে
- (ঘ) বারদৌলিতে
উত্তর:- (ঘ) বারদৌলিতে।
৫৫। ‘লেবার স্বরাজ পার্টি’-র নাম পরিবর্তন করে রাখা হয় –
- (ক) কিষান দল
- (খ) পেজেন্টস পার্টি
- (গ) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি
- (ঘ) লেবার পার্টি
উত্তর:- (গ) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
৫৬। ‘হালি’ প্রথা প্রচলিত ছিল –
- (ক) বারদৌলিতে
- (খ) বীরভূমে
- (গ) খেদায়
- (ঘ) আমেদাবাদে
উত্তর:- (ক) বারদৌলিতে।
৫৭। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৯৩১ খ্রিস্টাব্দে
- (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
উত্তর:- (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।
৫৮। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন –
- (ক) মাদারি পাশি
- (খ) গান্ধিজি
- (গ) বল্লভভাই প্যাটেল
- (ঘ) জয়প্রকাশ নারায়ণ
উত্তর:- (গ) বল্লভভাই প্যাটেল।
৫৯। ‘Socialist’ পত্রিকার সম্পাদক ছিলেন –
- (ক) এস এ ডাঙ্গে
- (খ) সন্তোষ কুমারী গুপ্তা
- (গ) সন্তোষ সিং
- (ঘ) মুজাফফর আহমেদ
উত্তর:- (ক) এস এ ডাঙ্গে।
৬০। ‘পতিদার যুবক মণ্ডল’ গড়ে ওঠে –
- (ক) বারদৌলিতে
- (খ) মাদ্রাজে
- (গ) কলকাতায়
- (ঘ) বিহারে
উত্তর:- (ক) বারদৌলিতে।
৬১। বিশ্ববরণ প্রসাদ সর্বাধিক পরিচিত ছিলেন –
- (ক) স্বামী শ্রদ্ধানন্দ
- (খ) স্বামী সহজানন্দ সরস্বতী
- (গ) স্বামী বিদ্যানন্দ
- (ঘ) ড. রাজেন্দ্র প্রসাদ
উত্তর:- (গ) স্বামী বিদ্যানন্দ।
৬২। একা আন্দোলন ঘটেছিল –
- (ক) বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের পর্যায়ে
- (খ) আইন অমান্য আন্দোলনের পর্যায়ে
- (গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে
- (ঘ) ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে
উত্তর:- (গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে।
৬৩। নরেন্দ্রনাথ ভট্টাচার্য ‘মানবেন্দ্রনাথ’ ছদ্মনাম গ্রহণ করেন –
- (ক) রাশিয়ায়
- (খ) জার্মানিতে
- (গ) আমেরিকায়
- (ঘ) ব্রিটেনে
উত্তর:- (গ) আমেরিকায়।
৬৪। একা আন্দোলনের নেতা ছিলেন –
- (ক) মাদারি পাশি
- (খ) ড. আম্বেদকর
- (গ) মহাত্মা গান্ধি
- (ঘ) বাবা রামচন্দ্র
উত্তর:- (ক) মাদারি পাশি।
৬৫। তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন –
- (ক) মুজাফ্ফর আহমেদ
- (খ) পি সি যোশী
- (গ) এস এ ডাঙ্গে
- (ঘ) মানবেন্দ্রনাথ রায়
উত্তর:- (ঘ) মানবেন্দ্রনাথ রায়।
৬৬। বিজোলিয়া আন্দোলনের নেতা ছিলেন –
- (ক) শচীন সান্যাল
- (খ) বল্লভভাই প্যাটেল
- (গ) মানিকলাল বৰ্মা
- (ঘ) বাবা রামচন্দ্র
উত্তর:- (গ) মানিকলাল বৰ্মা।
৬৭।র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন –
- (ক) পিসি যোশী
- (খ) এম এন রায়
- (গ) এস এ ডাঙ্গে
- (ঘ) জয়প্রকাশ নারায়ণ
উত্তর:- (খ) এম এন রায়।
৬৮। ভারতে গান্ধিজির দূত নামে পরিচিত –
- (ক) সর্দার বল্লভভাই প্যাটেল
- (খ) মোতিলাল তেজওয়াত
- (গ) পট্টভি সীতা রামাইয়া
- (ঘ) চক্রবর্তী রাজা গোপালাচারী
উত্তর:- (খ) মোতিলাল তেজওয়াত।
৬৯। আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৯২৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯২৪ খ্রিস্টাব্দে
- (গ) ১৯২৬ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে
উত্তর:- (ক) ১৯২৫ খ্রিস্টাব্দে।
৭০। তিন কাঠিয়া প্রথার অবসান হয় –
- (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
- (খ) ১৯১৯ খ্রিস্টাব্দে
- (গ) ১৯১৮ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে
উত্তর:- (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে।
৭১। ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রথম সভাপতি ছিলেন –
- (ক) লালা লাজপত রায়
