দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
১। বাংলার ক্যাসটন বলা হয় –
- (ক) পঞ্চানন কর্মকারকে
- (খ) চার্লস উইলকিনসকে
- (গ) জেমস অগাস্টাস হিকিকে
- (ঘ) সুরেশচন্দ্র মজুমদারকে
উত্তর :- (ক) পঞ্চানন কর্মকারকে।
২। কলকাতায় প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন –
- (ক) জেমস অগাস্টাস হিকি
- (খ) মার্শম্যান
- (গ) উইলিয়াম কেরি
- (ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
উত্তর :- (ক) জেমস অগাস্টাস হিকি।
৩। মুদ্রণযন্ত্রে সর্বপ্রথম বাংলা বই ছাপা হয় –
- (ক) রোমান হরফে
- (খ) সংস্কৃত হরফে
- (গ) বাংলা হরফে
- (ঘ) হিন্দি হরফে
উত্তর :- (ক) রোমান হরফে।
৪। ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব হল –
- (ক) ফরাসিদের
- (খ) পোর্তুগিজদের
- (গ) ইংরেজদের
- (ঘ) ভারতীয়দের
উত্তর :- (খ) পোর্তুগিজদের।
৫। ‘বাংলা মুদ্রণশিল্পের জনক’ নামে পরিচিত ছিলেন –
- (ক) জেমস অগাস্টাস হিকি
- (খ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
- (গ) চার্লস উইলকিনস
- (ঘ) মার্শম্যান
উত্তর :- (গ) চার্লস উইলকিনস।
৬। হালহেড রচিত গ্রন্থটি কার তৈরি করা অক্ষরে মুদ্রিত হয় ? –
- (ক) পঞ্চানন কর্মকারের
- (খ) চার্লস উইলকিনস-এর
- (গ) সুরেশচন্দ্র মজুমদারের
- (ঘ) মনোহর কর্মকারের
উত্তর :- (খ) চার্লস উইলকিনস-এর।
৭। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল –
- (ক) বর্ণপরিচয়
- (খ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গোয়েজ
- (গ) মঙ্গল সমাচার মতিয়ের
- (ঘ) অন্নদামঙ্গল
উত্তর :- (ঘ) অন্নদামঙ্গল।
৮। শ্রীরামপুরে ছাপাখানার প্রতিষ্ঠা করেন –
- (ক) উইলিয়াম কেরি
- (খ) অগাস্টাস হিকি
- (গ) চার্লস উইলকিনস
- (ঘ) জোশুয়া মার্শম্যান
উত্তর :- (ক) উইলিয়াম কেরি।
৯। কলকাতা সংস্কৃত প্রেস ডিপজিটারি প্রতিষ্ঠা করেন –
- (ক) দ্বারকানাথ ঠাকুর
- (খ) মার্শম্যান
- (গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
- (ঘ) বিদ্যাসাগর
উত্তর :- (ঘ) বিদ্যাসাগর।
১০। বটতলা প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত বই হল –
- (ক) চৈতন্যচরিতামৃত
- (খ) নববাবু বিলাস
- (গ) বর্ণপরিচয়
- (ঘ) লোরচন্দ্রাণী
উত্তর :- (খ) নববাবু বিলাস।
১১। ছাপাখানার জনক বলা হয় –
- (ক) সুরেশচন্দ্র মজুমদারকে
- (খ) চার্লস উইলকিনসকে
- (গ) পঞ্চানন কর্মকারকে
- (ঘ) গুটেনবার্গকে
উত্তর :- (ঘ) গুটেনবার্গকে।
১২। ‘সিটি বুক সোসাইটি’ (১৮৯৬ খ্রি.) প্রতিষ্ঠা করেন –
- (ক) উপেন্দ্ৰনাথ মুখোপাধ্যায়
- (খ) সন্দীপ রায়
- (গ) সত্যজিৎ রায়
- (ঘ) যোগীন্দ্রনাথ সরকার
উত্তর :- (ঘ) যোগীন্দ্রনাথ সরকার।
১৩। উইলিয়াম কেরি ছিলেন –
- (ক) বাংলার শিক্ষক
- (খ) ইংরেজির শিক্ষক
- (গ) গণিতের শিক্ষক
- (ঘ) বিজ্ঞানের শিক্ষক
উত্তর :- (ক) বাংলার শিক্ষক।
১৪। ‘দিগদর্শন’ ও ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন –
- (ক) উইলিয়াম কেরি
- (খ) মার্শম্যান
- (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) রামমোহন রায়
উত্তর :- (খ) মার্শম্যান।
১৫। এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় –
- (ক) চুঁচুড়ায়
- (খ) ঢাকায়
- (গ) কলকাতায়
- (ঘ) শ্রীরামপুরে
উত্তর :- (ঘ) শ্রীরামপুরে।
১৬। শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৭৭৭ খ্রিস্টাব্দে
- (খ) ১৮০০ খ্রিস্টাব্দে
- (গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৮১৮ খ্রিস্টাব্দে
উত্তর :- (খ) ১৮০০ খ্রিস্টাব্দে।
১৭। ছাপাখানার প্রথম বাঙালি ব্যবসায়ী হলেন –
