২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

দশম শ্রেণীর (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)

দশম শ্রেণীর (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)

দশম শ্রেণীর (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)

১। ‘বেঙ্গল আমি’র সদস্য ছিলেন –

  • (ক) তাঁতিয়া টোপি
  • (খ) নানা সাহেব
  • (গ) মঙ্গল পান্ডে
  • (ঘ) মৌলবি আহমদউল্লা

উত্তর:- (গ) মঙ্গল পান্ডে।

২। লক্ষ্মীবাই সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন –

  • (ক) বাংলায়
  • (খ) কানপুরে
  • (গ) ঝাঁসিতে
  • (ঘ) বিহারে

উত্তর:- (গ) ঝাঁসিতে।

৩। সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন –

  • (ক) নানাসাহেব
  • (খ) তাঁতিয়া টোপি
  • (গ) রানি লক্ষ্মীবাই
  • (ঘ) মঙ্গল পান্ডে

উত্তর:- (ঘ) মঙ্গল পান্ডে।

৪। ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মোঘল সম্রাট ছিলেন –

  • (ক) বাবর
  • (খ) আকবর
  • (গ) শাহজাহান
  • (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ

উত্তর:- (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ।

৫। সিপাহি বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল –

  • (ক) দিল্লিতে
  • (খ) ব্যারাকপুরে
  • (গ) মিরাটে
  • (ঘ) লখনউতে

উত্তর:- (খ) ব্যারাকপুরে।

৬। সিপাহি বিদ্রোহে নানা সাহেব ও তাঁতিয়া টোপি কোথাকার নেতা ছিলেন?

  • (ক) বিহারের
  • (খ) কানপুরের
  • (গ) মিরাটের
  • (ঘ) ফৈজাবাদের

উত্তর:- (খ) কানপুরের।

৭। ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয় স্তরে প্রথম বিদ্রোহ হল –

  • (ক) সিপাহি বিদ্রোহ
  • (খ) নীল বিদ্রোহ
  • (গ) ইলবার্ট বিল-বিরোধী আন্দোলন
  • (ঘ) স্বদেশি আন্দোলন

উত্তর:- (ক) সিপাহি বিদ্রোহ।

৮। বিহারে সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন –

  • (ক) নানা সাহেব
  • (খ) কুনওয়ার সিং
  • (গ) তাঁতিয়া টোপি
  • (ঘ) মঙ্গল পান্ডে

উত্তর:- (খ) কুনওয়ার সিং।

৯। মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি –

  • (ক) ডিসরেলি
  • (খ) রবার্টসন
  • (গ) কার্ল মার্কস
  • (ঘ) সাভারকর

উত্তর:- (ক) ডিসরেলি।

১০। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম সিপাহি বিদ্রোহ বলে অভিহিত করেছেন –

  • (ক) লর্ড ক্যানিং
  • (খ) আর্ল স্ট্যানলি
  • (গ) মহারানি ভিক্টোরিয়া
  • (ঘ) ডিসরেলি

উত্তর:- (খ) আর্ল স্ট্যানলি।

১১। সমাজতত্ববিদ কার্ল মার্কস ১৮৫৭ সালের বিদ্রোহকে বলেছেন –

  • (ক) সিপাহি বিদ্রোহ
  • (খ) সামন্ত বিদ্রোহ
  • (গ) ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ
  • (ঘ) জাতীয় বিদ্রোহ

উত্তর:- (ঘ) জাতীয় বিদ্রোহ।

১২। অযোধ্যায় সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দেন –

  • (ক) নানা সাহেব
  • (খ) হজরত মহল
  • (গ) কুনওয়ার সিং
  • (ঘ) বাবা রামচন্দ্র

উত্তর:- (খ) হজরত মহল।

১৩। ইংল্যান্ডের টোরি দলের নেতা ডিসরেলি ১৮৫৭ সালের বিদ্রোহকে উল্লেখ করেছেন –

  • (ক) সিপাহি বিদ্রোহরূপে
  • (খ) জাতীয় বিদ্রোহরূপে
  • (গ) সামন্তশ্রেণির ক্ষমতা দখলের প্রয়াসরূপে
  • (ঘ) প্রথম স্বাধীনতার যুদ্ধরূপে

উত্তর:- (ক) সিপাহি বিদ্রোহরূপে।

১৪। ভারতের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি –

  • (ক) বিহার
  • (খ) মধ্যপ্রদেশ
  • (গ) পাঞ্জাব
  • (ঘ) উত্তরপ্রদেশ

উত্তর:- (গ) পাঞ্জাব।

১৫। ১৮৫৭ -এর বিদ্রোহ ছিল ‘অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ” – বলেছেন  –