- (খ) পি সি যোশী
- (গ) মুজাফফর আহমেদ
- (ঘ) সিঙ্গারাভেলু চেট্টিয়ার
উত্তর:- (ঘ) সিঙ্গারাভেলু চেট্টিয়ার।
৭২। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন –
- (ক) বিহারে
- (খ) যুক্তপ্রদেশে
- (গ) রাজস্থানে
- (ঘ) মহারাষ্ট্রে
উত্তর:- (খ) যুক্তপ্রদেশে।
৭৩। ‘লিগ অব র্যাডিক্যাল কংগ্রেস মেন’ প্রতিষ্ঠা করেন –
- (ক) পি সি জোশী
- (খ) মানবেন্দ্রনাথ রায়
- (গ) এস এ ডাঙ্গে
- (ঘ) অবনী মুখার্জি
উত্তর:- (খ) মানবেন্দ্রনাথ রায়।
৭৪। মদনমোহন মালব্যের উদ্যোগে কিষান সভা গঠিত হয় –
- (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
- (খ) ১৯১৫ খ্রিস্টাব্দে
- (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে
উত্তর:- (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে।
৭৫। ‘সারা ভারত কিষান কংগ্রেস’-এর সভাপতি ছিলেন –
- (ক) এন জি রঙ্গ
- (খ) পি সি জোশী
- (গ) জয়প্রকাশ নারায়ণ
- (ঘ) আচার্য নরেন্দ্র দেব
উত্তর:- (ক) এন জি রঙ্গ।
৭৬। অসহযোগ আন্দোলনের সময় বীরভূমের কৃষক আন্দোলনের প্রধান নেতা ছিলেন –
- (ক) সোমেশ্বর চৌধুরী
- (খ) বীরেন্দ্রনাথ শাসমল
- (গ) স্বামী বিদ্যানন্দ
- (ঘ) জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়
উত্তর:- (ঘ) জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়।
৭৭। ভারতে প্রথম মে দিবস পালিত হয় –
- (ক) ১ মে, ১৯২৩ খ্রিস্টাব্দে
- (খ) ১ মে, ১৯১৮ খ্রিস্টাব্দে
- (গ) ১ মে, ১৯২৫ খ্রিস্টাব্দে
- (ঘ) ১ মে, ১৯২০ খ্রিস্টাব্দে
উত্তর:- (ক) ১ মে, ১৯২৩ খ্রিস্টাব্দে।
৭৮। ১৯২০ খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন –
- (ক) চিত্তরঞ্জন দাশ
- (খ) মহাত্মা গান্ধি
- (গ) লালা লাজপত রায়
- (ঘ) বিপিনচন্দ্র পাল
উত্তর:- (গ) লালা লাজপত রায়।
৭৯। ভারতের প্রথম মে দিবস পালিত হয় –
- (ক) লালা লাজপত রায়-এর নেতৃত্বে
- (খ) সিঙ্গারাভেলু চেট্টিয়ার-এর নেতৃত্বে
- (গ) মানবেন্দ্রনাথ রায়-এর নেতৃত্বে
- (ঘ) মুজাফ্ফর আহমেদ-এর নেতৃত্বে
উত্তর:- (খ) সিঙ্গারাভেলু চেট্টিয়ার-এর নেতৃত্বে।
৮০। স্বদেশি ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল –
- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৪২ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে
উত্তর:- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে।
৮১। ‘তেভাগা’ আন্দোলনের একজন নেত্রী হলেন –
- (ক) জয়া ঘোষ
- (খ) সাবিত্রী পাল
- (গ) মল্লিকা হালদার
- (ঘ) সুদীপা সেন
উত্তর:- (ঘ) সুদীপা সেন।
৮২। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে ‘গভীর জাতীয় বিপর্যয়’ বলেছেন –
- (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- (খ) সুরেন্দ্রনাথ সেন
- (গ) অরবিন্দ ঘোষ
- (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
উত্তর:- (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
৮৩। ‘তেলেঙ্গানা’ আন্দোলন হয় –
- (ক) হায়দ্রাবাদে
- (খ) অন্ধ্রপ্রদেশে
- (গ) বিহারে
- (ঘ) উত্তরপ্রদেশে
উত্তর:- (ক) হায়দ্রাবাদে।
৮৪। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন হয়েছিল –
- (ক) ১৯০৪ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
- (গ) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৯০৫ খ্রিস্টাব্দে।
৮৫। ১৯৪৬ খ্রিস্টাব্দের নৌ-বিদ্রোহ হয়েছিল –
- (ক) মাদ্রাজে
- (খ) কলকাতায়
- (গ) বোম্বাইতে
- (ঘ) দিল্লিতে
উত্তর:- (গ) বোম্বাইতে।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণীর (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণীর (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)