- (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য
- (খ) পঞ্চানন কর্মকার
- (গ) সুরেশচন্দ্র মজুমদার
- (ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তর :- (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য।
১৮। প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম –
- (ক) অন্নদামঙ্গল
- (খ) বর্ণপরিচয়
- (গ) শিশুশিক্ষা
- (ঘ) সন্দেশ
উত্তর :- (ক) অন্নদামঙ্গল।
১৯। বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই হল –
- (ক) বর্ণপরিচয়
- (খ) হিতোপদেশ
- (গ) শিশুশিক্ষা
- (ঘ) প্রতাপাদিত্য চরিত্র
উত্তর :- (ঘ) প্রতাপাদিত্য চরিত্র।
২০। ‘শিশুশিক্ষা’ গ্রন্থটি রচনা করেন –
- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- (খ) মদনমোহন তর্কালঙ্কার
- (গ) রামসুন্দর বসাক
- (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর :- (খ) মদনমোহন তর্কালঙ্কার।
২১। ‘বর্ণমালা’ গ্রন্থটি প্রকাশ করে –
- (ক) লন্ডন চার্চ মিশনারি
- (খ) ক্যালকাটা স্কুল সোসাইটি
- (গ) শ্রীরামপুর মিশন
- (ঘ) স্কুল বুক সোসাইটি
উত্তর :- (ঘ) স্কুল বুক সোসাইটি।
২২। গীতগোবিন্দ মুদ্রিত হয় –
- (ক) হিন্দি প্রেস থেকে
- (খ) উর্দু প্রেস থেকে
- (গ) সংস্কৃত প্রেস থেকে
- (ঘ) বেঙ্গলি প্রেস থেকে
উত্তর :- (গ) সংস্কৃত প্রেস থেকে।
২৩। ‘বার্তাবহ যন্ত্র’ নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় –
- (ক) কলকাতায়
- (খ) শ্রীরামপুরে
- (গ) রংপুরে
- (ঘ) ঢাকায়
উত্তর :- (গ) রংপুরে।
২৪। পূর্ববঙ্গে শিশুশিক্ষা-বিষয়ক সবচেয়ে জনপ্রিয় গ্রন্থটি ছিল –
- (ক) বর্ণপরিচয়
- (খ) বাল্যশিক্ষা
- (গ) শিশুশিক্ষা
- (ঘ) বর্ণমালা
উত্তর :- (খ) বাল্যশিক্ষা।
২৫। বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল –
- (ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৮৫০ খ্রিস্টাব্দে
- (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে
উত্তর :- (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে।
২৬। বাংলায় শিশুশিক্ষা-বিষয়ক সবচেয়ে জনপ্রিয় গ্রন্থটি ছিল –
- (ক) বাল্যশিক্ষা
- (খ) বর্ণপরিচয়
- (গ) শিশুশিক্ষা
- (ঘ) বর্ণমালা
উত্তর :- (খ) বর্ণপরিচয়।
২৭। বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র –
- (ক) সোমপ্রকাশ
- (খ) গ্রামবাৰ্ত্তাপ্রকাশিকা
- (গ) বাঙ্গাল গেজেট
- (ঘ) বেঙ্গল গেজেট
উত্তর :- (ঘ) বেঙ্গল গেজেট।
২৮। রামরাম বসুর ‘প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটি মুদ্রিত হয় –
- (ক) ঢাকায়
- (খ) কলকাতায়
- (গ) রংপুরে
- (ঘ) শ্রীরামপুর ছাপাখানায়
উত্তর :- (ঘ) শ্রীরামপুর ছাপাখানায়।
২৯। উপেন্দ্রকিশোর আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণশিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে কাকে বিদেশ পাঠান? –
- (ক) সুখলতা রাওকে
- (খ) সুকুমার রায়কে
- (গ) সন্দীপ রায়কে
- (ঘ) সত্যজিৎ রায়কে
উত্তর :- (খ) সুকুমার রায়কে।
৩০। জন অ্যান্ড্রুজ সাহেব সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন –
- (ক) হাওড়াতে
- (খ) বর্ধমানে
- (গ) হুগলিতে
- (ঘ) কলকাতায়
উত্তর :- (গ) হুগলিতে।
৩১। সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন –
- (ক) হিকি সাহেব
- (খ) চার্লস উইলকিনস
- (গ) উইলিয়াম কেরি সাহেব
- (ঘ) পঞ্চানন কর্মকার
উত্তর :- (খ) চার্লস উইলকিনস।
৩২। কোন্ ধরনের ছাপার কাজ করে ছাপাখানার ব্যাবসার সর্বাধিক প্রসার ঘটে ? –
- (ক) অনুবাদ গ্রন্থ
- (খ) ধর্মগ্রন্থ
- (গ) পাঠ্যবই
- (ঘ) সরকারি কাগজপত্র
উত্তর :- (গ) পাঠ্যবই।