  • (ক) ড. সুরেন্দ্রনাথ সেন
  • (খ) সুশোভন সরকার
  • (গ) ড. রমেশচন্দ্র মজুমদার
  • (ঘ) সুমিত সরকার

উত্তর:- (গ) ড. রমেশচন্দ্র মজুমদার।

১৬। ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন –

  • (ক) জওহরলাল নেহরু
  • (খ) সুভাষচন্দ্র বসু
  • (গ) ভি ডি সাভারকর
  • (ঘ) রাসবিহারী বসু

উত্তর:- (গ) ভি ডি সাভারকর।

১৭। ‘The Sepoy Mutiny and the Revolt of 1857’ গ্রন্থটির লেখক হলেন –

  • (ক) ড. রমেশচন্দ্র মজুমদার
  • (খ) ড. সুরেন্দ্রনাথ সেন
  • (গ) রজনী পাম দত্ত
  • (ঘ) অধ্যাপক রণজিৎ গুহ

উত্তর:- (ক) ড. রমেশচন্দ্র মজুমদার।

১৮। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ‘মুসলমানদের ষড়যন্ত্র’ বলেছেন –

  • (ক) ডিজরেলি
  • (খ) আউট্রাম
  • (গ) নিকলসন
  • (ঘ) নর্টন

উত্তর:- (খ) আউট্রাম।

১৯। মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন –

  • (ক) বিপান চন্দ্র
  • (খ) ইরফান হাবিব
  • (গ) রোমিলা থাপার
  • (ঘ) রজনীপাম দত্ত

উত্তর:- (ঘ) রজনীপাম দত্ত।

২০। ১৮৫৭ খ্রিস্টাব্দের তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম – প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়।” উক্তিটি করেছেন –

  • (ক) ড. রমেশচন্দ্র মজুমদার
  • (খ) ড. সুরেন্দ্রনাথ সেন
  • (গ) হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
  • (ঘ) সুশোভন সরকার

উত্তর:- (ক) ড. রমেশচন্দ্র মজুমদার।

২১। ১৮৫৭-এর বিদ্রোহকে ‘নৈরাজ্যবাদী’ বলে অভিহিত করেছেন –

  • (ক) সুরেন্দ্রনাথ সেন
  • (খ) রমেশচন্দ্র মজুমদার
  • (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
  • (ঘ) রাজনারায়ণ বসু

উত্তর:- (ঘ) রাজনারায়ণ বসু।

২২। কবে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে মহারানি ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার গ্রহণ করেন?

  • (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে।

২৩। মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন –

  • (ক) মহারানি ভিক্টোরিয়া
  • (খ) লর্ড ক্যানিং
  • (গ) ভারত সচিব
  • (ঘ) ভাইসরয়

উত্তর:- (ক) মহারানি ভিক্টোরিয়া।

২৪। “An Act for the Better Government of India” আইন বলে যে পদের সৃষ্টি হয় –

  • (ক) ভারতীয় কাউন্সিল
  • (খ) ভারত সচিব
  • (গ) গভর্নর-জেনারেল
  • (ঘ) কোনোটিই নয়

উত্তর:- (খ) ভারত সচিব।

২৫। ‘Eighteen Fifty Seven’ গ্রন্থের লেখক হলেন –

  • (ক) ভি ডি সাভারকর
  • (খ) রমেশচন্দ্র মজুমদার
  • (গ) ড. সুরেন্দ্রনাথ সেন
  • (ঘ) শশীভূষণ চৌধুরী

উত্তর:- (গ) ড. সুরেন্দ্রনাথ সেন।

২৬। মহারানির ঘোষণাপত্র (১৮৫৮ খ্রিস্টাব্দ) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় –

  • (ক) ১ জানুয়ারি
  • (খ) ২৬ জানুয়ারি
  • (গ) ২ অক্টোবর
  • (ঘ) ১ নভেম্বর

উত্তর:- (ঘ) ১ নভেম্বর।

২৭। মহারানি ভিক্টোরিয়া কর্তৃক ভারতের শাসনভার গ্রহণ করেন –

  • (ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
  • (খ) লর্ড ক্যানিং
  • (গ) লর্ড ডালহৌসি
  • (ঘ) লর্ড কার্জন

উত্তর:- (খ) লর্ড ক্যানিং।

২৮। মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র প্রকাশ করা হয় –

  • (ক) কলকাতা থেকে
  • (খ) মুম্বই থেকে
  • (গ) মাদ্রাজ থেকে
  • (ঘ) এলাহাবাদ থেকে

উত্তর:- (ঘ) এলাহাবাদ থেকে।

২৯। ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ গঠিত হয় –

  • (ক) ১৮৩৬ খ্রি.
  • (খ) ১৮৩৮ খ্রি.
  • (গ) ১৮৪৬ খ্রি.
  • (ঘ) ১৮০৬ খ্রি.

উত্তর:- (ক) ১৮৩৬ খ্রি.।

৩০। মহারানির ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের ‘রাজপ্রতিনিধি’ হিসেবে প্রথম নিযুক্ত হন –

  • (ক) লর্ড ডালহৌসি
  • (খ) লর্ড বেন্টিঙ্ক
  • (গ) লর্ড ক্যানিং
  • (ঘ) লর্ড মাউন্টব্যাটেন

উত্তর:- (গ) লর্ড ক্যানিং।

৩১। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে –

  • (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯১৯ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৫৮ খ্রিস্টাব্দে।

৩২। ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’র প্রথম সম্পাদক ছিলেন –

  • (ক) দ্বারকানাথ ঠাকুর
  • (খ) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
  • (গ) গৌরীশংকর তর্কবাগীশ
  • (ঘ) প্রসন্নকুমার ঠাকুর

উত্তর:- (গ) গৌরীশংকর তর্কবাগীশ।

৩৩। জমিদার সভার সভাপতি ছিলেন –

  • (ক) প্রসন্নকুমার ঠাকুর
  • (খ) রাধাকান্ত দেব
  • (গ) দ্বারকানাথ ঠাকুর
  • (ঘ) রাজনারায়ণ বসু

উত্তর:- (খ) রাধাকান্ত দেব।

৩৪। ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় রাজনৈতিক সংগঠনগুলির প্রতিষ্ঠা শুরু হয়?

  • (ক) বাংলায়
  • (খ) পাঞ্জাবে
  • (গ) দিল্লিতে
  • (ঘ) মাদ্রাজে

উত্তর:- (ক) বাংলায়।

৩৫। ‘হিন্দুমেলার উপহার’ কবিতাটি রচনা করেন –

  • (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (খ) রাজনারায়ণ বসু
  • (গ) আনেন্দ্রনাথ ঠাকুর
  • (ঘ) নবগোপাল মিত্র

উত্তর:- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর।

৩৬। বাংলায় চিরস্থায়ী জমিদারি ব্যবস্থা প্রবর্তনের ফলে এক নতুন ধরনের ভূস্বামী সম্প্রদায়ের জন্ম হয় –

  • (ক) ১৭৯২ খ্রিস্টাব্দে
  • (খ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
  • (গ) ১৭৯৪ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৭৯১ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৭৯৩ খ্রিস্টাব্দে।

৩৭। সর্বপ্রথম কোন সংগঠন ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনে?

  • (ক) বঙ্গভাষা প্রকাশিকা সভা
  • (খ) ভারতসভা
  • (গ) জমিদার সভা
  • (ঘ) হিন্দুমেলা

উত্তর:- (খ) ভারতসভা।

৩৮। হিন্দুমেলার প্রধান উদ্যোক্ত্বা ছিলেন –

  • (ক) নবগোপাল মিত্র
  • (খ) বিপিনচন্দ্র পাল
  • (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • (ঘ) আনন্দমোহন বসু

উত্তর:- (ক) নবগোপাল মিত্র।

৩৯। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –

  • (ক) ভারতসভা
  • (খ) ভারতের জাতীয় কংগ্রেস
  • (গ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
  • (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

উত্তর:- (গ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি।

৪০। “মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি’ গানটি রচনা করেন –

  • (ক) রাজনারায়ণ বসু
  • (খ) নবগোপাল মিত্র
  • (গ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  • (ঘ) জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (গ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।

৪১। ভারতসভা প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৭৪ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।

৪২। ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল –

  • (ক) ভারতসভা
  • (খ) হিন্দুমেলা
  • (গ) মহাজন সভা
  • (ঘ) জমিদার সভা

উত্তর:- (ঘ) জমিদার সভা।

৪৩। ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন –

  • (ক) কেশবচন্দ্র সেন
  • (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • (গ)  হরিশচন্দ্র মুখোপাধ্যায়
  • (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৪৪। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভার প্রাণপুরুষ ছিলেন –

  • (ক) আনন্দমোহন বসু
  • (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • (গ) শিবনাথ শাস্ত্রী
  • (ঘ) দ্বারকানাথ গাঙ্গুলি

উত্তর:- (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৪৫। ‘হিন্দুমেলা’র পক্ষ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম ছিল –