৩৩। ‘ইতিহাসমালা’ গ্রন্থটির রচয়িতা হলেন –
- (ক) রামমোহন রায়
- (খ) বিদ্যাসাগর
- (গ) ডেভিড হেয়ার
- (ঘ) উইলিয়াম কেরি
উত্তর :- (ঘ) উইলিয়াম কেরি।
৩৪। ভারতে ‘হাফ টোন প্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন –
- (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- (খ) সুকুমার রায়
- (গ) চার্লস উইলকিন্স
- (ঘ) পঞ্চানন কর্মকার
উত্তর :- (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
৩৫। বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় –
- (ক) কলকাতায়
- (খ) চট্টগ্রামে
- (গ) বর্ধমানে
- (ঘ) হুগলিতে
উত্তর :- (ঘ) হুগলিতে।
৩৬। ‘হাফটোন ব্লক প্রিন্টিং’ নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করেন –
- (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- (খ) সত্যজিৎ রায়
- (গ) সুকুমার রায়
- (ঘ) সন্দীপ রায়
উত্তর :- (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
৩৭। ‘A Grammer of The Bengal Language’ গ্রন্থের রচয়িতা ছিলেন –
- (ক) ম্যাথু ল্যাম্পসডেন
- (খ) চার্লস উইলকিনস
- (গ) নাথানিয়েল ব্রাসি হালওয়েড
- (ঘ) উইলিয়াম জোনস
উত্তর :- (গ) নাথানিয়েল ব্রাসি হালওয়েড।
৩৮। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতির পথিকৃৎ বলা হয় –
- (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে
- (খ) সুকুমার রায়কে
- (গ) সত্যজিৎ রায়কে
- (ঘ) জন অ্যান্ড্রুজকে
উত্তর :- (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে।
৩৯। ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি রচিত হয়েছিল –
- (ক) ১৭৭৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৭৭৬ খ্রিস্টাব্দে
- (গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৭৮১ খ্রিস্টাব্দে
উত্তর :- (গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে।
৪০। বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই হল –
- (ক) বর্ণপরিচয়
- (খ) হিতোপদেশ
- (গ) শিশুশিক্ষা
- (ঘ) প্রতাপাদিত্য চরিত্র
উত্তর :- (ঘ) প্রতাপাদিত্য চরিত্র।
৪১। হাফটোন ব্লকে নির্মিত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর প্রথম বইটি হল –
- (ক) ছেলেদের রামায়ণ
- (খ) টুনটুনির বই
- (গ) সেকালের কথা
- (ঘ) হিতোপদেশ
উত্তর :- (গ) সেকালের কথা।
৪২। বাংলা দেশে প্রথম কালার প্রিন্টিং প্রবর্তন করেন –
- (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- (খ) শরৎ কুমার লাহিড়ী
- (গ) সুকুমার রায়
- (ঘ) গুরুদাস চট্টোপাধ্যায়
উত্তর :- (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
৪৩। পোর্তুগিজদের প্রথম ছাপাখানা স্থাপিত হয় –
- (ক) কালিকটে
- (খ) গোয়াতে
- (গ) বোম্বাইয়ে
- (ঘ) দিল্লিতে
উত্তর :- (খ) গোয়াতে।
৪৪। ইউ এন রয় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল –
- (ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে
- (খ) বাংলায় চিকিৎসাবিদ্যার প্রসারে
- (খ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে
- (ঘ) বাংলায় মুদ্রণশিল্পের প্রসারে
উত্তর :- (ঘ) বাংলায় মুদ্রণশিল্পের প্রসারে।
৪৫। ‘ছেলেদের রামায়ণ’ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন –
- (ক) নন্দলাল বসু
- (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- (গ) রামচাঁদ রায়
- (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
৪৬। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স গড়ে ওঠে –
- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০৭ খ্রিস্টাব্দে