  • (ক) আর্যদর্শন
  • (খ) সোমপ্রকাশ
  • (গ) বঙ্গদর্শন
  • (ঘ) ন্যাশনাল পেপার

উত্তর:- (ঘ) ন্যাশনাল পেপার।

৪৬। ভারতসভার সম্পাদক ছিলেন –

  • (ক) কৃষ্ণদাস পাল
  • (খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
  • (গ)  রামতনু লাহিড়ী
  • (ঘ) আনন্দমোহন বসু

উত্তর:- (খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি।

৪৭। সভাসমিতির যুগ হিসাবে পরিচিত –

  • (ক) অষ্টাদশ শতক
  • (খ) ঊনবিংশ শতক
  • (গ) বিংশ শতক
  • (ঘ) একবিংশ শতক

উত্তর:- (খ) ঊনবিংশ শতক।

৪৮। কোন্ ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন?

  • (ক) লর্ড লিটন
  • (খ) লর্ড কার্জন
  • (গ) লর্ড ডালহৌসি
  • (ঘ) লর্ড রিপন

উত্তর:- (ঘ) লর্ড রিপন।

৪৯। ভারতসভার প্রথম সভাপতি ছিলেন –

  • (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • (খ) আনন্দমোহন বসু
  • (গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  • (ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তর:- (গ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।

৫০। “বন্দেমাতরম্” সংগীতটি রচিত হয় –

  • (ক) ১৮৭০ খ্রি.
  • (খ) ১৮৭৫ খ্রি.
  • (গ) ১৮৭৬ খ্রি.
  • (ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৮৭৫ খ্রি.।

৫১। ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

উত্তর:- (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে।

৫২। ভারতসভার মুখপত্র হিসেবে কোন পত্রিকা প্রচারকার্য চালাত?

  • (ক) যুগান্তর
  • (খ) বন্দেমাতরম
  • (গ) দ্য বেঙ্গলি
  • (ঘ) কেশরী

উত্তর:- (গ) দ্য বেঙ্গলি।

৫৩। ‘আনন্দমঠ’ উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় –

  • (ক) ১৮৮১ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৮৮৪ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে।

৫৪। ইন্ডিয়ান লিগের সভাপতি ছিলেন –

  • (ক) শিশির কুমার ঘোষ
  • (খ) হেমন্ত কুমার মুখার্জি
  • (গ) শম্ভুচন্দ্ৰ মুখার্জি
  • (ঘ) অনন্ত কুমার ঘোষ

উত্তর:- (গ) শম্ভুচন্দ্ৰ মুখার্জি।

৫৫। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দেমাতরম গানটি পরিবেশন করা হয় –

  • (ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে
  • (খ) ১৮৮৬ খ্রিস্টাব্দে
  • (গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে

উত্তর:- (গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে।

৫৬। নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ ছিলেন –

  • (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর
  • (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
  • (ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর।

৫৭। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গোরা’ উপন্যাসটি প্রকাশিত হয় –

  • (ক) ১৯১০ খ্রিস্টাব্দে
  • (খ) ১৯১২ খ্রিস্টাব্দে
  • (গ) ১৯১১ খ্রিস্টাব্দে
  • (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে

উত্তর:- (ক) ১৯১০ খ্রিস্টাব্দে।

৫৮। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন –

  • (ক) সংগীত শিল্পী
  • (খ) নাট্যকার
  • (গ) কবি
  • (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী

উত্তর:- (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী।

৫৯। আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল –

  • (ক) সোমপ্রকাশ পত্রিকায়
  • (খ) বামাবোধিনী পত্রিকায়
  • (গ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
  • (ঘ) অমৃতবাজার পত্রিকায়

উত্তর:- (ঘ) অমৃতবাজার পত্রিকায়।

৬০। ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) অক্ষয়কুমার দত্ত
  • (খ) স্বামী বিবেকানন্দ
  • (গ) রাজনারায়ণ বসু
  • (ঘ) রমেশচন্দ্র মজুমদার

উত্তর:- (খ) স্বামী বিবেকানন্দ।

৬১। এখানে আলাদা গোত্রের উপাদানটি হল –

  • (ক) ভারতমাতা
  • (খ) আনন্দমঠ
  • (গ) গোরা
  • (ঘ) বর্তমান ভারত

উত্তর:- (ক) ভারতমাতা।

৬২। ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন –

  • (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
  • (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (গ)  নন্দলাল বসু
  • (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর।

৬৩। ‘খলব্রাক্ষ্মণ’ চিত্রটি এঁকেছেন –

  • (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
  • (খ) নন্দলাল বসু
  • (গ) সরলাদেবী চৌধুরানি
  • (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।

আরোও পড়ুন

Leave a Comment