- (গ) ১৯০৯ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে
উত্তর :- (গ) ১৯০৯ খ্রিস্টাব্দে।
৪৭। ‘লাইনো টাইপ’ তৈরি করেছিলেন –
- (ক) সুরেশচন্দ্র মজুমদার
- (খ) পঞ্চানন কর্মকার
- (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
- (ঘ) চার্লস উইলকিনস
উত্তর :- (ক) সুরেশচন্দ্র মজুমদার।
৪৮। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ হল –
- (ক) সেকালের কথা
- (খ) গুপী গাইন বাঘা বাইন
- (গ) টুনটুনির বই
- (ঘ) ছেলেদের রামায়ণ
উত্তর :- (ঘ) ছেলেদের রামায়ণ।
৪৯। ‘ইউনিটেরিয়ান প্রেস’ স্থাপন করেন –
- (ক) রাধাকান্ত দেব
- (খ) রামমোহন রায়
- (গ) রামরাম বসু
- (ঘ) ড. রাধা গোবিন্দ কর
উত্তর :- (খ) রামমোহন রায়।
৫০। ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয় –
- (ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৮৯০ খ্রিস্টাব্দে
- (গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে
উত্তর :- (গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে।
৫১। IACS বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’ প্রতিষ্ঠা করেন –
- (ক) তারকনাথ পালিত
- (খ) ড. মহেন্দ্রলাল সরকার
- (গ) রাসবিহারী ঘোষ
- (ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর :- (খ) ড. মহেন্দ্রলাল সরকার।
৫২। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল –
- (ক) প্রথম বিশ্বযুদ্ধ
- (খ) জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা
- (গ) অহিংস অসহযোগ আন্দোলন
- (ঘ) স্বদেশি আন্দোলন
উত্তর :- (ঘ) স্বদেশি আন্দোলন।
৫৩। প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন –
- (ক) জগদীশচন্দ্র বসু
- (খ) প্রফুল্লচন্দ্র রায়
- (গ) চন্দ্রশেখর ভেঙ্কটরমন
- (ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (গ) চন্দ্রশেখর ভেঙ্কটরমন।
৫৪। ‘টেগোর অ্যান্ড কোং’ প্রতিষ্ঠা করেন –
- (ক) দ্বারকানাথ ঠাকুর
- (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৫। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন যে বাঙালি ইঞ্জিনিয়ার তিনি হলেন –
- (ক) গোলক চন্দ্ৰ নন্দী
- (খ) পলাশ চন্দ্ৰ নন্দী
- (গ) রাজেন্দ্র নাথ মুখার্জি
- (ঘ) শিবচন্দ্র নন্দী
উত্তর :- (ক) গোলক চন্দ্ৰ নন্দী।
৫৬। IACS -এর প্রথম অধিকর্তা হলেন –
- (ক) মহেন্দ্রলাল সরকার
- (খ) মেঘনাদ সাহা
- (গ) জগদীশচন্দ্র বসু
- (ঘ) প্যারীমোহন মুখোপাধ্যায়
উত্তর :- (ঘ) প্যারীমোহন মুখোপাধ্যায়।
৫৭। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন –
- (ক) জগদীশচন্দ্র বসু
- (খ) সত্যেন্দ্রনাথ বসু
- (গ) চন্দ্ৰমুখী বসু
- (ঘ) আনন্দমোহন বসু
উত্তর :- (ক) জগদীশচন্দ্র বসু।
৫৮। ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন –
- (ক) জগদীশচন্দ্র বসু
- (খ) সি ভি রমন
- (গ) প্রফুল্লচন্দ্র রায়
- (ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর :- (খ) সি ভি রমন।
৫৯। উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেন –
- (ক) প্রফুল্লচন্দ্র রায়
- (খ) চন্দ্রশেখর ভেঙ্কটরমন
- (গ) জগদীশচন্দ্র বসু
- (ঘ) মেঘনাদ সাহা
উত্তর :- (গ) জগদীশচন্দ্র বসু।
৬০। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’-এর সঙ্গে যুক্ত ছিলেন না –
- (ক) স্যার রাসবিহারী ঘোষ
- (খ) ইউজিন লাফো
- (গ) চন্দ্রশেখর ভেঙ্কটরমন
- (ঘ) আশুতোষ মুখোপাধ্যায়
উত্তর :- (ক) স্যার রাসবিহারী ঘোষ।
৬১। ‘জাতীয় শিক্ষা’ কথাটি প্রথম ব্যবহার করেন –
- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- (খ) প্রসন্নকুমার ঠাকুর
- (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (খ) প্রসন্নকুমার ঠাকুর।
৬২। ‘বেঙ্গল টেকনিকাল ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করেন –
- (ক) রাসবিহারী ঘোষ
- (খ) মহেন্দ্রলাল সরকার
- (গ) তারকনাথ পালিত
- (ঘ) নীলরতন সরকার
উত্তর :- (গ) তারকনাথ পালিত।
৬৩। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় –
- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০৭ খ্রিস্টাব্দে
- (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে
উত্তর :- (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে।
৬৪। ‘জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ’ বলা হয় –
- (ক) রাজেন্দ্রলাল মিত্রকে
- (খ) ড. মহেন্দ্রলাল সরকারকে
- (গ) মেঘনাদ সাহাকে
- (ঘ) প্রমথনাথ বসুকে
উত্তর :- (ক) রাজেন্দ্রলাল মিত্রকে।
৬৫। প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় –
- (ক) শিবচন্দ্রকে
- (খ) সুরেশচন্দ্রকে
- (গ) কেশব চন্দ্রকে
- (ঘ) গোলক চন্দ্ৰকে
উত্তর :- (ঘ) গোলক চন্দ্ৰকে।
৬৬। জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন –
- (ক) নবগোপাল মিত্র
- (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- (গ) হীরেন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর।
৬৭। ‘বেঙ্গল টেকনিকাল ইন্সটিটিউট’-এর প্রথম অধ্যক্ষ ছিলেন –
- (ক) জগদীশচন্দ্র বসু
- (খ) তারকনাথ পালিত
- (গ) মহেন্দ্রলাল সরকার
- (ঘ) অরবিন্দ ঘোষ
উত্তর :- (ঘ) অরবিন্দ ঘোষ।
৬৮। ‘ক্রেসকোগ্রাফ’ যন্ত্র আবিষ্কার করেন –
- (ক) সত্যেন্দ্রনাথ বসু
- (খ) জগদীশচন্দ্র বসু
- (গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
- (ঘ) সি ভি রমন
উত্তর :- (খ) জগদীশচন্দ্র বসু।
৬৯। ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৯১৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯১৭ খ্রিস্টাব্দে
- (গ) ১৯২০ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে
উত্তর :- (খ) ১৯১৭ খ্রিস্টাব্দে।
৭০। “বেঙ্গল টেকনিকাল ইন্সটিটিউট” প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
- (গ) ১৯১১ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে
উত্তর :- (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে।
৭১। Bengal Technical Institute যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় –
- (ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে
উত্তর :- (গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে।
৭২। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ হলেন –
- (ক) রাজনারায়ণ বসু
- (খ) তারকনাথ পালিত
- (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- (ঘ) অরবিন্দ ঘোষ
উত্তর :- (ঘ) অরবিন্দ ঘোষ।
৭৩। ‘অব্যক্ত’ গ্রন্থটি রচনা করেন –
- (ক) শিশিরকুমার ঘোষ
- (খ) সি ভি রমন
- (গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর :- (ঘ) জগদীশচন্দ্র বসু।
৭৪। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন –
- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- (খ) রথীন্দ্রনাথ ঠাকুর
- (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (খ) রথীন্দ্রনাথ ঠাকুর।
৭৫। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ‘বিজ্ঞান কলেজ’ প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৯১২ খ্রিস্টাব্দে
- (খ) ১৯১৩ খ্রিস্টাব্দে
- (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে
উত্তর :- (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে।
৭৬। ঔপনিবেশিক শিক্ষানীতির বিরুদ্ধে কবিগুরু নিজস্ব শিক্ষানীতির পরীক্ষানিরীক্ষার প্রধান কেন্দ্র হিসেবে বেছে নেন –
- (ক) যাদবপুর
- (খ) শিলাইদহ
- (গ) কলকাতা
- (ঘ) শান্তিনিকেতন
উত্তর :- (ঘ) শান্তিনিকেতন।
৭৭। কলকাতা বিশ্ববিদ্যালয়ের Radio Physics বিভাগ প্রতিষ্ঠিত হয় –
- (ক) শিশিরকুমার মিত্রের নেতৃত্বে
- (খ) আনন্দমোহন বসুর নেতৃত্বে
- (গ) সতীশচন্দ্র বসুর নেতৃত্বে
- (ঘ) শিশিরকুমার ঘোষের নেতৃত্বে
উত্তর :- (ঘ) শিশিরকুমার ঘোষের নেতৃত্বে।
৭৮। ‘রেজোন্যান্ট যন্ত্র’ আবিষ্কার করেন –
- (ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর
- (খ) মেঘনাদ সাহা
- (গ) সি ভি রামন
- (ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর :- (ঘ) জগদীশচন্দ্র বসু।
৭৯। জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠা হয় ১৯০৬ খ্রিস্টাব্দের –
- (ক) ২ জুন
- (খ) ১১ মার্চ
- (গ) ১ জুলাই
- (ঘ) ২ জুলাই
উত্তর :- (খ) ১১ মার্চ।
৮০। কলকাতা বিজ্ঞান কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় –
- (ক) ১৯১৩ খ্রিস্টাব্দে
- (খ) ১৯১৫ খ্রিস্টাব্দে
- (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে
উত্তর :- (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে।
৮১। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৯২০ খ্রিস্টাব্দে
- (খ) ১৯২১ খ্রিস্টাব্দে
- (গ) ১৯১৩ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে
উত্তর :- (খ) ১৯২১ খ্রিস্টাব্দে।
৮২। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন –
- (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- (খ) স্বামী বিবেকানন্দ
- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর।
৮৩। শান্তিনিকেতনে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন –
- (ক) প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
- (খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (খ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
৮৪। রবীন্দ্রনাথ আশ্রম বিদ্যালয় স্থাপন করেন –
- (ক) বীরভূমে
- (খ) কলকাতায়
- (গ) শান্তিনিকেতনে
- (ঘ) শিলাইদহে
উত্তর :- (গ) শান্তিনিকেতনে।
৮৫। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ ছিলেন –
- (ক) বিধুশেখর ভট্টাচার্য
- (খ) রথীন্দ্রনাথ ঠাকুর
- (গ) ব্রজেন্দ্রনাথ শীল
- (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (খ) রথীন্দ্রনাথ ঠাকুর।
৮৬। শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল –
- (ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে
- (খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
- (গ) ১৯০১ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে
উত্তর :- (গ) ১৯০১ খ্রিস্টাব্দে।
৮৭। শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালন করা হয় –
- (ক) ২৫ বৈশাখ
- (খ) ২৫ আষাঢ়
- (গ) ২২ শ্রাবণ
- (ঘ) ২২ অগ্রহায়ণ দিনটি
উত্তর :- (গ) ২২ শ্রাবণ।
৮৮। ‘মহর্ষি দাতব্য চিকিৎসালয়’ প্রতিষ্ঠা করেন –
- (ক) মহেন্দ্রলাল সরকার
- (খ) তারকনাথ পালিত
- (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর :- (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণীর (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণীর (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন – বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)